বাউফলে কাবাডি প্রতিযোগিতা

বাউফল প্রতিনিধি: পটুয়াখালী জেলাধীন বাউফল থানা ও বাউফল উপজেলা ক্রিড়া সংস্থার যৌথ আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় বিদস উপলক্ষে ‘কাবাডি প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত’ হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে পৌর শহরের পাবলিক মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান। এতে নাজিরপুর ইউনিয়ন ও কনকদিয়া ইউনিয়নের কাবাডি খেলোয়াড়রা অংশ গ্রহণ করেন। খেলায় ২৩ পয়েন্ট নিয়ে কনকদিয়া দলকে পরাজিত করে নাজিরপুর দল বিজিত হয়। বিজিত দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেয় খন্দকার মোস্তাফিজুর রহমান। খেলা পরিচালনা করেন বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের (অব:) শারিরিক শিক্ষক আবদুল মান্নান সরদার। এসময় মোস্তাফিজুর বলেন,‘ প্রায় বিলুপ্তির পথে জনপ্রিয় জাতীয় কাবাডি খেলাকে পুনরুদ্ধার করার জন্য জাতীয় কাবাডি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী স্যার সারাদেশ ব্যাপী এ প্রতিযোগীতার আয়োজন করেন। এতে বাংলাদেশ ক্রিড়া পরিষদ সার্বিক সহযোগীতা করেন। এসময় তিনি আরো বলেন,‘ যুব ও ছাত্র সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আগামীতেও আরো সুন্দর ভাবে এ প্রতিযোগীতার আয়োজন করা হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাউফল থানা পরির্দশক (তদন্ত) মাকসুদ মুরাদ, বাউফল প্রেস ক্লাবের আহ্বায়ক হারুন আর রশিদ খাঁন, বাউফল উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক হুমায়ন কবির। এছাড়াও বিভিন্ন মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *