শিববাড়িয়া ও আন্ধারমানিক নদীতে অভিযান: বিপুল জাটকা ও জাল জব্দ

কুয়াকাটা প্রতিনিধিঃ মৎস্যবন্দর আলীপুর-মহিপুর ও আন্ধার মানিক নদীতে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার নিষিদ্ধ ঘোষিত ৪০ হাজার মিটার জাল এবং ১১৫ কেজি ঝাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। আটককৃত জাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুরে ফেলা হয় এবং ঝাটকা ইলিশ গুলো এতিমখানা ও দূস্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মোঃ সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার দিনভর মৎস্যবন্দর মহিপুর,শিববাড়িয়া নদী,আন্ধার মানিক নদী ও নদী মোহনায় অভিযান চালিয়ে আনুমানিক ৪০ হাজার মিটার কারেন্ট জাল,বেনতি ও মশারী জাল জব্দ করা হয়। এ সময় জেলেদের জাল থেকে ১১৫ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে আটককৃত জাল ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা অনুপ রায়’র উপস্থিতিতে পুরে ফেলা হয় এবং আটককৃত ঝাটকা ইলিশ এতিম খানা ও দূস্থ্যদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার, নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই কামরুজ্জামান প্রমুখ।

কুয়াকাটায় বইছে উৎসবের আমেজ

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের রাস মেলা ও গঙ্গাস্নান। আগত পূন্যার্থী, দর্শনার্থী, সাধু-সন্যাসী ও ভক্তবৃন্দের বরণ করতে আয়োজকরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ উৎসবকে ঘিরে কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাজানো তোলা হয়েছে নতুন সাজে। সর্বত্র বইছে উৎসবের আমেজ। পঞ্জিকা মতে ২২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টা ৫৮ মিনিটে পূর্ণিমা শুরু হবে। আর পূর্নিমা থাকবে পরদিন শুক্রবার বেলা ১২টা ১৩ মিনিট পর্যন্ত। এ হিসাব মতে পূনার্থীরা শুক্রবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটায় সমুদ্রের নীল জলে স্নান পূন্যের আশায় ঝাপিয়ে পরবে। এ বছর গঙ্গা¯œান ও রাস মেলায় লক্ষাধিক পূন্যার্থী, দর্শনার্থী, সাধু সন্যাসী ও ভক্তবৃন্দের সমাগম ঘটবে বলে আয়োজকরা জানান।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গঙ্গাস্নান ও রাসমেলায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়েছে। যে কোন নাশকতা রোধে পুলিশের পাশাপাশি আনসার বিডিভি, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য কাজ করবে। আগত পূন্যার্থী, দর্শনার্থী, সাধু সন্যাসী ও ভক্তবৃন্দের স্বাস্থ্য সেবা দিতে একটি মেডিকেল টিমও থাকবে। এছাড়া কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসানো হয়েছে। এদিকে যত্রতত্র গাড়ী পার্কিং ইতোমধ্যে পৌরসভা থেকে নির্দেশনা জারি করেছে। অন্যান্য বছরের তুলনায় এবার অধিক লোক সমাগমের আশা করছেন মেলা উদযাপন কমিটি।
কলাপাড়া শ্রী শ্রী মদন মোহন সোবাশ্রমের আঙ্গিনায় রাস উদ্যাপন কমিটির আহবায়ক হীরা হাওলাদার স্বপন জানান, শ্রীকৃষ্ণ ও রাধারানী এ ধরাধামে দাপরযুগে মানবকুল শান্তির অমিয়বানী প্রচারে নেমেছিলেন। তাদের সেই ম্মৃতি ধরে রাখতে যুগ যুগ ধরে এ পূর্নিমা তিথীতে রাস উৎসব পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছর ৫ দিন ব্যাপী রাস উৎসব পালন করার লক্ষ্যে পুরোদমে কাজ চলছে। এছাড়া রাধা কৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা রং তুলির আঁচরে সাজিয়ে তোলা হচ্ছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টা ৫৮ মিনিটে পূর্ণিমায় অধিবাসের মধ্যদিয়ে রাস উৎসবের শুভ সুচনা হবে। ইতোমধ্যে মেলায় যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চলের ভাসমান দোকানিরা আসতে শুরু করেছে।
কুয়াকাটা রাস পূজা ও রাস মেলা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাড. কাজল বরণ দাস জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পূন্যার্থীদের থাকা এবং খাওয়ার সু-ব্যবস্থা করা হয়েছে। রাস পূজাঁ ও মেলা উদযাপনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোশিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, আমাদের হোটেল মোটেল গুলোতে ইতিমধ্যে বুকিং শুরু হয়েছে। আগত দর্শনার্থী ও পূন্যার্থীদের বরণ করতে তাদের হোটেল মোটেল প্রস্তুত রাখা হয়েছে।
কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, রাস মেলা ও গঙ্গা স্œান পটুয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কয়েক দফা মিটিং করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর উৎসবকে নিরাপদ ও বিড়ম্বনা মুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, দর্শনার্থীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভির রহমান জানান, গঙ্গাস্নান ও মেলায় আগত পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয় একটি নিরাপত্তা বেষ্ঠনী তৈরী করা হয়েছে। আশা করি কোন ধরনের সমস্য হবে না বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

পটুয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নিবন্ধন বাতিলকৃত রাজনৈতিক দল জামায়াত ইসলামী’র উপজেলা সহকারি সেক্রেটারি ও নওমালা ইউনিয়নের সভাপতি ‘মোঃ ইউনুছ বিশ্বাস ওরফে লাদেন ইউনুছ’কে গত সোমবার রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নওমালা ইউনিয়নের নওমালা গ্রামের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বাউফল থানার উপ-পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান,তাঁর বিরুদ্ধে জামায়াতের পোষ্টার লাগানো,লিফলেট বিতরণও গোপন মিটিং করার অভিযোগ রয়েছে।
এব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাকে আজ মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে’।

পটুয়াখালী- ৪ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী টিটোর শোডাউন

এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার প্রচারণায় শোডাউন মতবিনিময় সভা করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলা ও মহিপুর-কুয়াকাটা) সংসদীয় আসনের আ’লীগ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো।

বুধবার শেষ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নজির বিহীন উন্নয়নমুলক কর্মকান্ডের প্রচারণায় কুয়াকাটায় লিফলেট বিতরণ ও শোডাউন করেন।

প্রায় সাত শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে এ শোডাউন ও লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ ও শোডাউন শেষে কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ ইসাহাক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সরকারের উন্নয়ন কার্যক্রম উপস্থিত সাংবাদিকদের মাঝে তুলে ধরে বলেন, মাহামুদুল আলম টিটো বলেন, বর্তমান সরকার কলাপাড়া তথা গোটা উপকুলীয় এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রীর নিদের্শনায় এই উন্নয়ন কার্যক্রমের প্রচারণায় মাঠে নেমেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগের নৌকা মার্কার বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি আহবান জানান তিনি। টিটো আরও বলেন, আগামী নির্বাচনে তারুন্যের জয়জয়কার। তাই সাবেক ছাত্রনেতা ও একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে ১১৪,পটুয়াখালী-৪ আসনের একজন মনোনয়ন প্রত্যাশী। তরুন হিসেবে মনোনয়ন পাবেন বলে তিনি আশাবাদী। এ সময় তিনি সাংবাদিকদের সরকারের উন্নয়ন কার্যক্রমের চিত্র পত্রিকার মাধ্যমে তুলে ধরারও অনুরোধ করেন।

এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,কলাপাড়া উপজেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সেচ্ছাসেবকলীগের কুয়াকাটা পৌর শাখা সভাপতি শহিদ দেওয়ান,পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান আরেফিন শাওন,সেচ্ছাসেবকলীগ মহিপুর থানা শাখার সাধারন সম্পাদক মোঃ জামাল হাওলাদার, শ্রমিকলীগ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক রাইসুল ইসলাম শিমুল,সেচ্ছাসেবকলীগ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক ইভান হাওলাদার প্রমুখ। সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরে এক লিফলেট বিতরণ ও শোডাউন করেছেন।

কলাপাড়ায় নৌকায় ভোট চাইলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান

আরিফ বিল্লাহ নাছিমঃ ১১৪পটুয়াখালী ৪ আসনের এম,পি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুড়া-কুয়াকাটা হাট রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও ১৬৬ নং খাজুরা আশ্রায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ঠ নতুন একাডেমিক ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন। নতুন এ ভবনটি উদ্বোধনীর মধ্যদিয়ে এ এলাকার শিশুদের লেখাপড়ার সুন্দর পরিবেশ এবং ভবন সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার বইছে।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রাথমিক ও গন শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল আহম্মেদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহবুবুর রহমান তালুকদার এম,পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সরকারী মোজাহার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন,কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা,কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মঞ্জুরুল ইসলাম,কলাপাড়া উপজেলা ওলামালীগের সভাপতি মাওঃ শেওে আলম, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক আঃ মন্নান, ধুলাসার ইউপি চেয়ারম্যান আঃ জলিল,লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা.ছিদ্দিকুর রহমান,কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ ভুইয়া,কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সুজন মোল্লা,মহিপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ফকির প্রমুখ।
নতুন স্কুল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এম,পি বলেন, শেখ হাসিনার সরকার মানেই উন্নয়ন বান্ধব সরকার। তার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন কর্মকান্ড হয়েছে, পার্শ্ববর্তী তিনটি নির্বাচনী এলাকায় এত উন্নয়ন হয় নাই। কলাপাড়া উপজেলায় যে উন্নয়নের জোয়ার বইছে চলমান এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান তিনি। তিনি আরো বলেন,বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকতে কলাপাড়া উপজেলা তথা পর্যটন নগরী কুয়াকাটায় ব্যপক সন্ত্রাস ও চাঁদাবাজি চালিয়েছে। কুয়াকাটায় বিএনপির সন্ত্রাসীরা ছাত্রলীগ কর্মি নুরুজ্জামানকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। এখন এই এলাকায় কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী নাই। মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগ তথা শেখ হাসিনাকে ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন তিনি।

 

তারেক জিয়ার ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুয়াকাটা প্রতিনিধি: মঙ্গলবার শেষ বিকালে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়ার ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুয়াকাটা পৌর যুবলীগ। মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে কুয়াকাটা যুবলীগ অফিসের সামনে মানবন্ধন করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়াকাটা পৌর শাখার সভাপতি শেখ ইসহাক আলী নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতাধীক নেতা-কর্মী অংশ নেয়। এসময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রমাণিত পৃষ্ঠপোষক তারেক জিয়ার ফাঁসি দিতেু হবে। এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়াকাটা পৌর শাখার সাবেক সভাপতি ও কুয়াকাটা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাগর মোল্লা, পৌর শ্রমিকলীগের সভাপতি আব্বাস কাজী, কুয়াকাটা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদ দেওয়ান, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক তাইফুর রহমান হাচান সহ সহযোগি সংগঠনের অনেক নেতা কর্মি।

জাকশিপ পটুয়াখালী জেলা সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ সারাদেশে ২৯৬ টি কলেজ সরকারি করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রানঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে জাকশিপ পটুয়াখালী জেলার ৬টি কলেজের আয়োজনে আজ সকাল ১০ টায় পটুয়াখালী শহরের মল্লিকা গার্ডেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আসাদুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন। প্রধান অতিথি তার ভাষনে বলেন মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র দক্ষিণাঞ্চলকে পদ্মা সেতুর সেতুবন্ধনে আবদ্ধ করছেন, পায়রা সমুদ্রবন্দর করে গোটা দক্ষিণান্ঞ্চল বাসিকে ধন্য করেছেন,সরকারি কলেজ বিহীন উপজেলায় একটি কলেজে সরকারি করে গোটা জাতিকে ধন্য করেছেন। । জাতীয়করণকৃত কলেজ শিক্ষক পরিষদ (জাকশিপ) এর কেন্দ্রীয় আহবায়ক মোঃ ফারুক হোসেন মৃধা উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি তার উদ্বোধনি বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে সাথে সাথে ২৯৬ কলেজের সকল শিক্ষকের সমন্বিত পদসৃজনের লক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীদ্ধান্ত গ্রহনকে স্বাগত জানিয়েছে এবং শিক্ষা সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান, এছাড়াও তিনি চলতি বছেরর মধ্যে সকল শিক্ষককে এডহক নিয়োগ প্রদানের জন্য সংশ্লিষ্ঠদের জোর অনুরোধ জানিয়েছেন। সভায় জয়পুরহাট জেলার, ক্ষেতলাল, সরকারি সৈয়দ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক নুরুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহত হন তার আত্মার মাগফিরাত কামনা ও ১ মিনিট নিরবতা পালন করেন। সসভায় বক্তব্য রাখেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, সরকারি মোজাহারউদ্দিন কলেজের উপাদধ্যক্ষ শহিদুল আলম, সরকার রাঙ্গাবালী কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম,সরকারি দশমিনা আব্দুর রশীদ তালুকদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচেতা দাস,উপাধ্যক্ষ আঃ রশিদ, অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোকলেসুর রাহমান মনি, জাকশিপ সিনিয়র যুগ্ম আহবায়ক শামশুল আলম, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, মোল্লা লিয়াকত আলী,ওবায়দুল হক সানু, খন্দকার আব্দুল আলিম, , বারি আজাদ,জসিম উদ্দিন জাকশিপ বরগুনা জেলা সভাপতি আব্দুরহমান, সাদিকুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন খলিলুর রহমান, জহিরুল ইসলাম মামুন, এটিএম নাসির, মেহেদিহাসান, আসিস কুমার আব্দুররাজ্জাক , রোকোনুজ্জামান, আবু জাফর প্রমুখ। সভা পরিচালনা করেন অধ্যাপক নাসির উদ্দীন ও তাইয়েপ কুতুব উদ্দিন।

২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলা রায়: বাউফলে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ মিছিল

বাউফল প্রতিনিধি: আজ বুধবার (১০ অক্টবর) ২০০৪ সালে ২১শে আগষ্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী জনসভায় নেক্কারজনক গ্রেনেড হামলা মামলায় তখনকার স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী লুৎফার রহমান বাবরসহ ১৯ জনের মৃত্যু দন্ড ও তারেক রহমান সহ ১৯জনের যাবজ্জজীবন এর রায় ঘোষনা করায় মহামান্য আদালতকে স্বাগত জানিয়ে বাউফলে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ মিছিল করেছেন বাউফল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহমে¥দ মনির মোল্লা। এসময় কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিলটি কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌ-রাস্তা (ফলপট্টি মোড়) এ এসে পথসভায় মিলিত হয়। সভায় এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আ.স.ম কবিরুজ্জামান, সদস্য মো: কবির পঞ্চায়েত, কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুন আর রশিদ, কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, সহ-সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ হাওলাদার, সহ-সভাপতি ও ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মাসুমবিল্লাহ শাহিন, সাংগঠনিক সম্পাদক মিজান মোল্লা, যুবলীগ নেতা শফি হাওলাদার , ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহ-আলম বিপ্লব, কালাইয়া ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান বাবু, দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান মোহন,কালাইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম মোর্শেদ রাহাত, সাধারন সম্পাদক মেহেদী হাসান তুহিন, সহ-সভাপতি এম.এ হান্নান, যুগ্ম সাধারন সম্পাদক রাজিব, যুগ্ম-সাধারন সম্পাদক আশিক, সাংগঠনিক সম্পাদক সজিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম সোহাগ, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।
মিছিল শেষে নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতারণ করা হয়।

বাউফলে ক্ষোভে বালকের আত্মহত্যা

বাউফর প্রতিনিধি: বাবার সাথে ছেলে ক্ষোভ করে আত্মহত্যা করেছেন এমন ঘটনা ঘটেছে বাউফলের কালাইয়া বন্দরের কবরস্থান রোড (পড়ার পুকুর পার) এলাকায়।
জানা যায়, মঙ্গলবার (৯ অক্টবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় বাসিন্দা মো: বাবুল হোসেন (৪৫) এর ষোল বছরের ছেলে মো: সাইফফুল নামের এক বালক তাদের বাসার পাশে আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
কারন হিসাবে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সাইফুল কালাইয়া বন্দরের এক স্টীলের ফার্নিয়ার চেয়ারের দোকানে কাজ করতেন। ঘটনা প্রায় ১মাস আগে স্থানীয় আরেক ছেলের মোবাইল সাইফুল চুরি করে এমন অভিযোগে তার (সাইফুল) পরিবারের লোকজনের কাছে বিচার দেয়।
ঘটনা ঘটার ৩০মিনিট আগে সাইফুলকে তার বাবা বাবুল মোবাইল চুরির অপরাধে গালমন্দ করেন। যার কারনে সাইফুল রাগে ক্ষোভে ও লোক লজ্জ¦ার ভয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
আবার অনেকে বলেন, সাইফুল নেশা আসাক্ত ছিলেন। যার জন্য এই সামান্য কারনে আত্মহত্যার মত পাপের পথ বেছে নিয়েছেন।

বাউফল থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে জানায়, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়ছে।

বাউফলে সারের কৃত্রিম সংকট: বেশি দামে বিক্রি

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির কোন প্রকার তৎপরতা না থাকায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলায় বিসিআইসি অনুমোদিত মোট ১৪জন ডিলার রয়েছেন। প্রতি বছর আমন বীজ রোপণ করার পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ইউরিয়া সারের চাহিদা বহুগুন বেড়ে যায়। চলতি বছর অক্টোবর মাসে উপজেলায় মোট ৪০০ মেট্রিকটন ইউরিয়া সার বরাদ্দ দেয়া হয়। এরআগে সেপ্টেম্বর মাসে ৪৫০ মেট্রিক টন সার বরাদ্দ দেয়া হয়। চাহিদা পুরণ না হওয়ায় আজকালের মধ্যে আরও ৫০০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেয়া হবে।

কৃষকদের কাছে সহজে এবং ন্যায্যমূল্যে সার পৌঁছে দেয়ার জন্য সরকার প্রতিটি ওয়ার্ডে একজন করে খুচরা ডিলার নিয়োগ করেছে। বর্তমানে বাউফল উপজেলায় মোট ৯৬ জন খুচরা ডিলার রয়েছেন। বিসিআইসি অনুমোদিত ডিলারের কাছ থেকে খুচরা বিক্রেতারা সার নিয়ে তা কৃষকদের কাছে বিক্রি করেন।

বাউফল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, প্রতি বস্তা ইউরিয়া সার বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। অথচ সরকার প্রতি বস্তা ইউরিয়া সারের খুচরা মূল্য নির্ধারণ করেছে ৮০০ টাকা।

অতিরিক্ত দাম প্রসঙ্গে কথা হয় কয়েকজন খুচরা বিক্রেতার সঙ্গে। বাউফল উপজেলার নুরাইনপুর বাজারের খুচরা সার বিক্রেতা এনামুল হক, হাফেজ সরদার, হেলাল মৃধা ও মোহন সিকদার বলেন, বিসিআইসি অনুমোদিত ডিলার তপন কুমার ও মাহবুব সিকদারের কাছ থেকে আমরা সার ক্রয় করি। তারা আমাদের কাছে প্রতি বস্তা ইউরিয়া সার ৮৮০ টাকা বিক্রি করেন। এরপর আবার পরিবহন খরচ রয়েছে। আমরা প্রতি বস্তা ইউরিয়া সার ১০০০ টাকা বিক্রি করি।

সরকার নির্ধারিত মূল্য ৮০০ টাকা প্রসঙ্গে তারা বলেন, আমরা ডিলারের কাছে সারের জন্য গেলে তারা বলেন সার নেই। এভাবে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুল্যে সার বিক্রি করা হচ্ছে।

অবশ্য অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেন বিসিআইসি অনুমোদিত ডিলার তপন কুমার ও মাহবুব সিকদার।

এদিকে কৃত্রিম সংকট সৃষ্টি করে ইউরিয়া সার বিক্রি করায় হয়রানীর শিকার হচ্ছেন কৃষকরা। কালিশুরী, ধুলিয়া, কেশবপুর, সূর্যমণি, নাজিরপুর ও মদনপুরা ইউনিয়নের একাধিক কৃষক বলেন, দোকানে গেলে আমাদের কাছে বলা হয় সার নেই। দাম বেশী দিলে পরে গুদাম থেকে সার বের করে দেয়া হয়।

এ প্রসঙ্গে বাউফলের উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার বলেন, অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার কোন সুযোগ নেই। যদি কেউ অতিরিক্ত দামে সার বিক্রি করেন তাদের বিরুদ্ধে আইণানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ####