বরিশাল জেলা লকডাউন ঘোষণা

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এই ঘোষনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। যা জেলা প্রশাসনের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞতিতে নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এই জেলায় প্রবেশ করতে কিংবা এই জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না।

তিনি বলেন, জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে। এসব আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও জরুরী সেবাগুলো ও লকডাউনের আওতামুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *