মঠবাড়িয়ায় করোনার উচ্চ ঝুঁকিপূর্ন এলাকায় খাবার পৌছে দিচ্ছে একদল তরুণ স্বেচ্ছাসেবক

মোঃ রুম্মান হাওলাদার:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌর শহরের ৯ নং ওয়ার্ড থানাপাড়া এলাকায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসকের পরামর্শে উপজেলা প্রশাসন গত ১৪ জুন থানাপাড়াকে রেড জোন বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে লাল নিশানা টানিয়ে দেয়।

লাল নিশানা টানিয়ে দেওয়ার পর আজ মঙ্গলবার ১৬ জুন মঠবাড়িয়ার উপজেলা ছাত্রলীগের একদল তরুণ স্বেচ্ছাসেবক টিম এ রেড জোন বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা (থানাপাড়ায়) করোনা শনাক্তদের বাসায় বাসায় গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেন। ৯ নং ওয়ার্ড কমিশনার এর উদ্যোগে মঠবাড়িয়ার এ তরুণ সূর্য সন্তানরা স্বেচ্ছায় আক্রান্তদের বাসায় বাসায় গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, খাবার ওষুধ, করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক ভিটামিন সি এর উৎস জনিত খাবার বিতরণ করেন।

খাদ্য সামগ্রী ও করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আক্রান্তদের পরিবার। বিতরনের পরে রেড জোন এলাকায় করোনা সচেতনতা ও প্রতিরোধে হ্যান্ড মাইকিং নিয়ে প্রচার প্রচারণা চালায়। এ সময় স্বেচ্ছাসেবক টিমের ফোরকান মাইকিং করে বলেন “আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, অযথা রেড জোন এলাকায় ঘোরাফেরা করবেন না। মাক্স পরুন নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলুন।

ইনশাআল্লাহ আমরা আক্রন্তদের পাশে আছি। মনোবল ধরে রাখুন আত্মবিশ্বাসের সাথে”। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের কমিশনার ও স্বেচ্ছাসেবক টিমের তরুণ সূর্যসন্তানরা মিলন-মাহমুদ,শহিদুল,শফিক,তুহিন, আজিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *