ঝালকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান (নৌকা) ৫৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম (আনারস) পেয়েছেন সাত হাজার ৪৩৩ ভোট। রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মনিরউজ্জামান (নৌকা) ২৪ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী মিলন মাহামুদ বাচ্চু (আনারস) পেয়েছেন ১৫ হাজার ৪৯২ ভোট (একটি কেন্দ্রের ফলাফল এখনো পাওয়া যায়নি)। কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. এমাদুল হক মনির (নৌকা) ২৮ হাজার ৯৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার (কাপপ্রিজ) পেয়েছেন তিন হাজার ৯৭৯ ভোট। নলছিটি উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান (নৌকা)।
এবং নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে (মহিলা) ভাইস চেয়ারম্যান হিসেবে মোর্শেদা লস্কর এবং (পুরুষ) ভাইস চেয়ারম্যান হিসেবে মফিজুর রহমান (শাহীন) বে-সরকারী ভাবে নির্বাচিত। অভিনন্দন নির্বাচিত প্রার্থীদের

ঝালকাঠিতে উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রাজ্জাক সেলিম

আরিফুর রহমান, আরিফ: আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক সেলিম। আজ ১৬ই ফেব্রুয়ারি শনিবার দুপুরে শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে ঝালকাঠি সদর উপজেলার ১০ ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করে তিনি প্রার্থী হবার বিষয়টি নিশ্চিত করেন।

সৈয়দ রাজ্জাক সেলিম জেলা আ’লীগের সহসভাপতি ও সমাজসেবামূলক সংগঠন ফাতেমা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান। ২০০৯ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপরে ২০১৪ সালের উপজেলা নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্তে নির্বাচন করা থেকে বিরত থাকেন।

সৈয়দ রাজ্জাক সেলিম বলেন, এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতেই এবারে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে দল থেকে মনোনয়ন পেলেও নির্বাচন করবো আর না পেলেও নির্বাচন করবো। তিনি বলেন, বার বার এলাকার মানুষের দাবী আমি উপেক্ষা করতে পারিনা।

উল্লেখ্য সৈয়দ রাজ্জাক সেলিম বিগত ১৫ বছর যাবৎ ঝালকাঠি সদর উপজেলার অসহায় ও দরিদ্র মানুষদের তার ফাউন্ডেশনের মাধ্যমে সহয়তা করে আসছেন। তিনি এলাকার অসুস্থ দরিদ্র রোগীদের তার খরচে ঢাকা এনে চিকিৎসা করাচ্ছেন, ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি দিচ্ছেন এবং এলাকার৭-৮শ তালিকাভূক্ত দরিদ্র লোককে প্রতিমাসে ভাতা দিচ্ছেন।

বিগত ১৪ বছর আগে আ’লীগের সদস্য পদ গ্রহন করার পর হতে তিনি দলীয় কার্যক্রমেও সক্রিয় রয়েছেন। ব্যক্তি জীবনে রাজ্জাক সেলিম গালফ ইন্টারন্যাশনালের এমডি এবং ইয়েস কনেস্ট্রাকশনের চেয়ারম্যান। এ সভায় তৃনমুল থেকেআসা উপস্থিত নেতা কর্মী এবংসাধারন মানুষ তাকে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচনের অনুরোধ জানালে তিনি সকলের প্রস্তাবে রাজি হয়ে আবারো নির্বাচন করার ঘোষনা করেন। দলীয় মনোনয়ন না পেলেও তিনিপ্রার্থী হবেন বলে সাংবাদিকদের নিশ্চিত  করেছেন।

সংরক্ষিত আসনে বরিশালে আওয়ামী লীগের প্রার্থী যারা

আকিব মাহমুদ: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ জনপ্রার্থী চূড়ান্ত করেছে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছে :

বরিশাল থেকে সৈয়দা রুবিনা মিরা, পিরোজপুর থেকে শেখ অ্যানি রহমান, , পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা।

 

 

দক্ষিণাঞ্চলজুড়ে নির্বাচনী আমেজ: প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণে ব্যস্ত আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ বরিশাল বিভাগের উপজেলাগুলোতে ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পরেছে। চেয়ারম্যান পদে সকল উপজেলার জন্য কেন্দ্রের কাছে তিনজনের নাম প্রস্তাব করার নির্দেশনা থাকলেও বরিশালের অধিকাংশ উপজেলাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এজন্য গত কয়েকদিন থেকে উপজেলার সম্ভাব্য প্রার্থী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নিয়ে বর্ধিত সভা করে প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। ইতোমধ্যে জেলার হিজলা, মুলাদী ও বানারীপাড়া উপজেলায় একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলীয় কোন্দল ঠেকাতে নির্বাচনের আগেই অপর উপজেলাতেও একক প্রার্থী করার নানামুখী চেষ্টা চলছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস জানান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করবে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তার আগে তৃণমূল থেকে তিনজন করে প্রার্থীর একটি তালিকা কেন্দ্র থেকে চাওয়া হয়েছে। বরিশালের প্রত্যেক উপজেলার তিনজনের প্যানেল চূড়ান্ত করার জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হচ্ছে। যে উপজেলাতে সকল প্রার্থীরা একমত হয়ে একজনকে সমর্থন জানাবে সেখান থেকে কেবল একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হবে।
জেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক কাইউম খান কায়সার জানান, প্রথমদফায় জেলার নয়টি উপজেলায় চেয়ারম্যান এবং পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। এতে আবেদন করেছেন ১৭১ জন। যারমধ্যে চেয়ারম্যান পদে ৭২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪২ জন। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা শুরু হয়েছে। ইতোমধ্যে বরিশাল সদর উপজেলা, বানারীপাড়া, হিজলা, মুলাদী, বাকেরগঞ্জ ও উজিরপুর উপজেলার প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে। মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীরা সমঝোতা করায় বানারীপাড়ার বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, মুলাদীতে বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম খান মিঠু এবং হিজলার বর্তমান চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুকে আবারও দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উজিরপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও বর্তমান চেয়রম্যান হাফিজুর রহমান ইকবালকে নিয়ে তিনজনের প্যানেল গঠণ করা হয়েছে। এরমধ্যে তৃণমূলের জনপ্রিয়তায় আব্দুল মজিদ সিকদার বাচ্চু এগিয়ে রয়েছেন।
সাক্ষাতকারের অপেক্ষায় থাকা গৌরনদী উপজেলার সম্ভাব্য পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তৃণমূলের জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বর্তমান ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী। আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এবং বাবুগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন তৃণমূলের জনপ্রিয়তায় এগিয়ে আছেন। জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় এখন সেখানে নির্বাচন হচ্ছেনা। একইভাবে বিভাগের প্রতিটি উপজেলায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পরেছে। এরমধ্যে দক্ষিণের প্রত্যন্ত এলাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দীর্ঘদিন থেকে গণসংযোগ ও সভা-সমাবেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসম্পাদক মাসুদুর রহমান মাসুদ। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুদা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ বির্নিমানের অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অবহেলিত জনপদের রাঙ্গাবালী উপজেলায় সম্পন্ন করতে চান মুজিব আদর্শের সৈনিক মাসুদুর রহমান মাসুদ। তিনি রাঙ্গাবালী উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষনা করার পর সাধারণ ভোটারদের মধ্যে পুরনোসব হিসেব নিকেশ পাল্টে যেতে শুরু করেছে। মাসুদুর রহমানের পক্ষে দলমত নির্বিশেষে সর্বস্তরের ভোটাররা প্রচারণায় মুখরিত করে তুলেছেন রাঙ্গাবালী উপজেলা সদর থেকে প্রত্যন্ত এলাকা।

দশমিনা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলো ডাবলু

নিজস্ব প্রতিবেদক: অাসন্ন দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম ক্রয় করেন দশমিনা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম.এ বাসার ডাবলু। রবিবার (২৭ জানুয়ারি) দশমিনা উপজেলা আওয়ালীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম করেন তিনি। দশমিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: আবদুল আজিজের কাজ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডাবলু। ডাবলু বাংলার বাণী২৪ডটকম’কে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন ফরম কিনলাম। আশা জননেত্রী শেখ হাসিনা মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দশমিনা গড়তে আমাকে সুযোগ দিবেন।

পটুয়াখালী-পিরোজপুরে বিলকিস জাহানকে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী।।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যহত রাখতে পটুয়াখালী-পিরোজপুর জেলা নিয়ে গঠিত মহিলা সংরক্ষিত ৩১৪ আসনে এমপি হিসেবে মোসা. বিলকিস জাহানকে দেখতে চায় এলাকাবাসী। পটুয়াখালী-পিরোজপুর নিয়ে এ মহিলা সংরক্ষিত আসন গঠিত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল উন্নয়ন কর্মযজ্ঞ কলাপাড়ায় নির্মাধীন তৃতীয় সামুদ্রিক বন্দর পায়রা, ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, শেরে-বাংলা নৌ ঘাটি, পর্যটন কেন্দ্র খ্যাত সাগরকণ্যা কুয়াকাটায় রয়েছে উন্নয়নের মহা পরিকল্পনা। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে পটুয়াখালী-পিরোজপুর সংরক্ষিত আসনে কলাপাড়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদেও পরপর দু’বাবের ভাইস চেয়ারম্যান মোসা. বিলকিস জাহানকে এমপি হিসেবে দেখতে চায় কলাপাড়া এলাকাবাসী।
এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপ করে জানা যায়, এলাকার রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে একটানা বিশ বছর ধরে সফলতার সংঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৯ ও ২০০৪ সলে কলাপাড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ৪,৫ ও ৬ থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে ১০ বছর তিনি দায়িত্ব পালন করেন। এরপর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৯ ও ২০১৪ সলে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইবার বিজয়ী হয়ে বর্তমানে দায়িত্বে রয়েছে। তিনি ২০০৩ সলে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ২০১০ সলে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। বর্তমানে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে সভাপতির দায়িত্বে রয়েছেন। এলাকার জন প্রতিনিধি হিসেবে দীর্ঘ এ পথ চলায় সকলের নিকটে তিনি একজন সফল সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেন। বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করেছেন। উপকূলের গরীব, দুঃস্থ, অসহায় মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, প্রশিক্ষণ ও সাধ্যমত নগদ অর্থ সহায়তা প্রদান করেন। জাতীয় আইন সহায়তা কেন্দ্রের সাথে জড়িত হয়ে ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য তিনি নারী ক্যাটাগরিতে জয়িতা’সহ বিভিন্ন ধরনের পুরুস্কার পেয়েছেন। সর্বদা হাস্যজ্বল, সদালাপী বিলকিস জাহান ১৯৭৯ সনে এস.এস.সি, ১৯৮৪ সনে এইচ.এস.সি ও ১৯৯৬ সনে বিএ পাস করেন। শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন। বিলকিস জাহানের স্বামী মো.ইউসুফ আলী প্রথম শ্রেণির ঠিকাদার, ছেলে উচ্চ শিক্ষার জন্য রয়েছে আমেরিকায়, মেয়ে সরকারি চাকুরিজীবী। তিনি মঙ্গলবার দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারেন তারা

আরিফ সরদার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নলছিটি থেকে একাদিক প্রার্থী হবার সম্ভাবনা রয়েছে এর মধ্যে আওয়ামী লীগেরবর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, এ্যাডবোকেট ইউনুছ লস্কর,
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ্যাড, জি কে
মোস্তাফিজুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠী
ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম
আখতারুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি
ও ইউপি চেয়ারম্যান  সিদ্দিকুর
রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নিজাম
উদ্দিন মৃধা, নলছিটি পৌর আওয়ামী
লীগ সভাপতি, ডাক্তার এসকেন্দার আলী খান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ ওয়াহেদ কবির খান, সালাহ্ উদ্দিন সেলিম খান,এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নলছিটি পৌরসভার কাউন্সিলর শিউলি
আক্তার,ঝালকাঠী জেলা মহিলা
যুবলীগের সভাপতি ও শিক্ষানবীস
আইনজীবী শিরিন লস্কর রুনা ও নারী
নেত্রী দপদপিয়ার আঃ কুদ্দুস হাওলাদারের স্ত্রী আয়েশা আক্তার
রিনা।।

ভোলা-৪ ‍আসনে ‍বিপুল ভোটে বিজয়ী জ্যাকব

আকিব মাহমুদ,বরিশাল: ভোলা-৪ ‍আসনে বিপুল ভোটে ‍বিজয়ী হয়েছেন ‍আওয়ামী লীগের প্রার্থী ‍আবদুল্লাহ ‍আল ‍ইসলাম জ্যাকব। তার ধারে কাছে নেই ধানের শীষ বা হাতপাখার প্রার্থী। ভোলা-৪ ‍আসনে মোট-১৩৬ টি কেন্দ্রে ৩৬৮৫৫৩ ভোট। ‍এর মধ্যে

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব – বাংলাদেশ আওয়ামী লীগ ২,৯৯,১৫০

নাজিম উদ্দিন আলম – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫,০৪৭

মো. মহিবুল্যাহ – ইসলামি আন্দোলন বাংলাদেশ ৬,২২২

বরিশাল-২ আসনে বিপুল ভোটে বিজয়ী শাহে আলম

আকিব মাহমুদ,বরিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আ্সনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম নৌকা প্রতিকে রেকর্ড সংখ্যক ২ লাখ ১২ হাজার ৫শত ১১ ভোট পেয়ে বেসরকারী ভাবে অভূতপূর্ব বিজয় অর্জণ করেছেন। স্বাধীনতার পরে এর আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার মতো এতো রেকর্ড সংখ্যক ভোট কেউ কখনও পায়নি। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি প্রার্থী এস.সরফুদ্দিন আহমেদ সান্টু । এ আসনে মোট ভোটার ৩ লাখ ২ হাজার ৫৭১ জন। নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বৃদ্ধ ও তরুন ভোটাররাও ছিলো উল্লেখযোগ্য সংখ্যক। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বরিশাল-৩ অাসনে বিপুল ভোটে বিজয়ী গোলাম কিবরিয়া টিপু

আকিব মাহমুদ,বরিশাল: বরিশাল-৩ অাসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীকে গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ৫৪৫৬৫ ভোট।

বিএনপির প্রার্থী এ্যাড. জয়নুল অাবেদিন পেয়েছেন ৪৭২৩৫ ভোট

এবং নৌকা প্রতীকের শেখ মো:টিপু সুলতান পেয়েছে ১৮১৯৬ ভোট।

এখানে কেন্দ্র সংখ্যা ১২৩টি।