রিশাদ তাণ্ডবে সিরিজ জিতল টাইগাররা

স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ। লঙ্কানদের হারানোর দিনে দলের চাপের মুখে ঝড়ো ব্যাটিং করেন রিশাদ হোসেন। ১৮ বলে ৪৮ রান করে দলকে সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন রিশাদ।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণি ম্যাচে শ্রীলঙ্কার ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৫৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

২৩৬ রান তাড়ায় আহত সৌম্য সরকারের বদলি কনকাশন সাব হিসেবে ব্যাটিং করতে নামেন তানজিদ হাসান তামিম। এনামুল হক বিজয়ের সঙ্গে ৫০ বলে ৫০ রানের জুটি ছিল তার। ২২ বলে ১২ রান করে ড্রাইভ করতে গিয়ে এক্সট্রা কাভারে আভিশকা ফার্নান্দোর হাতে ক্যাচ দেন বিজয়। লাহিরু কুমারার বলে আউট হয়ে যান তিনি।

পরের ওভারে এসে নাজমুল হোসেন শান্তকে ফেরান কুমারা। তার বলে উইকেটে পেছনে ক্যাচ দেন ৫ বলে ১ রান করা এই ব্যাটার। পরে কুমারাই নেন তাওহীদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট। ২৫ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ছোঁয়া তানজিদ খেলেন ৮১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রানের ইনিংস।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। কিন্তু মিরাজকে ফিরিয়ে হাসারাঙ্গা চাপ বাড়ান বাংলাদেশের ওপর। ৬২ বলে ৪৮ রানের জুটি ছিল তাদের। মিরাজ ফেরার পর উইকেটে আসেন রিশাদ।

উইকেটে এসে প্রথম বলেই হাসারাঙ্গাকে ছক্কা হাঁকান রিশাদ। ওই ওভারের বাকি চার বলে আরও একটি চার ও ছক্কা। হাসারাঙ্গা আবার ৪০তম ওভার করতে আসেন। ওই ওভারে ২৪ রান নেন রিশাদ। এতে দলের জয়ও তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায়। পরের ওভারের দ্বিতীয় বলে থিকসানাকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন মুশফিক।

২৫ বলে তার সঙ্গে রিশাদের জুটি ছিল ৫৯ রানের। ১৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৪৮ রান করেন রিশাদ। ৩৬ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন মুশফিক।

এ জয়ে সিরিজটিও নিজেদের করে নিল বাংলাদেশ। প্রথম ওয়ানডে বাংলাদেশ জেতার পর দ্বিতীয়টিতে জিতেছিল সফরকারীরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জেনিথ লিয়ানাগে একাই খেলেন। দুর্দান্ত সেঞ্চুরি করে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার। ১০১ রান করেন তিনি। এছাড়া ৩৭ রান করেন চারিথ আশালঙ্কা ও ২৯ রান করেন কুশল মেন্ডিস।

বরিশাল অবজারভার / হৃদয়

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

স্পোর্টস ডেস্ক :
জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। ফাইনালে পরিণত হওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে অল্পতে থামাল নাজমুল হোসেন শান্তর দল। আগে ব্যাট করে বেশিদূর যেতে পারেনি লঙ্কানরা। তবে, জানিথ লিয়ানাগের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে দলটি। ব্যাট হাতে সর্বোচ্চ ১০১ রান করেন লিয়ানাগে।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দ্বিতীয় ওভারেই তাসকিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার পাথুম নিশাঙ্কা। গত ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকালেও এই ম্যাচে তার ব্যাট থেকে আসে আট বলে মাত্র এক রান। যদিও পরে টিভি রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে বেঁচে যেতেন নিশাঙ্কা।

নিশাঙ্কার পর আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোও নামের প্রতি সুবিচার করতে পারেননি। দলীয় ১৫ রানের মাথায় তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন এই ব্যাটার। তাসকিনের করা গুড লেন্থ ডেলিভারিতে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ছয় বলে চার রান আসে তার ব্যাট থেকে।

দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিসের ব্যাটে সামাল দেওয়ার চেষ্টা করে লঙ্কানরা। এই জুটি আশা দেখালেও তা খুব একটা বড় হয়নি। দলীয় ৪৫ রানের মাথায় দুই ম্যাচ পর একাদশে সুযোগ পাওয়া মুস্তাফিজুর রহমানের বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে ফেরেন সাদিরা। ১৫ বলে ১৪ রান আসে এই তার ব্যাট থেকে।

এরপর চারিথ আসালাঙ্কাকে নিয়ে দলকে এগিয়ে নেন মেন্ডিস। এবারও জুটি বড় করতে ব্যর্থ লঙ্কানরা। দলীয় ৭৪ রানের মাথায় রিশাদের বলে ফেরেন ম্যান্ডিস। ৫১ বলে ২৯ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর জেনিথ লিয়ানাগেকে নিয়ে চাপ সামাল দেন আসলাঙ্কা। তবে, তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১১৭ রানের মাথায় মুস্তাফিজের ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে কাট করতে গিয়ে মুশফিকের হাতে ধরা পড়েন আসালাঙ্কা। ৪৬ বলে ৩৭ রান আসে তার ব্যাট থেকে।

দুনিথ ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙাকে ফিরিয়ে দলটিকে সর্বশেষ ধাক্কা দেন মেহেদী হাসান মিরাজ। ভেল্লালাগেকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন মিরাজ। আউট হওয়ার আগে ১৮ বল খেলে মাত্র এক রান করেন ভেল্লালাগে। আট বলে ১১ রান করে বিপজ্জনক হওয়ার আভাস দেওয়া হাসারাঙাকে বোল্ড করেন মিরাজ।

শেষ দিকে লঙ্কানদের পক্ষে একা লড়াই চালিয়ে যান লিয়ানাগে। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। শেষ পর্যন্ত ১০২ বলে ১১ চার ও দুই ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন লিয়ানাগে। শ্রীলঙ্কাকে এনে দেন লড়াইয়ের পুঁজি।

বাংলাদেশের পক্ষে তিন উইকেট নেন তাসকিন।মুস্তাফিজ ও মিরাজ পান দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৩৫/৯ (নিশাঙ্কা ১, ফার্নান্দো ৪, কুশল ২৯, সাদিরা ১৪, আসালাঙ্কা ৩৭, লিয়ানাগে ১০১* , ভেল্লালাগে ১, হাসারাঙা ১১, থিকসানা ১৫, প্রমোদ ৩, কুমারা ১; শরিফুল ১০-০-৫৫-০, তাসকিন ১০-১-৪২-৩ , মুস্তাফিজ ৯-১-৩৯-২, সৌম্য ২-০-১০-১, মিরাজ ১০-১-৩৮-২, রিশাদ ৯-০-৫১-১)

বরিশাল অবজারভার / হৃদয়

বাংলাদেশ-শ্রীলঙ্কা ফাইনাল সোমবার

ডেস্ক রিপোর্ট :
টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজের শেষটাও পরিণত ফাইনালে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে দুদলের জয় একটি করে। বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ওয়ানডেতে আগামীকাল সোমবার (১৮ মার্চ) যারা জিতবে, সিরিজের শিরোপা উঠবে তাদের হাতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও একটা সময় মনে হয়েছিল ম্যাচ বাংলাদেশই জিতবে। তবে, সেখান থেকে নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ নিয়ে নেয় সফররত শ্রীলঙ্কা। পরবর্তীতে জয়ের বন্দরে নোঙর ফেলে দলটি। সিরিজে আসে ১-১ সমতা। শেষ ওয়ানডেতে তাই জয়ের বিকল্প নেই দুদলের কারও হাতেই।

শেষ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার তানজিম সাকিব। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।

অন্যদিকে, লিটন দাস বাদ পড়েছেন ফর্মহীনতায়। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ মিলেছে টি-টোয়েন্টিতে দারুণ খেলা জাকের আলী অনিকের। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও চোটের কারণে শেষ ম্যাচে পাচ্ছে না পেসার দিলশান মাদুশাঙ্কাকে। হ্যামস্ট্রিং চোটে সিরিজের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।

দ্বিতীয় ওয়ানডের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, ব্যর্থতা ভুলে দলের চোখ পরের ম্যাচে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে আজ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও জানালেন অভিন্ন কথা। শেষ ম্যাচে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না বাংলাদেশ। জিততে হলে প্রয়োজন দলগত পারফরম্যান্স।

মিরাজ বলেন, ‘ক্রিকেট দলগত খেলা। ম্যাচ হারলে আপনি দুই-একজনকে দোষারোপ করতে পারবেন না। সবাই যখন একসঙ্গে অবদান রাখে, তখন জয়ের পথটা সহজ হয়। আমরাও একটি দল হয়ে খেলছি। উইকেটও বেশ ভালো। আমাদের খেলার উন্নতি হচ্ছে, এটি খুব ইতিবাচক।’

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

বরিশাল অবজারভার / হৃদয়

শ্রীলঙ্কার পর এবার ধাক্কা খেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
তৃতীয় ওয়ানডের আগে পেসার দিলশান মাদুশঙ্কাকে হারিয়ে বড়সড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। সফরকারীদের পর এবার ধাক্কা খেল বাংলাদেশও। চোটের কারণে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার খালেদ আহমেদ।

আজ রোববার (১৭ মার্চ) তানজিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে সাকিবের। তার পরিবর্তে সুযোগ পাওয়া খালেদ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলায় ব্যস্ত ছিলেন। কিন্তু তানজিমের চোটে প্রিমিয়ার লিগ চলাকালীন চট্টগ্রামের বিমান ধরতে হচ্ছে খালেদকে। এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলেছেন ডানহাতি এই পেসার।

প্রথম ওয়ানডেতে ৮.৪ ওভার বল করার পর পেশিতে টান পড়ায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সাকিব। সেবা-শুশ্রূষা নিয়ে ফিরে এসে পরে ফিল্ডিং করেন। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারের কোটা পূর্ণ করেন তিনি। এদিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে বল করার সময় আবার পেশিতে টান পান তরুণ ডানহাতি পেসার।

চলমান সিরিজে খেলা দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী তানজিম। সব মিলিয়ে সাত ওয়ানডের ক্যারিয়ারে তার শিকার ২৫.৯১ গড়ে ১২ উইকেট। তিনি ছাড়াও বাংলাদেশের স্কোয়াডে আছেন তিন পেসার। তারা হলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ফলে সোমবারের তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তানজিমের ছিটকে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে টিম ম্যানেজমেন্টের।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডের সিরিজের পরই সিলেট ও চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোশাকের সেই সিরিজ শেষে লম্বা সময়ের জন্য বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। ঈদ উদযাপন শেষে এপ্রিলের শেষে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি। বিশ্বকাপের ঠিক আগে গুরুত্বপূর্ণ সেই টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে বিসিবি।

আজ শনিবার (১৬ মার্চ) এক বিবৃতির মাধ্যমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, আর শেষ দুই ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী ৩ মে। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। আর সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা থাকলেও টি–টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে পিছিয়ে গেল টেস্ট দুটি। যা হবে ২০২৫ সালে।

জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল আইসিসির পরিধিতে ঢুকে পড়বে ১ জুন। ৭ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে আছে আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচও। সব মিলিয়ে আগামী তিন মাসে বেশ ব্যস্ত সময় পার করবেন লিটন-শান্তরা।

বরিশাল অবজারভার / হৃদয়

সিরিজ জয়ের আশায় আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

প্রথম ওয়ানডে জিতে বাংলাদেশ শিবিরে বইছে স্বস্তির সুবাতাস। এবার দ্বিতীয়টি জিতলেই সিরিজ পকেটে। সেই সুযোগটা আজই কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয়ের আশা নিয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আজ শুক্রবার (১৫ মার্চ) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে লঙ্কানদের বিপক্ষে টসে হেরে আগে নেমেছে বাংলাদেশ। উইকেটের সুবিধা কাজে লাগাতে বোলিং বেছে নিয়েছে লঙ্কানরা।

বাংলাদেশের শক্তির মূল জায়গা ওয়ানডে। এই ফরম্যাটে দীর্ঘদিন ধরেই করছে উন্নতি। আর তা যদি হয় ঘরের মাঠে, তাহলে কথাই নেই। তার সঙ্গে বাড়তি পাওনা চট্টগ্রামের উইকেট। বাংলাদেশের জন্য বরাবরই যা সৌভাগ্যের প্রতীক। প্রথম ম্যাচে যার প্রমাণ দিয়েছেন ক্রিকেটাররা। বোলিং, ব্যাটিং দুই বিভাগেই নিজেদের যোগ্যতার ছাপ রেখেছেন তারা।

স্পিন নির্ভরতা কমিয়ে পেসারদের দিকে গত থেকেই ঝুঁকেছে বাংলাদেশ। পেয়েছে ইতিবাচক ফলও। গত ১৩ মার্চ লঙ্কানদের ৫০ ওভারের আগেই অলআউট করে বাংলাদেশ, যাতে ১০ উইকেটের ৯টিই নেন পেসাররা। তিন পেসার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব—প্রত্যেকেই পান তিনটি করে উইকেট। ব্যাট হাতে টপ অর্ডার ভেঙে পড়লেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের দুই সিনিয়র ব্যাটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে নিয়ে সহজেই পাড়ি দেন জয়ের পথ।

টপ অর্ডারে লিটন দাস ও সৌম্য সরকারের ফর্মহীনতা ভাবাচ্ছে বাংলাদেশকে। তবে, বরাবরের মতো শান্ত সতীর্থদের পাশে রইলেন। সর্বশেষ ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘নতুন বলে ব্যাটিং করাটা বেশ কঠিন ছিল। তা ছাড়া, লঙ্কান বোলাররা খুব সুইং করাচ্ছিল এবং বল উইকেটে রাখছিল।’

ম্যাচের আগে গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প ক্রিকেটারদের মানসিকতার প্রশংসা করেছেন। বিশেষত, যেভাবে ব্যাটিং করেছিলেন মাহমুদউল্লাহ, তা নজরে পড়েছে হ্যাম্পের। এর পাশাপাশি তিন জানালেন, সবাই দায়িত্ব নিয়ে খেললে সিরিজ জেতা অসম্ভব নয়।

হ্যাম্প বলেন, ‘আমরা গত কয়েক সপ্তাহ ধরেই উন্নতি করছি। শেষ ম্যাচে ক্রিকেটাররা নিজেদের কাজ ঠিকঠাকভাবে করেছে। আগামী ম্যাচেও সেই আশা থাকবে তাদের ওপর। দায়িত্ব নিয়ে খেলতে পারলে সিরিজ জেতা অসম্ভব নয়। দলগত পারফরম্যান্স সবসময়ই টিমকে শক্তিশালী করে তোলে। খেলোয়াড়দেরও নিজেদের ওপর আস্থা আছে।’

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

স্বস্তিতে নেই মেসি

স্পোর্টস ডেস্ক :
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাটা মার্টিনোর শিষ্যরা। মায়ামির হয়ে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) মেসি-সুয়ারেজ ছাড়াও গোল করেছেন রবার্ট টেলর।

দলকে কোয়ার্টার ফাইনালে তুলেও স্বস্তিতে নেই মেসি। ম্যাচের ৫০ মিনিটে মাঠ ছাড়েন তিনি। মেসির বদলি হিসেবে নেমে রবার্ট টেলর গোলও পান। তবে, ভক্তদের দুশ্চিন্তা ছিল, আবারও কি চোটে পড়েছেন মেসি? সেই আশঙ্কাই সত্যি হলো।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মায়ামি কোচ টাটা মার্টিনো নিশ্চিত করেন মেসির চোটের বিষয়টি। তিনি বলেন, ‘সে (মেসি) ডান পায়ের পেশিতে টান অনুভব করেছে। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। তাই, উঠিয়ে নেওয়া হয়েছে। আমরা পরীক্ষা করে দেখার চেষ্টা করছি, চোট কতটা গভীর। যদি, খারাপ অবস্থা না হয় তাহলে পরের ম্যাচেই মাঠে নামবে।’গত বছরের প্রায় অনেকটা সময়জুড়ে চোটের সঙ্গে লড়াই করেছিলেন মেসি। ছিলেন মাঠের বাইরে, কাজ করেছেন ফিটনেস নিয়ে। পুরোনো চোট ফিরে আসা তাই অস্বস্তিকর বটে।

বরিশাল অবজারভার / হৃদয়

মুশফিকের দৃঢ়তায় শান্ত-শতকে লঙ্কা বধ

স্পোর্টস ডেস্ক :
অধিনায়কত্ব বুঝি একেই বলে। বিপর্যয়ের ক্ষণে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়লেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদের পর তাকে যোগ্য ও দৃঢ় সঙ্গ দিলেন মুশফিকুর রহিম।

তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া জুটিতেই ঘনালো শ্রীলঙ্কার পতন। ঠাণ্ডা মাথায় খেলে শান্ত বাহিনী শ্রীলঙ্কাকে হারালো ৬ উইকেটে। এই ম্যাচেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। আর ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি।

বরিশাল অবজারভার / হৃদয়

জমকালো সন্ধ্যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক :
প্রথম রোজার ইফতার সম্পন্ন করেছে সবাই। সন্ধ্যায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চট্টগ্রামের টিম হোটেল থেকে বের হলেন, সঙ্গে শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। আজ মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার স্কোয়াড। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

দুই দলের দুই অধিনায়কের গন্তব্য ট্রফি উন্মোচন মঞ্চ। রূপালি পাতে অনেকটা লম্বা ও প্যাঁচানো ট্রফি আলো ঝলমল সন্ধ্যায় যেন আরও আলোকজ্জ্বল হয়ে উঠল। এই ট্রফি নিজেদের করে নিতেই তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

অনুষ্ঠানে হাসিমুখ শান্ত ও কুশলের। হাসি-ঠাট্টায় খুনসুটিও করলেন দুজন। মাঠের ক্রিকেটে হতে পারেন প্রতিপক্ষ, বাইরে তো নন। যদিও, সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ মানেই ভিন্ন এক আবহ। যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে, নিজেদের বড় করার খোলামেলা ইচ্ছেই আছে। সুযোগ পেলে ক্রিকেটীয় ভাষায় কেউ কাউকে কটাক্ষ করতে ছাড়ছে না।

ট্রফি উন্মোচন শেষে হোটেলে ফিরে গেলেন দুই অধিনায়ক। আগামীকাল বুধবার (১৩ মার্চ) থেকে শুরু হবে সিরিজ। প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ক্রিকেটে সমীহ জাগানিয়া দল হয়ে উঠছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন ধরেই করছে উন্নতি। আর তা যদি হয় ঘরের মাঠে, তাহলে কথাই নেই। তার সঙ্গে বাড়তি পাওনা চট্টগ্রামের উইকেট। বাংলাদেশের জন্য বরাবরই যা সৌভাগ্যের প্রতীক।

চট্টগ্রামে ওয়ানডের রোমাঞ্চ শুরু হচ্ছে বুধবার

ডেস্ক রিপোর্ট :
ক্রিকেটে সমীহ জাগানিয়া দল হয়ে উঠছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে দীর্ধদিন ধরেই করছে উন্নতি। আর তা যদি হয় ঘরের মাঠে, তাহলে কথাই নেই। তার সঙ্গে বাড়তি পাওনা চট্টগ্রামের উইকেট। বাংলাদেশের জন্য বরাবরই যা সৌভাগ্যের প্রতীক। সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল বুধবার (১৩ মার্চ) মাঠে নামছে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

টি-টোয়েন্টি সিরিজটা কেটেছে চমৎকার। সিরিজ হারলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স মন জুগিয়েছে সবার। আশার পালে দিয়েছে হাওয়া। গত ওয়ানডে বিশ্বকাপ কেটেছে দুঃস্বপ্নের মতো। এরপর নিউজিল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়ায় নাজমুল হোসেন শান্তর দল। লঙ্কানদের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যয় বাংলাদেশের নতুন অধিনায়ক শান্তর কণ্ঠে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার (১২ মার্চ) শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে পারফর্ম করতে প্রস্তুত। আমরা সিরিজ হেরেছি। তবে, একটি ম্যাচ জিতলে সব আবার ঠিক হয়ে যাবে। আমরা সবসময় দেশের মানুষকে সেরাটা দিতে চাই, তাদের খুশি রাখতে চাই।’

ক্রিকেট যতটা চিরস্থায়ী অনিশ্চয়তার খেলা, ততটা দ্বিপাক্ষিক বৈরিতার। তাতে, নতুন সংযোজন বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই। নিদাহাস ট্রফিতে নাগিন ড্যান্স থেকে শুরু, সর্বশেষ সংযোজন টাইমড আউট—মাঠের উত্তাপ কেবল ব্যাটে-বলে নয়, ছড়ায় এমনকি দুদলের শরীরী ভাষায়।

এ প্রসঙ্গে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘এটি অবশ্যই ভালো দিক। এমন প্রতিদ্বন্দ্বিতা দরকার আছে। এতে দুদলের লড়াইয়ের মানসিকতা তৈরি হয়। টি-টোয়েন্টিতে আমরা উভয় দলেই বেশ ভালো লড়াই দেখেছি। ওয়ানডে সিরিজেও আমরা উপভোগ্য এক দ্বৈরথ দেখতে পাব বলে আশা করছি।’

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

বরিশাল অবজারভার / হৃদয়