জাকশিপ পটুয়াখালী জেলা সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ সারাদেশে ২৯৬ টি কলেজ সরকারি করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রানঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে জাকশিপ পটুয়াখালী জেলার ৬টি কলেজের আয়োজনে আজ সকাল ১০ টায় পটুয়াখালী শহরের মল্লিকা গার্ডেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আসাদুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন। প্রধান অতিথি তার ভাষনে বলেন মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র দক্ষিণাঞ্চলকে পদ্মা সেতুর সেতুবন্ধনে আবদ্ধ করছেন, পায়রা সমুদ্রবন্দর করে গোটা দক্ষিণান্ঞ্চল বাসিকে ধন্য করেছেন,সরকারি কলেজ বিহীন উপজেলায় একটি কলেজে সরকারি করে গোটা জাতিকে ধন্য করেছেন। । জাতীয়করণকৃত কলেজ শিক্ষক পরিষদ (জাকশিপ) এর কেন্দ্রীয় আহবায়ক মোঃ ফারুক হোসেন মৃধা উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি তার উদ্বোধনি বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে সাথে সাথে ২৯৬ কলেজের সকল শিক্ষকের সমন্বিত পদসৃজনের লক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীদ্ধান্ত গ্রহনকে স্বাগত জানিয়েছে এবং শিক্ষা সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান, এছাড়াও তিনি চলতি বছেরর মধ্যে সকল শিক্ষককে এডহক নিয়োগ প্রদানের জন্য সংশ্লিষ্ঠদের জোর অনুরোধ জানিয়েছেন। সভায় জয়পুরহাট জেলার, ক্ষেতলাল, সরকারি সৈয়দ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক নুরুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহত হন তার আত্মার মাগফিরাত কামনা ও ১ মিনিট নিরবতা পালন করেন। সসভায় বক্তব্য রাখেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, সরকারি মোজাহারউদ্দিন কলেজের উপাদধ্যক্ষ শহিদুল আলম, সরকার রাঙ্গাবালী কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম,সরকারি দশমিনা আব্দুর রশীদ তালুকদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচেতা দাস,উপাধ্যক্ষ আঃ রশিদ, অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোকলেসুর রাহমান মনি, জাকশিপ সিনিয়র যুগ্ম আহবায়ক শামশুল আলম, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, মোল্লা লিয়াকত আলী,ওবায়দুল হক সানু, খন্দকার আব্দুল আলিম, , বারি আজাদ,জসিম উদ্দিন জাকশিপ বরগুনা জেলা সভাপতি আব্দুরহমান, সাদিকুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন খলিলুর রহমান, জহিরুল ইসলাম মামুন, এটিএম নাসির, মেহেদিহাসান, আসিস কুমার আব্দুররাজ্জাক , রোকোনুজ্জামান, আবু জাফর প্রমুখ। সভা পরিচালনা করেন অধ্যাপক নাসির উদ্দীন ও তাইয়েপ কুতুব উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *