নলছিটিতে জামাইয়ের বাড়িতে শশুরের আত্মহত্যা

নলছিটি প্রতিনিধি :ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার মালিপুর (পশ্চিম অংশ) গ্রামের মো: হারুন হাওলাদার (৬৫) গতকাল রাতে জামাইয়ের বাড়ি এর পূর্ব পাশ ছাড়া ভিটায় আম গাছের সাথে প্লাস্টিক এর দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জামাই লিটন তালুকদার একই গ্রামের বাসিন্দা ।বাড়ি থেকে হারুন হাওলাদার গতকাল দুপুরে বলে যায় সে নলছিটির আখর পাড়া বাজারে যায়, কিন্তু রাতে আর বাড়িতে ফিরে না এবং মেয়ের বাড়িতেও যায়নি । পরে জামাইয়ের বাড়ি এর পূর্ব পাশ ছাড়া ভিটায় আম গাছের তার ঝুলন্ত লাশ দেখতে পায় সকালে শুভ (১৪)। শুভ জামাইয়ের বড় ভাইয়ের ছেলে, মাঠে গরু বাধতে গেলে হারুন হাওলাদার এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোক জন জর হয়ে দেখে হারুন হাওলাদারের মৃত দেহ আম গাছের সাথে ঝুলছে । এর পর স্থানীয় লোক জন তার লাশটি গাছ থেকে খুলে এনে জামাইয়ের বাড়িতে আনে। এর পর নলছিটি থানায় মুঠোফোনের মাধ্যমে জানানো হলে নলছিটি থানার সাব ইনেসপেক্টর হুমায়ন আহম্মদ এর নেতৃত্বে একটি টিম গিয়ে সরজমিনএ পর্যবেক্ষন করে এবং লাশটি পোশমাডামের জন্য নলছিটি থানায় নিয়ে যায়। জানা যায় হারুন হাওলাদার নানা ভাবে ঋণ গ্রস্থ ছিল এবং মানুষের কাছ থেকেও হাত দেনা ছিল প্রচুর। পরিবারে ছেলে থাকলেও না থাকার মত। একটি মেয়ে তার সমস্ত বরন পোশন করতো কিন্তু বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে এবং ব্যাংক ঋন নিয়ে তা পরিশোধ করা তার পক্ষে সম্ভাব হচ্ছিল না বলেই তিনি এমন কাজ করছে বলে ধারনা করে তার পরিবারের লোক জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *