পটুয়াখালীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালীতে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ভোররাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আউলিয়াপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন প্যাদার ছেলে কাসেম প্যাদা (৩০) ও চরবিশ্বাস এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে নাঈম ওরফে বাবু (২৩)।

পটুয়াখালী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান বশির জানান, ভোররাতে সদর উপজেলার বসাক বাজার এলাকার কহিনুর অটোরাইস মিলের দক্ষিণ দিকে মহাসড়কের পাশে গাছের সঙ্গে লাগানো অবস্থায় একটি মোটরসাইকেল পাওয়া যায়। এর নিচে একজন ও অপরজনকে পাশে পড়ে থাকতে দেখা যায়। তাদের পাশে একটি ছাগলও পড়ে ছিল। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেছে। তাদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পাঠানো হয়।

এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজ রহমান জানান, দুই মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় আহত হলে টহল পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালীতে পুলিশ কর্মকর্তার বাসায় হামলা, ভাংচুর

প্রকাশ্যে দিবালোকে এক পুলিশ কর্মকর্তার বাসায় পটুয়াখালীতে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার পৌর শহরের ১নং ওয়ার্ডে টাউন বহাল গাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগম (৩৮)নামে এক নারীকে আটক করেছে সদর থানা পুলিশ।

জানা গেছে, ভোলা জেলার পুলিশ লাইন্স এ কর্মরত আছেন আর আই মোঃ ফোরকান আলী। চাকুরির কারণে তিনি বসবাস করেন ভোলা পুলিশ লাইন্স এ।

পটুয়াখালী পৌর শহরের ১নং ওয়ার্ডের টাউন বহাল গাছিয়া এলাকায় তার নিজ বাসায় বসবাস করে পরিবারের সদস্যরা।

পুলিশ কর্মকর্তার সহধর্মীনি মাকসুদা বেগম ও তার ছেলে মাহরুদ আল ফরিদ জানান, সকালে আমাদের বাসার সামনে রাস্তার পাশ দিয়ে পৌরসভার অনুমোদন নিয়ে পৌরসভার পানি শাখার লোকজন পানি নিষ্কাশনের জন্য কাজ করতে আসে।

এসময় পাশ্ববর্তী ডোনাভান হাই স্কুলের শিক্ষক জসিম মাস্টার বাঁধা দেয়, এর কিছুক্ষনপর লাঠি সোটা নিয়ে জসিম মাস্টারের নেতৃত্ব খালেক, খালেকের স্ত্রী হাসিনা বেগমসহ কয়েকজন আমাদের বাসার সামনে আসে।

তারা প্রথমে বাসার সামনের আমাদের টিনের আউলি ভেঙ্গে অবৈধভাবে ঘরে প্রবেশ করে মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে তান্ডব সৃষ্টি করে এবং ঘরে থাকা মহিলাদের ভয়ভীতি প্রদর্শন করে দুর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হয়নি।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত থাকা হাসিনা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ক্ষতবিক্ষত জ্ঞানচর্চা কেন্দ্র

এম.এ হান্নান, বাউফল:
পাঠাগার। জ্ঞানচর্চা কেন্দ্র। যেখানে লুকিয়ে থাকে জানা অজানা হাজারো গল্প কাহিনী। বলা হয় জ্ঞান ভান্ডার। যার থেকে জ্ঞান অর্জন করে জ্ঞান পিপাসূরা। সেই জ্ঞানচর্চা কেন্দ্র ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে দীর্ঘ ঊনিশ বছর। নেই কোন জ্ঞানপৃষ্ঠা। আসনে না কোন জ্ঞান পপিাসূ। ঘন্টার পর গন্টা বসে কেউ চোখ বুলায় নায় বইয়ের পাতায়। হয় না জ্ঞানের চর্চা।
হারিয়ে গেছে পাঠকের আসর। পত্রিকা ম্যাগাজিনসহ হাজারো বইয়ের পাতা ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। উপজেলা একমাত্র জ্ঞানচর্চা কেন্দ্রটির দরজায় তালা ঝুলছে আজ অবধি। অযন্ত আর অবহেলায় এখন ধ্বংস প্রায় ভবনটি পরিনত হয়েছে পাবলিক টয়লেটে।
শিক্ষা নগরী ক্ষ্যাত বাউফল উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত পাবলিক পাঠাগার এই করুন দশায় হতাশায় নিমজ্জিত হাজারো পাঠাক।
জানা যায়, ১১৯১ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় পাবলিক মাঠের পার্শ্বে পাঠাগারটি প্রতিষ্ঠার পর স্কুল-কলেজ শিক্ষার্থী, পত্র-পত্রিকা পাঠকসহ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে জ্ঞানচর্চা কেন্দ্র হয়ে উঠে।
তবে যথাযথ সংস্করণের অভাবে ২০০০ সালে বন্ধ হয়ে যায় পাঠাগারটি। আজ ১৯ বছর আছে একই অবস্থায়। পুনরায় চালু করার একাধিক উদ্যোগ নিলেও অদৃশ্য কারনে বাস্তাবায়ন হয়নি।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়াজ মোর্শেদের নেতৃত্ব দীর্ঘ দিন যাবৎ পাঠাগার বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রম করে আসছিলো একদল তরুণ।
এব্যাপারে পাঠাগার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নিয়াজ মোর্শেদ বলেন, ‘পাঠাগার নাই, পাঠাগার চাই’ এই দাবীতে আমরা আন্দোলন করে আসছি। সর্বশেষ বাউফলের অভিভাবক সাবেক চীফ হুই আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি) মহোদয় পাঠাগার পুন:স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি অরিচেই আমাদের দাবী বাস্তবায়ন হবে।

এব্যাপারে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘ শিক্ষিত জনপদের শিক্ষিত মানুষের জন্য পাঠাগার অতিব প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান কমিটির সম্মানীত সভাপতি ও সাবেক চীফ হুইপের একান্ত প্রচেষ্টায় পাঠাগার বাস্তাবায়নের প্রক্রিয়া দ্রুত আগাচ্ছে। অতিশীঘ্রই পাঠাগার বাস্তবায়নের কাজ শুরু হবে।

বাউফলে দূর্গা পূজার প্রস্তুতি: রাত-দিন চলছে প্রতিমা তৈরির কাজ

এ.এফ.এম রিয়াজ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন দূর্গা উৎসবকে ঘিরে বাউফলে রাত-দিন চলছে প্রতিমা তৈরির কাজ। আগামী ৪ঠা অক্টোবর সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেই উৎসব ঘিরে দক্ষিণের জেলা পটুয়াখালীর বাউফল উপজেলা জুড়ে প্রতিমা তৈরির ধুম পড়েছে। রাতদিন ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা ।
বাউফল উপজেলায় এবার ৬৯ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপুজা। ইতোমধ্যেই দূর্গাপুজা উদযাপন কমিটি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে উৎসব নির্বিঘœ করতে সকল প্রকার নির্দেশনা প্রদান করেছেন । পূজার সময় যত কাছাকাছি আসছে, ততোই প্রতিমা তৈরির ব্যস্ততা বাড়ছে শিল্পীদের ।
প্রতিমা তৈরির কারিগর বিশিষ্ট ভাস্কর শিল্পী শ্যামল পাল ফরিদপুর থেকে এসেছেন কালাইয়া মদন মোহন জিওর আখড়া বাড়ি মন্দিরের দূর্গা প্রতিমা তৈরির কাজ করতে । এই প্রতিবেদকে শ্যামল পাল বলেন, এখন দম ফেলারও সময় নেই তাদের। রাত-দিন চলছে প্রতিমা তৈরির কাজ । এ বছর চারজন কারিগরসহ ৫টি দুর্গা প্রতিমা তৈরির কাজ নিয়েছেন তিনি । প্রতিটি মন্ডপে খড়ের বতি আর মাটির লাগানোর কাজ প্রায় শেষের দিকে আর কয়েকদিন পর শুরু হবে রং করার পালা।
বাউফল সর্বজনীন কালিবাড়ি মন্দিরের দূর্গা প্রতিমা তৈরির কাজ করছেন রূপক পাল, তিনি ৭০হাজার টাকা সম্মানিতে এই প্রতিমা তৈরির কাজ নিয়েছেন। এ বছর বাউফলে তিনি ৪টি মন্দিরের প্রতিমা তৈরির কাজ করেছেন।এই মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি পলক কুমার বনিক জানান, “এবার পূজা মন্ডপগুলো সাজানো হচ্ছে অপূর্ব সাজে। গতবারের চেয়ে এবারের আলোকসজ্জায় থাকবে ভিন্নতা । ইতোমধ্যে ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে”।
শিল্পীরা এক একটি প্রতিমা তৈরিতে ১০ হাজার থেকে ১লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। শিল্পীদের নিপুন হাতের আঁচড় ও পরম ভালোবাসায় তৈরি হচ্ছে দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও শিব প্রতিমা ।
বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিত কুমার সাহা বলেন, “বাউফলে এবার ৬৯ টি মন্ডপে পালিত হবে দুর্গোৎসব। গতবারের চেয়ে এবার ৩টি মন্ডপের সংখ্যা বেড়েছে। আগামী ৪ঠা অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রোদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৮ অক্টোবর মহা দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব”।
এ বিষয়ে বাউফল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান বাচ্চু বলেন,“ধর্মীয় সম্প্রিতির উজ্জ্বল দৃষ্টন্ত আমাদের বাউফল উপজেলা। এখানে কোন ধর্মীয় বা জাতিগত বিভাজন নেই ”।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ও সি) মোস্তাফিজুর রহমান বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দূর্গা উৎসব উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যেই পূজা উদযাপন কমিটি এবং আনাসার ও গ্রাম পুলিশ যৌথভাবে মন্ডপের নিরাপত্তা বৃদ্ধিার জন্য কাজ করছে”।

বাউফলে ইন্টারনেট লাইন নিয়ে দ্বন্দ্ব : মারধর

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইন্টারনেট ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ব্রাদার্স ডটকম নামক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের পরিচালক মো: মাসুম সিদ্দিদীকে মারধরের ঘটনা ঘটেছে। মাসুম সিদ্দিকী দৈনিক ইনকেলাব পত্রিকার বাউফল প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। এছাড়াও তিনি ডিস ব্যবসার সাথে যুক্ত। গতকাল মঙ্গলবার রাত পৌঁনে ১০টার দিকে ওই ঘটনা ঘটে উপজেলার কালাইয়া বাজারের বড় পুকুর এলাকায়।
জানা যায়, কালাইয়া ইউপি চেয়ারম্যানের হল রোডস্থ বাসার ইন্টারনেট লাইনে দীর্ঘদিন যাবৎ সমস্যা থাকায় ওই বাসার দায়িত্বে থাকা শফিউল আলম (শফি) সমস্যার কথা লাইনম্যান নিখিল দাসকে অবহিত করেন। কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন সন্ধ্যায় নিখিলকে মারধর করেন।
নিখিলকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ব্রাদার্স ডটকমের পরিচালক মাসুমের সাথে শফির কথা কাটাকাটি হয়। এক পর্যায় শফি তাঁকে হাতে থাকা লাইট দিয়ে আঘাত করে। এসময় তাঁর সাথে থাকা আরেক সংবাদকর্মী আঘাত প্রাপ্ত হয়।

এব্যাপারে মাসুম সিদ্দিকী বাউফলের কর্মরত সাংবাদিকদের বলেন যুবলীগ ক্যাডার শফি তার উপর হামলা চালায়। তবে কি কারনে তাঁর উপর হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি।

এ প্রসঙ্গে কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ বলেন, আমি আমার বাবার চিকিৎসার জন্য ঢাকাতে অবস্থান করছি। ওয়াই-ফাই কে কেন্দ্র করে যে ঘটনা হয়েছে তা শুনেছি।
বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বুধবার বাউফল উপজেলা আইন সৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের কাছে সাংবাদিক মাসুমের উপর হামলার ঘটনার সঠিক বিচার দাবী করেন বাউফল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও জণকন্ঠের বাউফল সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু।
এবিষয়ে সাংসদ বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও থানা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবসস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।

পটুয়াখালীতে উচ্ছাস’র সহায়তায় নতুন পোশাক পেল সুবিধাবঞ্চিত শিশুরা

আসমা আফরোজ: পটুয়াখালী শহরের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক দিয়েছেন ও ইফতারি করিয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উচ্ছ্বাস এর স্বেচ্ছাসেবকরা। উচ্ছ্বাসের এবারের অনুষ্ঠানটি ছিলো “ইদের খুশি,সিজন-৬” (ইদ পোশাকের অনাবিল আনন্দ, জীবনে আনুক বর্ণিল ছন্দ)। আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় গণপূর্ত বিভাগের পরিদর্শন বাংলো মাঠে সুবিধাবঞ্চিত এসব শিশুদের হাতে পোশাক ও ইফতার তুলে দেন উচ্ছ্বাসের স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “উচ্ছ্বাস” এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রসেনজীৎ সাহা, সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, সাধারণ সম্পাদক মোঃ আল- আমিন, কোষাধ্যক্ষ ইয়াসিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান বাঁধন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান ,ইভেন্ট অরগানাইজার সাবিয়া সুলতানা নিতু, রেজওয়ান রাতুল সহ আরো অনেকে। অনুষ্ঠানের সময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন উচ্ছ্বাস সংগঠনটির বরিশাল ও পটুয়াখালী জেলার ২৫ জন স্বেচ্ছাসেবক। উচ্ছ্বাসের সভাপতি-প্রসেনজীৎ সাহা বলেন, প্রতিবছর ইদে সবাই নতুন জামাকাপড় পরে কিন্তু সুবিধাবঞ্চিত মানুষদের নতুন পোশাক পরা সম্ভব হয়ে উঠে না, আমরা চেষ্টা করি প্রতিবছর এইসকল সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে। আমরা শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে অনেক খুশি। মূলত ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াটাই আমাদের চাওয়া। সকল স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার ফলস্বরূপ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়,যা শুরু হয় বিকাল ৪.০০ ঘটিকায় এবং সমাপ্ত হয় বিকাল ৫.৩০ ঘটিকায়।

বাউফলে কাবাডি প্রতিযোগিতা

বাউফল প্রতিনিধি: পটুয়াখালী জেলাধীন বাউফল থানা ও বাউফল উপজেলা ক্রিড়া সংস্থার যৌথ আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় বিদস উপলক্ষে ‘কাবাডি প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত’ হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে পৌর শহরের পাবলিক মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান। এতে নাজিরপুর ইউনিয়ন ও কনকদিয়া ইউনিয়নের কাবাডি খেলোয়াড়রা অংশ গ্রহণ করেন। খেলায় ২৩ পয়েন্ট নিয়ে কনকদিয়া দলকে পরাজিত করে নাজিরপুর দল বিজিত হয়। বিজিত দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেয় খন্দকার মোস্তাফিজুর রহমান। খেলা পরিচালনা করেন বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের (অব:) শারিরিক শিক্ষক আবদুল মান্নান সরদার। এসময় মোস্তাফিজুর বলেন,‘ প্রায় বিলুপ্তির পথে জনপ্রিয় জাতীয় কাবাডি খেলাকে পুনরুদ্ধার করার জন্য জাতীয় কাবাডি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী স্যার সারাদেশ ব্যাপী এ প্রতিযোগীতার আয়োজন করেন। এতে বাংলাদেশ ক্রিড়া পরিষদ সার্বিক সহযোগীতা করেন। এসময় তিনি আরো বলেন,‘ যুব ও ছাত্র সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আগামীতেও আরো সুন্দর ভাবে এ প্রতিযোগীতার আয়োজন করা হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাউফল থানা পরির্দশক (তদন্ত) মাকসুদ মুরাদ, বাউফল প্রেস ক্লাবের আহ্বায়ক হারুন আর রশিদ খাঁন, বাউফল উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক হুমায়ন কবির। এছাড়াও বিভিন্ন মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালীর কৃষক পরিবারের সন্তান নুরু ডাকসু ভিপি

আকিব মাহমুদ: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

নুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই সারাদেশের মতো নিজ জেলা পটুয়াখালীতেও চলছে আলোচনা। পটুয়াখালীর গলাচিপার কৃষক মো. ইদ্রিস হাওলাদারে ছেলে নুরুল হক নুর।

তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নুর দ্বিতীয়। চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে নুর ঢাকা চলে যান। পরে গাজীপুরের কালিয়াকৈর থেকে এসএসসি এবং উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হন। মাঝখানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ভর্তি হয়েছিলেন তিনি।

নুরের বাবা ইদ্রিস হাওলাদার বর্তমানে কৃষি কাজের পাশাপাশি উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুধবারবাজারে একটি চায়ের দোকান দিয়ে সংসার চালান। ১৯৯১ সালে নুরের বাবা ৪নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত ১০ বছর তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে তিনি বর্তমানে আওয়ামী লীগের একজন সমর্থক বলে জানান স্থানীয়রা।

এদিকে নুরের বিরুদ্ধে জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততার কথা বলা হলেও নিজ এলাকায় নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হিসেবেই পরিচিত। তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানান নুরের বাবা ইদ্রিস হাওলাদার।

এদিকে গত তিন বছর আগে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলীর মেয়ে মরিয়ম আক্তারকে বিয়ে করেন নুর। নুরের স্ত্রী মরিয়ম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী অনুষ্ঠিত

আসমা আফরোজ: শ্রীমন্ত নদের কূল ঘেঁষে প্রকৃতির মনোরম পরিবেশে অবস্থিত ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয় । মনস্তাত্বিক সংশোধনীয় পদ্ধতিতে ব্যাতিক্রম ঐতিহ্যবাহী পটুয়াখালী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহি ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য পূর্ণমিলনী অনুষ্ঠান-২০১৯,১ মার্চ শুক্রবার স্কুল মাঠে পায়রা উড়ানোর মাধ্যমে যাত্রা শুরু হয়। পূর্ণমিলনী অনুষ্ঠানের উদ্ধোধন করেন সভাপতি অ্যাডভোকেট শাহজাহান এমপি নির্বাচিত সংসদ(পটুয়াখালী ৩ আসন) উদ্বোধনী অনুষ্ঠান শেষে কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পুর্নমিলনী। অনুষ্ঠান উপলক্ষে গত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে প্রাক্তন ছাত্র – ছাত্রীরা আসতে শুরু করে। সকালে অনুষ্ঠান শুরু আগে স্কুলের মাঠ কানায় – কানায় পুর্ন হয়ে যায়। নতুন পুরাতন সবাই যেন এক হয়ে গেছে। একে অপরকে জড়িয়ে ধরে অনেক না বলা কথা বলতে শুরু করে। পূর্ণমিলনী অনুষ্ঠান কমিটি সুত্রে জানাগেছে- ঐতিহ্যবাহি ঝাটিবুনিয়া ম. ই মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিগত বছর পর্যন্ত পাশ করে বের হয়ে যাওয়া বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত প্রায় দেড় হাজার শিক্ষার্থী ইতোপূর্বে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য অনলাইনে তাদের নাম তালিকাভূক্ত করেছেন। পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি মনোরম সুভ্যিনিয়র। এ ব্যাপারে প্রাক্তন ছাত্র/ছাত্রী পুনর্মিলনী পরিষদের আহবায়ক  রুস্তুম আলি মোল্লা, মনস্তাত্বিক সংশোধনীয় পদ্ধতিতে ব্যাতক্রিম ও ঐতিহ্যবাহী ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয়। এপ্রতিষ্ঠান বিভিন্ন সময় ভাল কাজের জন্য মিডিয়ার শিরোনাম হয়েছেন। ঝাটিবুনিয়া স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এত বড় অনুষ্ঠান আর হয়নি । এতবড় অনুষ্ঠান আয়োজন করতে পেরে নিজের কাছে ভাল লাগছে। ভবিষ্যৎতে আমরা আরোও বড় অনুষ্ঠানের আয়োজনের চেষ্টা করব।

পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

মোঃ নাঈম হাওলাদার (শুভ): পটুয়াখালী বাসস্টান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস উল্টে বাসের মালিক আনন্দ দাস (৪৫) নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা যাত্রীর মধ্যে শিশু ও নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গলাচিপা উপজেলার আমখোলা এলাকার চার বছরের শিশু আব্দুল্লাহ’র অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে অস্ত্রপচার চলছে। পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৯টার দিকে গলাচিপার হরিদেবপুর বাসস্টান্ড থেকে খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস পটুয়াখালীর উদ্দেশ্য ছেড়ে বাসস্টান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ এলাকায় পৌছলে সামনের চাকা ফেটে মহাসড়কেই বাসটি উল্টে যায়। নিহত বাসমালিক আনন্দ দাসের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা এলাকায়। আহতরা হলেন, পাঁচ বছরের শিশু তানহা, নাসরিন বেগম, আশা বেগম, আবুল কাসেম, মোঃ মঞ্জু, আবদুল জলিল, সজিব, কাদের মাদবর, সাহিদা বেগম, হেলাল, মনিরা বেগম, শাহআলম, রওশন আলী, তাহসিন, দুলল ও বুশরা। আহতদের মধ্যে অনেকের বাড়ি গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায়।