যার টোটকায় কাটার হয়ে যান মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের কাটার মাস্টার—পরিচয়টা খুব ভালোভাবেই রপ্ত করেছেন মুস্তাফিজুর রহমান। তার কাটারেই পরাস্থ হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। এমনকি এই কাটারের জন্যই দুনিয়া জোড়া খ্যাতি বাংলাদেশি পেসারের। কিন্তু কীভাবে মুস্তাফিজ কাটার মাস্টার হয়ে উঠেছিলেন? সেই গল্পই এবার বের করে আনল তার আইপিএলের দল চেন্নাই সুপার কিংস

মুস্তাফিজকে নিয়ে গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস। সেখানেই নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প থেকে শুরু করে নানান স্মৃতি শেয়ার করেন ফিজ। এক পর্যায়ে প্রশ্ন ওঠে কাটার নিয়েও।

চেন্নাইয়ের ভেরিফাইড ফেসবুকে পেইজে প্রকাশিত সেই ভিডিওতে মুস্তাফিজকে ‘বাংলা লায়ন’ আখ্যা দেওয়া হয়। ভিডিওতে নিজের কাটার হওয়ার গল্প নিয়ে মুস্তাফিজ বলেছেন, ‘এটা আসলে ন্যাচারাল বলা চলে। আমাকে এটা কেউ শেখায়নি, কাটারটা। এক সময় আমি জাতীয় দলের নেট বোলিং করছিলাম। তখন বিজয় ভাই বলছিল তুই কি স্লোয়ার মারিস না? তখন আমি খুব জোরে জোরে বোলিং করতাম। তিনি বলার পরে আমি নরম্যালি স্লোয়ার বল ট্রাই করতেছিলাম। তখন থেকে দেখলাম বল ভালোই ঘুরছিল। তখন অনেকেই স্লোয়ারে আউট হয়েছিল। সেখান থেকে কাটার বলটা শুরু হয় আমার।’

এ ছাড়া শৈশব স্মৃতিচারণ করে ফিজ বলেন, ‘আমার গ্রাম সাতক্ষীরা কালিগঞ্জ। আমরা চার ভাই। আমরা সবাই প্রায় ক্রিকেট পাগল। বড় ভাইয়েরা এলাকায় খেলা নিতো। সে সময় আমি ছোট ছিলাম। যারা বাইরে থেকে ভাড়ায় খেলতে আসতো তাদের আমরা বোলিং করতাম। একটা বড় ভাই ছিল। সে আমার ভাইকে বলেছে তোর ছোট ভাই তো ভালো বোলিং করে। সেখান থেকেই আস্তে আস্তে আমার ক্রিকেটে আসা।’

নিলামে চেন্নাই দলে ডাক পাওয়া নিয়েও স্মৃতিচারণ করেন ফিজ, ‘এটাই চেন্নাই দলে আমার প্রথম। ২০১৬ সালে আমি যখন আইপিএলে খেলা শুরু করেছিলাম, তখন থেকেই স্বপ্ন ছিল চেন্নাইতে খেলার। যখন আমি কল পাই, ওইরাতে আমার আর ঘুম আসতেছিল না। এরকম অবস্থা হয়েছিল। আমার পরেরদিন খেলা ছিল। আমি নিউজিল্যান্ডে ছিলাম। রাতে আমি ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। তখন দেখি শুধু ম্যাসেজ আসতেই আছে। নিউজিল্যান্ড টাইম রাত ১টার সময় অকশন শুরু হয়েছিল। দেখি মেসেজ আসতেই ছিল। সবাই বলছিল চেন্নাই টিমে সিলেক্ট হয়েছি। এই এক অন্যরকম অনুভূতি।’

ভিডিওতে আইপিএলের প্রশংসাও করেন বাংলাদেশি তারকা, ‘অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে বেশি স্টাররা থাকেন, সব দেশের। এখানে যদি আমি সফল হই তাহলে অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে, আমার কাছে মনে হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *