গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় যে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তা অপসারণে ১৪ বছর সময় লাগতে পারে।

শুক্রবার জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের (ইউএনএমএএস) জ্যেষ্ঠ কর্মকর্তা পেহর লোধাম্মার এই ভবিষ্যদ্বাণী করেছেন।

জেনেভায় এক ব্রিফিংয়ে পেহর লোধাম্মার বলেছেন, যুদ্ধের ফলে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ ব্যাপক ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে আছে।

তিনি বলেন, গাজায় পাওয়া অবিস্ফোরিত গোলাবারুদের সঠিক সংখ্যা নির্ধারণ করা প্রায় অসম্ভব। তারপরও ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসাবশেষসহ পুরো ধ্বংসস্তূপ নির্দিষ্ট পরিস্থিতিতে পরিষ্কার করতে ১৪ বছরের মতো সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, ‌‌‘আমরা জানি, সাধারণত স্থল বাহিনীর ছোড়া গোলাবারুদের অন্তত ১০ শতাংশ অবিস্ফোরিত ও বিকল অবস্থায় থেকে যায়। আমরা ১০০টি ট্রাক ব্যবহার করে ১৪ বছর ধরে পরিষ্কার কাজ চালানোর কথা বলছি।’

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের শত শত যোদ্ধা ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার ২০০ জনকে হত্যা ও আরও ২৫৩ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে। গাজায় হামাসের হাতে এখনও ১২৯ জন জিম্মি রয়েছেন বলে ধারণা করা হয়। হামাসের হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলের হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির বিরাট অংশ ধ্বংস হয়ে গেছে এবং বহু ফিলিস্তিনি খাবারের দুর্ভিক্ষের মুখে পড়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

ডেস্ক রিপোর্ট :
মালয়েশিয়ার নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য একটি সামরিক মহড়া চলাকালে মাঝ আকাশে দুটি নৌবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার লুমুত শহরে নৌবাহিনীর ঘাঁটি এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আকাশে উড্ডয়নরত দুটি হেলিকপ্টার একে অপরকে ধাক্কা দিয়ে ভূমিতে আছড়ে পড়ে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার দুটির কেউ বেঁচে নেই।

রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ভুক্তভোগীরা সবাই ঘটনাস্থলে নিহত হয়েছেন। মরদেহগুলো শনাক্ত করতে লুমুত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে।

এইচওএম এম৫০৩-৩ মডেলের একটি হেলিকপ্টারে সাতজন আরোহী ছিলেন। এটি ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফেনেক এম৫০২-৬ মডেলের অপরটিতে তিনজন আরোহী ছিলেন। এটি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়।

দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাটি সম্পর্কে অবগত হয়।

গত মার্চে মালয়েশিয়ার কোস্ট গার্ডের একটি প্রশিক্ষণ হেলিকপ্টার দেশটির আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়। পরে হেলিকপ্টারটির পাইলট, কো-পাইলট ও দুই যাত্রীকে উদ্ধার করে জেলেরা।

বরিশাল অবজারভার / হৃদয়

উড়োজাহাজ থেকে গাজায় ত্রাণ ফেলল জর্ডান

ডেস্ক রিপোর্ট :
জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা মিত্র দেশগুলোর সহযোগিতায় গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আটটি উড়োজাহাজে এই মানবিক ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে জর্ডান। রয়্যাল জর্ডান এয়ার ফোর্স, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, জার্মানি এবং যুক্তরাজ্যের  উড়োজাহাজ এতে সহায়তা করেছে।

জর্ডান বলছে, গাজার বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে তারা গাজায় উড়োজাহাজে মোট ৮৬টি ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়েছে। এছাড়া মিত্র দেশগুলোর সহযোগিতায় আরও ২০৩টি এই ধরনের সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ইসরায়েলের ওপর তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছে, সেই চেষ্টা করে জর্ডান।

ঘটনার বিষয়ে জর্ডান সরকারের এক বিবৃতিতে বলা হয়, আত্মরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল।’

কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকেরা সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করে।

বরিশাল অবজারভার / হৃদয়

মধ্য আফ্রিকায় নৌকা ডুবে নিহত ৫৮

ডেস্ক রিপোর্ট :
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বানগুইয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা নদীতে ডুবে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। তারা একটি শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা করেছিল। দেশটির সিভিল প্রটেকশন বিভাগের প্রধান থমাস দিমাসে এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

এ বিষয়ে দেশটির রেডিও গুইরাকে থমাস দিমাসে বলেন, ‘আমরা ৫৮টি মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়েছি। আমরা জানি না কতজন লোক এখনও পানির নিচে রয়ে গেছে।’

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও থেকে দেখা যায়, কাঠের নৌকাটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিল। শুক্রবার (১৯ এপ্রিল) মোপোকো নদীতে নৌকাটি যখন ডুবে যায়, তখন যাত্রীদের কেউ দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ কাঠের কাঠামোর ওপর বসেছিলেন।

নৌযানটি নিয়ে যাত্রীরা রাজধানী বানগুই থেকে ৪৫ কিরোমিটার দূরে মাকোলোতে গ্রাম প্রধানের শেষকৃত্যের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তবে নৌকাটি ঘাট থেকে ছাড়ার পরপরই সমস্যা দেখা দিতে থাকেএবং একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। ঘটনার ৪০ মিনিট পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন।

গতকাল শনিবার সরকারের মুখপাত্র ম্যাক্সিম বালালৌ বলেন, ‘সরকার প্রিয়জন হারানো শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হচ্ছে।’

দেশটির সিভিল প্রটেকশন বিভাগের কোনো দলকে অবশ্য গতকাল ঘটনাস্থলে দেখা যায়নি। নিখোঁজদের আত্মীয়স্বজনেরা নৌকা ভাড়া করে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

দেশটির বিভিন্ন বিরোধী দলও শোকাহত পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়েছে এবং দেশজুড়ে শোক পালনের ডাক দিয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

আমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন

ডেস্ক রিপোর্ট :
তীব্র বর্ষণের ফলে তলিয়ে গিয়েছিলো সংযুক্ত আরব আমিরাতের অনেক এলাকা। আর তাতেই রাস্তাঘাট পরিণত হয় নদীতে। অনেক গাড়িই তলিয়ে যায় রাস্তার মাঝখানেই কিংবা পার্কি করা অবস্থায়।

এই ঘটনায় আমিরাতে অবস্থান করা তিন ফিলিপাইনি অভিবাসী কর্মী মারা গেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

ফিলিপাইনের কনস্যুলেট জেনারেল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয় এদের একজন মারা গেছে দুবাইতে আর বাকি দু’জন শারজাহতে।

এক এক্স পোস্টে হ্যান্স লিও ক্যাকডাক নামের ফিলিপাইনের অভিবাসী ওয়ার্কার দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বন্যার সময় দুজন গাড়িতে দম বন্ধ অবস্থায় মারা যান। আর একজন মারা গেছেন সড়ক দুর্ঘটনায়।

তবে সেই শ্রমিকদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি ফিলিপাইন কর্তৃপক্ষ।

বরিশাল অবজারভার / হৃদয়

কৃত্রিম বৃষ্টি ঝরাতে গিয়েই কী এমন বন্যার কবলে দুবাই?

হঠাৎ করেই ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে দুবাই। নজিরবিহীন এমন কাণ্ডে অনেকেই অবাক বনে গেছেন। কেউ আবার দাবি করছেন ক্লাউড সিডিং করে কৃত্রিমভাবে বৃষ্টি নামাতে গিয়েই এই বিপর্যয় ডেকে আনা হয়েছে। অনলাইনসহ নানা মাধ্যমে এ নিয়ে চলছে বেশ আলোচনা। ব্যাপারটি নিয়ে অনেক জলঘোলাও হচ্ছে।

তবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে,  মঙ্গলবার কোনো ধরনের ক্লাউড সিডিং (কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর পদ্ধতি) করা হয়নি। এটা মৌসুমি বৃষ্টিপাত।

খালিজ টাইমসকে আবহাওয়া দপ্তরের প্রধান আহমেদ হাবিব বলেছেন, আবহাওয়ার চরম অবস্থার কারণেই এমন বৃষ্টি হয়েছে। কোনো ধরনের ক্লাউড সিডিং করা হয়নি।

 

গত দুই দিনে ৭৫ বছরের মধ্যে দুবাইতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আর তাতেই তলিয়ে গেছে অনেক এলাকা। রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে।

ভারী বৃষ্টিতে অনেক রাস্তাঘাট ও বিমানবন্দরের অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ায় গত দুই দিনে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ৮৮৪ ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

বরিশাল অবজারভার / হৃদয়

ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় হয়েছে ১০০ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট :
সিরিয়ায় ইরানি কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯ শতাংশই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, ইরানের হামলা ঠেকাতে ১০০ কোটি ডলার ব্যয় হয়ে থাকতে পারে ইসরায়েলের।

ওই খবরে আরও বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্ররা সপ্তাহান্তে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে সফল হয়েছে। তবে এজন্য সম্ভবত এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্য দিতে হয়েছে।

সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা রিম আমিনোচ এ পরিসংখ্যান দিয়েছেন।

ইসরায়েলকে কতগুলো ইন্টারসেপ্টর (ক্ষেপণাস্ত্র প্রতিরোধক) নিক্ষেপ করতে হয়েছে তার হিসাব তুলে ধরেন তিনি। ইসরায়েলের দাবি, ইরান ১৭০টি ড্রোন, ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডানও ইরানি অস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে।

এদিকে দ্য ক্রাডলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলি জোটের হিসাব ছাড়াই ইসরায়েলের খরচ হয়েছে প্রায় ১৩৫ কোটি ডলার।

অপরদিকে ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলে হামলায় ব্যবহৃত দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র ৩ কোটি ৫০ লাখ ডলার যা তেল আবিবের ব্যয়ের মাত্র দুই দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, ৩৮ দশমিক ৫৭ গুণেরও বেশি খরচ হয়েছে ইসরায়েলের।

বরিশাল অবজারভার / হৃদয়

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১১

ডেস্ক রিপোর্ট :
গাজা উপত্যকার মাগহাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে শিশুসহ কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া রাফাহ শহরের ইয়াবনা শরণার্থী শিবিরে পৃথক বিমান হামলায় আরও বেশকিছু লোক নিহত ও আহত হয়েছে। খবর আলজাজিরার।

এদিকে, ইসরায়েল ৩২টি দেশকে ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। ইসরায়েলে ইরানের হামলার পর দেশটি এই অনুরোধ জানাল। অন্যদিকে, গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সমর্থনে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ।

গাজা উপত্যকার রাফাহ শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ সাতজন নিহত হয়েছে। বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য দিয়েছে।

এদিকে, জাদালিয়া অনলাইন পত্রিকার সহসম্পাদক মঈন রাব্বানি অভিযোগ করেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নীতির বাইরে যেয়ে জোর করে বসতি স্থাপনকারী ইসরায়েলি নাগরিকদের অস্ত্র সরবরাহ করছে।

মঈন রাব্বানি বলেন, ‘বসতি স্থাপনকারীদের ইসরায়েলি রাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং তা হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে। এখানে প্রধান সমস্যা হলো ইসরায়েল দখলের মাধ্যমে তার ভূখণ্ডকে সম্প্রসারণ করছে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তাদের সৈন্যরা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে। আরব দেশগুলোর পক্ষ থেকে আলজেরিয়া এই প্রস্তাবের খসড়াটি উপস্থাপন করে।

বরিশাল অবজারভার / হৃদয়

মৃত্যু ও ধ্বংসের মাঝে গাজায় ঈদ

ডেস্ক রিপোর্ট :
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি তাণ্ডব যখন বেড়েই চলেছে, তখন পবিত্র রমজান মাস শেষে এসেছে মুসলমানদের অন্যতম উৎসব ঈদুল ফিতর।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবিলম্বে যুদ্ধবিরতির দাবি এবং মানবিক ত্রাণ প্রবেশ করতে দেওয়া ও গণহত্যা প্রতিরোধের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ সত্ত্বেও গাজা উপত্যকায় রক্তপাত চলছে। আর এর মধ্য দিয়ে ম্লান হয়ে গেছে ফিলিস্তিনিদের ঈদ উদযাপন। শোক, কান্না, হতাশা ও বিষাদে রূপ নিয়েছে গাজাবাসীর ঈদ।

গাজা উপত্যকার রাফাহতে একটি খোলা বাজারে মিষ্টি বিক্রি করছে তরুণরা। ছবি : এএফপি

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩৩ হাজার ৩৬০ জন নিহত এবং ৭৫ হাজার ৯৯৩ জন আহত হয়েছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ, যারা ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে বা অন্য কোথাও নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাস সবকিছু মিলিয়ে গাজাবাসী সাম্প্রতিক কালের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ে পড়েছেন।

ছয় মাসের যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। এতসব ধ্বংসযজ্ঞ সত্ত্বেও বাড়িঘর ও প্রিয়জন হারানো বিপুল ফিলিস্তিনিদের ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে দেখা গেছে। চলমান যুদ্ধের মাঝেই ঈদের আনন্দ উপভোগ করার জন্য গাজার কিছু অংশের বাজারে ভিড় জমান হাজার হাজার ফিলিস্তিনি।

বরিশাল অবজারভার / হৃদয়

বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

ডেস্ক রিপোর্ট :
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে আজ বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দেশে দেশে ঈদ জামায়াত শেষে অসহায় গাজাবাসী এবং মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বিশ্ব নেতারা।

আজ সকাল থেকেই সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে জড়ো হতে থাকেন মুসল্লিরা। অংশ নেন ঈদ জামাতে। নামাজ শেষে বিতরণ করা হয় মিষ্টি সামগ্রী। সৌদি আরব ছাড়াও আজ ঈদ উদযাপিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও।

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ বুধবার মুসলমানরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ছবি : এএফপি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ইস্তিকলাল গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় বিশাল ঈদ জামাত। এতে অংশ নেন বহু মানুষ। এ ছাড়াও আজ পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করছেন মালয়েশিয়ার মুসলমানরা। এদিন ঈদ জামাতে অংশ নিয়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও।

ইরাকের মসুলের আল-নবি জিরজিস মসজিদে আজ বুধবার ঈদুল ফিতরের নামাজের পরে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ছবি : এএফপি

নানান আয়োজনে ঈদ উদযাপন করছেন পাকিস্তানের সাধারণ মানুষ। ঈদের নামাজের পর বিশেষ মোনাজাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য দোয়া করা হয়। দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতের বেশ কিছু অঞ্চলেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। জম্মু-কাশ্মীর, লাদাখ, তামিল নাড়ু, কেরালার ঈদ জামাতে অংশ নেন হাজারো মুসল্লি।

পাকিস্তানের পেশোয়ারে ঈদুল ফিতরের নামাজের পর বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ছবি : এএফপি

নানা আয়োজনে ঈদের খুশি ভাগাভাগি করছেন অস্ট্রেলিয়ার মুসলমানরা। এ ছাড়াও ইউরোপ ও আমেরিকা মহাদেশের মুসলমানরাও আজ উদযাপন করছেন তাদের সবচে বড় ধর্মীয় উৎসব।

বিশ্ববাসী ঈদের আনন্দ উদযাপন করলেও দুঃস্বপ্নের দিন কাটাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষ। দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় ঈদের দিনটি তাদের জন্য কেবলই হাহাকারের। একমুঠো খাবারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তারা। ধ্বংসস্তূপের পাশের খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করেন অনেকে।

ইন্দোনেশিয়ার জাকার্তার একটি রাস্তায় ঈদুল ফিতরের জামাতে অংশ নেন নারীরা। ছবি : এএফপি

ভিডিও বার্তায় মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একইসঙ্গে অব্যাহত দুর্দশার জন্য অবরুদ্ধ গাজার সাধারণ মানুষের প্রতিও সমবেদনা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ঈদ বার্তায় গাজা ও সুদানের বাস্তুচ্যুত মুসলিমদের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজসহ অন্যান্য বিশ্ব নেতারা।

বরিশাল অবজারভার / হৃদয়