কোন বাহিনীর নিয়ন্ত্রনে ভোট নয়- আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান , বাউফল: নির্বাচন আসবে , নিবার্চন হবে, এই নিবার্চনে জনগণ ভোট দিয়ে নেতা নিবার্চন করবে। কোন বাহিনীর নিয়ন্ত্রনে বা কোন বাহিনীর ইঙ্গিতে আমরা নিবার্চিত হতে চাই না। অমি রাজনীতিবিদ , আমি চাই- যদি আমি ভাল কাজ করে থাকি তাহলে জনগণ আমাকে ভোট দিবে এবং আওয়ামীলীগকে ভোট দিবে।
‘কোন বাহিনীর নিয়ন্ত্রনে ভোট নয়, জনগনই আমাদের বাহিনী ’।
জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৮ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুলাই) , সকাল ১১টার দিকে বাউফল উপজেলা চত্ত্বরে র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত করন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন জাতীয় সংসদের চীফ হুইপ ও স্থানীয় সংসদ আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি)।
এসময় তিনি জেলেদের অবরোধ চলাকালীন সময় মাছ শিকারের জন্য নিষেধ করেন।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ রেহেনা মোতালেব। সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। বাউফল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম । চীফ হুইপ’র এপিএস আনিসুর রহমান। নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও বাউফল উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ইব্যাহিম ফারুক। বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষায়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া ।

আলোচনা সভায় নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক তার বক্তাব্যে বলেন, অবরোধের সময় আমাদের জেলেরা মাছ ধরার জন্য উম্মাদ হয়ে যায। যার জন্য আজ নদীতে মাছ নেই, ইলিশের জন্য হাহাকার। এর সাথে কিছু উসৃংখল মৎস্য ব্যবসায়ীরা জড়িত।
মহিলা ভাইস- চেয়ারম্যান রেহনো মোতালেব বলেন, নেতা ( আ.স.ম ফিরোজ) আপনি নেত্রীর আস্থাভাজন, আপনি নেত্রীকে বলবেন কারেন্ট জাল না পুড়িয়ে কারখানা যেনো বন্ধ করে দেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন , উপজেলার কালাইয়া ইনিয়নের সফল মৎস্য চাষী মোঃ শহিদুল ইসলাম ও মদনপুরা ইউনিয়নের নারী মৎস্য চাষী নাইমা ইসলাম । তারা তাদের সফলতার কথা সকলের সামনে তুলে ধরেন এবং সকলকে মাছ চাষে উদ্বুদ্ধ করেন ।

জনগন যাকে খুশি তাকে ভোট দেবে- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনে সুষ্ঠ ও নিরপক্ষভাবে জনগন যাকে খুশি তাকে ভোট দেবে ৩০ই জুলাই জনগনের ভোট উৎসব হবে। বরিশালের জনগন উৎসবমূখর পরিবেশে বরিশালের উন্নয়নের বিবেচনা করে যাকে খুশী তাকে দেবে এখানে আমাদের পক্ষ থেকে কারো ভোটের অধিকার হরন করা হবে না।
আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ইভিএম চালুর দাবী জানিয়ে আবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার নিজ ওয়ার্ড ১৯ নং এর দুটি কেন্দ্র জগদিস স্বরস্বতী গার্লস স্কুল ও সরকারী বরিশাল কলেজে ইভিএম চালুর দাবী জানান তিনি। বরিশাল নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার বরাবরে সাদিক আবদুল্লাহর পক্ষে আজ বিকেল সাড়ে ৪ টায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের স্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা দেয়া হয়। আবেদনের ব্যাপারে সাদিক আবদুল্লাহ জানান আসন্ন বরিশাল সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বিভিন্ন সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে মিথ্যাচার করে আসছেন। বিগত দিনে সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদা, বরিশাল সিটি মেয়র ও হুইপ থাকা কালীন সময়ে সরোয়ারসহ বিএনপি সমর্থিত মেয়রদের কোন উল্লেখ্য যোগ্য উন্নয়ন বরিশালবাসীর চোখে না পরায় বর্তমানে তারা অনেকটা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারনেই জনবিচ্ছিন্ন এ নেতা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে জনগনকে ভুল ও মিথ্যাচার করে বিভ্রান্ত ছড়াচ্ছেন । কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী জনগনের রায়কেই সর্বোচ্চ বলে বিবেচনা করেন। বরিশালের মানুষের ভালবাসায় তাদের পাশে থেকে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়াই আমার প্রধান কাজ। এ কারনেই বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আমি আমার বাসার কাছের নিজ ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্র ইভিএম এর আওতায় আনার দাবী জানিয়েছি। আমি জনগনের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে বরিশালের মানুষের পাশে থেকে বরিশালকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই।
আজ মঙ্গলবার দিনভর নগরীর বিভিন্নস্থানে গনসংযোগকালে গনমাধ্যমের কাছে এতথ্য তুল ধরেন।সদিক আবদুল্লাহ্ নির্বাচনের দিন সকলকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহবান জানান।
এছাড়া নৌকা প্রতীকের সমর্থনে দুপুরে বরিশাল আইনজীবী সমিতির সম্মিলিত আওয়ামী আইনজীবী পরিষদ ও নগরীর ১৭নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতৃবৃন্দ সাবেক পৌর প্যানেল মেয়র নিজামুল ইসলাম নিজামের নেতৃত্বে ভোট প্রার্থনা করে প্রচার প্রচারনা চালান্
অন্যদিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্যরা নগরী গন সংযোগ করে সাদিক আবদুল্লাহ্’র জন্য ভোট প্রার্থনা করেন ও বরিশালের উন্নয়নের পথ বাধাগ্রস্থ না করার ও আহবান জানান।

ধানের শীষে ভোট চাইতে বরিশালে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদকঃ ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে গনসংযোগ ও প্রচারনায় নেমেই কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল সিটি নির্বাচনের প্রধান সমন্বয়কারী মির্যা আব্বাস বলেছেন, বরিশাল সিটি নির্বাচনে নির্বাচন কমিশন আমাদের ধানের শীষের প্রার্থীর সমর্থকদের সাথে প্রচারনায় বৈষম্যমূলক আচরন করছে। প্রতিপক্ষ ও সরকার দলীয় নৌকা প্রতীকের নির্বাচন আচরন বিধি ভংগ করে প্রচারনা করছে তাতে কোন বাধা নেই আমাদের ধানের শীষের প্রচারনায় বাধা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন খুলনা ও গাজীপুরের যে ইতিহাস সৃষ্টি করেছে তারা এখানেও তাই করার চেষ্টা করবে।

আজ মঙ্গলবার বিকালে সিটি নির্বাচনে বিএনপির ধানের শীষের মনেনিত প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে সাথে নিয়ে গনসংযোগ কালে গনমাধ্যমের কাছে এ অভিযোগ আনেন।

তারা এখনো শহরে গাড়ীতে করে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে আমাদের গাড়ীতে লাগানো পোষ্ঠার খুলে নিচ্ছে।

বরিশাল সিটি নির্বাচনে আমাদের প্রার্থীর সাথে অসহযোগীতামূলক আচরন করা হচ্ছে বন্ধ করার আহবান জানান।

প্রধান নির্বাচন সমন্বয়কারী মির্যা আব্বাস নগরীর জামে কসাই মসজিদে আছর নামাজ আদায় করে গনসংযোগে নামেন।
এরপর তারা নগরীর দক্ষিন চক বাজার, সিটি কর্পোলেশনের মোড়, ফজলুল হক এ্যাভিনিয় সড়ক, কাকলীমোড়, সার্কিট হাউজ মোড়.জিলা স্কুল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গনসংযোগ ও লিফলেট বিতরন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ আবুল হোসেন খান, বরিশাল উত্তর জেলা সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ বরিশাল স্থানীয় বিএনপি, জেলা ও মহানগর যুবদল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল, বরিশাল উত্তর জেলা এিনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গনসংযোগে অংশ নেয়।

 

বিএনপির কাউন্সিলর প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ করলেন সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়র তার নির্বাচনী প্রচারনাকালে গন মাধ্যমকে বলেন, সরকার দলীয় নেতা-কর্মীরা বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনের মাঠ ছেড়ে দেয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি বলেন নির্বাচন কমিশনার প্রার্থীদের কাছ থেকে প্রতিপক্ষের বিরুদ্বে অভিযোগ শুনতে চায় তাহলে তারা কি কাজ করছেন।
আমরা বরিশালে একটি সুষ্ট সুন্দর নির্বাচন দেখতে চাই। কিন্তু আমরা কি দেখছি বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডের মিছিলে বাধা প্রধান,অফিস ভাংচুর করার অভিযোগ করেন তিনি। এভাবে নির্বাচনে প্রতিটি প্রচার-প্রচারনায় বাধা সৃষ্ঠি করা হলে লেভেল-প্লেয়িংভাবে নির্বাচন হবে তা নিয়ে যতেষ্ট সন্দ্রেহ কাজ করছে।
বরিশালে ইসির বলে যাওয়া কথা প্রসঙ্গে মেয়র প্রার্থী সরোয়ার বলেন প্রার্থীদের উপস্থিতিতে যেকথা বলে গিয়েছে তা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়েও শঙ্কা কাজ করছে।
আজ মঙ্গলবার সকালে ধানের শীষ প্রতীক প্রার্থী মজিবর রহমান সরোয়ার নগরীর খাদেম হোসেন ক্লিনিক মোড় থেকে গনসংযোগ ও নির্বাচনী প্রচারনা শুরু করেন।
এসময় তার সাথে ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড.বিলকিস জাহান শিরিন,কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ আবুল হোসেন খান,জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন,বরিশাল মহানগর বিএনপি যুগাম সম্পাদক আনায়রুল হক তারিন সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
বাংলাবাজার সড়ক, আলেকান্দাসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
এছাড়া ধানের শীষের প্রার্থীর পক্ষে নগরীতে গনসংযোগ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিশ দলীয় জোটের নেতৃবৃন্দ।
এছাড়া বিকালে নগরীর গ্রিজ্জামহল্লা চকবাজার এলাকায় গনসংযোগ করেন বরিশাল নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক স্থায়ী কমিটির সদস্য মির্যা আব্বাস।