সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল

বিনোদন ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু সাংবাদিকদের সামনে ফলাফল ঘোষণা করেন।

খোরশেদ আলম খসরু জানান, সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। মাত্র ১৭ ভোটের ব্যবধানে নিপুণ আক্তারকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল। তার প্রাপ্ত ভোট ২২৫।

গতকাল শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ৫৭০ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৭৫ জন শিল্পী। নির্বাচনে ৮৩ দশমিক ৩৩ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

খোরশেদ আলম খসরু আরও জানান, সহসভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। সহসাধারণ সম্পাদক পদে জিতেছেন আরমান। সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন জয় চৌধুরী। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে জয়লাভ করেছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কলি-নিপুণ প্যানেলের মামনুন ইমন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কমল।

এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমীন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু এবং কলি-নিপুণ প্যানেলের পলি ও সনি রহমান

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল পরিষদের জয়জয়কার

বিনোদন ডেস্ক :
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর (২৬৫ ভোট)। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত।

এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল (২২৫ ভোট)। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯ ভোট)।
শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)।

কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত।

বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

উল্লেখ্য, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি।

পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

বিনোদন ডেস্ক :
চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন বাদীর আইনজীবী। শুনানি শেষে আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

আদালতের সরকারি কৌঁসুলি আনোয়রুল কবিব বাবুল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অপর আসামি জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন সম্প্রতি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে আসামি পরী মণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের অভিযোগপত্রে বলা হয়, মামলার ঘটনার চাক্ষুষ সাক্ষী তুহিন সিদ্দিকি অমির সঙ্গে জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের পূর্ব পরিচয়ের সুবাদে মাঝেমধ্যে ম্যাসেঞ্জারে যোগাযোগ হতো এবং একে অপরের বাসায় আসা যাতায়াত ছিল। ২০২১ সালের ৮ জুন তুহিন সিদ্দিকি অমি রাত সাড়ে ৯টার দিকে বনানী কিংস বেকারি শপে অবস্থানকালে পরী মণির কস্টিউম ডিজাইনার জিম তাকে ম্যাসেঞ্জারে কল করে বনানীর বাসায় যেতে অনুরোধ করেন। বাসায় যাওয়ার পর অমির সঙ্গে পরী মণি ও ফাতেমা তুজ জান্নাত বনিদের সাক্ষাৎ হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, এরপর তারা অমির কাছে জানতে চান এত রাতে উত্তরা ক্লাবে যাওয়া যাবে কি না? উত্তরে অমি জানান, রাত বেশি হচ্ছে তাই এখন উত্তরা ক্লাবে যাওয়া যাবে না। তখন জিমি জানতে চান যে, তাহলে বোট ক্লাবে যাওয়া যাবে কি না? জবাবে ঢাকা বোট ক্লাবে যাওয়া যাবে মর্মে জানান অমি। তখন পরী মণির অনুরোধে অমিসহ তারা চারজন অমির কালো রঙের জিপ গাড়িতে করে রাত ১২টা ২২ মিনিটে ঢাকা বোট ক্লাবে আসেন। গাড়ির পেছনে পরী মণির সাদা রঙের খালি জিপ গাড়ি বোট ক্লাবে প্রবেশ করে।

এরপরে ক্লাবের দোতলায় উঠে প্রথমে পরী মণি ও ফাতেমা তুজ জান্নাত বনি বারের সামনে থাকা টয়লেট ব্যবহার শেষে বারের ভেতরে প্রবেশ করেন এবং টিভির সামনের টেবিলে বসেন। টেবিলে সাক্ষী অমিও বসেন। সৌজন্যতার খাতিরে অমি তাদেরকে স্ন্যাক্স জাতীয় খাবার নিজ খরচে পরিবেশন করে আপ্যায়ন করতে চেয়েছিলেন। কিন্তু পরী মণি একটি এক লিটারের ব্লু-লেবেল মদের বোতল অর্ডার করেন। পরী মণি ও তার সঙ্গে থাকা জিম ও বনি নিমিষেই সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং অনুরূপ আরেকটি বোতলের অর্ডার করেন। তারা ঐ বোতলের আংশিক মদপান করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আড্ডার একপর্যায়ে তাদের ২/৩ টেবিল পেছনে বোটক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন মাহমুদকে আরও দুজন ব্যক্তির সঙ্গে বসা দেখতে পান অমি। তখন অমি পরী মণিকে নিয়ে নাসির মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং পুনরায় তাদের টেবিলে এসে বসে মদ্যপানসহ গল্পগুজব করতে থাকেন। কিছুক্ষণ পর নাসির মাহমুদ ও তার সঙ্গে থাকা আরও দুজন যখন বার থেকে চলে যাচ্ছিলেন, তখন পরী মণি নাসির মাহমুদকে ডেকে বললেন, ‘ভাই আমি আসলাম, আর আপনি এক্ষুনি চলে যাচ্ছেন? আমাদের সঙ্গে আরেকটু বসেন। আসেন কিছুক্ষণ গল্প করি।’ তখন পরী মণির অনুরোধে নাসির মাহমুদ ফিরে এসে পুনরায় তার টেবিলে বসেন। কিছুক্ষণ পর ড্রিংকস শেষে পরী মণি ওয়েটারকে আরও এক লিটারের তিনটি ব্লু লেবেল মদের বোতলসহ দুই বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন। ওয়েটার তখন পরী মণিকে দুই বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেবেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেননি।

তখন পরী মণি ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেবেল বোতল পার্সেল করে দিতে বললে ওয়েটার জানান বোতলটি বিক্রির জন্য নয় এবং ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেওয়া যাবে না। কিন্তু পরী মণি জোর করে ঐ বোতল নিতে চান এবং টেবিলে হট্টগোল করতে থাকেন। পরী মণি উত্তেজিত হয়ে কার্ডহোল্ডার বের করে দুই-তিনটি ব্যাংক কার্ড দেখিয়ে বলেন, ‘আমি কি ফকিরনি? আমার বিল আমি পরিশোধ করব। আমি এটা নেবই।’

তখন পরী মণির সঙ্গে থাকা ফাতেমা বনি বলেন, ‘ওনাদের যদি রুলস থাকে, মেম্বার ছাড়া নেওয়া যাবে না, তাহলে তুমি নিও না।’ তখন পরী মণি বনিকে থাপ্পড় মেরে বলে, ‘আমাকে দেখে কি মাতাল মনে হয়?’ পরী মণির সঙ্গে থাকা জিম তাকে শান্ত করতে গেলে তাকেও পরী মণি থাপ্পড় মারেন। একপর্যায়ে পরী মণি খুবই উত্তেজিত হয়ে টেবিলের উপর থাকা গ্লাস, অ্যাশট্রে, বোতল ফ্লোরে এদিক ওদিক ছুঁড়তে থাকেন। তখন নাসির মাহমুদ ক্লাবের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পরী মণিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এতে পরী মণি আরও ক্ষেপে গিয়ে একটি অ্যাশট্রে নিয়ে তার দিকে ছুড়ে মারেন। যা তার ডান কানের উপরে মাথায় লাগে। তখন নাসির মাহমুদ ক্লাবে পরী মণিকে সঙ্গে করে আনায় অমির ওপর রেগে যান এবং বলেন, ‘এরকম বেয়াদব মহিলা নিয়ে কেন ক্লাবে আসেন, কাল আপনার নামে নোটিশ হবে। এক্ষুনি এদেরকে নিয়ে বেরিয়ে যান।’

তখন জিম তেড়ে এসে বাদী নাসির মাহমুদকে গালমন্দ করতে করতে ২/৩ টা কিলঘুষি মারেন। এরপর আবারও পরী মণি বারের ভেতরে যত্রতত্র গ্লাস ছুড়ে ভাঙচুর করতে থাকেন। একটি গ্লাস নাসির মাহমুদের বুকে লাগলে তিনি আঘাতপ্রাপ্ত হন। তখন নাসির মাহমুদ বোট ক্লাব ত্যাগ করে চলে যান। ক্লাব ত্যাগ করার মুহূর্তে পরী মণিকে ক্লাব ছেড়ে চলে যেতে বলার জন্য ক্লাবের নিচে কর্মরত সিকিউরিটি গার্ডকে নির্দেশ দিয়ে যান। নাসির মাহমুদ আহত অবস্থায় ঐ রাতে আড়াইটার দিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

বার ছেড়ে চলে যাওয়ার জন্য সিকিউরিটি গার্ড পরী মণিকে বারবার বললেও তারা যেতে চাননি। কিছুক্ষণ অপেক্ষা করার পর সিকিউরিটি গার্ড বারের লাইট ও এসি কমিয়ে দেয়। তারপরও পরী মণি যেতে না চাইলে অমি তাকে বার থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পরী মণির সঙ্গে থাকা জিম ও সিকিউরিটি গার্ড তাকে ধরে গাড়িতে তুলে দেয়। ক্লাবে তাদের খাওয়া দুই বোতল ব্লু লেবেলের দাম ও পার্সেলে নেওয়া দুই বোতল ওয়াইনের দাম পরিশোধ না করেই তারা ক্লাব থেকে চলে যায়। এই চারটি বোতলের দাম ৮৭ হাজার ৬৫০ টাকা। এছাড়া ক্লাবের বারের ভেতরে গ্লাস, অ্যাশট্রে, বোতল ভাঙচুর করায় আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। মামলার অপর দুই আসামি হলেন–পরী মণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, পরী মণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরী মণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

এজাহারে আরও বলা হয়, বাদী (নাসির উদ্দিন মাহমুদ) ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত ১টা ১৫ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরী মণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। একপর্যায়ে, পরী মণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরী মণি তাকে গালমন্দ করেন। নাসির ও আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরী মণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। এ সময় পরী মণি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দেন ও বোট ক্লাবে ভাঙচুর করেন।

এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরী মণি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

বরিশাল অবজারভার / হৃদয়

যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’

বিনোদন ডেস্ক :
দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’। আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন রাজ্যের ৭৫টি থিয়েটারে দেখা যাবে।

গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে শাকিব লেখেন, “ঈদুল ফিতরে মুক্তির পর সারা দেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ১৯ এপ্রিল থেকে সুদূর আমেরিকা ও কানাডায় ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে। দেশের পর এবার প্রবাসী সকল বাংলা ভাষাভাষীদের মন জয় করবে ‘রাজকুমার’। ভালোবাসা ছড়িয়ে পড়বে পৃথিবীজুড়ে।”

পোস্টে শাকিব যুক্তরাষ্ট্র ও কানাডার কোন কোন হলে সিনেমাটি মুক্তি পাবে সেই তালিকাও প্রকাশ করেন।

এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় অফিসিয়ালি মুক্তি পেয়েছিল। মুক্তির পর ছবিটির আয় রেকর্ড ছাড়িয়েছিল। এবার ‘রাজকুমার’ নিয়ে পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর প্রত্যাশা, ‘প্রিয়তমা’র চেয়েও প্রবাসী দর্শকরা ‘রাজকুমার’কে আরও ভালোবাসা দেবে।

ঈদুল ফিতরে দেশের ১২৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’। প্রথমদিন থেকে সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে রমরমা ব্যবসা করছে ছবিটি। সেই সঙ্গে শাকিবের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

‘রাজকুমার’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খান, ডা. এজাজ আহমেদ ও এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

বরিশাল অবজারভার / হৃদয়

সালমানের বাড়ির সামনে গুলি

বিনোদন ডেস্ক :
বলিউড ভাইজান খ্যাত সালমান খানের বাড়ির সামনে ১৪ এপ্রিল ভোর ৫টা নাগাদ চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এ ঘটনার পরপরই হইহই রব বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তবে এ ঘটনায় সালমান নিজে কোনো মন্তব্য না করলেও সামাজিকমাধ্যমে এ ঘটনা নিয়ে মুখ খুললেন আরবাজ খান।

গতকাল সোমবার (১৫ এপ্রিল) ইন্সটাগ্রামের পাতায় একটি পোস্ট করেছেন আরবাজ। তিনি লেখেন, ‘সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এই ঘটনাটি খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এই ঘটনায় আমাদের পরিবার বিস্ময়াহত।’

পোস্টে আরবাজ খান লেখেন, ‘দুঃখজনকভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ দাবি করে মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দিতে চাইছেন। যারা দাবি করছেন, তাদের (সালমানের) পরিবার বিষয়টাকে পাত্তা দিতে চাইছে না, সেটা ঠিক নয়।’

আরবাজ জানান,  তাদের (সালমানের) পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত সংবাদমাধ্যমকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। পরিবারের সদস্যরা আপাতত পুলিশকে তদন্তে সহযোগিতা করছেন।

পরিবারের সুরক্ষার বিষয়ে সালমানের পরিবার মুম্বাই পুলিশের ওপর ভরসা রাখছেন বলেও জানিয়েছেন আরবাজ। একই সঙ্গে সালমানের পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গত ১৪ এপ্রিল (রোববার) ভোর ৫টা নাগাদ দুই অজ্ঞাত বন্দুকধারী সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে শূন্যে চার রাউন্ড গুলি ছোড়ে। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। গোটা ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোয়ের দল। একইসঙ্গে তারা সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হত্যার হুমকি দিয়েছে অভিনেতাকে।

পরে সোমবার (১৫ এপ্রিল) রাতে গুজরাটের ভুজ থেকে সন্দেহভাজন দুই ‘বন্দুকবাজ’কে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

বরিশাল অবজারভার / হৃদয়

‘রাজকুমার’র সফলতায় ভক্তদের শাকিবের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা। মুক্তির পর সিনেমাটি দর্শকদের বেশ সাড়া পেয়েছে। রাজকুমারের এমন সফলতায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন সিনেমাটির নায়ক শাকিব খান।

আজ সোমবার (১৫ এপ্রিল) শাকিব তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা জানিয়ে একটি পোস্ট দেন। পোস্টে শাকিব লেখেন ‘রাজকুমার পাচ্ছে, ক্রমাগত, লক্ষ লক্ষ ভালবাসা! প্রিয় শ্রোতাবন্ধুরা আপনাদের জন্য এই সবই। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু ও ডাক্তার এজাজ প্রমুখ।

হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমাটি একযোগে দেশের ১২৭ সিনেমা হলে মুক্তি পেয়েছে। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা শহরের হলগুলোতে দেখা যাচ্ছে ‘রাজকুমার’

বরিশাল অবজারভার / হৃদয়

সালমানের বাড়ির সামনে গুলি

বিনোদন ডেস্ক :
বলিউড ভাইজান সালমান খানের বাড়ির সামনে গতকাল রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টা নাগাদ চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।এ ঘটনার পরপরই হইহই রব বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশও। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

এরই মধ্যে ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। বিষ্ণোই গ্যাং শুধু ঘটনার দায় স্বীকারই করেনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হত্যার হুমকি দিয়েছে অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত বছর থেকেই ক্রমাগত হত্যার হুমকি পাচ্ছেন সালমান খান। বিষ্ণোই গ্যাং-এর মূলহোতা লরেন্স বিষ্ণোই এর আগে সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। যদিও এখন জেলবন্দি লরেন্স বিষ্ণোই। এবারের গুলির ঘটনার পর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় হুমকি পোস্ট দিয়েছেন লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই।

আনমোল বিষ্ণোই লেখেন, ‘আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তা-ই সই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দু’জনকে তুমি ভগবান মানো, সেই নামে দুটি কুকুর পুষেছি বাড়িতে। বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রী রাম।’

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সালমানের নাম জড়িয়েছিল। এর বদলা নিতে সালমানকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গোষ্ঠী।

বরিশাল অবজারভার / হৃদয়

ঈদের দিন শাহরুখের বাড়ির সামনে লাখো জনতার ঢল

বিনোদন ডেস্ক :
প্রতি বছর ঈদে শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ির বাইরে জড়ো হন ভক্তরা। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার জন্য বাড়ির সামনে ভিড় জমান তারা। শাহরুখও তাদের মনের আশা পূরণ করেন।

প্রতি ঈদেই দেখা দেন ভক্তদের। এ বছরও এর বিপরীত ঘটেনি। সেই পুরনো স্টাইলেই হাত নাড়িয়ে ভক্তদের জানান শুভেচ্ছা ।

বৃহস্পতিবার ঈদের বিকেলে বরাবরের মতো হাজির হলেন শাহরুখ। মান্নাতের বারান্দায় পেতে রাখা ছাদে হাজির হলেন শ্বেত শুভ্র পাঞ্জাবি গায়ে। ততক্ষণে মান্নাতের সামনে লাখো মানুষ সমবেত হয়েছেন। পুরো রাস্তায় তিল ধারণের জায়গা নেই। সমাবেশস্থলে হাজির হয়েছেন লাখো জনতা।

শাহরুখ এলেন হাত নাড়িয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন। একপর্যায়ে উঠে পড়েন পেতে রাখা ছাদের রেলিংয়ে, ছুঁড়ে দিলেন চুমু। ভক্তদের ঈদ পূর্ণতা পেল যেন প্রিয় নায়কের ছুঁড়ে দেওয়া ভালোবাসায়।

বরিশাল অবজারভার / হৃদয়

তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা :আরিফিন শুভ

বিনোদন ডেস্ক :
প্রায় মাস তিনেক হলো মা হারিয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। আজ পবিত্র ঈদুল ফিতর। আর ঈদে মায়ের অভাব তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। ওই তাড়না থেকেই মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন শুভ। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন নায়ক।

আজ বৃহস্পতিবার ঈদের দিন নিজের ফেসবুকে পেজে দুটি ছবি প্রকাশ করেছেন শুভ। সেখানে তাকে দেখা যাচ্ছে মায়ের কবর জিয়ারত করতে। অন্য ছবিতে মৃত মায়ের ছবি। ক্যাপশনে লিখেছেন, যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না।

এরপর মায়ের উদ্দেশে নায়কের বার্তা, মা, দেখতে দেখতে তোমার যাওয়ার প্রায় তিন মাস। এখনও বোঝার চেষ্টা করছি যে কী হলো আসলে। আমি কি ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছ।

শুভ আরও লিখেছেন, ‘সবকিছু কেমন যেনো হয়ে গেল। পেশায় অভিনয় শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই। চেষ্টা চলছে।’

এরপর এই অভিনেতা লেখেন, ‘তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা। আজ যখন তোমার সাথে দেখা করতে যাচ্ছি নিচে গার্ডেরা বলল এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগল এই ভেবে যে বিল্ডিংয়ের গার্ডেরাও তোমাকে এই ৮/৯ বছর নোটিশ করেছে।’

মায়ের গলার চেইনও নিজের গলায় ঝুলিয়েছেন শুভ। এ নিয়ে লিখেছেন, ‘এবার তোমার গলার চেইনটা নিজেই পরলাম। কিন্তু আমাদের ঐ খুনসুটি করা আর হলো না যে আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না।’

সবশেষে অভিনেতা লিখেছেন, ‘তোমার সাথে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সকল মাকে ঈদ মোবারক।’

শুভর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে নাম ভূমিকায় ছিলেন শুভ। ছবিটি নির্মাণ করেছিলেন বলিউডের বায়োপিক মাস্টার খ্যাত শ্যাম বেনেগাল

বরিশাল অবজারভার / হৃদয়

‘রাজকুমার’ নিয়ে গর্বিত শাকিব

বিনোদন ডেস্ক :
ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটলে ভার্সেটাইল মিডিয়ার তরফে আয়োজিত হয় ‌‘ইফতার উইথ টিম রাজকুমার’। সেখানেই উপস্থিত ছিলেন শাকিব খান। তার সঙ্গে ছিলেন ‘রাজকুমার’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান।

আয়োজনের শুরুতেই শাকিব খান বলেন, ‘আজকের অনুষ্ঠানটি কেবলই শুধু বিনোদন সংবাদকর্মীদের জন্য। যারা সব সময়ই ভালো চলচ্চিত্রকে সাপোর্ট করে আসছেন। যারা আরশাদ আদনানের মতো স্বপ্নবাজ প্রযোজক, হিমেলের মতো মেধাবী নির্মাতা কিংবা আমরা যারা প্রতিনিয়ত দেশী সিনেমা নিয়ে ইতিবাচক স্বপ্ন দেখে যাচ্ছি- তাদের স্বপ্নকে এগিয়ে নিতে কাজ করছেন বিনোদন সাংবাদিকরা। ভালো চলচ্চিত্রের খবর পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবার জন্য রাজকুমার টিমের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান। একসাথে সবাই একটু বসলাম, ইফতারি করলাম, গেটটুগেদারের মতো।’

এ সময় শাকিব বলেন, ‘আজকে আমিও এসেছি খুব সাদামাটাভাবে, খুব সিম্পলভাবে এসেছি। কোনো মেকআপ নেই। নো মেকআপ, নো গেটআপ- একজন সাধারণ শিল্পী হিসেবে আমি আমার সহকর্মী বিনোদন সাংবাদিকদের কাছে এসেছি। উদ্দেশ্য একসাথে কিছু ভালো সময় কাটাতে।’

‘রাজকুমার’ নিয়েও কথা বলেন শাকিব। তিনি বলেন, যেহেতু এসেছি, রাজকুমার নিয়েও একটু কথা বলি। সবসময়তো আর আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে উঠে না। ‘রাজকুমার’ এমন একটা সিনেমা, যেটাকে সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বলছি। বহু দেশে একসঙ্গে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে।

প্রযোজক আরশাদ আদানের প্রশংসা করে শাকিব এদিন বলেন, শুধু কিছু টাকা হলেই প্রযোজক হওয়া যায় না। প্রযোজককেও একজন শিল্পী হতে হয়। আরশাদ আদনান হচ্ছেন একজন বড় শিল্পী। তার মতো শিল্পমনা প্রযোজক আমাদের বেশী দরকার। অসম্ভব স্বপ্নবাজ একজন মানুষ। প্রিয়তমা তার উদাহরণ। এবার ‘রাজকুমার’ দিয়ে সেটা আরো বেশী করে আঁচ পাবেন দর্শক।

ইফতারের এই আয়োজনে শাকিবকে নিয়ে আরশাদ আদনান জানান, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন যেভাবে বুর্জ খলিফায় উদযাপন হয়, সেভাবেই শাকিব খানের এবারের জন্মদিন উদযাপিত হবে সেখানে। একইসঙ্গে উন্মুক্ত হবে রাজকুমার ট্রেলার। এভাবে বুর্জ খলিফা থেকেই শুরু হতে যাচ্ছে সিনেমার প্রচারণা।

বরিশাল অবজারভার / হৃদয়