সেনা মোতায়েনের মত পরিস্থিতি বরিশালে নেই- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ৩০ তারিখ ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন ।আপনাদের যাকে খুশি তাকে ভোট দিয়ে এই সিটি করপোরেশনের উন্নয়ন তরান্নিত করবেন। শনিবার (২১ জুলাই) বরিশাল নগরের ফজলুল হক এ্যাভিনিউতে গনসংযোগকালে তিনি এ কথা বলেন।ওইসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, যার ডিজিটাল সম্মন্ধে কোন আইডিয়া নেই, সেই বলতে পারে যে ইভিএম এ ডিজিটাল কায়দায় কারচুপি হতে পারে। আমি ইভিএম চাচ্ছি কারণ ইভিএম-এ একজনের ভোট আরেকজনের এসে দেয়া সম্ভব নয়, আর ভোট গননা টাও তারাতারি হয়ে যাবে। এসময় তিনি প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, সে (বিএনপির প্রার্থী) ইভিএম চায়নি, আমি তো বুঝেছিলাম সে বেশি করে ইভিএম চাইবে। সেনা মোতায়েনের বিষয়ে তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশনের। তবে সেনা মোতায়েনের মতো কোন পরিস্থিতি বরিশালে বিরাজমান নয়।গনসংযোগকালে তার সাথে মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন বীর-বীক্রমম মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, সাইদুর রহমান রিন্টু, সাধারন সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *