ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী অনুষ্ঠিত

আসমা আফরোজ: শ্রীমন্ত নদের কূল ঘেঁষে প্রকৃতির মনোরম পরিবেশে অবস্থিত ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয় । মনস্তাত্বিক সংশোধনীয় পদ্ধতিতে ব্যাতিক্রম ঐতিহ্যবাহী পটুয়াখালী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহি ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য পূর্ণমিলনী অনুষ্ঠান-২০১৯,১ মার্চ শুক্রবার স্কুল মাঠে পায়রা উড়ানোর মাধ্যমে যাত্রা শুরু হয়। পূর্ণমিলনী অনুষ্ঠানের উদ্ধোধন করেন সভাপতি অ্যাডভোকেট শাহজাহান এমপি নির্বাচিত সংসদ(পটুয়াখালী ৩ আসন) উদ্বোধনী অনুষ্ঠান শেষে কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পুর্নমিলনী। অনুষ্ঠান উপলক্ষে গত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে প্রাক্তন ছাত্র – ছাত্রীরা আসতে শুরু করে। সকালে অনুষ্ঠান শুরু আগে স্কুলের মাঠ কানায় – কানায় পুর্ন হয়ে যায়। নতুন পুরাতন সবাই যেন এক হয়ে গেছে। একে অপরকে জড়িয়ে ধরে অনেক না বলা কথা বলতে শুরু করে। পূর্ণমিলনী অনুষ্ঠান কমিটি সুত্রে জানাগেছে- ঐতিহ্যবাহি ঝাটিবুনিয়া ম. ই মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিগত বছর পর্যন্ত পাশ করে বের হয়ে যাওয়া বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত প্রায় দেড় হাজার শিক্ষার্থী ইতোপূর্বে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য অনলাইনে তাদের নাম তালিকাভূক্ত করেছেন। পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি মনোরম সুভ্যিনিয়র। এ ব্যাপারে প্রাক্তন ছাত্র/ছাত্রী পুনর্মিলনী পরিষদের আহবায়ক  রুস্তুম আলি মোল্লা, মনস্তাত্বিক সংশোধনীয় পদ্ধতিতে ব্যাতক্রিম ও ঐতিহ্যবাহী ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয়। এপ্রতিষ্ঠান বিভিন্ন সময় ভাল কাজের জন্য মিডিয়ার শিরোনাম হয়েছেন। ঝাটিবুনিয়া স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এত বড় অনুষ্ঠান আর হয়নি । এতবড় অনুষ্ঠান আয়োজন করতে পেরে নিজের কাছে ভাল লাগছে। ভবিষ্যৎতে আমরা আরোও বড় অনুষ্ঠানের আয়োজনের চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *