বেদখল পুকুর উদ্ধারসহ ১১দফা দাবীতে বিএম কলেজে বিক্ষোভ | স্মারকলিপি পেশ

বরিশাল সরকারি ব্রজমোহন ( বিএম) কলেজের সাতটি আবাসিক হোস্টেলের শিক্ষার্থীরা আবাসিক হোস্টেলের বার্ষিক নতুন ধার্যকৃত ফি বাতিলসহ ১১দফা দাবীতে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল সহকারে অধ্যক্ষ ‘র কাছে স্মারকলিপি দিয়াছেন।
আবাসিক হোস্টেলের বৃদ্ধি করা ফি বাতিল করে আগে যা ছিল তা নির্ধারন করা,  যেসব হোস্টেল ভবনের যেসব রুমের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে গেছে এবং দরজা জানালা ভেঙ্গে গেছে তা অবিলম্বে সংস্কার করে বসবাসের উপযোগী করা  যেসকল আধাপাকা ভবনের মেঝে ও দরজা, জানালা, টিনের ছাউনী সংস্কার করা,  সকল হোস্টেলে দ্রুত কর্মচারী নিয়োগ দিয়ে ডাইনিং চালু করা। বেদখল হওয়া পকুর ২০০৭ সালের শিক্ষক পরিষদ ও একাডেমিক পরিষদে সিদ্ধান্ত মোতাবেক আবাসিক হোস্টেলের নামে বরাদ্ধকৃত সকল পুকুর বুঝিয়ে দেয়া।  সকল আবাসিক হোস্টেলের পানি ও বিদ্যুতের লাইন সংস্কার ও নিরাপত্তামুলক ব্যবস্হা নিতে হবে, যেসব হোস্টেলে নতুন পানির মর্টার দরকার তা স্হাপন করা ।মহাত্মা অশ্বিনী হোস্টেলের মসজিদের কলবর বৃদ্ধি করা, জীবনানন্দ হোস্টেলের মন্দির সংস্কার ও সার্জেন্ট ফজলুল হক হোস্টেলর মসজিদে পাকা ভবন নির্মাণ । সকল হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাউন্ডারী দেয়াল, গেট নির্মাণ ।সকল হোস্টেলের আগাছা পরিস্কার করে মশা মাছি ও ক্ষতিকর জীবানু নিধন করা। সকল হোস্টেলের যেসব গাছ মরে গেছে, ঝড়ে পড়ে গেছে তা কেটে হোস্টেলের কাজে ব্যবহার করতে হবে এবং মরা গাছে যাতে কোন দূর্ঘটনা না ঘটে তার ব্যবস্হা নিতে হবে। সুরেন্দ্র ভবন হোস্টেলেদের জায়গা থেকে বহিরাগতদের স্হাপনা উচ্ছেদ করা।  অধ্যক্ষ স্মারকলিপি গ্রহন দ্রুত সমাধানের আশ্বাস দিয়াছেন। দুপুর ১২টায় অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া নিজ কার্যালয়ে উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ায় সহ আবাসিক হোস্টেলর সুপার, সহকারী সুপার ও একাডেমিক কাউন্সিলের সিনিয়র অধ্যাপকদের আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিদলের সাথে দ্রুত সভা করেন। সভায় থেকে বের হয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি আবু রায়হান জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে,  অতিরিক্ত ফি যৌক্তিক হারে কমানোর সিদ্ধান্ত নিয়াছেন কতৃপক্ষ । বাকি দাবীগুলোর মধ্যে বেদখল হওয়া পুকুর উদ্ধার, ডাইনিং চালু, আগাছা নিধন, খেলাধুলা সংক্রান্ত ” দাবী ডিসেম্বরের মধ্যে পুরন করার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। বাকি দাবী পর্যায়ক্রমে পুরন করা হবে। এব্যাপারে উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ জানান ছাত্রছাত্রীদের সকল দাবী যৌক্তিক, এর সালথা আমরাও একমত তবে সকল দাবী আমাদের পক্ষে পুরন করা সম্ভব নয়। কিছু দাবীর সাথে রাজনৈতিক ব্যাপার জড়িয়ে আছে তাই দাবী পুরনে সময় লাগবে। আর ফি কমানো সহ কয়েকটি দাবী অচিরেই পুরন হবে। অধ্যক্ষ প্রফেসর ড.গোলাম কিবরিয়া জানিয়েছেন শিক্ষার্থীদের দাবী যৌক্তিক তবে আমাদের পক্ষে সব দাবী পুরন করা সম্ভব। সকল দাবী পুরন করতে হলে সরকারের সিদ্ধান্ত দরকার আছ। তবে আমাদের সাধ্যমত আমরা শতভাগ করার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *