বরিশাল নগরীতে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে- সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে নির্বাচন মুখি দলগুলোর প্রচার প্রচারনায় শহর এখন সরগরম হয়ে উঠেছে।
নৌকা ও ধানের শীষের প্রার্থীর জন্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের পদচারনায় নির্বাচনী প্রচার উৎসব মূখর হয়ে উঠেছে বরিশাল নগর।
আজ শনিবার সকালে বৈরী প্রতিকুল আবহাওয়া মোকাবেলা করে প্রচার-প্রচারনা কাজে নেমে পড়ে মেয়র প্রার্থীরা।
বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীক মার্কার মেয়র প্রার্থী সাবেক হুইপ,কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার সকালে নগরীর চাঁদমারী এলাকা থেকে তার নির্বাচনী গনসংযোগ শুরু করেন।
এসময় তিনি গন মাধ্যমকে বলেন, বরিশালে এখন সাধারন মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
আমরা দেখছি হঠাৎ করেই নির্বাচনী পরিবেশটা খারাপের দিকে যাচ্ছে এছাড়া গ্রেফতার আতঙ্ক চলছে।
নির্বাচনের সময় যত কাছে চলে আসছে পুলিশ বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করার কাজে নেমে পড়েছে।
পরিবেশ খারাপ হওয়ার কারন ছাড়াই পুলিশ মহানগর জামায়াতের সেক্রেটারী জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে গ্রেফতার করেছে।
অন্যদিকে কবির নামের নগরীর ১০নং ওয়ার্ড যুবদলের নেতাকে জামায়াত আখ্যা দিয়ে গ্রেফতার করেছে।
পুলিশ এভাবে গ্রেপতার করার কার্যক্রম শুরু করেছে।
মেয়র প্রার্থী সরোয়ার আরো বলেন, যেখানে আমরা একটি সুষ্ঠ নির্বাচনের জন্য নগরীর সকল মানুষকে উদবুদ্ধ করছি।
এমনকি আমরা নির্বাচনের প্রচার প্রচারনার সময়ে বিভিন্ন সাধারন মানুষকে সুষ্ঠ নির্বাচন হবে বলে তাদেরকে বলছি।
যাতে করে সাধারন মানুষ নির্বাচনের দিন ঘড় বাড়ি থেকে নির্ভয়ে বের হয়ে নির্বাচন কেন্দ্রে আসে এবং খুলনা-গাজীপুরের মত ঘটনা না ঘটে।
কিন্তু এখন দেখছি পুলিশী গ্রেফতার আতঙ্ক ভয় সাধারন মানুষের মাঝে ঢুকে পড়ছে।
ভোটের আর কয়টা দিন বাকী আছে বলে তিনি বলেন এখন যে স্রোত সৃষ্টি হয়েছে বিএনপির।
আমরা মনে করি সরকার যদি পুলিশ দিয়ে গ্রেফতার আতঙ্ক সৃষ্টি না করে তাহলে ভোট ভালো হবে।
এদিকে অপর প্রতিদ্বন্দ্বী সরকারী দলের নৌকা মার্কা প্রতীক প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ব্যস্ত সময় পাড় করছেন গনসংযোগ ও উঠান বৈঠক করে।
বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, বরিশাল সিটি নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় আছে।
এখন পর্যন্ত এই নগরীতে কোথাও কোন ধরনের অপ্রীতিকার ঘটনা ঘটে নাই।
আমি আশা করি আগামী ৩০ই জুলাই নগরবাশী সুষ্ট সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *