হঠাৎ শীতে অসুস্থ শিশু বৃদ্ধরা

ওবায়দুল কবির (সম্রাট ): কয়রা খুলনা প্রতিনিধি আবহাওয়ার পারদ নিচের দিকে দিকে নামতেই সারা দেশের ন্যায় কয়রায় সর্বত ছড়িয়ে পড়েছে শীত জনিত রোগ। আবহাওয়া পরিবর্তনে শীতে জ্বর,শ্বর্দি ,কাশি, নিউমোনিয়া এবং হ্রদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে সবথেকে বেশি ঝুকিতে রয়েছে কোমলমতি শিশু ও বৃদ্ধরা। চিকিৎসকরা জানান ,আবহাওয়া পরিবর্তন এর ফলে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। শ্বাস কষ্ট,নিউমোনিয়া,অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে। অনেকেরই আসছে জ্বর এবং গলা ব্যাথা নিয়ে। রোগীদের মধ্যে শিশুর রোগীর হার বেশি। তারা জানান শীতে বাতাস চলাচল কমে যাওয়ায় ফলে গুমোট পরিবেশ তৈরি হয়। বায়ুদুষণের তাপমাত্রা বাড়ার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা আরও বাড়ছে। নাক বন্ধ হয়ে যাওয়া ,শুকনা কাশির সমস্যায় অনেকেই ভুগছেন। কম বয়সীদের মধ্যে বিপুল শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ছে,যা উদ্বেকজনক বলে মনে করছেন চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজাত আহম্মেদ বলেন, জানুয়ারীর প্রথম থেকে শীত জনিত রোগে আক্রান্ত রোগীরদের সংখ্যা বেড়েছে। শিশুের জ্বর ও নিউমোনিয়া বেশি হচ্ছে। তাদের স্বাস্থ্যের অবনতি ও হচ্ছে। শীতে সুস্থ থাকা বিষয়ে এক বিশেষজ্ঞ বলেন,রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। এতে ধুলার প্রকোপ থেকে বিছানা,মশারি এবং বিছানা পত্র পরিষ্কার রাখতে হবে। এগুলোতে ধুলা জমলে বাসা বাঁধে নানা রকমের ভাইরাস ও ব্যাকটেরিয়ার জীবাণু। এর ফলে ইনফেকশনের সমস্যা বেশি হয়। তাপমাত্রার তারতম্যের জেরে শিশুদের শিশুদেরও ভোগান্তি বেড়েছে। শিশুরোগ চিকিৎসকরা জানান ঋতু বদলের সময় শিশুদের ভাইরাসঘটিত জ্বরে আক্রান্ত হওয়ার ঝুকি বাড়ে। হঠাৎ শীতে সেই ঝুকি আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *