বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন
আকিব মাহমুদ: সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মেথিউ সরোজ বিশ্বাস এর রচিত দুটি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে একুশে গ্রন্থমেলা ২০১৯এ। এরমধ্যে “মোহনবাড়ি” উপন্যাস এবং “বসেছো আমার গভীরে” কাব্যগ্রন্থ। মধ্যবিত্ত জীবনের প্রত্যাহিক চ্যালেঞ্জ আর স্মৃতির গলি পথে জমে ওঠা প্রেম,দ্রোহ,অবসাদের প্রগাঢ় আবেদন আর এসব ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির মুঠো মুঠো রস গ্রন্থগুলোকে দিয়েছে ক্লাসিক মর্যাদা ।
ড. মেথিউ সরোজ বিশ্বাসের প্রথম আলোচিত কাব্যগ্রন্থ’স্টেশনে কোনো বাস নেই’ বইমেলা ২০১৭তে প্রকাশিত হয়েছে। ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারী বইটির মোড়ক উন্মোচন হয় অমর একুশে গ্রন্থমেলায়। জীবনের দীর্ঘ ক্যানভাস কে উপজীব্য করে কবির অনন্য সৃষ্টি “স্টেশনে কোনো বাস নেই”কাব্য গ্রন্থটি ।উল্লেখ্য কবি ও প্রাবন্ধিক ড. মেথিউ সরোজ বিশ্বাসের এই নিয়ে ৫টি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে।
Leave a Reply