শিববাড়িয়া ও আন্ধারমানিক নদীতে অভিযান: বিপুল জাটকা ও জাল জব্দ

কুয়াকাটা প্রতিনিধিঃ মৎস্যবন্দর আলীপুর-মহিপুর ও আন্ধার মানিক নদীতে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার নিষিদ্ধ ঘোষিত ৪০ হাজার মিটার জাল এবং ১১৫ কেজি ঝাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। আটককৃত জাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুরে ফেলা হয় এবং ঝাটকা ইলিশ গুলো এতিমখানা ও দূস্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মোঃ সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার দিনভর মৎস্যবন্দর মহিপুর,শিববাড়িয়া নদী,আন্ধার মানিক নদী ও নদী মোহনায় অভিযান চালিয়ে আনুমানিক ৪০ হাজার মিটার কারেন্ট জাল,বেনতি ও মশারী জাল জব্দ করা হয়। এ সময় জেলেদের জাল থেকে ১১৫ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে আটককৃত জাল ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা অনুপ রায়’র উপস্থিতিতে পুরে ফেলা হয় এবং আটককৃত ঝাটকা ইলিশ এতিম খানা ও দূস্থ্যদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার, নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই কামরুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *