বেদখল পুকুর উদ্ধারসহ ১১দফা দাবীতে বিএম কলেজে বিক্ষোভ | স্মারকলিপি পেশ

বরিশাল সরকারি ব্রজমোহন ( বিএম) কলেজের সাতটি আবাসিক হোস্টেলের শিক্ষার্থীরা আবাসিক হোস্টেলের বার্ষিক নতুন ধার্যকৃত ফি বাতিলসহ ১১দফা দাবীতে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল সহকারে অধ্যক্ষ ‘র কাছে স্মারকলিপি দিয়াছেন।
আবাসিক হোস্টেলের বৃদ্ধি করা ফি বাতিল করে আগে যা ছিল তা নির্ধারন করা,  যেসব হোস্টেল ভবনের যেসব রুমের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে গেছে এবং দরজা জানালা ভেঙ্গে গেছে তা অবিলম্বে সংস্কার করে বসবাসের উপযোগী করা  যেসকল আধাপাকা ভবনের মেঝে ও দরজা, জানালা, টিনের ছাউনী সংস্কার করা,  সকল হোস্টেলে দ্রুত কর্মচারী নিয়োগ দিয়ে ডাইনিং চালু করা। বেদখল হওয়া পকুর ২০০৭ সালের শিক্ষক পরিষদ ও একাডেমিক পরিষদে সিদ্ধান্ত মোতাবেক আবাসিক হোস্টেলের নামে বরাদ্ধকৃত সকল পুকুর বুঝিয়ে দেয়া।  সকল আবাসিক হোস্টেলের পানি ও বিদ্যুতের লাইন সংস্কার ও নিরাপত্তামুলক ব্যবস্হা নিতে হবে, যেসব হোস্টেলে নতুন পানির মর্টার দরকার তা স্হাপন করা ।মহাত্মা অশ্বিনী হোস্টেলের মসজিদের কলবর বৃদ্ধি করা, জীবনানন্দ হোস্টেলের মন্দির সংস্কার ও সার্জেন্ট ফজলুল হক হোস্টেলর মসজিদে পাকা ভবন নির্মাণ । সকল হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাউন্ডারী দেয়াল, গেট নির্মাণ ।সকল হোস্টেলের আগাছা পরিস্কার করে মশা মাছি ও ক্ষতিকর জীবানু নিধন করা। সকল হোস্টেলের যেসব গাছ মরে গেছে, ঝড়ে পড়ে গেছে তা কেটে হোস্টেলের কাজে ব্যবহার করতে হবে এবং মরা গাছে যাতে কোন দূর্ঘটনা না ঘটে তার ব্যবস্হা নিতে হবে। সুরেন্দ্র ভবন হোস্টেলেদের জায়গা থেকে বহিরাগতদের স্হাপনা উচ্ছেদ করা।  অধ্যক্ষ স্মারকলিপি গ্রহন দ্রুত সমাধানের আশ্বাস দিয়াছেন। দুপুর ১২টায় অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া নিজ কার্যালয়ে উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ায় সহ আবাসিক হোস্টেলর সুপার, সহকারী সুপার ও একাডেমিক কাউন্সিলের সিনিয়র অধ্যাপকদের আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিদলের সাথে দ্রুত সভা করেন। সভায় থেকে বের হয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি আবু রায়হান জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে,  অতিরিক্ত ফি যৌক্তিক হারে কমানোর সিদ্ধান্ত নিয়াছেন কতৃপক্ষ । বাকি দাবীগুলোর মধ্যে বেদখল হওয়া পুকুর উদ্ধার, ডাইনিং চালু, আগাছা নিধন, খেলাধুলা সংক্রান্ত ” দাবী ডিসেম্বরের মধ্যে পুরন করার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। বাকি দাবী পর্যায়ক্রমে পুরন করা হবে। এব্যাপারে উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ জানান ছাত্রছাত্রীদের সকল দাবী যৌক্তিক, এর সালথা আমরাও একমত তবে সকল দাবী আমাদের পক্ষে পুরন করা সম্ভব নয়। কিছু দাবীর সাথে রাজনৈতিক ব্যাপার জড়িয়ে আছে তাই দাবী পুরনে সময় লাগবে। আর ফি কমানো সহ কয়েকটি দাবী অচিরেই পুরন হবে। অধ্যক্ষ প্রফেসর ড.গোলাম কিবরিয়া জানিয়েছেন শিক্ষার্থীদের দাবী যৌক্তিক তবে আমাদের পক্ষে সব দাবী পুরন করা সম্ভব। সকল দাবী পুরন করতে হলে সরকারের সিদ্ধান্ত দরকার আছ। তবে আমাদের সাধ্যমত আমরা শতভাগ করার চেষ্টা করবো।

মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী

আরিফুর রহমান আরিফ।।

ঝালকাঠি সরকারি কলেজকে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু এমপি ও কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি, অভিভাবক এবং এলাকার সুধীমহলের সহযোগিতায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী ।

বুধবার (২৭ অক্টোবর ) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে ২০২০-২০২১ সম্মান শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন,আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের সহযোগিতায় কলেজটির এত উন্নয়ন হয়েছে।এরজন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । আমি তাঁর মাধ্যমে কলেজটিকে আরও উন্নয়ন করতে কাজ করে যাচ্ছি।

প্রধান অতিথি ছিলেন বরিশাল, মাধ্যমিক উচ্চশিক্ষা অঞ্চল-এর পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন ।

অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বীথি বড়াল, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আশিকুর রহমান শাওন ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারজানা আক্তার ইমা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন শিক্ষার্থীদের মনোযোগী ও ভালোভাবে পড়াশোনার দিক নির্দেশনামূলক পরামর্শ উপস্থাপন করেন।

ববি ক্যাম্পাসে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ‘গ’  ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১২টায়।

পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বরিশাল কেন্দ্রে ৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০০ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিলো ৮৫.১১ ভাগ।

প্রথমবারের মতো দেশের ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এর আগে গত পহেলা অক্টোবর ‘ক’ ইউনিট, ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর ‘চ’ ইউনিট এবং আজ  ২২ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

 

একই ক্যাম্পাসে আগামীকাল শনিবার ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।

ববিতে আগামীকাল থেকে স্ব-শরীরে ক্লাশ শুরু

ক্যাম্পাস ডেস্ক:

দীর্ঘ দেড় বছর পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্ব-শরীরে ক্লাশ শুরু হচ্ছে আগামীকাল ২১ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের গত ২৭ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের ৩৫তম সভার সুপারিশ এবং গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির ৭২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে থেকে স্ব-শরীরে ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসীন উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে গত ১৭ অক্টোবর এই তথ্য জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে গতকাল মঙ্গলবার প্রেরিত ওই নোটিশে তথ্যটি প্রকাশ করা হয়।

নোটিশে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব বিভাগের ব্যবস্থাপনায় স্ব-শরীরে ক্লাশ কার্যক্রম শুরু হবে। ক্লাশ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সকলকে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

গুচ্ছ ভর্তি: প্রতি আসনে লড়ছেন ১১ জন শিক্ষার্থী

 ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছেন ১১ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে রয়েছে মোট ২২ হাজার ১৩টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ৩১ হাজার ৯০১ জন, ‘বি’ ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে জিএসটির গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। এরপর ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জিএসটির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে। এতে মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলায় ১০, ইংরেজিতে ১০, রসায়ন ২০, পদার্থবিজ্ঞান ২০,  আর বাকি ৪০ নম্বর থাকবে আইসিটিতে। মানবিক বিভাগের ক্ষেত্রে বাংলায় ৪০, ইংরেজিতে ৩৫ ও আইসিটিতে ২৫ নম্বর; বাণিজ্য বিভাগের ক্ষেত্রে হিসাববিজ্ঞানে ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২৫, বাংলায় ১৩, ইংরেজিতে ১২ ও আইসিটিতে ২৫ নম্বর থাকবে। এছাড়া পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। তবে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো পরীক্ষা নেওয়া হবে না।

যে ২৬টি কেন্দ্রে পরীক্ষা হবে সেগুলো হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। আশা করি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসবে। আমাদের প্রত্যাশা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও এই প্রক্রিয়ায় যুক্ত হবে। ’

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। পরীক্ষার সময় কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে বিভিন্ন টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে থাকবে। ’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যাললয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। প্রধান আলোচক ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

স্বাগত বক্তব্য রাখেন কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক তাসনিম যেরিনের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। বঙ্গবন্ধু  মাত্র সাড়ে ৩ বছরে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছেন। বঙ্গবন্ধু দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার সাইক্লোন শেল্টার নির্মাণ করেছিলেন। উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবেলা ও গবাদি পশু সুরক্ষায় মাটির উঁচু ঢিপি নির্মাণ করেন। যা মুজিব কেল্লা নামে পরিচিত। নদীর প্রবাহ ঠিক রাখতে নদীখনন, পরিকল্পিত বাঁধ নির্মাণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়ন এবং দুর্যোগ সহনশীল চাষাবাদ ব্যবস্থা প্রবর্তনেও বঙ্গবন্ধুর অবদান রয়েছে।

ঝালকাঠি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

আরিফুর রহমান আরিফ।।

স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ।

শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস বেপারী।

এ সময় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফসর মো. মোস্তফা কামাল, বরিশাল সরকারি কলেজর অধ্যক্ষ প্রফেসর মো. আব্বাসউদ্দীন খান, বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আসাদুজ্জামান, সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির যুগ্ম মহাসচিব (বরিশাল) প্রফেসর সরদার আকবর আলী, নলছিটি উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, সরকারি ব্রজমোহন কলেজের স্টাফ কাউন্সিলের সম্পাদক মো. আলআমিন সরওয়ার, ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর মো. রেজাউল করিম জাকির ও কাউন্সিলর মো. হাফিজ আল মাহমুদ সহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

নবাগত অধ্যক্ষ বলেন, স্থানীয় সংসদ সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু মহোদয় ও কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি, অভিভাবক এবং এলাকার সুধীমহলের সার্বিক সহযোগিতা পেলে কলেজটিকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব।

উল্লেখ্য গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।এর আগে তিনি সরকারি ফজলুল হক কলেজ, চাখার ও বরিশাল সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যক্ষ হিসেবে যোগদানের পূর্বে তিনি সরকারি ব্রজমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

ঝালকাঠি সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ইউনুস আলী সিদ্দিকী

আরিফুর রহমান, ঝালকাঠি ।।
ঝালকাঠি সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বরিশাল ব্রজমোহন সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। কলেজের অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন অবসরপ্রাপ্ত হওয়ায় এ কলেজের পদটি শূন্য হয়।এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ইলিয়াস বেপারী।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে তার পদায়ন করা হয়। আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হল।

অল্প দিনের মধ্যেই অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমার ওপর আস্থা রেখে এ কলেজের দায়িত্ব দিয়েছেন তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করব। ঝালকাঠি কলেজের যে ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে যা যা প্রয়োজন তাই করবেন বলে জানান তিনি।

ইউনুস আলী সিদ্দিকী ১৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে শিক্ষকতা শুরু করেন। তার বাড়ি নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে ।

বরিশালে ঢাবির ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

রাজধানীর বাইরে অন্য ৭ বিভাগীয় শহরের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও শুক্রবার শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। মোট ৫টি ইউনিটের পরীক্ষা হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

করোনা সুরক্ষায় হলের প্রতিটি বেঞ্চে ২ জন করে শিক্ষার্থী বসানোর ব্যবস্থা করা হয়েছে। অভিভাবক এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি ইউনিটের ৯ হাজার ২০৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। ১ অক্টোবর ‘ক’ ইউনিটে পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ৪২৫ জন শিক্ষার্থী। পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সরকারি মহিলা কলেজে। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর সাড়ে ১২টায়।

 

২ অক্টোবর ‘খ’ ইউনিটে পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৭৪১ জন শিক্ষার্থী। পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নেবে ৪৮৮ জন শিক্ষার্থী।

২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটে ৩ হাজার ৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সরকারি মহিলা কলেজে। ‘চ’ ইউনিটে পরীক্ষা হবে আগামী ৯ অক্টোবর। ‘চ’ ইউনিটে পরীক্ষার্থী ৪৩৮ জন।

ক, খ, গ ও ঘ ইউনিটে বহুনির্বাচনী পরীক্ষা হবে ৬০ নম্বরে এবং লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের। ‘চ’ ইউনিটে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান এবং ৬০ নম্বরে হবে অংকন পরীক্ষা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, মূলত ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দুর্ভোগ থেকে রক্ষা এবং আর্থিক সাশ্রয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজধানীর বাইরের অন্য ৭ বিভাগে স্থানান্তর করা হয়েছে। ভর্তি ফরম পূরণের সময় যারা বরিশাল কেন্দ্রে পরীক্ষা দিতে পছন্দ দিয়েছেন তারাই মূলত বরিশাল ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। হলে প্রবেশে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। হিজাব পরলেও কান রাখতে হবে খোলা। প্রবেশপত্র, ট্রান্সপারেন্ট কভার এবং পেনসিল ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না। কেন্দ্রের মধ্যেও স্বাস্থ্যবিধি রক্ষার জন্য প্রতি বেঞ্চে বসানো হবে দুই জন করে শিক্ষার্থী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠুু-সুন্দর পরিবেশে গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতেও নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে হলে প্রবেশ এবং কেন্দ্রের বাইরেও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে অবস্থানের আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওয়েবিনার আয়োজন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন শরীফ খতম, সকাল ১০ টায় বিশ^বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০:৩০ টায় বৃক্ষরোপন এবং বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা। এছাড়াও বিকাল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করবেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। জুম প্লাটফর্মে অনুষ্ঠিতব্য ওয়েবিনারটি বিশ^বিদ্যালয়ের ফেসবুক পেজ (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/নঁহরা) থেকে সরাসরি সম্প্রচারিত হবে।