ভান্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে শিক্ষক নেতার মৃত্যু

ভান্ডারিয়া ও কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর জেলায় ভন্ডারিয়া উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি’র(বিটিএ) উপজেলা শাখার সভাপতি ও পৌর সদরে অবস্হিত মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফারুকুজ্জামান জোমাদ্দার( মন্টু) করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছেন। তিনি পৌর এলাকার ঐতিহ্য বাহী জমাদ্দার বাড়ির সন্তান, এই শিক্ষক নেতার মৃত্যুতে ভান্ডারিয়ায় শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জমাদার তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে বলেন,শিক্ষক সমাজ একজন সজ্জন শিক্ষক নেতাকে হারিয়েছে।

ভান্ডারিয়া উপজেলা প্রেসক্লাব ও মানবাধিকার কমিশন ভান্ডারিয়া অাঞ্চলিক শাখা, ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহুরুল অালম, কাউখালী উপজেলা শিক্ষক সমিতি (কামরুজ্জামান) সাধারণ সম্পাদক শামসুর রহমান (মিজান) শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এদিকে,একদিনে ৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ও করোনা উপসর্গ নিয়ে পর পর ৩ জন মারা যাওয়ার ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা .এইচ এম জহিরুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তদের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভান্ডারিয়া পৌর এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেন।

‘রেড জোন’ ঘোষণার পর প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার মাইকিং করে ভান্ডারিয়া পৌর শহরকে ‘রেড জোন’ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সাধারণত মানুষের মধ্যে একঅজানা অাতংক বিরাজ করছে।

মঠবাড়িয়ায় করোনার উচ্চ ঝুঁকিপূর্ন এলাকায় খাবার পৌছে দিচ্ছে একদল তরুণ স্বেচ্ছাসেবক

মোঃ রুম্মান হাওলাদার:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌর শহরের ৯ নং ওয়ার্ড থানাপাড়া এলাকায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসকের পরামর্শে উপজেলা প্রশাসন গত ১৪ জুন থানাপাড়াকে রেড জোন বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে লাল নিশানা টানিয়ে দেয়।

লাল নিশানা টানিয়ে দেওয়ার পর আজ মঙ্গলবার ১৬ জুন মঠবাড়িয়ার উপজেলা ছাত্রলীগের একদল তরুণ স্বেচ্ছাসেবক টিম এ রেড জোন বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা (থানাপাড়ায়) করোনা শনাক্তদের বাসায় বাসায় গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেন। ৯ নং ওয়ার্ড কমিশনার এর উদ্যোগে মঠবাড়িয়ার এ তরুণ সূর্য সন্তানরা স্বেচ্ছায় আক্রান্তদের বাসায় বাসায় গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, খাবার ওষুধ, করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক ভিটামিন সি এর উৎস জনিত খাবার বিতরণ করেন।

খাদ্য সামগ্রী ও করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আক্রান্তদের পরিবার। বিতরনের পরে রেড জোন এলাকায় করোনা সচেতনতা ও প্রতিরোধে হ্যান্ড মাইকিং নিয়ে প্রচার প্রচারণা চালায়। এ সময় স্বেচ্ছাসেবক টিমের ফোরকান মাইকিং করে বলেন “আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, অযথা রেড জোন এলাকায় ঘোরাফেরা করবেন না। মাক্স পরুন নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলুন।

ইনশাআল্লাহ আমরা আক্রন্তদের পাশে আছি। মনোবল ধরে রাখুন আত্মবিশ্বাসের সাথে”। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের কমিশনার ও স্বেচ্ছাসেবক টিমের তরুণ সূর্যসন্তানরা মিলন-মাহমুদ,শহিদুল,শফিক,তুহিন, আজিম

মঠবাড়িয়ায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, একদিন শনাক্ত ৮ জন

মোঃ রুম্মান হাওলাদার:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একদিনে রেকর্ড সংখ্যক মোট ৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়। সোমবার ( ১৫ জুন) নতুন করে আরো ৮ জন করোনা রোগী আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে পূর্বের সকল রেকর্ড কে পিছনে ফেলে দিয়েছে। এর আগে একদিন এ উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ জন। নতুন আট জন আক্রান্তের মধ্যে সদর ইউনিয়ন (পৌরসভার মধ্যে) ৬ জন, গুলিশাখালী ইউনিয়নের একজন ও খোল পটুয়া ইউনিয়ন, বামনা উপজেলা ( মঠবাড়ীয়া উপজেলা থেকে নমুনা সংগ্রহ)-০১ জন রয়েছে। সদর ইউনিয়নের ৬ জনের মধ্যে থানাপাড়ার একই পরিবারের চারজন এবং ৪ ও ৫ নং ওয়ার্ডে একজন করে রয়েছে।

মোট আটজন আক্রান্তের মধ্যে পাঁচজন পুরুষ ও বাকি তিনজন নারী বলে জানা যায়। পুরুষ ৫ জনের মধ্যে দুইজনের বয়স ৩৪ বছর বাকি তিনজনের বয়স যথাক্রমে ৩৮,৪৪,৪৭ বছর। নারী তিনজনার মধ্যে একজন ১০ বছরের শিশু ও বাকি দুই জনের বয়স যথাক্রমে ১৮ ও ৪০ বছর। এরা কেউই ঢাকা, চট্টগ্রাম অথবা অন্য কোন জেলা ফেরত নয়। এরা উভয়ই নিজ কমোনিউটিতে সামাজিক সংক্রামিত
রোগ নিয়ন্ত্রণ ও মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুর রহমান জানান, “গত শনিবার সর্দি-জ্বর-কাশি উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে সেদিনই তাদের স্যাম্পল সংগ্রহ করে বরিশালে পাঠালে আজ সোমবার সন্ধ্যায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসার পর রোগীদের নিজ নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়”। তিনি আরও বলেন, প্রতিদিনই মঠবাড়িয়ায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তবুও মানুষের মাঝে পর্যাপ্ত সচেতনতা দেখা যাচ্ছে না। আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক পরে বাহিরে বের হওয়া।
উল্লেখ্য এ নিয়ে এখন পর্যন্ত মঠবাড়িয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৩ জনে। এর মধ্যে অবশ্য ১৮ জন সুস্থ হয়ে ইতোপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এবং বর্তমানে আইসোলেশনে অবস্থানরত মোট রুগীর সংখ্যাঃ ১৫ জন।

মাল্টা চুরির অভিযোগে ৩ শিশুকে গাছের সাথে বেধে জুতা পেটা

অনলাইন ডেস্ক :
পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠী উপজেলার চামি গ্রামে ৯টি মালটা চুরির অপরাধে তিন শিশুকে গাছের সাথে বেঁধে জুতা পিটা করেছেন মাল্টা বাগানের মালিক আব্দুল জব্বার মিয়া।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামি গ্রামের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশুরা হচ্ছে স্বাধীন, নাহিদ ও তাওহিদ। তারা প্রত্যেকেই ওই গ্রামেরই হত দরিদ্র পরিবারের ছেলে।
তারা সবাই স্থানীয় একটি মুরগী ফার্মে কাজ করে। মাল্টা চুরির অপরাধে ওই শিশুদেরকে গাছে বেঁধে নির্যাতনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি গোটা উপজেলা ভাইরাল হয়ে পড়ে।
স্থানীয় এক যুবক জানায়, তিন শিশু এলাকার একটি মুরগী ফার্মে কাজ করে। ওই দিন সকালে তারা জব্বার মিয়ার বাগান থেকে তিন জনে মিলে নয়টি মাল্টা চুরি করে। এসময় বাগান মালিকের ছেলে তাদের ধরে কয়েকটি চড় থাপ্পড় দিয়ে জব্বার মিয়াকে খবর দেয়। জব্বার মিয়া শিশুদেরকে বাড়িতে এনে রশি দিয়ে গাছের সাথে শিশু তিনটিকে বেঁধে জুতা পেটা করেন।
ঘটনার বিষয় স্বীকার করে মাল্টা বাগান মালিক জব্বার মিয়া বলেন, তিনি তিন বছর ধরে মালটা বাগান করে আসছেন। ওই শিশুরা বাগানে ঢুকে মালটা চুরি করে। তাই রাগের বশে তাদের গাছের সাথে বেঁধে জুতা দিয়ে পিটিয়েছেন।
এদিকে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন জানান, ঘটনাটি আসলে খুব খারাপ। এর পরিণতি যে কত ভয়াবহ হতে পারে তা হয়তো ওই বাগান মালিক বুঝতে পারেনি।
স্বরুপকাঠী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ভিকটিমদের উদ্ধার করা হয়েছে ও নির্যাতনকারী জব্বার ও তার পুত্র হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুরে ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় প্রতিবেশী এক ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী (১২) ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফিরোজ মোল্লা (৫০)। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মোজাহার মোল্লার ছেলে। ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামে শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন তিনি। ঘটনার পর থেকে ফিরোজ পরিবারের সদস্যদের নিয়ে বসতবাড়ি থেকে পালিয়ে গেছেন।

প্রতিপক্ষের হয়রানিমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদ করলেন মঠবাড়িয়ার চেয়ারম্যান

মোঃ রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান এ,বি,এম ফারুক হাসানকে জড়িয়ে প্রতিপক্ষের করা “জমি জবর দখল” সংবাদ সম্মেলনের আজ পাল্টা প্রতিবাদ সংবাদ সম্মেলন করা হয়।

শনিবার ১৩ জুন সকাল ১১ টার দিকে সদর ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে তিনি এ প্রতিবাদ সংবাদ সম্মেলন আয়োজন করেন।

এর আগে তার প্রতিপক্ষরা ১০ জুন মঠবাড়িয়া প্রেসক্লাবে তার বিরুদ্ধে জমি জবর দখল ও বিভিন্ন রকমের হয়রানি এই মর্মে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিল।

আজ তিনি তার প্রতিবাদ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, “আমি আমার উত্তর মিঠাখালী গ্রামের স্থানীয় মাঝেরপুল সংলগ্ন পৈত্রিক ও ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে আমার ভোগ দখলে রয়েছে। কিন্তু আমার প্রতিপক্ষরা মোঃ নিজাম (আপন), মোঃ মিজানুর রহমান, মোঃ আনোয়ারুল ইসলাম, রোজিনা বেগম , সর্ব পিং আজাহার আলী কবিরাজ, ও মোঃ শহিদুল ইসলাম, পিতা মৃত আজমত আলী, গ্রামঃ উত্তর মিঠাখালী, মঠবাড়িয়া। উক্ত প্রতিপক্ষগন বিভিন্ন সময় আমার দখলকৃত সম্পত্তি অন্যায় ভাবে জবর দখলের চেষ্টা করে আসছে এবং আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে এবং একাধিক মামলা দিয়ে হয়রানি ও জনসম্মুক্ষে কুৎসা রটাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ জুন মঠবাড়িয়া প্রেসক্লাবে আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে জমি জবর দখল ও তাদের বিভিন্ন রকম হয়রানি করা হয় এই মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগ আনেন। আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

তাছাড়া প্রতিপক্ষ রোজিনা বেগম মাঝেরপুল এসে প্রকাশ্যে জনসম্মুখে আমাকে ও আমার ভাড়াটিয়া দোকানদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে। আমার ঢাকা কাওরান বাজারে একটি কাঠের দোকান আছে সেই দোকানে গিয়ে মোঃ শহিদুল ইসলাম ওই দোকানদারকে দেখিয়ে দিবে বলে হুমকি দেয় এবং ওই দোকান দখল করার পায়তারা করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি তার লিখিত বক্তব্যে আরও বলেন, “প্রতিপক্ষ রোজিনা বেগম যে ৯ কাঠা জমি তাদের পৈত্রিক সম্পত্তি দাবি করছে তা আদৌ সত্য নয়। কেননা সেখানে তারা ১.৬৩ জমি পাবে। অথচ আমার পৈত্রিক ও ক্রয়কৃত জমি উল্টো তারা দখল করতে চায়।

আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা মিথ্যা তথ্য দিয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আমাকে হয়রানি করে আসছে। আমাকে বিভিন্ন সময় খুন করার হুমকি দিয়ে দিয়ে আসছে যার পরিপ্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী সহ তথ্য আইনেও মানহানি মামলা দায়ের করি।

আমি আমার বিরুদ্ধেও আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । এই সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সংবাদ কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাঠবাড়িয়ার একজন করোনার সম্মুখ যোদ্ধার নাম শারীরিক ও বাক প্রতিবন্ধী শামীম

মোঃ রুম্মান হাওলাদার:
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার শারীরিক ও বাক প্রতিবন্ধী শামীম একজন করোনার সম্মুখ যোদ্ধার নাম। করোনা বিস্তার রোধে বিবেকের তাড়নায় নিজ কমিউনিটির অসচেতন জনগণকে সচেতন করার লক্ষ্যে স্বেচ্ছায় রাস্তায় নেমেছে শারীরিক ও বাক প্রতিবন্ধী বালক শামীম। শামীম উপজেলার উওর মিঠাখালী (মাঝেরপুল) গ্রামের মৃতঃ শহিদুল ইসলামের ছেলে। অক্ষরজ্ঞানহীন শারীরিক ও বাক প্রতিবন্ধী শামীম কোন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন। মহামারী করোনার চলমান সময়ে তার এ সচেতনামূলক কার্যক্রম জাতির বিবেককে নাড়া দিয়েছে।

শামীমকে দেখা যায়, উপজেলার সবচেয়ে ব্যস্ততম স্থান পৌরসভা ও ভূমি অফিসের সম্মুখ মহাসড়কের পাশে দাঁড়িয়ে আবার কখনো বা চেয়ারে বসে বাজারে আসা পথচারী, ভ্যান, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে মাস্ক পরার জন্য ইশারা-ইঙ্গিতে অনুরোধ করে যাচ্ছে। কেউ শুনছে আবার কেউ বা বিরক্ত হচ্ছে কিন্তু শামীম থেমে নেই। সে সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত তার কাজ চালিয়ে যাচ্ছে।

শারীরিক সীমাবদ্ধতার কারনে আট দশ জন মানুষের মত স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। পারেন না ঠিক মত কথা বলতেও ।স্বাভাবিকভাবে হাটতে ও কথা বলতে না পারলেও শুধু এতটুকু বুঝে যে করোনার চলমান পরিস্থিতিতে মাস্ক পরতে হয়। মাস্ক পরা ছাড়া উপায় নাই। মাস্ক বিহীন অবস্থায় রাস্তায় যাকেই দেখছেন তাকেই লাঠির সাহায্যে ইশারা ইঙ্গিতে এবং যতটুকু ভাব প্রকাশ করতে পারে তার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন। আবার কখনো কষ্ট করে কাছে গিয়ে গাড়ির চালকদের মাস্ক পরানোর জন্য বাধ্য করেন।

জানা যায় শারীরিক ও বাক প্রতিবন্ধী শামীম সকাল ৭ টার দিকে এ মহাসড়কে এসে দাঁড়িয়ে থেকে মানুষকে সচেতন করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরেন।

করোনাভাইরাস সম্পর্কে প্রতিবন্ধীদের ধারণা ও সচেতনেতা বিষয়ে “ব্রিজ ফাউন্ডেশন” এর একটি জরিপে দেখা যায়, দেশের ২৭ দশমিক ৪ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি করোনাভাইরাস সম্পর্কে কিছুই জানে না। যার মধ্যে বেশিরভাগ মানুষই বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি। সে দিক থেকে মঠবাড়িয়া উপজেলার শারীরিক ও বাক প্রতিবন্ধী শামীম ব্যতিক্রমী এক বালক। যে নিজে করোনার বিস্তার রোধ সম্পর্কে সচেতন এবং পাশাপাশি অন্যকেও সচেতন করে যাচ্ছেন। যেখানে শারীরিক সীমাবদ্ধতা কোন বাধা হয়ে দাঁড়াচ্ছে না। অদম্য ইচ্ছা আর দৃঢ় মনোবল থাকলেই যে অনেক কিছু করা সম্ভব তার জ্বলন্ত উদাহরণ শামীম। শারীরিক ও বাক প্রতিবন্ধী শামীমই হতে পারে এদেশের করোনা সচেতনকারী একজন আদর্শ মডেল।

পিরোজপুরে ২ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

পিরোজপুরে এক উপ-পরিদর্শকসহ (এসআই) পুলিশের দুই সদস্য করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকী এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্ত দু’জন হলেন- জেলার মঠবাড়িয়া থানার এসআই (৪৫) ও অন্যজন নাজিরপুর থানার এক নারী (২৬) পুলিশ সদস্য।

সিভিল সার্জন জানান, গত ৩ জুন ওই আক্রান্ত দুই পুলিশের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

পিরোজপুর পুলিশ সুপার (এসপি) মো. হায়াতুল ইসলাম খান জানান, করোনা আক্রান্ত ওই দুই পুলিশ আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে নাজিরপুর থানা পুলিশের নারী পুলিশ সদস্য সুস্থ আছেন। তার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে এসপি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবারই বিনা প্রয়োজনে অযথা বাড়ির বাইরে বেড় না হওয়া ও মাস্ক ব্যবহারসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন।

করোনা আক্রান্ত ওই এসআই’র সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ৩ জুন তার শরীরে জ্বর ও ব্যথা দেখা দিলে তিনি চিকিৎকের পরামর্শ নেন। পরে নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। তিনি আইসোলিশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে এখন অনেকটা সুস্থ আছেন।

জানা গেছে, ওই দুই পুলিশ সদস্যের মধ্যে নাজিরপুর থানা পুলিশের নারী সদস্যের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলায়। আর ওই এসআই’র বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মো. ফজলে বারী জানান, গত ৩ জুন ওই নারী পুলিশ সদস্যের নমুনার সংগ্রহ করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছিল। ফলাফলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। মঙ্গলবার সকালে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার শরীরে কারোনা আক্রান্তের কোনো উপসর্গ দেখা দেয়নি। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ভান্ডারিয়ায় এনজিওর বিরুদ্ধে ক্ষুদ্র ঋন আদায়ের অভিযোগ

ভান্ডারিয়া ও কাউখালী সংবাদদাতা:
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় নভেল করোনা ভাইরাস কোভিট ১৯ এর সংক্রমন ও প্রর্রাদুর্ভাবের কারনে সরকারের নির্দেশে বন্ধ থাকা ক্ষুদ্রঋণের কিস্তি আদায় শুরু করেছে বলে অভিযোগ উঠেছে উপজেলায় অবস্থিত বিভিন্ন এনজিওর বিরুদ্ধে। অভিযোগ পাওয়া গেছে ফোন করে প্রতিনিধি পাঠিয়ে কিস্তি দেওয়ার জন্য গ্রাহকদের চাপ দেওয়া হচ্ছে ও বিভিন্ন প্রক্রিয়ায় এনজিও গুলো ঋণ আদায় করছে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি এখনো স্বভাবিক না হওয়ায় বেকাদায় পড়েছে গরীব ঋণগ্রহীতারা।সরকারি নির্দেশ অমান্য করে ঋণগ্রহীতাদের কড়া তাগাদা দেওয়া হচ্ছে ।

এ ছাড়া সমাজসেবা অধিদপ্তর এবং সমবায় অধিদপ্তর অনুমোদিত আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ দিয়ে থাকে। অধিকাংশ গ্রাহক রিকশা-ভ্যানচালক, চায়ের দোকানদার, সবজি বিক্রেতা, ফেরিওয়ালা, দিনমজুরের মতো নিম্ন আয়ের লোকজন। প্রতিদিনের আয় থেকে কিছুটা বাঁচিয়ে সপ্তাহের কিস্তি পরিশোধ করেন। করোনা সংকট শুরু হলে অঘোষিত লকডাউনে বন্ধ হয়ে যায় স্বাভাবিক জীবন ও জীবিকা। এরপরি প্রেক্ষিতে গত মার্চ মাসের শেষের দিকে মাইক্রোক্রেডিট অথরিটি ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ দেয়। নির্দেশে বলা হয়, কেউ সেচ্ছায় কিস্তি দিলে আদায় করা যাবে।

বাধ্য করা যাবে না। কিস্তি না দিলে কেউ খেলাপি হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ঋণ সমন্বয় করা হবে। কয়েকজন ক্ষুদ্র ঋণ গ্রহীতার সাথে আলাপ করে যানা গেছে , এনজিওর মাঠ কর্মীরা বাড়িতে এসে তাদের কিস্তি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন অফিস থেকেও ফোন দিয়ে তাগাদা দিচ্ছে। তাঁরা জানান, গত দুই ধরে ধরে আয়-রোজগার বন্ধ। এ অবস্থায় তাঁদের পক্ষে কোনোভাবেই সাপ্তাহিক বা মাসিক কিস্তি দেওয়া সম্ভব না, ভুক্ত ভোগী গ্রাহকরা বলেন যে ভাবে তাগাদা দেওয়া হচ্ছে? কিস্তির ভয়ে বাড়ি ছেড়ে পালাতে হবে!

ক্ষুদ্র ব্যবসায় জড়িতরা পালিয়েও নিস্তার পাচ্ছেনা, তাদের নিকটে এসে প্রসার দিচ্ছে এনজিওর মাঠ কর্মীরা। বেশ কয়েকটি এনজিওর মাঠ পর্যায়ের কর্মীরা নাম প্রকাশ না করার শর্থে বলেন, ‘আমরা বুঝি যে কিস্তি পরিশোধ করার মতো অবস্থা গ্রহকদের এখনো সক্ষমতা হয়নি। কিন্তু কিস্তি আদায় করতে না পারলে আমাদের বেতন ভাতা বন্ধ করে দেয়, এমনকি চাকরিও চলে যায়।

তাই কর্মকর্তাদের নির্দেশে আমরা মাঠে নামতে বাধ্য হচ্ছি।