ভোলায় বিএনপির তিন প্রার্থী অবরুদ্ধ: রাজনৈতিক সহিংসতায় জনমনে উদ্বেগ

ভোলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে মেঘনা তেতুলিয়া বিধৌত বঙ্গোপসাগড়ের কোল ঘেষে গড়ে উঠা দ্বীপের রাণী ভোলা। ভোলার চারটি আসনের মধ্য সরকার দলীয় মনোনীত প্রার্থীরা প্রকাশ্য নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে গনসংযোগ অব্যাহত রাখলেও ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাদে অন্য তিনটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা কোন প্রচার প্রচারনা দুরে থাক বাসায় অবরুদ্ধ হয়ে আছেন বলে অভিযোগ উঠেছে।ভোলার সংসদীয় চারটি আসনের মধ্য সংসদীয় আসন-১১৬ ভোলা-১ আসনটি রাজনৈতিক সহিংসতা জেলার অন্যান্য আসনগুলোর তুলনায় একটু কম হলেও এ আসনের বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বৃহঃবার সাংবাদিক সম্মেলন করে আ’লীগ নেতা কর্মীদের হামলায় তার নির্বাচনী এলাকার ৫০ নেতা কর্মী আহত ও বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর করার অভিযোগ করেন।সংসদীয় আসন ১১৬ ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহীম নিজ বাসায় সাংবাদিক সম্মেলন করে নিজে বাসায় অবরুদ্ধ রয়েছেন বলে অভিযোগ করে সাংবাদিকদের জানান তিনি নির্বাচনী প্রচারনার জন্য এলাকায় ফিরলে তাকে লঞ্চ হতে নামতে বাধাঁ দেয় আ’লীগ নেতা কর্মীরা। আ’লীগ নেতা কর্মীরা হামলা করে তার বহু নেতা কর্মীকে আহত করেছে,বাড়ি ঘর ভাংচুর করেছে।তিনি আসার পর দুটি মামলায় বিএনপির সাত শতাধিক নেতা কর্মীকে আসামী করে বিএনপির বহু নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আতংকে বিএনপি নেতা কর্মীরা এলাকা ছারা।তার বাসার দরজা জানালা ইট পাটকেল মেরে ভাংচুর করা হয়। ডিসি, এসপি, ওসি সহ প্রশাসনের নিকট ২৪ টি অভিযোগ দিলেও তিনি কোন সমাধান পাননি।বর্তমানে কার্যত বাসায় অবরুদ্ধ রয়েছেন,প্রচারনায় বের হতে পারছেন না।এ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল এমপি সাংবাদিক সম্মেলন করে জানান, হাফিজ ইব্রাহীম আসার পর তার সমর্থকরা হামলা করে আ’লীগের নেতা কর্মীদের মটরসাইকেল ভাংচুর করে,আ’লীগের অনেক নেতা কর্মী বিএনপি নেতা কর্মীদের হামলায় আহত হয়।সংসদীয় আসন-১১৭ ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রম সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন,তিনি ঢাকা হতে রওয়ানা হওয়ার পর সদরঘাটে জয়বাংলা স্লোগান দিয়ে লঞ্চে হামলা করে লঞ্চের কেবিন ভাংচুর করা হয়। তিনি যাত্রা বিরতি করে পুলিশী নিরাপত্তায় পুনরায় এলাকায় আসেন।তাকে ৪০ হাজার বিএনপির নেতা কর্মীরা অভ্যর্থনা জানায়। নেতা কর্মীরা বাড়ি ফিরার পথে আ’লীগের নেতা কর্মীদের হামলায় শতাধিক নেতা কর্মী আহত হয়। বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়। মিথ্যা মামলায় তার অনেক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।গায়েবী মামলায় চারশত বিএনপি নেতা কর্মীকে আসামী করে হয়রানি করা হয়। এখনো বিএনপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকী দেয়া হচ্ছে। তার বাসায় ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তিনি বাসায় অবরুদ্ধ হয়ে আছেন।কোথাও কোন প্রচারনায় যেতে পারছেন না।তার নেতা কর্মীদের উপর এখনো হামলা অব্যাহত আছে।এ আসনের আ’লীগ নেতাদের সুত্রে জানা যায় মেজর হাফিজ আসার পর তার সমর্থকদের সাথে আ’লীগ নেতা কর্মীদের সংঘর্ষ হলে তাদের কয়েকজন কর্মী আহত হয়। সংসদীয় আসন-১১৮ ভোলা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দীন আলম অভিযোগ করেন তিনি এলাকায় ফিরে মনোনয়নপত্র দাখিলের দিন তার নেতা কর্মীরা বাসায় ফিরার পথে আ’লীগ নেতা কর্মীদের হামলার কবলে পড়লে বহু নেতা কর্মী আহত হয়। তার বাসা ভাংচুর করে তছনছ করে আ’লীগ নেতা কর্মীরা। তার প্রচারনার মাইক ভাংচুর করা হয়। তিনি গনসংযোগে বাহিরে গেলে তাকে বাধাঁ দেয়া হয়।তার নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি কোথাও যেতে পারছেন না। বাসায় কার্যত অবরুদ্ধ হয়ে আছেন। চরফ্যাশন উপজেলা আ’লীগ নেতারা জানান নাজিম উদ্দীন আলম এলাকায় ফিরার পর বিএনপি নেতা কর্মীরা নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার পায়তারা করছে। জেলা জুড়ে এমন রাজনৈতিক সহিংসতায় জেলার সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।আসন্ন নির্বাচনে এ সহিংসতার শেষ পরিনতি কি হয় তা সকল রাজনৈতিক মহলকে ভাবিয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *