ভোটারদের নিরাপত্তা নিয়ে জাপা প্রার্থী তাপসের সংশয়

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ইকবাল হোসেন তাপস গনসংযোগকালে নগরীর কাশিপুরে বসে গনমাধ্যমকে বলেন একজন উর্ধ্বতোন পুলিশ কর্মকর্তার নিজের নিরাপত্তা নেই সেখানে বরিশালে ভোটারদের নিরাপত্তা কোথায়?
তিনি আরো বলেন বরিশালে ভোট চুরির কোন সুযোগ আমরা দিতে দেব না।
আর ডিজিটাল চুরির চিন্তা করবেন না সবাইকে ভোট প্রদান করার সুযোগ দেয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে আহবান রাখেন।
তাপস আরো বলেন বিগত সিটি নির্বাচনে দুটি দলের মধ্যে সিটি নির্বাচন হয়েছে এবার জাতীয় পার্টিও নির্বাচন করছে মাঠ ফাকা করে ভোট জালিয়াতী করবেন সে সুযোগ কেহ নেয়ার চেষ্টা করলে তা ভুল হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস এবার আর বৃষ্টি নয় প্রচন্ড খোর শ্রাবনের তাপ মাথায় নিয়ে নগরীতে গনসংযোগে ছুটে বেড়িয়েছে।
তিনি নগরীর হাসপাতাল সড়ক,নতুন বাজার, অমৃত লাল দে মহা বিদ্যালয়,চৌহুতপুর,কাশীপুর,দিয়াপড়া সহ নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করা সহ গনসংযোগ করেন।
বিকালে অক্সফোর্ড মিশন নির্বাচনী অফিস কার্যলয়ে বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে উঠান বৈঠক করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *