পটুয়াখালীতে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রইসুল ইমন, পটুয়াখালী:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে প্রস্তুত করার লক্ষ্যে দীর্ঘ অর্ধযুগ পর বৃহস্পতিবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় ও দলীয় এবং বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় পার্টি পটুয়াখালী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বক্তব্য রাখেন- পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং কো-চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. সালমা ইসলাম।

প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার। সম্মেলনের সমন্বয়ক হিসেবে দায়িত্বে রয়েছেন নাসরিন জাহান রত্না আমিন এমপি।

এরপরে বিকেল ৫ টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়ে কমিটি ঘোষণার মধ্য দিয়ে সন্ধ্যা ৭ টায় শেষ হয়। সম্মেলনে সুলতান হাওলাদারকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ঘোষণা করে পটুয়াখালী জেলা জাতীয় পার্টির কমিটি অনুমোদন দেয়া হয়।

কুয়াকাটায় পর্যটকের ওপর বাস শ্রমিকদের হামলা ,নারীসহ আহত তিন

কুয়াকাটা প্রতিনিধি :-
কুয়াকাটায় বাস শ্রমিকদের হামলা ও মারধরের শিকার হয়েছে একটি পর্যটক পরিবার। এসময় ভিডিও করার অপরাধে মোবাইলছিনিয়ে নিয়ে আছড়ে ভেঙ্গে ফেলা হয়েছে। নরসিংদীর বাবুর হাট থেকে আসা রুবেল নামের এক ব্যবসায়ী তার পরিবারের আটসদস্যকে নিয়ে বরিশাল থেকে বাসে কুয়াকাটা আসেন। বাসের দাঁড়িয়ে থাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় বাস স্টাফদেরগালাগাল ও পরে কুয়াকাটায় পৌঁছে বাস থেকে নামার সময় হামলা মারধরের ঘটনা ঘটে। রেহাই পায়নি ওই পর্যটক পরিবারেরনারী সদস্যরাও। মারধরের একপর্যায় পর্যটক রুবেলের আড়াই ভরি ওজনের স্বর্ণের চেইন খোয়া যাওয়ার অভিযোগ করা হয়েছে।শনিবার বিকেল তিনটার দিকে এই হামলা চালানো হয়। আহত পর্যটকরা হচ্ছেন, মোঃ রুবেল, রিপন মাহমুদ ও মোসাম্মৎ হনুফাবেগম। হামলার শিকার রুবেল জানান, তারা পারিবারিকভাবে শিশু সন্তানসহ ৮জন বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ‘ছন্দা’ নামের (পটুয়াখালী-ব-৩১-০০৪৫) বাসে বেলা ১১টার দিকে ওঠেন। পথিমধ্যে রুবেলের সঙ্গে থাকা তার শিশু সন্তান অসুস্থ হয়েপড়লে তার নির্ধারিত সিটে ওই শিশুকে শুইয়ে রেখে নিজে দাঁড়িয়ে থাকেন। এসময় বাসের কন্ডাক্টর এসে দাঁড়িয়ে থাকলেএকজনের বাড়তি ভাড়া গুনতে হবে বলে উচ্চবাক্য বিনিময় করেন। এ ঘটনার কিছু অংশ ভিডিও করেন রুবেল এবং পাশেরসিটে বসা পর্যটক ল²ীপুর থেকে কুয়াকাটা ভ্রমণে আসা ওই বাসের যাত্রী রিপন মাহমুদ। কন্ডাক্টর মোবাইল ফোনে ভিডিও করায়হুমকি দিয়ে চুপ থাকেন। বিকেলে বাসটি কুয়াকাটায় এসে থামতেই বাস শ্রমিকরা সংঘবদ্ধভাবে পর্যটক পরিবারটির ওপর হামলেপড়ে। ভিডিও করার অপরাধে মার খায় পর্যটক রিপন মাহমুদও। খবর পেয়ে ঘটনাস্থলে মহিপুর থানার এসআই মোজাম্মেল গিয়েবাসের চালক মোঃ কামাল ও সুপারভাইজার জামালসহ ওই পর্যটকদের থানায় ডেকে নেয়। বাস চালক কামাল হামলার বিষয়অস্বীকার করে বলেন, ‘একটু কথা কাটাকাটি হয়েছে।’ রুবেল জানান, তাকে মারধর করে স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে গেছে। মোবাইলভেঙ্গে ফেলা হয়েছে। মহিপুর থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পর্যটক পরিবারটি লিখিতঅভিযোগ দিতে অস্বীকার করায় আইনগত পদক্ষেপ নেওয়া যায়নি, তবে আলোচনা করে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুয়াকাটায় বেরীবাধে বনবিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

এস এম আলমাস, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :

পর্যটন নগরী কুয়াকাটায় বনবিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ৪৮ নং পোল্ডারে ফলজ,বনজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধণ করেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ। সিইআইপি-১ প্রকল্পের আওতায় কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয় বেরীবাধে বন বিভাগ কর্তৃক ২০২১-২২ অর্থ বছরে বিভিন্ন প্রজাতির ৮৫ হাজার চারা রোপনের উদ্যোগ নেয়। ঝড় বন্যা ও জলোচ্ছাস থেকে রক্ষায় সমুদ্র উপকুলীয় এলাকায় বেরিবাধঁ উচু করণ ও সংস্কারের কাজ করেন বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত কৃত বেরীবাধেঁ বৃক্ষ রোপনের হাতে নেয় পটুয়াখালী বন বিভাগ। পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সমুদ্র উপকুল এবং উপকুলীয় এলাকার মানুষের জান মাল রক্ষায় বন বিভাগ কর্তৃক বেরীবাধেঁ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। এ বৃক্ষ রোপণ কর্মসূচী চলবে পুরো বছর জুড়ে।

পর্যটকদের মিলন মেলায় পরিনত হয়েছে কুয়াকাটা সৈকত

এস এম আলমাস,কুয়াকাটা(মহিপুর): সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। ঈদুল আজহার ছুটিতে এই সৈকতে রেকর্ড সংখ্যক পর্যটকের দেখা মেলে যা পদ্মা সেতুর সুফল বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। শুক্রবার সকাল থেকেই সৈকতে গোসলে মেতেছেন হাজার হাজার পর্যটক। গত ১২ জুলাই থেকে ঢল শুরু হয় এই পর্যটন কেন্দ্রটিতে। লম্বা এই ছুটিকে কেন্দ্র করে অগ্রীম বুকিং হয়েছিল কুয়াকাটার সকল হোটেল-মোটেল তাই বুকিং না দিয়ে আসা পর্যটকরা অতিরিক্ত ভাড়ায় রুম বুকিং কিংবা রুম না পেয়ে ফিরে যাওয়ার মত বিড়ম্বনায়ও পড়েছেন। আগত পর্যটকদের সাথে কথা বলে জানা যায়, পদ্মা সেতু হয়ে কুয়াকাটা ভ্রমন এখন অতি সহজ এবং আনন্দদায়ক যে কারনে পর্যটকরা এই সৈকতে ভ্রমনের জন্য এসেছেন। হোটেল সমুদ্র বিলাসের ব্যবস্থপনা পরিচালক ডা. ইসমাইল ইমন দৈনিক শাহনামা কে জানান, গত চারদিন পর্যন্ত আমাদের হোটেল শতভাগ বুকিং তাই আগত পর্যটকরা যদি অগ্রীম হোটেল বুকিং করে আসে তাহলে ভোগান্তিতে পরবে না। তিনি আরো জানান, পদ্মা সেতু খুলে দেওয়ায় আমরা বেশ লাভবান এখন, গত করোনাকালীন সময়ের লোকসান কাটিয়ে উঠতে পারবো বলে মনে হচ্ছে। কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব শাহনামাকে জানান, বর্তমানে কুয়াকাটা আগত পর্যটকদের দ্বারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি । পর্যটকদের জন্য বিনোদনের স্থান বৃদ্ধি ও উন্নতমানের স্থাপনা তৈরিতে ঝুঁকছে বিনিয়োগকারীরা। আশাকরি এই সংকট আর থাকবে না। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ দৈনিক শাহানামা কে জানান, অতিরিক্ত পর্যটক হওয়ায় আমরা ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস সহ কয়েকটি ভাগে ভাগ হয়ে কাজ করছি পর্যটকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে।

কলাপাড়ায় প্রাক বৈবাহিক কাউন্সিলিং বিষয়ক কর্মশালা

পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় কাজী ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে প্রাক বৈবাহিক কাউন্সিলিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভপতিত্ব করেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা পটুয়াখালী জেলার মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলেশন কমিউনিকেশন অফিসার পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা’র মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. মেহেদী হাসান রনি প্রমুখ। সভায় কাজী ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের বাল্য বিবাহ নিরুৎসাহিত করণ, বিবাহের পূর্বে মেয়েদের সাথে কাউন্সিলিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর জন্য প্রতিবন্ধীরা সুনাম অর্জনের পাশাপাশি নিজেরা এগিয়ে যাচ্ছে – ববি ভিসি

শামীম আহমেদ,॥

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ সাদেকুল আরেফিন বলেছেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় পৃষ্টপেশকতার জন্য আজ আমাদের প্রতিবন্ধীরা যেমন সুনাম অর্জন করছেন তেমনি তারা নিজেরা বিষেশ দক্ষতা দেখিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের জন সংক্ষার মধ্যে ১০ শতাংশ প্রতিবন্ধী রয়েছে। এখানে প্রতিবন্ধীদের ক্ষেত্রে শিক্ষা,আবাসনের মত সমস্যা কমিয়ে আনা গেলে ততই দেশ আরো এগিয়ে যাবে।

বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য প্রথম প্রর্যায়ে ৭শত ৫০ টাকা করে ভাতা কার্যক্রম শুরু করেছে আসলে এই টাকায় কিছু না তবুও প্রতিবন্ধীদের জন্য একটা মর্যদার স্বিকৃতি দিয়েছে।

সরকার ২০১৩ সাল থেকে প্রতিবন্ধীদের জন্য একটি সু-রক্ষা আইন করে দেওয়ার পাশাপাশি তাদের সু-রক্ষার জন্য বিশেষ গুরুত্ব ও সামাজিক নিরাপত্তার দেওয়া হয়েছে।

তিনি বলেন এখানে সরকারের একার পক্ষে অনেক কিছুই করার সম্ভব হয়না এক্ষেত্রে সরকারের পাশাপাশি বে-সরকারী এদের জন্য উদ্যোগ নিয়ে সকলের এগিয়ে আসা উচিত।

এসময় তিনি কম্পিউটার কাউন্সিলর কর্তৃপক্ষকে বলেন দেশে প্রায় কোটি ৬০ লক্ষ প্রতিবন্ধী জন সংক্ষা রয়েছে বলে প্রচারিত আছে। এখানে জাতীয়ভাবে সঠিক সংক্ষা নির্ধারন করার একটি ডাটাবেজ তৈরী করে এদের সংক্ষা নিশ্চিত করার জন্য আহবান জানান।

একই সাথে দেশে প্রতিবন্ধীদেরকে শিক্ষা,কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বি নিশ্চিত করা গেলে জাতীর জনক বঙ্গবন্ধুর সোনার বাংলার সেই স্বপ্ন গড়ে উঠবে।

আজ বুধবার (২৫ই) মে সকালসাড়ে ১০টায় নগরীর বৈদ্যপাড়া রোডস্থ বরিশাল বিভাগীয় সরকারী গ্রন্থাগার মিলনায়তন সভা কক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যলয়ের আয়োজনে“তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডি সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যাক্তির ক্ষমতায়ন প্রকল্পের আওতায় “তথ্য প্রযুক্তর মাধ্যমে প্রতিবন্ধী ব্যাক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ” আয়োজিত শীষর্ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যলয়ের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ জসীম এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে এখানে আরো বক্তব্য রাখেন বরিশাল বজ্রমোহন (বিএম কলেজ অধ্যক্ষ) প্রফেসর ড. গোলাম কিবরিয়া, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শিশু বিভাগ প্রধান ডাঃ এম, আর তালুকদার মুজিব, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন,বরিশাল রেঞ্জ ডি.আই.জি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল আমিন।

এখানে মুক্ত আলোচনায় প্রবিন্ধীদের নিয়ে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রাসেল আহমেদ, সিরাজুম মুনির টিটু,দৃষ্টি প্রবিন্ধী বদিউল আলম।

এখানে প্রতিবন্ধীরা দাবী জানিয়ে বলেন আমরা কারো কাছে সাহায্য চাই না। আপনারা আমাদের প্রতি একটু সহমর্মিতা ও সহযোগীতা কামনা করি।

আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারি তার জন্য হয়রানি ছাড়া নিদিষ্ট একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহন করার ব্যবস্থা করে দেওয়ার আহবান জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ২০১৫ সাল থেকে প্রতিবন্ধীদের নিয়ে চাকুরী মেলা আয়োজন করার মধ্যে দিয়ে এপর্যন্ত ৮শত ১০জন প্রতিবন্ধীকে চাকুরীর ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

২০১৭ সাল থেকে ২০২২ সাল শেষে এউ প্রোজেক্টের মেয়াধ শেষ হয়ে গেলে ৩ হাজার প্রতিবন্ধীদের মাঝে ল্যাবটব প্রদান হবে বলে জানান তারা।

সেমিনার অনুষ্ঠানের শুরুতে উপস্থনাপনা ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন (বঢ়ফিরপঃ) উপ প্রকল্প পরিচালক মোঃ গোলাম রব্বানী।

সেমিনারে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে সরকারী-বেসরকারী কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিবন্ধী ও অভিভাবক সহ দেড় শতাধিক সদস্য অংশ গ্রহন করে।

পদ্মা সেতু উদ্বোধনের খবরে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় আনন্দের বন্যা

পদ্মা সেতু উদ্বোধনের খবরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় উচ্ছ্বাস বইছে। দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু পার হওয়ার স্বপ্নে বিভোর এই অঞ্চলের মানুষ। সেতুটি চালু হলে এই অঞ্চলে থেকে ঢাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে সময় বাঁচবে এবং আগামীতে শিল্পায়ন তরান্বিত হবে বলে প্রত্যাশা করেন ব্যবসায়ী নেতারা।

মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের জন্য বিগত সরকারের আমলে ৩০ মিনিট দক্ষিণাঞ্চল অচল কর্মসূচি পালন করেছিল এই অঞ্চলের সর্বস্তরের জনগণ। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রথম মেয়াদে মাওয়া-জাজিরা পয়েন্টে সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ২০১৪ সালের ৭ ডিসেম্বর পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হয়। টানা ৮ বছর নির্মাণ কাজ শেষে আগামী ২৫ জুন বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর দার উন্মোচন করার ঘোষণা দেওয়া হয়েছে।

বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু বলেন, পদ্মা সেতু ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আমূল পরিবর্তন হবে। স্বল্প সময়ে যাত্রী ও পণ্য পরিবহন করা যাবে। এতে প্রচুর সময় সাশ্রয় হবে। উদ্যোক্তারা বরিশালে শিল্প কলকারখানায় বিনিয়োগ করবে। এতে এই অঞ্চল শিল্পে সমৃদ্ধ হবে। আগামী দিনে এই অঞ্চলের শ্রমিকদের আর কাজের সন্ধানে ঢাকা বা অন্যত্র যেতে হবে না।

বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের খবরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সর্বস্তরের মানুষ খুশী। এই সেতুর চালু হলে শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চল নয়, সারা দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। স্বল্প ব্যয়ে মানুষ রাজধানীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে। সময়ও বাঁচবে। পদ্মা সেতুকে গর্বের ইতিহাস এবং গৌরবের ইতিহাস বলে মন্তব্য করেন তিনি।

কুয়াকাটায় পর্যটকদের সমুদ্র বিলাস

দক্ষিণা বাতাস। কখনো মেঘ, কখনো বৃষ্টি। সাগরের জোয়ের সঙ্গে সঙ্গে একের পর এক ঢেউ সৈকতে এসে আঁছড়ে পরছে। আর আকাশের মেঘের গর্জনে জানান দিচ্ছে বর্ষার আগমনের। রোদে তপ্ত হওয়ায় হাজারো পর্যটক আড্ডায় মুখোরিত ঝাউবাগানসহ বন-বনানী। এ যেন প্রকৃতি আর পর্যটকের নীবিড় সেতুবন্ধন। যে সকল পর্যটক কুয়াকাটায় শীত মৌসুমে বেড়াতে এসেছেন, তাদের কাছে বর্ষার সমুদ্র বিলাস আলাদা অনুভূতি। সাগরের উত্তাল ঢেউয়ে পর্যটকদের সমুদ্রে গোসল ও সাতার কাটতে মাইকিং করে সচেতন করছে ট্যুরিষ্ট পুলিশ। কিন্তু এমন সচেনতায়ও আগত পর্যটকরা বিচলিত হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগত পর্যটকরা শুটকি পল্লী, গঙ্গামতির লেক, রাখাইন পল্লী, ঝাউবন, লেম্বুর বন, লাল কাকড়ার চর, তিন নদীর মোহনা, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধ বিহারসহ অধিকাংশ পর্যটন স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখর। বর্ষার আগমনী শুরু হওয়ায় সমুদ্র উত্তাল রয়েছে। স্বাভাবিকের জোয়ারের চেয়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ঢেউ এসে আছঁড়ে পরছে সৈকতের ভূ-ভাগে। এমন রুদ্র মূর্তি দেখে কেউ কেউ ভয়ে সমুদ্রে নামছে না। আবার অনেক এ্যাডভেঞ্চার প্রিয় পর্যটক ও দর্শনার্থীরা সমুদ্রের এমন দৃশ্য দেখে খুশি।

কুয়াকাটার সৈকত ঘুরে দেখা যায়, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্রে গোসল, হই হুল্লোড়, ঢেউয়ের সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস ও উম্মাদনায় মেতে ওঠে নানা বয়সের পর্যটকরা। সাতার কাটা, ওয়াটার বাইকে ঘুরে বেড়ানো, ঢেউয়ের সাথে গাঁ ভাসিয়ে দিয়ে সৈকতে গড়াগড়ি খাচ্ছে পর্যটকরা। এমন ছন্দময় সময়কে স্বরণীয় করে রাখতে অনেকেই ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছে। কেউ কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ঢেউ ও প্রকৃতি উপভোগ করছে। আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। পায়রা সেতু উন্মুক্ত হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। তবে পদ্মা সেতু উন্মুক্ত হলে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের চিত্র পাল্টে যাবে। আর ব্যাপক সমাগম ঘটবে দেশী-বিদেশী পর্যটকদের এমনটাই জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

পর্যটক নাহিদুল স্ত্রী ও ছোট সন্তান নিয়ে কুয়াকাটা ভ্রমণে এসেছেন। বর্ষার সমুদ্র এবং উত্তাল ঢেউ দেখে মুগ্ধ তারা। শীতের সমুদ্র এবং বর্ষার সমুদ্রের রুপ সম্পূর্ণ ভিন্ন। তার মতে সমুদ্রের রুপ উপভোগ করতে হলে বর্ষা মৌসুমেই আসা উচিত।

আবাসিক হোটেল সৈকতের মালিক জিয়াউর রহমান জানান, মৌসুমের শেষে ছুটির দিনে অনেক পর্যটকের আগমন ঘটেছে। তার হোটেলের অধিকাংশ রুমই বুক রয়েছে। তবে শীত মৌসুমের চেয়ে অনেক কম ভাড়ায় রুম বুকিং দিয়েছেন তিনি। এতে পর্যটকরাও খুশি বলে জানান এই হোটেল মালিক।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, আগত পর্যটকদের নিরাপত্তায় তারা সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখছেন। উত্তাল সমুদ্রে গোসল, সাতার কাটতে গিয়ে যেন কোন দুর্ঘটনায় না পরে সেদিকেও খেয়াল রাখছেন তারা। পাশাপাশি দুর্ঘটনা রোধে স্পীড বোট ও ওয়াটার বাইক প্রস্তুত রাখা হয়েছে। মাইকিং করে বারবার সচেতন করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

পটুয়াখালীতে গোসলে নেমে নিখোঁজ, ২ দিন পর লাশ উদ্ধার

পটুয়াখালীর দুমকিতে সমবয়সি কয়েকজন শিশুর সঙ্গে জিহাদ (৮) নামে এক শিশু নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। এর দুদিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার চরগরবদি ফেরিঘাটসংলগ্ন লোহালিয়া নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুদিন আগে শিশুটি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে দুদিন যাবত পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হন।

পর দিন সোমবার সকালে মুরাদিয়ার চরগরবদি ফেরিঘাটে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃত কচ্ছপ

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ফের ভেসে এলো বিশাল আকৃতির একটি অর্ধগলিত মৃত কচ্ছপ। এটির ওজন প্রায় ৩৫ কেজি। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে জিরো পয়েন্টের পূর্ব পাশে পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে মৃত কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ, ইকোফিশ-২ এর ব্লু-গার্ড সদস্যরা এটিকে উদ্ধার করে মাটি চাপা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের সময় কচ্ছপটি ভেসে এসে সৈকতের বালুতে আটক পরে। তবে এটি অর্ধগলিত অবস্থায় ছিল। এছাড়া শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত রয়েছে। তাদের ধরনা জেলেদের জালের আঘাতে কিংবা জাহাজের সাথে ধাক্কা লেগে কচ্ছপটি মারা যেতে পারে।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ, ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়, তাই এরা উপকূলে চলে আসে। এবছর ৯টি সামুদ্রিক কচ্ছপ কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে। এর মধ্যে একটি ছিল জীবিত।