মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী

আরিফুর রহমান আরিফ।।

ঝালকাঠি সরকারি কলেজকে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু এমপি ও কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি, অভিভাবক এবং এলাকার সুধীমহলের সহযোগিতায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী ।

বুধবার (২৭ অক্টোবর ) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে ২০২০-২০২১ সম্মান শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন,আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের সহযোগিতায় কলেজটির এত উন্নয়ন হয়েছে।এরজন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । আমি তাঁর মাধ্যমে কলেজটিকে আরও উন্নয়ন করতে কাজ করে যাচ্ছি।

প্রধান অতিথি ছিলেন বরিশাল, মাধ্যমিক উচ্চশিক্ষা অঞ্চল-এর পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন ।

অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বীথি বড়াল, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আশিকুর রহমান শাওন ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারজানা আক্তার ইমা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন শিক্ষার্থীদের মনোযোগী ও ভালোভাবে পড়াশোনার দিক নির্দেশনামূলক পরামর্শ উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *