একুশে গ্রন্থমেলায় আসছে ড.মেথিউ সরোজ বিশ্বাসের দুই গ্রন্থ

আকিব মাহমুদ: সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মেথিউ সরোজ বিশ্বাস এর রচিত দুটি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে একুশে গ্রন্থমেলা ২০১৯এ।  এরমধ্যে “মোহনবাড়ি” উপন্যাস এবং “বসেছো আমার গভীরে” কাব্যগ্রন্থ। মধ্যবিত্ত জীবনের প্রত্যাহিক চ্যালেঞ্জ আর স্মৃতির গলি পথে জমে ওঠা প্রেম,দ্রোহ,অবসাদের প্রগাঢ় আবেদন আর এসব ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির মুঠো মুঠো রস গ্রন্থগুলোকে দিয়েছে ক্লাসিক মর্যাদা ।
ড. মেথিউ সরোজ বিশ্বাসের প্রথম আলোচিত কাব্যগ্রন্থ’স্টেশনে কোনো বাস নেই’ বইমেলা ২০১৭তে প্রকাশিত হয়েছে। ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারী বইটির মোড়ক উন্মোচন হয় অমর একুশে গ্রন্থমেলায়। জীবনের দীর্ঘ ক্যানভাস কে উপজীব্য করে কবির অনন্য সৃষ্টি “স্টেশনে কোনো বাস নেই”কাব্য গ্রন্থটি ।উল্লেখ্য কবি ও প্রাবন্ধিক ড. মেথিউ সরোজ বিশ্বাসের এই নিয়ে ৫টি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে।

কয়রায় জি এম মোহসিন রেজার নির্বাচনী মতবিনিময় সভা

ওবায়দুল কবির (সম্রাট): উপজেলা নির্বাচন কে সামনে রেখে আজ গিলাবাড়ি হাইস্কুল মাঠে আওয়ামীলীগ ও আওয়ামীলীগ সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন কয়রা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতেকর্মীর কাছে আওয়ামীলীগের কয়রার কান্ডারি হিসাবে পরিচিত জি এম মোহসিন রেজা। মতবিনিময় কালে গিলাবাড়ি হাই স্কুল মাঠে জি এম মোহসিন রেজা বলেন ,দল আমাকে কি দিল সেটা বড় বিষয়না, আমি দলকে কি দিলাম, দলের জন্য কি করলাম এইটাই বড় বিষয়। আমি আপনাদের পাশে ছিলাম ,আছি এবং থাকব,আমি দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করেছি পরিবার পরিজন ফেলে রাজনীতি ও দলের পিছনে সময় ব্যায় করেছি দলকে ভালবেসে। আজ কয়রা আওয়ামীলীগের ঘাটি।তিনি আরও বলেন আমি আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী। প্রার্থীতা ঘোষনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এববং বলেন দল আমার পরিশ্রম এর সঠিক ফল দেবেন. তার উপস্থিতি জানতে পেরে গিলাবাড়ি হাইস্কুল মাঠে স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত হন। উপস্থিত নেতা কর্মীরা বলেন আমরা দীর্ঘদিন আপনার সাথে রাজনীতি করে এসেছি আপনি আমাদের বিপদে পাশে দাড়িয়েছে আমরা আপনাকেই আমাদের উপজেলা চেয়ারম্যান হিসাবে পাশে চাই। এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও কয়রা উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি এস এম বাহারুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ীমীলীগ এর সভাপতি এস এম জিয়াদ আলী, কয়রা উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক জি এম মেজবাহ উদ্দিন মাছুম। সাবেক সহসভাপতি ও কপোতাক্ষ কলেজ ছাত্রলীগ সভাপতি রোকনুজ্জামান কাজল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউপি সদস্য লুৎফর রহমান ছাত্রলীগনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, মাছুদ মোস্তফা ,মফিজুল ইসলাম. এছাড়া কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার সকল সমস্যা সমাধানে গনমানুষের পাশে থাকতে চান চৌধুরী নূরজাহান মঞ্জুর

ওবাদুল কবির (সম্রাট): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা (৩১২)সংরক্ষিত মহিলা আসনে দলীয় প্রত্যাশী সাতক্ষীরা পৌর যুবলীগের সহ-সভাপতি। কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্য, রংপুর ওমেন চেম্বার অব কমার্সের সিনিয়র কার্যকরি সদস্য ও সাতক্ষীরার সাবেক পুলিশ নারী কল্যাণ সংস্থার সভাপতির চৌধুরী নুরজাহান মঞ্জুর. দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছন। সম্প্রতি তিনি আমাদের দেয়াএক সাক্ষাৎকারে তিনি বলেন দল থেকে আমাকে সুযোগ দিলে আমি সাতক্ষীরার সামাজিক উন্নয়নসহ নারীর অধিকার নিশ্চিতে কাজ করতে চান তিনি। তিনি তার ভবিষৎ পরিকল্পনা ও সাতক্ষীরাকে নিয়ে ভাবনার কথা আমাদের প্রতিবেদককে সাক্ষাতকারে তুলে ধরেন চৌধুরী নূরজাহান মঞ্জুর।

তিনি জানান, অপসংস্কৃতি, সাম্প্রদায়িকতা ও অনাচার যাতে নারীর উন্নয়নে বাধা না হতে পারে,অসহায় ও হতদারিদ্র পাশে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়াছেন তার জন্য নিরলসভাবে স্থানীয় নেতা কর্মী ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। সংরক্ষিত আসনে এমপি হলে সাতক্ষীরার জন্য কি করবেন এমন প্রশ্নের উত্তরে চৌধুরী নুরজাহান মঞ্জুর বলেন , আমি ও আমার স্বামী সব সময় সাতক্ষীরার মানুষের কথা ভেবেছি নিজের চেষ্টায় যতটুকু পেরেছি তাদের বিপদে পাশে দাড়িয়েছি ,আমি জনগণের সেবা করতে চাই ,আমার প্লাটফর্ম ও বৃহত পরিসরে সেবা করার জন্য আমি সংরক্ষিত আসনে জনগণের জন্য প্রার্থী হয়েছি, একজন সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য যতটা করা যায় আমি আপ্রাণ চেষ্টা করে যাবো সবসময়। সাতক্ষীরা ২০১৪ সালে একসময় জামাত – বিএনপি -শিবির বোমা বাজি, খুন, ছিনতাই হতো আমি আমার স্বামী সেই সময়ের সাতক্ষীরার পুলিশ সপার তার সাথে একত্রিত হয়ে তার সাথে জনগণের স্বার্থে কাজ করে গেছি, আমি সব সময় স্বপ্ন দেখতাম কবে সাতক্ষীরার জনগণ শান্তিতে থাকতে পারবে, আমি এমপি হলে আমার লক্ষ্য জনগণের শান্তি ফেরানো, জনগণকে নির্ভয়ে রাখা। সে লক্ষ্যে আমি অনেকদিন থেকেই আইনশৃঙ্খলাসহ নানা বিষয়ের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে এ বিষয়ে আমি আরো গুরুত্ব দেবো। কোন সমস্যা আপনার সংরক্ষীত আসনের জনগণের জন্য সবচেয়ে বড় সমস্যা ও ভাগান্তির বলে আপনি মনে করছেন? এমন প্রশ্নের উত্তরে চৌধুরী নূরজাহান মঞ্জুর বলেন, সমস্যা যা আছে, তা সাতক্ষীরার প্রায় সবারই জানা।রাস্তা ঘাট ও জঙ্গিবাদ। তাই সব ধরণের সমস্যা মোকাবেলায় সাতক্ষীরার নেতা কর্মী ও সকল স্তরের জনগণকে নিয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় যথাযথ ব্যবস্থা নেবো। অবকাঠামোগত উন্নয়নই তো আর্থ-সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত।সেদিকে অবহেলা করার তো কোন সুযোগই নেই। দলে বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছে, তাহলে আপনাকে কেনো নির্বাচিত করা হবে প্রশ্নের জবাবে চৌধুরী নুরজাহান মঞ্জুর বলেন, রাজনৈতির মাঠে ,মনোনয়ন দৌড়ে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকাটাই স্বাভাবিক। তবে আমি মনে করি, আমি আমার স্বামীর সাথে দীর্ঘদিন সাতক্ষীরার অলিগলীতে মানুষের পাশে থেকেছি ,মাঠ পর্যায়ে থেকে আমি যেসব দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছি। ওই বিচারে বিচারে আমিও কম নই। মাঠ পর্যায় বিচার বিশ্লেষণ করলে দল থেকে আমি আশাবাদী। তবে কাউকে ছোট করে দেখার অবকাশ নেই।

হঠাৎ শীতে অসুস্থ শিশু বৃদ্ধরা

ওবায়দুল কবির (সম্রাট ): কয়রা খুলনা প্রতিনিধি আবহাওয়ার পারদ নিচের দিকে দিকে নামতেই সারা দেশের ন্যায় কয়রায় সর্বত ছড়িয়ে পড়েছে শীত জনিত রোগ। আবহাওয়া পরিবর্তনে শীতে জ্বর,শ্বর্দি ,কাশি, নিউমোনিয়া এবং হ্রদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে সবথেকে বেশি ঝুকিতে রয়েছে কোমলমতি শিশু ও বৃদ্ধরা। চিকিৎসকরা জানান ,আবহাওয়া পরিবর্তন এর ফলে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। শ্বাস কষ্ট,নিউমোনিয়া,অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে। অনেকেরই আসছে জ্বর এবং গলা ব্যাথা নিয়ে। রোগীদের মধ্যে শিশুর রোগীর হার বেশি। তারা জানান শীতে বাতাস চলাচল কমে যাওয়ায় ফলে গুমোট পরিবেশ তৈরি হয়। বায়ুদুষণের তাপমাত্রা বাড়ার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা আরও বাড়ছে। নাক বন্ধ হয়ে যাওয়া ,শুকনা কাশির সমস্যায় অনেকেই ভুগছেন। কম বয়সীদের মধ্যে বিপুল শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ছে,যা উদ্বেকজনক বলে মনে করছেন চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজাত আহম্মেদ বলেন, জানুয়ারীর প্রথম থেকে শীত জনিত রোগে আক্রান্ত রোগীরদের সংখ্যা বেড়েছে। শিশুের জ্বর ও নিউমোনিয়া বেশি হচ্ছে। তাদের স্বাস্থ্যের অবনতি ও হচ্ছে। শীতে সুস্থ থাকা বিষয়ে এক বিশেষজ্ঞ বলেন,রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। এতে ধুলার প্রকোপ থেকে বিছানা,মশারি এবং বিছানা পত্র পরিষ্কার রাখতে হবে। এগুলোতে ধুলা জমলে বাসা বাঁধে নানা রকমের ভাইরাস ও ব্যাকটেরিয়ার জীবাণু। এর ফলে ইনফেকশনের সমস্যা বেশি হয়। তাপমাত্রার তারতম্যের জেরে শিশুদের শিশুদেরও ভোগান্তি বেড়েছে। শিশুরোগ চিকিৎসকরা জানান ঋতু বদলের সময় শিশুদের ভাইরাসঘটিত জ্বরে আক্রান্ত হওয়ার ঝুকি বাড়ে। হঠাৎ শীতে সেই ঝুকি আরও বেড়েছে।

বন্ধুমেলা সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আজ ৮ জানুয়ারী বিকাল ৫টায় বন্ধুমেলা সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস,এম,অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ, আরো উপস্থিত ছিলেন মোঃ আসলামুল করিম, সভাপতি, মোঃ আরাফাত হোসেন, সহ-সভাপতি, মোঃ শাহাজাদা হিরা, সাধারন সম্পাদকসহ বন্ধুমেলা সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সদস্য বৃন্দ। জেলা প্রসাশক বরিশাল এর হল রুমে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন জেলা প্রশাসক এস,এম,অজিয়র রহমানা। পরে সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় কে ফুলের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

দেশ মানে মা, মায়ের জন্য শুভকামনা

সব কিছু একপাক্ষিকভাবে দেখা যায় না। একটা ব্যক্তি মানে শুধু একটা ব্যক্তি নয় তার সাথে তার পরিবার থাকে, আত্মীয়, বন্ধু, প্রতিবেশী থাকবে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সে রাষ্ট্রের অর্থনীতি, প্রতিষ্ঠান বা ব্যবস্থার সাথে জড়িত। একটা স্বাধীন দেশে (দেশ স্বাধীন হয়েছে প্রায় ৫০ বছর হতে চলল) সে দেশে একটা জাতীয় নির্বাচনের সময় তৃণমূল পর্যায়ের মানুষগুলি কেন মারা যাবে? মারামারি গালিগালাজ, বিন্দুমাত্র সহনশীলতার মনোভাব এদের মাঝে নেই যাদের আছে তারাও নিরুপায়। অল্প সময়ের জন্য রাজনীতি বাদ দিয়ে ব্যক্তি মানুষটিকে আমরা যদি বৃহত্তর পরিসর নয় ক্ষুদ্র পরিসরেও এনালাইসিস করি। মানবিকতার জায়গা থেকে খারাপ লাগতে বাধ্য। একটা হাত পা চলে যাওয়া মানে সেটা আর ফিরবে না।
কতেক নেতাকর্মীদের কথাবার্তার সুর
“আরে আমরা ক্ষমতায় তোদের দেইখা লমু,” আবার আরেক প্রকার কর্মীরা (এরা একটু চালাক প্রকৃতির) এরা বলে, আমরা যতদিন আছি খামু, তোদের সময় তোরা খাবি। বাহ! এই বর্বর হীন মানসিকতা নিয়ে এরা বিরাট একটা শিক্ষিত তরুন নাগরিকদের প্রতিনিধি হতে চলেছে! ভাই ক্যামনে?? যদি টাকা কামানের ধান্ধা থাকে ভাই একটু পরিশ্রম করেন ব্যবসা করেন, (বাবার ব্যবসা না ভাই)
চাকরী বা উচ্চ শিক্ষার চেষ্টা করেন। অমুক ভাই/ তমুক নেতার পা চাইটা পয়সা কামাই কইরা কি করবেন? আমাদের দেশের দলগুলির ৭০% কর্মীরা যোগ্যতার অভাবে রাজনীতি করে পেট চালাতে চায় এটা তো দলের সাথেই এক রকম প্রতারণা তাই না?! একটা চায়ের দোকান দেন ভাই। মানুষের সেবা করার আরও অনেক উপায় আছে। সার্টিফিকেট সব নয় এটা মানছি তবে ভাই শার্টের তিনটা বোতাম খুলে গলার রগ ফুলিয়ে দুই লাইন শ্লোগান দিলেই কি দেশের বিরাট উপকার করে ফেলছেন, আপনি এইটাই আপনি কেমনে মনে করেন ভাই? তাইলে ডক্টরেট, ব্যরিস্টার, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোফেসর (দলকানাগণ বাদে 😛 ) গবেষক, ব্যবসায়ীগন, পরিবেশ বিজ্ঞানী, সাহিত্যিক, কৃষিবিদ, অর্থনীতিবিদ সাংবাদিক (হইলদাগণ বাদে) , ব্যাংক কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, ডাক্তার তারপর ধরেন সিনিয়র সচিব এরা কি করবে ভাই?? নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলার জন্য বা ধরেন নিজের এলাকার জন্য সত্যি নিজেকে কতটা যোগ্য করতে পেরেছেন? কোন স্কিলটা নিজের মাঝে তৈরি করেছেন একটু ভাবেন তো! কতদূর দলের উপকার করতে পারবেন?? যাক এসব বাদ দিলাম। সু নাগরিকের যে কয়টা বৈশিষ্ট্য নিজের মধ্যে কয়টা ইন্সটল করতে পেরেছেন? (আমিও পারি নাই থাক দুঃখ কইরেন না, সিস্টেমে বিরাট ঘাপলা বুঝছেন? আপনি আমি সিস্টেমের প্রোডাক্ট 😑 )
আর রাজনীতি যদি করতে চান তাহলে খাওয়ার চিন্তা কেন? আমরা জানি আমাদের পছন্দের দুই ব্যক্তিরই আসলে জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই। দুজনেই এটা বলেন । ঘটনাও সত্য দুজনই বিধবা, সন্তান নেই একজন তাও দূরে, আরেক জনের পুরো পরিবারের হারানোর বেদনা তিব্র তাও ঠিক। একজনের ছেলে মেয়েও ভাল মানুষ হয়েছে সুতরাং ধরে নিলাম উভয়ের চাওয়া পাওয়ার আসলেই কিচ্ছু নাই কিন্তু এদের দুইজনকে ঘিরে যে অন্ধ, চরম অশিক্ষিত কর্মীগণ রয়েছেন তাদের তো চাওয়া পাওয়ার সীমা পরিসীমা নেই সমস্যাটা এইখানে। বাংলাদেশের নাগরিক হিসেবে এই খুচরা প্রশ্ন আসবেই। প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে প্রাণ যাবে এই অস্বাভাবিক বিষয়টি এই ২০১৮ সালেও খুব স্বাভাবিক আমাদের কাছে। কি অদ্ভুত তাই না?
মানুষটা মারা যাওয়া মানে জীবনটা ঐখানেই থমকে যাওয়া। কোন দলের সমর্থকের জন্যই কি এটা কাম্য হতে পারে?? আমাদের রাজনৈতিক সংস্কৃতি খুবই বিচিত্র। ২০১৮ সালে কি সেই মান্ধাতার আমলের কামড়া কামড়ি থেকে বের হয়ে আসা যেত না? অনেকদিন আগে সোশ্যাল সাইকোলজির একটা কোর্সে খুব সম্ভবত ২য় সেমিস্টারে তানিয়া ম্যাম সোশ্যাল মব সাইকোলজির বা মব মেন্টালিটির উপর একটা লেকচার দিয়েছিলেন। সবটা মনে নেই (স্টুডেন্ট বিচ্ছিরি রকম খারাপ ছিলাম) তবে থিমটা ছিল মানুষ যখন গোষ্ঠীর সাথে মিলে কোন কিছু একটা করে উত্তেজনার বশবর্তী হয়ে তখন তার নিজস্ব লজিকের বা র‍্যাশনাল আচরণ করতে পারে না, নিজের লজিকের থেকে ঐ গ্রুপের অন্যান্য সদস্যদের আচরণের দ্বারা বেশি প্রভাবিত হয়। উধারন, কয়েকজন মিলে বা এলাকাবাসী মিলে যখন কাউকে পিটিয়ে মেরে ফেলে। গতকাল দেখলাম বিবিসির রিপোর্টে একটি চিতাবাঘকে গ্রামের মানুষ মিলে মেরে ফেলেছে। বিশ্বাসী হয়ে থাকলে বিশ্বাস করতে বা বুঝতে হবে সৃষ্টিকর্তা নিশ্চয়ই প্রাণীটিকে কোন না কোন কারণে সৃষ্টি করেছেন আমি শ্রেষ্ঠ বলে আমার উচিত আরও নমনীয় হওয়া। প্রাণীটা যেন বেঁচে চায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটার খেয়াল রাখা। বন কর্মকর্তাদের নানা প্রকার প্রশিক্ষণের পরও তাঁরা না পেরেছে বাঘটিকে বাঁচাতে না পেরেছে ঐ উত্তেজিত গ্রামবাসীকে বোঝাতে। মব মেন্টালিটি থেকে বের হয়ে একটু র‍্যাশনাল অ্যাক্ট করা কষ্টকর তবে অসম্ভব নয়। যুক্তিসঙ্গত চিন্তা করাটা নিজের এবং দেশের জন্য জরুরী। সমালোচনা মানেই যে বিরোধিতা নয় এটাই আমরা বুঝতে অক্ষম এমন কি আমি নিজেও অথচ হয়তো এমনও হতে পারে, সত্যিই পলিসিতে কোন সংশোধন, পরিবর্ধন বা পরিমার্জন প্রয়োজন।
নানা কারণে মন মেজাজ বিক্ষিপ্ত তাই কি বোর্ডের উপর ঝাল ঝাড়লাম। আশা করছি এই লেখার কিছু আগাছা সমাজ থেকে দূর হবে। 🙂

 

তাজফিয়া ইসলাম তিবা,
সামাজবিজ্ঞানী,
বরিশাল বিশ্ববিদ্যালয়।



{সাম্প্রতিক বিষয় নিয়ে আপনার লেখা কোনো লেখা /মতামত পাঠাতে ইমেইল করুন [email protected]/[email protected]]

ভোলায় বিএনপির তিন প্রার্থী অবরুদ্ধ: রাজনৈতিক সহিংসতায় জনমনে উদ্বেগ

ভোলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে মেঘনা তেতুলিয়া বিধৌত বঙ্গোপসাগড়ের কোল ঘেষে গড়ে উঠা দ্বীপের রাণী ভোলা। ভোলার চারটি আসনের মধ্য সরকার দলীয় মনোনীত প্রার্থীরা প্রকাশ্য নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে গনসংযোগ অব্যাহত রাখলেও ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাদে অন্য তিনটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা কোন প্রচার প্রচারনা দুরে থাক বাসায় অবরুদ্ধ হয়ে আছেন বলে অভিযোগ উঠেছে।ভোলার সংসদীয় চারটি আসনের মধ্য সংসদীয় আসন-১১৬ ভোলা-১ আসনটি রাজনৈতিক সহিংসতা জেলার অন্যান্য আসনগুলোর তুলনায় একটু কম হলেও এ আসনের বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বৃহঃবার সাংবাদিক সম্মেলন করে আ’লীগ নেতা কর্মীদের হামলায় তার নির্বাচনী এলাকার ৫০ নেতা কর্মী আহত ও বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর করার অভিযোগ করেন।সংসদীয় আসন ১১৬ ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহীম নিজ বাসায় সাংবাদিক সম্মেলন করে নিজে বাসায় অবরুদ্ধ রয়েছেন বলে অভিযোগ করে সাংবাদিকদের জানান তিনি নির্বাচনী প্রচারনার জন্য এলাকায় ফিরলে তাকে লঞ্চ হতে নামতে বাধাঁ দেয় আ’লীগ নেতা কর্মীরা। আ’লীগ নেতা কর্মীরা হামলা করে তার বহু নেতা কর্মীকে আহত করেছে,বাড়ি ঘর ভাংচুর করেছে।তিনি আসার পর দুটি মামলায় বিএনপির সাত শতাধিক নেতা কর্মীকে আসামী করে বিএনপির বহু নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আতংকে বিএনপি নেতা কর্মীরা এলাকা ছারা।তার বাসার দরজা জানালা ইট পাটকেল মেরে ভাংচুর করা হয়। ডিসি, এসপি, ওসি সহ প্রশাসনের নিকট ২৪ টি অভিযোগ দিলেও তিনি কোন সমাধান পাননি।বর্তমানে কার্যত বাসায় অবরুদ্ধ রয়েছেন,প্রচারনায় বের হতে পারছেন না।এ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল এমপি সাংবাদিক সম্মেলন করে জানান, হাফিজ ইব্রাহীম আসার পর তার সমর্থকরা হামলা করে আ’লীগের নেতা কর্মীদের মটরসাইকেল ভাংচুর করে,আ’লীগের অনেক নেতা কর্মী বিএনপি নেতা কর্মীদের হামলায় আহত হয়।সংসদীয় আসন-১১৭ ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রম সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন,তিনি ঢাকা হতে রওয়ানা হওয়ার পর সদরঘাটে জয়বাংলা স্লোগান দিয়ে লঞ্চে হামলা করে লঞ্চের কেবিন ভাংচুর করা হয়। তিনি যাত্রা বিরতি করে পুলিশী নিরাপত্তায় পুনরায় এলাকায় আসেন।তাকে ৪০ হাজার বিএনপির নেতা কর্মীরা অভ্যর্থনা জানায়। নেতা কর্মীরা বাড়ি ফিরার পথে আ’লীগের নেতা কর্মীদের হামলায় শতাধিক নেতা কর্মী আহত হয়। বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়। মিথ্যা মামলায় তার অনেক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।গায়েবী মামলায় চারশত বিএনপি নেতা কর্মীকে আসামী করে হয়রানি করা হয়। এখনো বিএনপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকী দেয়া হচ্ছে। তার বাসায় ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তিনি বাসায় অবরুদ্ধ হয়ে আছেন।কোথাও কোন প্রচারনায় যেতে পারছেন না।তার নেতা কর্মীদের উপর এখনো হামলা অব্যাহত আছে।এ আসনের আ’লীগ নেতাদের সুত্রে জানা যায় মেজর হাফিজ আসার পর তার সমর্থকদের সাথে আ’লীগ নেতা কর্মীদের সংঘর্ষ হলে তাদের কয়েকজন কর্মী আহত হয়। সংসদীয় আসন-১১৮ ভোলা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দীন আলম অভিযোগ করেন তিনি এলাকায় ফিরে মনোনয়নপত্র দাখিলের দিন তার নেতা কর্মীরা বাসায় ফিরার পথে আ’লীগ নেতা কর্মীদের হামলার কবলে পড়লে বহু নেতা কর্মী আহত হয়। তার বাসা ভাংচুর করে তছনছ করে আ’লীগ নেতা কর্মীরা। তার প্রচারনার মাইক ভাংচুর করা হয়। তিনি গনসংযোগে বাহিরে গেলে তাকে বাধাঁ দেয়া হয়।তার নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি কোথাও যেতে পারছেন না। বাসায় কার্যত অবরুদ্ধ হয়ে আছেন। চরফ্যাশন উপজেলা আ’লীগ নেতারা জানান নাজিম উদ্দীন আলম এলাকায় ফিরার পর বিএনপি নেতা কর্মীরা নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার পায়তারা করছে। জেলা জুড়ে এমন রাজনৈতিক সহিংসতায় জেলার সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।আসন্ন নির্বাচনে এ সহিংসতার শেষ পরিনতি কি হয় তা সকল রাজনৈতিক মহলকে ভাবিয়ে তুলেছে।

বরিশালের তেরদ্রনে সম্পত্তির জেরে হামলা, আহত-২

নিজস্ব প্রতিবেদক:সম্পত্তির জের ধরে তেরদ্রনে হামলায় দুই জন আহত হওয়ার খবর পাওয়াগেছে। ঘটনাটি উজিরপুর উপজেলার তেরদ্রনে শনিবার বেলা ১টার সময় ঘটেছে বলে জানা যায়।অভিযোগে জানাগেছে ওই এলাকার আব্দুর রব বেপারীর ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিগত দিন ধরে একই এলাকার ওহাব বেপারীর ছেলে সালাউদ্দিন কাওসার টিটু বেপারী(২৮),আলাউদ্দি আলী মিঠু(২৫),মৃত কাসেম বেপারীর ছেলে হামিদ বেপারী(৪৫),তার স্ত্রী মুন্নি বেগম,ওহাব বেপারী(৫০),তার স্ত্রী হাফিজা বেগম(৪৫)’র সাথে বিরোধ চলে আসছিল।ওই সম্পত্তি নিয়ে উল্লেখিত ব্যাক্তিরা আদালতে আব্দুর রব গংদের বিরুদ্ধে একটি মামলা করে।ওই মামলায় আব্দুর রব গংদের পক্ষে রায় আসে।পরে ওই সম্পত্তি জোর পুর্বক ভোগদখলের জন্য ওহাব বেপারীর গংরা পায়তারা চালায়।তারই ধারাবাহিকতায় ঘটনার দিন ওহাব বেপারীর গংরা আব্দুর রব বেপারীর গংদের উদ্যেশে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় ওহাব বেপারী তার প্রতিবাদ করলে উল্লেখিত ভুমিদস্যুরা লাঠি সোঠা নিয়া এলোপাথরী হামলা চালায়।এতে ওহাব বেপারী ও তার ছেলে রাজিব হোসেন গুরুতর আহত হয়।এলাকাবাসী তাদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।এ ব্যাপারে উজিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।এদিকে হামলাকারীরা নাটক সাজিয়ে অসুস্থ্যতার ভান করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে অভিযোগ করেন হামলায় রাজিব হোসেন।

পটুয়াখালী-২: নৌকার সমর্থনে গণজোয়ার

এম.এ হান্নান,বাউফল
১১২পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী আ.স.ম ফিরোজ ও নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
১৬ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে বাউফল উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত বিজয় র‌্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মীসহ প্রায় ২০হাজার নৌকার সমার্থকরা অংশ নেয়।
হাজারো কন্ঠে নৌকা- ফিরোজ ভাই স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পৌর শহর।
র‌্যালীটি বাউফল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবন থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে এসে শেষ হয়।
র‌্যালী শেষে দলীয় কার্যালয় এসে পথসভায় মিলিত হয়। এতে আ.স.ম ফিরোজ সহ দলের সিনিয়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
র‌্যালীতে সকলের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষায়ক উপকমিটির সদস্য , বাউফল উপজেলার নৌকার ভোট রক্ষা কমিটির আহ্বায়ক রায়হান সাকিব,বাউফল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, বাউফর উপজেলা যুবলীগের সভাপতি সাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোলা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন আর রশিদ, সাধারন সম্পাদক রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রুবেল, সাধারন সম্পাদক সামসুল কবির নিশাত প্রমুখ।
#########

অদ্ভুত বিজয়

মুক্তমঞ্চ করিয়া বদ্ধ,
বানিয়েছো তুমি আপনা কক্ষ।
নানান খাতে টাকা করো লব্ধ,
গার্ডেন পার্টিই তার উপলক্ষ।😡

জমিদার বাড়ি খানা হবে,
লোক জমবে হাজার লক্ষ;
আমার ভাইবোন নাচ দেখাবে,
আমরাই নিষিদ্ধ; অসমকক্ষ।😡

একি খেল দেখালে বিধি,
বলতে পারি না; মুখ বন্ধ,
দেখিনি এসব আজ অবধি;
স্বাধীন দেশে আমি ধ্বজভঙ্গ।😢

লেখিকা
ভেনাস ক্যাসিওপিয়া
বরিশাল বিশ্ববিদ্যালয়।