সাতক্ষীরার সকল সমস্যা সমাধানে গনমানুষের পাশে থাকতে চান চৌধুরী নূরজাহান মঞ্জুর

ওবাদুল কবির (সম্রাট): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা (৩১২)সংরক্ষিত মহিলা আসনে দলীয় প্রত্যাশী সাতক্ষীরা পৌর যুবলীগের সহ-সভাপতি। কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্য, রংপুর ওমেন চেম্বার অব কমার্সের সিনিয়র কার্যকরি সদস্য ও সাতক্ষীরার সাবেক পুলিশ নারী কল্যাণ সংস্থার সভাপতির চৌধুরী নুরজাহান মঞ্জুর. দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছন। সম্প্রতি তিনি আমাদের দেয়াএক সাক্ষাৎকারে তিনি বলেন দল থেকে আমাকে সুযোগ দিলে আমি সাতক্ষীরার সামাজিক উন্নয়নসহ নারীর অধিকার নিশ্চিতে কাজ করতে চান তিনি। তিনি তার ভবিষৎ পরিকল্পনা ও সাতক্ষীরাকে নিয়ে ভাবনার কথা আমাদের প্রতিবেদককে সাক্ষাতকারে তুলে ধরেন চৌধুরী নূরজাহান মঞ্জুর।

তিনি জানান, অপসংস্কৃতি, সাম্প্রদায়িকতা ও অনাচার যাতে নারীর উন্নয়নে বাধা না হতে পারে,অসহায় ও হতদারিদ্র পাশে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়াছেন তার জন্য নিরলসভাবে স্থানীয় নেতা কর্মী ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। সংরক্ষিত আসনে এমপি হলে সাতক্ষীরার জন্য কি করবেন এমন প্রশ্নের উত্তরে চৌধুরী নুরজাহান মঞ্জুর বলেন , আমি ও আমার স্বামী সব সময় সাতক্ষীরার মানুষের কথা ভেবেছি নিজের চেষ্টায় যতটুকু পেরেছি তাদের বিপদে পাশে দাড়িয়েছি ,আমি জনগণের সেবা করতে চাই ,আমার প্লাটফর্ম ও বৃহত পরিসরে সেবা করার জন্য আমি সংরক্ষিত আসনে জনগণের জন্য প্রার্থী হয়েছি, একজন সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য যতটা করা যায় আমি আপ্রাণ চেষ্টা করে যাবো সবসময়। সাতক্ষীরা ২০১৪ সালে একসময় জামাত – বিএনপি -শিবির বোমা বাজি, খুন, ছিনতাই হতো আমি আমার স্বামী সেই সময়ের সাতক্ষীরার পুলিশ সপার তার সাথে একত্রিত হয়ে তার সাথে জনগণের স্বার্থে কাজ করে গেছি, আমি সব সময় স্বপ্ন দেখতাম কবে সাতক্ষীরার জনগণ শান্তিতে থাকতে পারবে, আমি এমপি হলে আমার লক্ষ্য জনগণের শান্তি ফেরানো, জনগণকে নির্ভয়ে রাখা। সে লক্ষ্যে আমি অনেকদিন থেকেই আইনশৃঙ্খলাসহ নানা বিষয়ের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে এ বিষয়ে আমি আরো গুরুত্ব দেবো। কোন সমস্যা আপনার সংরক্ষীত আসনের জনগণের জন্য সবচেয়ে বড় সমস্যা ও ভাগান্তির বলে আপনি মনে করছেন? এমন প্রশ্নের উত্তরে চৌধুরী নূরজাহান মঞ্জুর বলেন, সমস্যা যা আছে, তা সাতক্ষীরার প্রায় সবারই জানা।রাস্তা ঘাট ও জঙ্গিবাদ। তাই সব ধরণের সমস্যা মোকাবেলায় সাতক্ষীরার নেতা কর্মী ও সকল স্তরের জনগণকে নিয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় যথাযথ ব্যবস্থা নেবো। অবকাঠামোগত উন্নয়নই তো আর্থ-সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত।সেদিকে অবহেলা করার তো কোন সুযোগই নেই। দলে বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছে, তাহলে আপনাকে কেনো নির্বাচিত করা হবে প্রশ্নের জবাবে চৌধুরী নুরজাহান মঞ্জুর বলেন, রাজনৈতির মাঠে ,মনোনয়ন দৌড়ে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকাটাই স্বাভাবিক। তবে আমি মনে করি, আমি আমার স্বামীর সাথে দীর্ঘদিন সাতক্ষীরার অলিগলীতে মানুষের পাশে থেকেছি ,মাঠ পর্যায়ে থেকে আমি যেসব দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছি। ওই বিচারে বিচারে আমিও কম নই। মাঠ পর্যায় বিচার বিশ্লেষণ করলে দল থেকে আমি আশাবাদী। তবে কাউকে ছোট করে দেখার অবকাশ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *