জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওয়েবিনার আয়োজন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন শরীফ খতম, সকাল ১০ টায় বিশ^বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০:৩০ টায় বৃক্ষরোপন এবং বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা। এছাড়াও বিকাল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করবেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। জুম প্লাটফর্মে অনুষ্ঠিতব্য ওয়েবিনারটি বিশ^বিদ্যালয়ের ফেসবুক পেজ (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/নঁহরা) থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *