বরিশালকে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিভিন্ন জেলা থেকে বরিশালে মানুষ যাচ্ছে তাই বরিশালে কেউ গেলেই তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পরে সে ছাড়া পাবে এবং তাকে পরীক্ষা করতে হবে।’

আজ ১২এপ্রিল দুপুরে গণভবন থেকে বরিশালের সাথে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বরিশালের নৌ পুলিশ ও কোষ্ট গার্ডকে সতর্ক করে বলেন, ‘বরিশালে নৌ পথে যেন বাহিরের লোক না ডুকতে পারে সেজন্য নৌ পুলিশ এবং কোষ্টগার্ডকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী বরিশালের খিষ্ট্রান সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ‘আমরা মসজিদে এক জায়গায় জড়ো হতে বলছি না তেমনি গির্জায়ও যেন বেশি জড় কেউ না হয়, এ বিয়ষটি খিষ্ট্রান সম্প্রদায়কে একটু সতর্ক করে দেয়া প্রয়োজন। কারন আজকে স্টার সানডে তারা এটা তাদের ধর্মীয় দিন। অবশ্য স্টার সানডে উপলক্ষে তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আহব্বান জানাচ্ছি করোনা ভাইরাসের জন্য কেউ গির্জায় একসাথে জড়ো হবেন না।’

বরিশাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামীন চৌধুরী ও পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানেন।

এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, বরিশাল-৮ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম পিপিএম-বার।

এছাড়া পুলিশ সুপার, সিভিল সার্জন, সেনাবাহিনীর প্রতিনিধি, শের-ই-বালা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *