বরিশালে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের নার্স, কর্মচারী ও রোগীসহ তিনজন করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালটি লকডাউন করা হয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রাখাসহ করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালটি লকডাউন ঘোষণা করেন বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।

হাসপাতাল লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন বাবুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সুজিত হাওলাদার। তিনি জানান, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের একজন নার্স, চতুর্থ শ্রেণির এক কর্মচারী এবং এক রোগী করোনা আক্রান্ত নিশ্চিত হওয়ার পর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে তাদের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখানে সোমবার বিকেলে পরীক্ষা শেষে তাদের শরীরে করোনা সংক্রামক শনাক্ত হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সকল বিভাগ লকডাউনের আওতায় থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বরিশালে লকডাউন উপেক্ষা করে রাস্তায় মানুষ

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন দুই রোগী প্রথম বারের মতো করোনা সংক্রমিত হওয়ায় মহানগরীসহ পুরো জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসন জেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করলেও অনেক মানুষ সরকারি এই নির্দেশ মানছেন না।

বিভিন্ন প্রয়োজনে এবং অজুহাতে রাস্তায় বের হচ্ছেন মানুষজন। অপ্রয়োজনীয় যানবাহন আটকে দেয়ার পাশাপাশি অনেককে বুঝিয়ে বাসায় ফেরত পাঠানো হচ্ছে দাবি ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের। অপরদিকে নিজেদের স্বার্থেই লকডাউন মানার জন্য জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

মাসাধিককাল ধরে দেশের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতদিন বরিশাল ছিল করোনামুক্ত। কিন্তু গত রবিবার সন্ধ্যায় শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন দুই রোগীর দেহে করোনার অস্তিত্ব পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় জনগণের মাঝে এই ভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে ওইদিন সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মহানগরসহ পুরো জেলা লকডাউন (নিজ বাসায় অবরুদ্ধ) ঘোষণা করে জেলা প্রশাসন।

কিন্তু সোমবার সকাল থেকে বরিশাল নগরীর সদর রোড সহ বিভিন্ন সড়ক এবং বাজারে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখা গেছে। নানা প্রয়োজনে-অজুহাতে রাস্তায় বের হচ্ছেন তারা। কেউ কেউ ব্যাংকিং করতে, অফিসের চাপে, জরুরি প্রয়োজনে রাস্তায় বের হওয়ার কথা জানান।
নগরীর সদর রোডের কাকলীর মোড়ে দায়িত্বরত মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. ইমন জানান, তারা অপ্রয়োজনীয় যান আটকে দিচ্ছেন। অপ্রয়োজনে যারা বের হচ্ছেন তাদের বুঝিয়ে ফেরত পাঠাচ্ছেন।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, বরিশালে প্রথমবারের মতো দুইজন করোনা রোগী পাওয়া গেছে। ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার আশংকায় জনস্বার্থে মহানগরীসহ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন সচেষ্ট আছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন জেলা প্রশাসক। জনগণ নিজেদের স্বার্থেই লকডাউন মেনে চলবে আশা জেলা প্রশাসকের।

বরিশালসহ সারাদেশে ১০ টাকা কেজি চালের বিশেষ ওএমএস স্থগিত

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে কর্মহীন মানুষকে সহায়তা দিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এ তথ্য জানান। দেশের বিভিন্ন স্থানে এই ওএমএসসহ খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ ও চুরি হওয়া চাল আটকের পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসলো।

খাদ্য সচিব বলেন, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত থাকবে। তিনি বলেন, ‘এটা (বিশেষ ওএমএস) মাত্রই শুরু হলো। দু’দিন মাত্র বিক্রি হয়েছে। এখানে সেভাবে অনিয়ম করতে পারেনি। ৫ তারিখে বিক্রি হয়েছে মহানগর ও জেলা শহরে, আর ৭ (এপ্রিল) তারিখে পৌর এলাকায় বিক্রি হয়েছে। ‘এই মুহূর্তে খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। একই সময়ে পর্যাপ্ত ত্রাণও বিতরণ করা হচ্ছে।

তাই চালের অ্যাভেইলঅ্যাবেলিটি থাকার কারণে দুর্নীতির সম্ভাবনা রয়েছে। কিছু অনিয়ম ধরা পড়ছে। তাই আমরা বন্ধ রেখেছি ওটা। নাজমানারা খানুম আরও বলেন, ‘একদিন বিক্রির পরই আমরা ঢাকা ও নারায়ণগঞ্জে বন্ধ রেখেছিলাম। এই কর্মসূচি স্থগিত করার আরেকটি কারণ হচ্ছে- চাল কেনার জন্য মানুষের গ্যাদারিং হয়, এতে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সচিব বলেন, ‘পরবর্তী সময়ে প্রয়োজন হলে এটা আবার চালু করা হবে। এখন ত্রাণের দিকেই জোরটা বেশি।

বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। এতে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

এই প্রেক্ষাপটে গত ২৫ মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য ওএমএস খাতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকার স্থলে ১০ টাকা নির্ধারণ করার ঘোষণা দেন। এর প্রেক্ষিতে অর্থ বিভাগ চালের মূল্য কেজি প্রতি ১০ টাকা নির্ধারণ করে।

এরপর খাদ্য মন্ত্রণালয় সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে গৃহে অবস্থানকারী সাধারণ শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে ও অন্যান্য সকল কর্মহীন মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম গ্রহণ করে।

বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিভাগীয় ও জেলা শহর এবং জেলা শহরবহির্ভূত পৌরসভায় সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চালু করার কার্যক্রম গ্রহণ করা হয়। একজন ভোক্তা সপ্তাহে একবার মাত্র পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবে।

বিভিন্ন স্থানে এই ওএমএসের চাল কালোবাজারে বিক্রি এবং কয়েকটি জায়গায় ওএমএসের চালসহ কয়েকজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

দুদককে ম্যানেজ করেই চলি; দম্ভোক্তি পিআইও’র বানারীপাড়ায় ৪২ ফুট স্বনির্ভর খালে ১৬ ফুট ব্রিজ!

অনলাইন ডেস্ক :: বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ৪২ ফুট স্বনির্ভর খালে ১৬ ফুট ব্রিজ নির্মাণ করে জনগুরুত্বপূর্ণ ওই খালটিতে নৌ -চলাচল ও পানি নিস্কাশন বাধাগ্রস্থ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ওই এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী সাইফুল ইসলাম পান্নু রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মমতাজউদ্দিন হাসিনাবানু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন জনগুরুত্বপূর্ণ স্বনির্ভর খালের মাথায় সম্প্রতি প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ত্রানের ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা হলে খালের দু’প্রান্ত আটকে গিয়ে ওই স্থানে খালের চওড়া থাকবে মাত্র ১৪/১৫ ফুট। এদিকে ওই খালটি ৪২ ফুট চওড়া (প্রস্থ) হলেও মাত্র ১৬ ফুট ব্রিজ নির্মাণ করার ফলে কৃষি প্রধান ওই অঞ্চলের মানুষের নৌ চলাচল, পানি নিষ্কাশন ও কুটিয়ালদের ধান-চালের ব্যবসা বাধাগ্রস্থ হচ্ছে। এছাড়া ওই খালের নাব্যতা সংকটও দেখা দিবে। ৪২ ফুট চওড়া একটি খালে কিভাবে মাত্র ১৬ ফুট ব্রিজ নির্মাণ করা হলো এ নিয়ে সচেতনমহলে প্রশ্ন দেখা দিয়েছে।এ ব্যপারে সাইফুল ইসলাম পান্নু জানান কান্ডজ্ঞানহীনভাবে ব্রিজটি নির্মাণের ফলে এলাকার মানুষের উপকারের চেয়ে বেশি ক্ষতি সাধিত হওয়া প্রসঙ্গে তিনি বানারীপাড়ার তৎকালীণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহার কাছে এ বিষয়ে জানতে চান এবং দুদকের কাছে অভিযোগ করবেন বলে জানালে অয়ন সাহা দম্ভোক্তি করে তাকে বলেন দুদককে ম্যানেজ করেই আমরা চলি । সাইফুল ইসলাম পান্নু আরও জানান তিনি এ ব্যপারে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র কাছে লিখিত অভিযোগ করবেন । এ অভিযোগ অস্বীকার করে বর্তমানে উজিরপুর উপজেলায় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)অয়ন সাহা জানান সাইফুল ইসলাম পান্নুর সঙ্গে তার এ বিষয়ে কোন কথা হয়নি। তবে ব্রিজের প্রস্তাব তার সময় দেওয়া হলেও নির্মাণ করা হয় তিনি বদলী হওয়ার পরে বলে জানান। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল জেলা লকডাউন ঘোষণা

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এই ঘোষনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। যা জেলা প্রশাসনের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞতিতে নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এই জেলায় প্রবেশ করতে কিংবা এই জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না।

তিনি বলেন, জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে। এসব আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও জরুরী সেবাগুলো ও লকডাউনের আওতামুক্ত থাকবে।

বরিশালে দুই করোনা রোগী শনাক্ত

বরিশালে প্রথমবারের মতো দু’জনার শরীরে করোনা ধরা পড়েছে।

এদের একজন বাকেরগঞ্জের ডিঙ্গারহাট এলাকার বজলুর রহমান এবং অন্যজন মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা আবদুর রব মুন্সি।

বরিশাল শেবাচিম হাসপাতালে পরীক্ষার পর দুই জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

বজলুর রহমানের বয়স ৬৫ বছর ও আবদুর রব মুন্সির বয়স ৬০ বছর।

এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

 

বরিশাল নগরীর পলাশপুরে এলাকাবাসী লকডাউন

শামীম আহমেদ:

বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরের ৩নং গলির আল মোজাদ্দিয়া ছেছানিয়া রহমতউল্লাহ জামে মসজিদ সংলগ্ন ইঞ্জিন চালিত রিকসা চালক মিন্টুর বাসায় নারায়নগঞ্জ থেকে আসা নিকটতম আত্বীয় আশ্রয় নেয়ার কারনে এলাকার ভিতরে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের ভিতর করোনা আতঙ্কে ছড়িয়ে পড়ে।

কাউনিয়া থানা পুলিশের দায়ীত্বশীল কর্মকর্তা এলাকা পরিদর্শন করে নিজ ঘড়ে অবস্থান করার জন্য সতর্ক করে দিয়ে আসে।

উক্ত ঘটনায় স্থানীয় যুবক সদস্যরা পলাশপুরের ৩নং গলি থেকে শুরু করে প্রায় কিলোমিটার পথে বহিরাগতদের চলাচল বন্ধ করা সহ সড়কের গলির মুখ বন্ধ করার মাধ্যমে লকডাউন করে দিয়েছে।

আজ রবিবার (১২ই) এপ্রিল সকাল সাড়ে ১০টারদিকে স্থানীয় এলাকার সাধারন মানুষের মাঝে প্রকাশ পেয়ে যায় গত ৪/৫দিন যাবত ইঞ্জিন চালিত রিকসা চালক মিন্টুর বাসায় নারায়নগঞ্জ থেকে জনৈক মিন্টু নামের এক নিকটতম আত্বিয় আশ্রয় নিয়ে বাসায় অবস্থান সহ এলাকার ভিতর প্রকাশ্য ঘোড়া ফেরা করছে।

এবিষয়ে মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আযিমুল করীমকে বিষয়টি অবহিত করা হলে তিনি তাৎক্ষনিক এস.আই আঃ হালিমকে ঘটনাস্থলে প্রেরন করেন।

তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্বতা পায় এবং উক্ত পরিবারের সাথে কথা বলে মিন্টুকে সম্পূর্ণভাবে ঘড়ের ভিতর থাকার জন্য নির্দেশনা দিয়ে আসেন।

এঘটনায় স্থানীয় নঈম,মহসিন,পলাশ,সাব্বির,রুবেল ও রিয়াজ নামের যুবক সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সুবিদার্থে এক হয়ে ঐ এলাকার সড়কগুলো পাণি দিয়ে দুয়ে সড়কের গলির মুখে বাস ও ভ্যান গাড়ী রেখে লকডাউন করে বহিরাগত সহ উক্ত গলির বাসিন্দাদের চলাচল বন্ধ করে দেয়।

পলাশপুরের উক্ত ৩নং গলিতে প্রায় ২ শতাধিক পরিবার বসবাস করছে। অন্যদিকে এলাকার নিরাপত্তার কথা ভেবে নগরীর নাজির মহল্লার বাসিন্দারা সম্মিলিতভাবে এলাকাটিতে রক ডাউন করে রেখেছে।

এছাড়া শনিবার রাতে নগরীর ব্যাস্থতম সড়ক ও ইলেক্টনিক্স ব্যাবসা বাণিজ্য এলাকা কাটপট্রি সড়কে বাস দিয়ে লকডাউন ঘোষনা করে সড়কে চলাচল বন্ধ করে দেওয়া হলে তা রবিবার সকালে জন সাধারনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এদিকে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম (পিপিএম বার) নিজেই সারা শহরে সচেতনা আইন মেনে চলার জন্য মাইকিং করে যাচ্ছে।

বরিশালে যানবাহন প্রবেশ বন্ধে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে যানবাহন প্রবেশ বন্ধে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে বরিশালের প্রবেশ পথে অভিযান চালিয়েছে পুলিশ।

রবিবার(১২এপ্রিল) বেলা ১১ টায় বরিশাল রহমতপুর এলাকায় অভিযান কালে বরিশালের বাইরে থেকে আসা কোন মাইক্রোবাস,প্রাইভেটকার,মোটরসাইকেল সহ অপ্রয়োজনীয় মোটরযান ঢুকতে দেয়া হয়নি।

এ সময় উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে নিজ নিজ ঘরে থেকে প্রতিরোধযুদ্ধ চালিয়ে যেতে হবে।বরিশাল থেকে কোন যানবাহন বাইরে যাবেনা এবং বাহির থেকে অপ্রয়োজনীয় কোন যানবাহন বরিশালে ঢুকতে পারবেনা। তবে সরকারী কাজে নিয়োজিত,স্বাস্থ্য সেবা ও পন্যবাহী মোটরযান চলতে পারবে। নিজ নিজ অবস্থানে থেকে আমরা সবাই সচেতন হয়ে অপরকে সচেতন করে তুলতে পারলে মরনব্যাধি করোনা ভাইরাসের প্রকোপথেকে আমরা নিরাপদে থাকবো। ভাল থাকবে আমাদের দেশ ও জাতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ,সহকারী কমিশনার বিমানবন্দর থানা নাসরিন জাহান, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ বিন আলম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বরিশালকে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিভিন্ন জেলা থেকে বরিশালে মানুষ যাচ্ছে তাই বরিশালে কেউ গেলেই তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পরে সে ছাড়া পাবে এবং তাকে পরীক্ষা করতে হবে।’

আজ ১২এপ্রিল দুপুরে গণভবন থেকে বরিশালের সাথে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বরিশালের নৌ পুলিশ ও কোষ্ট গার্ডকে সতর্ক করে বলেন, ‘বরিশালে নৌ পথে যেন বাহিরের লোক না ডুকতে পারে সেজন্য নৌ পুলিশ এবং কোষ্টগার্ডকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী বরিশালের খিষ্ট্রান সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ‘আমরা মসজিদে এক জায়গায় জড়ো হতে বলছি না তেমনি গির্জায়ও যেন বেশি জড় কেউ না হয়, এ বিয়ষটি খিষ্ট্রান সম্প্রদায়কে একটু সতর্ক করে দেয়া প্রয়োজন। কারন আজকে স্টার সানডে তারা এটা তাদের ধর্মীয় দিন। অবশ্য স্টার সানডে উপলক্ষে তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আহব্বান জানাচ্ছি করোনা ভাইরাসের জন্য কেউ গির্জায় একসাথে জড়ো হবেন না।’

বরিশাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামীন চৌধুরী ও পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানেন।

এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, বরিশাল-৮ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম পিপিএম-বার।

এছাড়া পুলিশ সুপার, সিভিল সার্জন, সেনাবাহিনীর প্রতিনিধি, শের-ই-বালা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বানারীপাড়ায় ৪২ ফুট খালে ১৬ ফুট ব্রিজ!

বানারীপাড়া:
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ৪২ ফুট স্বনির্ভর খালে ১৬ ফুট ব্রিজ নির্মাণ করে জনগুরুত্বপূর্ন ওই খালটিতে নৌ -চলাচল ও পানি নিস্কাশন বাধাগ্রস্থ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ওই এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী সাইফুল ইসলাম পান্নু রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মমতাজউদ্দিন হাসিনাবানু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন জনগুরুত্বপূর্ন স্বনির্ভর খালের মাথায় সম্প্রতি প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ত্রানের ব্রিজ নির্মাণ করা হয়।

ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা হলে খালের দু’প্রান্ত আটকে গিয়ে ওই স্থানে খালের চওড়া থাকবে মাত্র ১৪/১৫ ফুট। এদিকে ওই খালটি ৪২ ফুট চওড়া (প্রস্থ) হলেও মাত্র ১৬ ফুট ব্রিজ নির্মাণ করার ফলে কৃষি প্রধান ওই অঞ্চলের মানুষের নৌ চলাচল, পানি নিষ্কাশন ও কুটিয়ালদের ধান-চালের ব্যবসা বাধাগ্রস্থ হচ্ছে। এছাড়া ওই খালের নাব্যতা সংকটও দেখা দিবে। ৪২ ফুট চওড়া একটি খালে কিভাবে মাত্র ১৬ ফুট ব্রিজ নির্মাণ করা হলো এ নিয়ে সচেতনমহলে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যপারে সাইফুল ইসলাম পান্নু জানান কান্ডজ্ঞানহীনভাবে ব্রিজটি নির্মাণের ফলে এলাকার মানুষের উপকারের চেয়ে বেশি ক্ষতি সাধিত হওয়া প্রসঙ্গে তিনি বানারীপাড়ার তৎকালীণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহার কাছে এ বিষয়ে জানতে চান এবং দুদকের কাছে অভিযোগ করবেন বলে জানালে অয়ন সাহা দম্ভোক্তি করে তাকে বলেন দুদককে ম্যানেজ করেই আমরা চলি । সাইফুল ইসলাম পান্নু আরও জানান তিনি এ ব্যপারে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র কাছে লিখিত অভিযোগ করবেন ।

এ অভিযোগ অস্বীকার করে বর্তমানে উজিরপুর উপজেলায় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) অয়ন সাহা জানান সাইফুল ইসলাম পান্নুর সঙ্গে তার এ বিষয়ে কোন কথা হয়নি। তবে ব্রিজের প্রস্তাব তার সময় দেওয়া হলেও নির্মাণ করা হয় তিনি বদলী হওয়ার পরে বলে জানান। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।