বরিশাল নগরীতে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে- সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে নির্বাচন মুখি দলগুলোর প্রচার প্রচারনায় শহর এখন সরগরম হয়ে উঠেছে।
নৌকা ও ধানের শীষের প্রার্থীর জন্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের পদচারনায় নির্বাচনী প্রচার উৎসব মূখর হয়ে উঠেছে বরিশাল নগর।
আজ শনিবার সকালে বৈরী প্রতিকুল আবহাওয়া মোকাবেলা করে প্রচার-প্রচারনা কাজে নেমে পড়ে মেয়র প্রার্থীরা।
বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীক মার্কার মেয়র প্রার্থী সাবেক হুইপ,কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার সকালে নগরীর চাঁদমারী এলাকা থেকে তার নির্বাচনী গনসংযোগ শুরু করেন।
এসময় তিনি গন মাধ্যমকে বলেন, বরিশালে এখন সাধারন মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
আমরা দেখছি হঠাৎ করেই নির্বাচনী পরিবেশটা খারাপের দিকে যাচ্ছে এছাড়া গ্রেফতার আতঙ্ক চলছে।
নির্বাচনের সময় যত কাছে চলে আসছে পুলিশ বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করার কাজে নেমে পড়েছে।
পরিবেশ খারাপ হওয়ার কারন ছাড়াই পুলিশ মহানগর জামায়াতের সেক্রেটারী জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে গ্রেফতার করেছে।
অন্যদিকে কবির নামের নগরীর ১০নং ওয়ার্ড যুবদলের নেতাকে জামায়াত আখ্যা দিয়ে গ্রেফতার করেছে।
পুলিশ এভাবে গ্রেপতার করার কার্যক্রম শুরু করেছে।
মেয়র প্রার্থী সরোয়ার আরো বলেন, যেখানে আমরা একটি সুষ্ঠ নির্বাচনের জন্য নগরীর সকল মানুষকে উদবুদ্ধ করছি।
এমনকি আমরা নির্বাচনের প্রচার প্রচারনার সময়ে বিভিন্ন সাধারন মানুষকে সুষ্ঠ নির্বাচন হবে বলে তাদেরকে বলছি।
যাতে করে সাধারন মানুষ নির্বাচনের দিন ঘড় বাড়ি থেকে নির্ভয়ে বের হয়ে নির্বাচন কেন্দ্রে আসে এবং খুলনা-গাজীপুরের মত ঘটনা না ঘটে।
কিন্তু এখন দেখছি পুলিশী গ্রেফতার আতঙ্ক ভয় সাধারন মানুষের মাঝে ঢুকে পড়ছে।
ভোটের আর কয়টা দিন বাকী আছে বলে তিনি বলেন এখন যে স্রোত সৃষ্টি হয়েছে বিএনপির।
আমরা মনে করি সরকার যদি পুলিশ দিয়ে গ্রেফতার আতঙ্ক সৃষ্টি না করে তাহলে ভোট ভালো হবে।
এদিকে অপর প্রতিদ্বন্দ্বী সরকারী দলের নৌকা মার্কা প্রতীক প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ব্যস্ত সময় পাড় করছেন গনসংযোগ ও উঠান বৈঠক করে।
বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, বরিশাল সিটি নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় আছে।
এখন পর্যন্ত এই নগরীতে কোথাও কোন ধরনের অপ্রীতিকার ঘটনা ঘটে নাই।
আমি আশা করি আগামী ৩০ই জুলাই নগরবাশী সুষ্ট সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সেনা মোতায়েনের মত পরিস্থিতি বরিশালে নেই- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ৩০ তারিখ ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন ।আপনাদের যাকে খুশি তাকে ভোট দিয়ে এই সিটি করপোরেশনের উন্নয়ন তরান্নিত করবেন। শনিবার (২১ জুলাই) বরিশাল নগরের ফজলুল হক এ্যাভিনিউতে গনসংযোগকালে তিনি এ কথা বলেন।ওইসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, যার ডিজিটাল সম্মন্ধে কোন আইডিয়া নেই, সেই বলতে পারে যে ইভিএম এ ডিজিটাল কায়দায় কারচুপি হতে পারে। আমি ইভিএম চাচ্ছি কারণ ইভিএম-এ একজনের ভোট আরেকজনের এসে দেয়া সম্ভব নয়, আর ভোট গননা টাও তারাতারি হয়ে যাবে। এসময় তিনি প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, সে (বিএনপির প্রার্থী) ইভিএম চায়নি, আমি তো বুঝেছিলাম সে বেশি করে ইভিএম চাইবে। সেনা মোতায়েনের বিষয়ে তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশনের। তবে সেনা মোতায়েনের মতো কোন পরিস্থিতি বরিশালে বিরাজমান নয়।গনসংযোগকালে তার সাথে মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন বীর-বীক্রমম মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, সাইদুর রহমান রিন্টু, সাধারন সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশালস্থ বাকেরগঞ্জবাসীর সাথে সাদিক আবদুল্লাহর মতবিনিময়

 স্টাফ রিপোর্টার: বরিশালস্থ বাকেরগঞ্জবাসীর সাথে মতবিনিময় করেছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। বরিশাল ক্লাব মিলনায়তনে গতকাল বিকেল ৪টায় নৌকার কান্ডারীকে বিজয়ী করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নুর সভাপতিত্বে ও পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন ডাকুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। সভায় বক্তব্য ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এড. একেএম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, জেলা পরিষদ সদস্য আইরিন রেজা, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, নিয়ামত আবদুল্লাহ পলাশ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জিএম ফারুকী, তহমিনা বেগম মিনু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান, চরামদ্দি ইউপি চেয়ারম্যান গাউসেল আজম লাল, কলসকাঠী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার মনু, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এএসএম জুলফিকার হায়দার, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ বসির সিকদার, চরাদি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জল, ভরপাশা ইউপি আসাদ খান, নিয়ামতি ইউপি চেয়ারম্যান মাছুম মাস্টার, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুর রহমান, দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান আবুল বাসার সিকদার, কবাই ইউপি চেয়ারম্যান জহিরুল হক বাদল তালুকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান বাবু, দারিয়াল ইউপি চেয়ারম্যান এম এ জব্বার বাবুল, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সাধারন সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপন, সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান রিপন, সাবেক ছাত্রনেতা এস এম আতিকুর রহমান, শ্রমিকলীগ নেতা মোঃ কালাম ডাকুয়া, বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের সসভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল রহমান খান, সাধারন সম্পাদক এ্যাড আসাদুজ্জামান কচি, সভায় বক্তারা আগামীর বরিশাল গড়তে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে বরিশালস্থ বাকেরগঞ্জবাসীর প্রতি উদাক্ত আহবান জানান।

ভোট কারচুপি হলে সরকার পতনের আন্দোলন শুরু- নোমান

নিজস্ব প্রতিবেদকঃ ৩০ই জুলাই বরিশাল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যতই কমে আসছে মেয়র প্রার্থী সহ কাউন্সিলরদের গনসংযোগ ও প্রচার প্রচারনা জোড় কদমে চালিযে যাচ্ছেন।
বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের মীষের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সমর্থনে নগরীর বিভিন্ন অলিগলিতে প্রচার-প্রচারনায় অংশ নিয়েছে কেন্দ্রীয় বিএনপি উচ্চ প্রর্যায়ের নেতৃবৃন্দ।
আজ শনিবার (২১ই) জুলাই সকাল ১১টায় নগরীর কাশীপুর বাজারের ধানে শীষের প্রচার কালে ইলেক্টনিক্্র ও গনমাধ্যমেকে কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ-আল-নোমান বলেন, বরিশাল সিটি নির্বাচনে কোন প্রকার ভোট কারচুপি করা হলে এখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।
তিনি বলেন নির্বাচন কমিশন আমাদের সমান সুযোগ দিচ্ছে না।সরকারী দলের প্রার্থীর সমর্থকরা মিছিল সহ অতিরিক্ত সময় নষ্ঠ করে মিটিং করছে সেখানে কোন ধরনের বাধা নেই আমাদের নির্ধারিত সময়ের আগেই আমাদের সভা বন্ধ করে দিচ্ছে।
আমরা কোন সমান সুযোগ পাচ্ছি না।
ভাইস চেয়ারম্যান নোমান আরো বলেন খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে যে অনিয়ম হয়েছে নির্বাচন কমিশন তা স্বীকার করে নিয়েছে।
আমরা চাই একটি সুষ্ঠ,সুন্দর নির্বাচন।
নোমান আরো বলেন বরিশালে নির্বাচন কমিশন যেভাবে কথা বলেছে পুলিশ প্রশাসন সহ সরকারী কর্মকর্তারা সঠিকভাবে দায়ীত্ব পালন না তারা আমাদের কাজে বাধা প্রদান করার কাজে ব্যস্থতা দেখাচ্ছে।
আমরা বলতে চাই নির্বাচন কমিশন মাহাবুব তালুকদার প্রার্থীদের উপস্থিতিতে যে কথা বলেছে তা যদি সঠিক ভাবে তার ওয়াদা পালন করে তাহলে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার বিপুল ভোটে বিজয় লাভ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান,কেন্দ্রীয় বিএনপি সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ,মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন,নুরুল আলম রাজু,আসাদুজ্জামান মুক্তা সহ হিজলা ও মেহেন্দিগঞ্জের বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষ মার্কার সমর্থনে লিফলেট বিতরন ও গনসংযোগ করেন।
এর পূর্বে আবদুল্লাহ আল নোমান ও সেলিমা রহমান কাশীপুর বাজারে আসার পূর্বে এয়ারপোর্ট থানার এস আই অরবিন্দ চার/পাঁচজন করে গনসংযোগ করার নির্দেশ দেন।
পরে তারা কাশীপুর বাজার,সহ ফিসারীরোড, সহ ২৮ নংওয়ার্ড থেকে শুরু করে উক্ত এলাকার বাসাবাড়ি পথচারীদের কাছে ধারে শীষ মার্কায় ভোট প্রত্যাশা করেন।

খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে- আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান, বাউফলঃ জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি) বলেছেন, ‘আইনের উর্ধে কেউ না। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে, গরিবের হক নষ্ট করেছে। তার বিরুদ্ধে মামলা করেছে দুদক , সাজা দিয়েছে কোটর্’।
তাকে (খালেদা জিয়া) মামলা আ’লীগ দেয়নি, সাজা আ’লীগ দেয়নি। তাহলে আ’লীগের দোষ দিচ্ছে কেনো বিএনপি!
শনিবার (২১জুলাই) বাউফল মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে বাউফল উপজেলা যুবলীগ , সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ‘বিশেষ প্রতিনিধি সভায়’ প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি ‘বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নিবার্চনে আবার আ’লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য নেতা-কর্মিকে নৌকার পক্ষে কাজ কারার জন্য নিদের্শ দেয়’।
সভার সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা যুবলীগের সভাপতি সাহজাহান সিরাজ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চীফ হুইপ’র সহধর্মিনী দেলয়ারা সুলতানা ফিরোজ।বাউফল উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও উপজেলা ভাইস- চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক। চীফ হুইপ’র এপিএস আনিসুর রহমান। সাংগঠনিক সম্পাদক ও সূর্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু। বাউফল উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ। উপজেলা সেচ্চাসেবকলীগ সভাপতি ও হারুন আর রশিদ খাঁন, সাধারন সম্পাদক রিয়াজ সিকদার। কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু । সেচ্চাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক ও চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ। বাউফল পৌর যুবলীগ সভাপতি মামুন খাঁন। উপজেলা ছাত্রলীগ সভাপতি (একাংশ ) মাহামুদ হাসান রুবেল, সাধারন সম্পাদক সামছুল কবির নিশাত ও পৌর ছাত্রলীগ আহ্বায়ক নিয়াজ মোর্শেদ প্রমূখ।
সভায় বিভিন্ন ইউনিয়ন যুবলীগ, সেবকলীগ ও ছাত্রলীগের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

ভোট চুরির রাজনীতি বিশ্বাস করি না- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ তিনি নিজেও বসে নেই।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছেন ততই গনসংযোগ লিফলেট বিতরন,উঠান বৈঠকের পাশাপাশি নির্বাচনের জন্য কর্মী সভার কাজ চালিয়ে যাচ্ছেন।
বরিশাল সিটি নির্বাচনে দু’জন তরুন মেয়র প্রার্থী রয়েছে একজন বাসদের মনিষা চক্রবর্তী অপরজন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নগরবাশীর কাছের ও মনের মানুষ হিসাবে নিজেকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
গনসংযোগ কালে তিনি বলেন ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার নির্বাচনে সুষ্ঠ ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাই তিনি নিজে তার নিজ কেন্দ্রে ইভিএম পদ্বতির ভোট প্রদানের জন্য দরখাস্ত করেছেন।
এছাড়া সাদিক আবদুল্লাহ্ বলেন ধানের শীষ প্রার্থী মজিবর রহমান সরোয়ার সে নিজেই তার দলের মধ্যে গ্রহন যোগ্যতা হারিয়ে দিশেহারা হয়ে প্রতিপক্ষের উপর দোষ চাপিয়ে নিজের সমস্যা আড়াল করার চেষ্টা করছেন।
তিনি বলেন বরিশালে সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন হবে এখানে কোন ভোটারদের ভয়ের কোন কারন নেই।
আমি ভোটের রাজনীতিতে বিশ্বাষ করি ভোট চুরির রাজনীতি বিশ্বাষ করি না যা অতিতে তারা মানুষের ভোটের অধিকার হরন করেছে।
পরে তিনিও তার নির্বাচনী দিনব্যাপি গনসংযোগ সহ বিকাল থেকে রাত পর্যন্ত ৮,১৪,২২ ও নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে গন সংযোগ ও উঠান বৈঠক করেন।
এছাড়া নৌকার সমর্থনে নগরীতে বাবুগঞ্জ-মুলাদীর জন প্রিয় আওয়ামীলীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজানুর রহমান সহ বিভিন্ন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতারা নগরীতে গন সংযোগ করেন।

ভোটারদের নিরাপত্তা নিয়ে জাপা প্রার্থী তাপসের সংশয়

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ইকবাল হোসেন তাপস গনসংযোগকালে নগরীর কাশিপুরে বসে গনমাধ্যমকে বলেন একজন উর্ধ্বতোন পুলিশ কর্মকর্তার নিজের নিরাপত্তা নেই সেখানে বরিশালে ভোটারদের নিরাপত্তা কোথায়?
তিনি আরো বলেন বরিশালে ভোট চুরির কোন সুযোগ আমরা দিতে দেব না।
আর ডিজিটাল চুরির চিন্তা করবেন না সবাইকে ভোট প্রদান করার সুযোগ দেয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে আহবান রাখেন।
তাপস আরো বলেন বিগত সিটি নির্বাচনে দুটি দলের মধ্যে সিটি নির্বাচন হয়েছে এবার জাতীয় পার্টিও নির্বাচন করছে মাঠ ফাকা করে ভোট জালিয়াতী করবেন সে সুযোগ কেহ নেয়ার চেষ্টা করলে তা ভুল হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস এবার আর বৃষ্টি নয় প্রচন্ড খোর শ্রাবনের তাপ মাথায় নিয়ে নগরীতে গনসংযোগে ছুটে বেড়িয়েছে।
তিনি নগরীর হাসপাতাল সড়ক,নতুন বাজার, অমৃত লাল দে মহা বিদ্যালয়,চৌহুতপুর,কাশীপুর,দিয়াপড়া সহ নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করা সহ গনসংযোগ করেন।
বিকালে অক্সফোর্ড মিশন নির্বাচনী অফিস কার্যলয়ে বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে উঠান বৈঠক করেন।

 

লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রেখে নির্বাচন করার সুযোগ দিন- সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের চতুর্থ পরিষদের সিটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার তার নির্বাচনী প্রচার প্রচারনা কালে বরিশালে কর্মরত ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়া কর্মীদেরকে বলেন, বরিশাল সিটি নির্বাচনে ইভিএম পদ্বতি জনগনের কাছে বোধগম্য নয়।
তিনি আরো বলেন, এখনো বরিশাল সিটি নাগরীকরা শঙ্কার ভিতর রয়েছে বরিশালে বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের মাঝে নিরাপত্তাহীনতা কাজ করছে। যেখানে সরকার দলীয় বাহিনী হাতে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা লাঞ্চিত হয় সেখানে কি করে ভোট নিরাপক্ষ ভাবে হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রচন্ড কাঠফাটা শ্রাবনের রোদ্র মাথায় উপেক্ষা করে নগরীর পোর্টরোড থেকে তিনি গনসংযোগ শুরু করেন গনসংযোগকালে তার সাথে আরো ছিলেন লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান,বরিশাল মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি ও সিটি মেয়র প্রার্থী মজিবর রহমানের মিডিয়া মুখপাত্র ও মহানগর যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন,কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন সহ বিভিন্ন ও স্থানীয় নেতা কর্মীবৃন্দ।
এসময় সরোয়ার আরো বলেন নির্বাচন কমিশন এখনো আমাদের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করে নাই।
আপনারা পত্রপত্রিকায় দেখছেন নির্বাচন চলাকালীন সময়ে কি করে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী কর্মচারীদের নিয়ে মিটিং সমাবেশ করে তাহলে কোথায় নির্বাচন কমিশনের আদেশ মানা হচ্ছে।
নির্বাচন কমিশনের সবকিছু আইন আমাদের বেলায় তামিল করা হচ্ছে।
আমরা এখনো নির্বাচনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রেখে নির্বাচন করার সুযোগ দিন।
কেহ যদি মনে করে থাকে আমি নির্বাচনের মাঠ ছেড়ে দেব তাহলে ভুল করবে আমি নির্বাচনের শেষ রাত্র পর্যন্ত দেখব।
আর যদি কেহ ভোট কারচুপি করার চেষ্ঠা করে তা বরিশাল নগরবাশীকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে।
পরে সরোয়ার নগরীর পোর্টরোড,হাটখোলা সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন তিনি।
বিকালে নগরীর বগুড়া রোডে উঠান বৈঠক করেন সেখানে ধানের শীষের মেয়র প্রার্থী মজিবর রহমানের সরোয়ারের সমর্থনে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান,সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক প্রতি মন্ত্রী বেগম সেলিমা রহমান সহ বিএনপি নেতৃবৃন্দ।

 

কোন বাহিনীর নিয়ন্ত্রনে ভোট নয়- আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান , বাউফল: নির্বাচন আসবে , নিবার্চন হবে, এই নিবার্চনে জনগণ ভোট দিয়ে নেতা নিবার্চন করবে। কোন বাহিনীর নিয়ন্ত্রনে বা কোন বাহিনীর ইঙ্গিতে আমরা নিবার্চিত হতে চাই না। অমি রাজনীতিবিদ , আমি চাই- যদি আমি ভাল কাজ করে থাকি তাহলে জনগণ আমাকে ভোট দিবে এবং আওয়ামীলীগকে ভোট দিবে।
‘কোন বাহিনীর নিয়ন্ত্রনে ভোট নয়, জনগনই আমাদের বাহিনী ’।
জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৮ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুলাই) , সকাল ১১টার দিকে বাউফল উপজেলা চত্ত্বরে র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত করন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন জাতীয় সংসদের চীফ হুইপ ও স্থানীয় সংসদ আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি)।
এসময় তিনি জেলেদের অবরোধ চলাকালীন সময় মাছ শিকারের জন্য নিষেধ করেন।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ রেহেনা মোতালেব। সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। বাউফল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম । চীফ হুইপ’র এপিএস আনিসুর রহমান। নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও বাউফল উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ইব্যাহিম ফারুক। বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষায়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া ।

আলোচনা সভায় নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক তার বক্তাব্যে বলেন, অবরোধের সময় আমাদের জেলেরা মাছ ধরার জন্য উম্মাদ হয়ে যায। যার জন্য আজ নদীতে মাছ নেই, ইলিশের জন্য হাহাকার। এর সাথে কিছু উসৃংখল মৎস্য ব্যবসায়ীরা জড়িত।
মহিলা ভাইস- চেয়ারম্যান রেহনো মোতালেব বলেন, নেতা ( আ.স.ম ফিরোজ) আপনি নেত্রীর আস্থাভাজন, আপনি নেত্রীকে বলবেন কারেন্ট জাল না পুড়িয়ে কারখানা যেনো বন্ধ করে দেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন , উপজেলার কালাইয়া ইনিয়নের সফল মৎস্য চাষী মোঃ শহিদুল ইসলাম ও মদনপুরা ইউনিয়নের নারী মৎস্য চাষী নাইমা ইসলাম । তারা তাদের সফলতার কথা সকলের সামনে তুলে ধরেন এবং সকলকে মাছ চাষে উদ্বুদ্ধ করেন ।

জনগন যাকে খুশি তাকে ভোট দেবে- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনে সুষ্ঠ ও নিরপক্ষভাবে জনগন যাকে খুশি তাকে ভোট দেবে ৩০ই জুলাই জনগনের ভোট উৎসব হবে। বরিশালের জনগন উৎসবমূখর পরিবেশে বরিশালের উন্নয়নের বিবেচনা করে যাকে খুশী তাকে দেবে এখানে আমাদের পক্ষ থেকে কারো ভোটের অধিকার হরন করা হবে না।
আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ইভিএম চালুর দাবী জানিয়ে আবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার নিজ ওয়ার্ড ১৯ নং এর দুটি কেন্দ্র জগদিস স্বরস্বতী গার্লস স্কুল ও সরকারী বরিশাল কলেজে ইভিএম চালুর দাবী জানান তিনি। বরিশাল নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার বরাবরে সাদিক আবদুল্লাহর পক্ষে আজ বিকেল সাড়ে ৪ টায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের স্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা দেয়া হয়। আবেদনের ব্যাপারে সাদিক আবদুল্লাহ জানান আসন্ন বরিশাল সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বিভিন্ন সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে মিথ্যাচার করে আসছেন। বিগত দিনে সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদা, বরিশাল সিটি মেয়র ও হুইপ থাকা কালীন সময়ে সরোয়ারসহ বিএনপি সমর্থিত মেয়রদের কোন উল্লেখ্য যোগ্য উন্নয়ন বরিশালবাসীর চোখে না পরায় বর্তমানে তারা অনেকটা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারনেই জনবিচ্ছিন্ন এ নেতা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে জনগনকে ভুল ও মিথ্যাচার করে বিভ্রান্ত ছড়াচ্ছেন । কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী জনগনের রায়কেই সর্বোচ্চ বলে বিবেচনা করেন। বরিশালের মানুষের ভালবাসায় তাদের পাশে থেকে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়াই আমার প্রধান কাজ। এ কারনেই বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আমি আমার বাসার কাছের নিজ ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্র ইভিএম এর আওতায় আনার দাবী জানিয়েছি। আমি জনগনের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে বরিশালের মানুষের পাশে থেকে বরিশালকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই।
আজ মঙ্গলবার দিনভর নগরীর বিভিন্নস্থানে গনসংযোগকালে গনমাধ্যমের কাছে এতথ্য তুল ধরেন।সদিক আবদুল্লাহ্ নির্বাচনের দিন সকলকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহবান জানান।
এছাড়া নৌকা প্রতীকের সমর্থনে দুপুরে বরিশাল আইনজীবী সমিতির সম্মিলিত আওয়ামী আইনজীবী পরিষদ ও নগরীর ১৭নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতৃবৃন্দ সাবেক পৌর প্যানেল মেয়র নিজামুল ইসলাম নিজামের নেতৃত্বে ভোট প্রার্থনা করে প্রচার প্রচারনা চালান্
অন্যদিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্যরা নগরী গন সংযোগ করে সাদিক আবদুল্লাহ্’র জন্য ভোট প্রার্থনা করেন ও বরিশালের উন্নয়নের পথ বাধাগ্রস্থ না করার ও আহবান জানান।