পটুয়াখালীতে উচ্ছাস’র সহায়তায় নতুন পোশাক পেল সুবিধাবঞ্চিত শিশুরা

আসমা আফরোজ: পটুয়াখালী শহরের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক দিয়েছেন ও ইফতারি করিয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উচ্ছ্বাস এর স্বেচ্ছাসেবকরা। উচ্ছ্বাসের এবারের অনুষ্ঠানটি ছিলো “ইদের খুশি,সিজন-৬” (ইদ পোশাকের অনাবিল আনন্দ, জীবনে আনুক বর্ণিল ছন্দ)। আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় গণপূর্ত বিভাগের পরিদর্শন বাংলো মাঠে সুবিধাবঞ্চিত এসব শিশুদের হাতে পোশাক ও ইফতার তুলে দেন উচ্ছ্বাসের স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “উচ্ছ্বাস” এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রসেনজীৎ সাহা, সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, সাধারণ সম্পাদক মোঃ আল- আমিন, কোষাধ্যক্ষ ইয়াসিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান বাঁধন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান ,ইভেন্ট অরগানাইজার সাবিয়া সুলতানা নিতু, রেজওয়ান রাতুল সহ আরো অনেকে। অনুষ্ঠানের সময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন উচ্ছ্বাস সংগঠনটির বরিশাল ও পটুয়াখালী জেলার ২৫ জন স্বেচ্ছাসেবক। উচ্ছ্বাসের সভাপতি-প্রসেনজীৎ সাহা বলেন, প্রতিবছর ইদে সবাই নতুন জামাকাপড় পরে কিন্তু সুবিধাবঞ্চিত মানুষদের নতুন পোশাক পরা সম্ভব হয়ে উঠে না, আমরা চেষ্টা করি প্রতিবছর এইসকল সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে। আমরা শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে অনেক খুশি। মূলত ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াটাই আমাদের চাওয়া। সকল স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার ফলস্বরূপ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়,যা শুরু হয় বিকাল ৪.০০ ঘটিকায় এবং সমাপ্ত হয় বিকাল ৫.৩০ ঘটিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *