বরিশালে মাইক ব্যবসায়ীদের আফসোস

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ৩০ ডিসেম্বর। এ নির্বাচনে অংশ নেয়া দলগুলোর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে গতকাল সোমবার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গতকাল থেকে নির্বাচনী প্রচারণাও শুরু হয়েছে। দলগুলো নির্বাচনী প্রচারণায় মাইক ভাড়া নিয়ে থাকে। তবে অতীতের মতো এবার এই মাইক ভাড়া কম হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তারা বলছেন, আগের নির্বাচনগুলোর এমন সময় আমাদের ব্যস্ততা বেড়ে যেত। মাইক ভাড়ার অগ্রিম অর্ডার আসতো। এবার এখনও সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। তবে দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়? সোমবার সন্ধ্যায় বরিশাল নগরের টাউন হল সংলগ্ন স্টার মাইক সাভিংসের দোকানে কথা হয় একসময়ের খ্যাতনামা মাইক ব্যবসা প্রতিষ্ঠান ‘স্টার মাইক সাভিংস’র প্রোপাইটার ফরিদুল ইসলামের সঙ্গে। তিনি আফসোসের সুরে ব্যবসায়িক দুরবস্থার কথা জানাচ্ছিলেন। বলছিলেন, ‘নারে ভাই, আমাগো ব্যবসা এখন তলানিতে। নির্বাচনী প্রচারণা শুরু হইলে কী হবে, আমাগো লাভ নাই। খুব বড়জোর দৈনিক ৫০০ টাকা চুক্তিতে মাইক ভাড়া দেওয়া হবে। ৫০০ টাকার মধ্যে ১৫০ টাকা ব্যাটারি খরচ আছে। আগে মাইক ভাড়ার নেওয়ার জন্য কাস্টমারের লম্বা লাইন পড়তো। একটা অনুষ্ঠান শেষ করে মাইক খোলারও সময় পেতাম না। বিএনপির প্রার্থী ২০টি মাইক ভাড়া করলে আওয়ামী লীগের প্রার্থীরা ভাড়া করতো ২৫টি মাইক। আহারে কই গেলো সেই দিনগুলো? দেখা গেল দোকানের সামনে রাখা দুটি মাইকের বাক্স ও বিভিন্ন থাকে থাকা ছোট বড় কয়েকটি মাইক ও যন্ত্রাংশে জং ধরা। স্টার মাইক সাভিংস ফরিদুল ইসলাম বলেন, বরিশালের মাইক ব্যবসার জগতে পথিকৃত ছিলেন তারা। ফরিদ ছোটবেলা থেকে মাইকের দোকানে কাজ করতেন । প্রায় ১০ বছর ধরে তিনি নিজেই দোকান দিয়েছে। তিনি বলেন, একসময় দম ফেলার সময় পেতাম না। প্রায় বছরজুড়েই বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশ, মেলা, ওয়াজ মাহফিল লেগেই থাকতো। তখন গ্রামে-গঞ্জে মাইক ভাড়া নিতো। জেনারেটর ও মাইক কাঁধে করে নিয়ে যেতাম। কথা দিয়েও চাহিদার তুলনায় মাইকের সংখ্যা কম থাকায় কাস্টমাররা রাগ পর্যন্ত করতো। কিন্তু এবার সিটি নির্বাচনে আমার ব্যবসা জীবনে সব চেয়ে কম মাইক ভাড়া হয়েছে। আসলো জাতীয় সংসদ নিবার্চন। গতকাল সোমবার প্রতিক বরাদ্দর পরে প্রার্থীরা প্রচারনার জন্য মাইক ভাড়া নেওয়ার কথা কিন্তু তা এবার উল্টো। প্রথম দিন আমাদের ১০ টি মাইক ভাড়া হয়েছে। এতো কম মাইক কখনো ভাড়া কোন নির্বাচনেই হয় নি। এবার নির্বাচনে যা হচ্ছে। অন্য দিকে নগরের সদর রোডস্থ অনামিকালেন’র মামুন মাইক সার্ভিস’র প্রোপাইটর মামুন খান বলেন,নির্বাচন উপলক্ষে যে পরিমান মাইক ভাড়া হওয়ার কথা কিন্তু তা হচ্ছেনা। প্রথম দিনে ৫ টি মাইক ভাড়া হয়েছে। তিনি আরো বলেন,সিটি নির্বাচন আসলেই কম পক্ষে ৪০-৫০ টি মাইক ভাড়া নিতো প্রার্থীরা। এবছর জাতীয় সংসদ নির্বাচনের জন্য ওয়াজ মাহফিলেও কোন মাইক ভাড়া দিতে পারিনি আমরা। কারন নির্বাচন উপক্ষে ওয়াজ মাহফিল বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *