বরিশালে শান্তিপূর্ণ সিটি নির্বাচনের দাবীতে র‌্যালি

নিজস্ব প্রতিবেদকঃ ডর ভয় দেখাইবেন আমার ভোট পাবেন না। এ প্রতিপাদ্য শ্লোগান নিয়ে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণের দাবী জানিয়ে নগরীতে র‌্যালি আলোচনা সভা ও গনস্বাক্ষরের আয়োজন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল জেলা কমিটি।

আজ বুধবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাইন হলে বরিশালের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাক্ষ মোঃ হানিফের সভাপতিত্বে শান্তিপূর্ণ সিটি নির্বাচনের দাবী বক্তব্য রাখেন সরকারী বিএম কলেজের (অবঃ) অধ্যাপিকা শাহ সাজেদা,সরকারী বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স.ম.ইমানুল হাকিম,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর আমিনুল এহসান ও বরিশাল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কো-অডিনেটর দিপু হাফিজুর রহমান প্রমুখ।
এর পূর্বে টাউন হল চত্বরে ষ্টুষ্ঠ, অবাধ, নিরপক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের দাবী জানিয়ে গন স্বাক্ষর করেন নগরীর সর্বস্তরের নাগরীক।
পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন পর্ব শেষ করে পরে তারা নগরীতে একটি র‌্যালি বের করে র‌্যালি নগরীর গুরুত্বপূণূ সড়ক প্রদক্ষিন করেন তারা।

আলোচনা সভায় বক্তরা বলেন প্রতিটি ক্ষেত্রে জয় পরাজয় থাকবে সেই পরাজয়কে কেন্দ্র করে নগরীতে কোন ধরনের অহিংসতা সন্ত্রাস নগরবাশী কোন নির্বাচনী প্রার্থীর কাছ থেকে আশা করে না।

নির্বাচনে অংশ নেয়া মেয়র,সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা যেন সাধারন ভোটারদের ভোটধিকার প্রয়োগ করার ব্যাবস্থা করা সহ ভোটারদের নিরাপত্তার দিকে লক্ষ রেখে নির্বাচনী আচরন বিধি মেনে চলার আহবান জানান

কলাপাড়ায় ১৮২ শিক্ষা প্রতিষ্ঠনে ২১ হাজার ৫০০ বৃক্ষচারা রোপন

কলাপাড়া প্রতিনিধি: সারা দেশে ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সকাল ১০টায় এক যোগে ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২১ হাজার পাঁচ শ’ গাছের চারা রোপন করা হয়েছে। খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় অঙ্গনে একটি চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসানসহ আ’লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

কলাপাড়ায় যৌতুকের দাবীতে গৃহবধু নির্যাতন

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় যৌতুকের দাবীতে দুদিন ধরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে হাবিবা আক্তার কলি (২৭) নামের এক গৃহবধুকে। ১৭ জুলাই সাংবাদিকদের সহযোগিতায় তার ভাই তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। গৃহবধুকে নির্যাতন করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তেতে মঙ্গলবার সংবাদ কর্মিরা হাজির হয় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের রিফিউজি পাড়ার আঃ রহমানের বাড়িতে। সরেজমিনে গিয়ে কলি কোথায় আছে জানতে চাইলে তোপের মুখে পরে উপস্থিত সংবাদকর্মিরা। কলির শ্বাশুরি জায়েদা বেগম জানায় মঙ্গলবার সকাল ১১ টায় তিনি নিজে তার নাতিসহ পুত্রবধুকে বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে গাড়িতে তুলে দিয়েছেন। কিছু সময় পরেই হোন্ডাযোগে কলির আড়াই বছরের একমাত্র শিশুপুত্র তুষারকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামী মো.জামাল হোসেন (২৮)। এরপরেই বদলে যেতে থাকে দৃশ্যপট, কার পারমিশন নিয়ে সংবাদকর্মিরা এখানে এসেছে এমন প্রশ্ন করে দুর্ব্যবহার করতে থাকেন জামাল। মোবাইল ফোনের মাধ্যমে একে একে ডেকে আনা হয় তার পিতা আঃ রহমান ও আপন ছোট ভাই আবুবকরসহ আরো কয়েকজনকে। সংবাদ কর্মিদের ক্যামেরা বন্ধ রেখে বিভিন্ন হুমকি ধামকি প্রদানের পর পুলিশ প্রশাসনকে অবহিত করার কথা জানালে পার্শ্ববর্তী এক বাড়িতে খোজ মেলে আহত হাবিবা আক্তার কলির। সেখানে নির্যাতিতা জানায়, দুইজনার দীর্ঘদিনের ভবালবাসার সম্পর্ক থাকায় ২০১৩ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদেও, এবং দাম্পত্য জীবনে একটি পুত্রসন্তানেরও জন্ম হয়। এরই মাঝে কিছুদিন ধরে কলাপাড়া পৌরশহরের ৮ নং ওয়ার্ডে তার বাবার স¤পত্তি বন্ধক রেখে জামাল হোসেনকে টাকা না দেয়ায় কিছুদিন ধরে তার উপর নির্যাতন চালানো হচ্ছে। একাধিকবার মারধরের পর পিত্রালয়ে যেতে চাইলে তাকে টাকা পয়সা স্বর্ণলংঙ্কার নিয়ে পালিয়ে গেছে বলে চুরি মামলার হুমকিও দেয়া হতো। এমনকি খয়রাতির বাচ্চা বলে সংবাকর্মিদের সামনেই কলিকে গালমন্দ করে তার শশুর আঃ রহমান। এছাড়াও কলিকে কেন মারধর করা হয়েছে জানতে চাইলে স্বামী জামাল জানায়, ওর এলার্জি সমস্যা আছে তাই মাথা ও মুখমন্ডল ফুলে গেছে। তবে যৌতুকের বিষয়ে জামাল জানায় ওদের কাছে এমনিতেই টাকা চেয়েছি সেটাকি যৌতুক হয় আপনারাই বলেন। কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান,সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালীতে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

এম.এ হান্নান, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি-২০১৮ এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
বুধবার (১৮জুলাই), বেলা ১১.৩০ মিনিটের সময় ‘বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ’ এ কমসূচির উদ্ভোধন করেন তিনি।
এসময় নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে প্রতিবেদককে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ্য শহিদের স্মরণে সারাদেশে ৩০ লক্ষ্য বৃক্ষ রোপন কর্মসুচি’র উদ্ভোধন করেন। তারই অংশ হিসাবে বাউফলে ৮১০০টি বৃক্ষ রোপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। বাউফল উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম। বাউফল আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা বেগম।

বাউফল উপজেলা বনবিভাগ কর্মকর্তা বেলায়েত হোসেন জানায়, বাউফলে প্র্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে (বনজ, ফলজ ও ঔষাধি) ৮১০০টি বৃক্ষ রোপন করা হবে।

জনগন যাকে খুশি তাকে ভোট দেবে- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনে সুষ্ঠ ও নিরপক্ষভাবে জনগন যাকে খুশি তাকে ভোট দেবে ৩০ই জুলাই জনগনের ভোট উৎসব হবে। বরিশালের জনগন উৎসবমূখর পরিবেশে বরিশালের উন্নয়নের বিবেচনা করে যাকে খুশী তাকে দেবে এখানে আমাদের পক্ষ থেকে কারো ভোটের অধিকার হরন করা হবে না।
আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ইভিএম চালুর দাবী জানিয়ে আবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার নিজ ওয়ার্ড ১৯ নং এর দুটি কেন্দ্র জগদিস স্বরস্বতী গার্লস স্কুল ও সরকারী বরিশাল কলেজে ইভিএম চালুর দাবী জানান তিনি। বরিশাল নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার বরাবরে সাদিক আবদুল্লাহর পক্ষে আজ বিকেল সাড়ে ৪ টায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের স্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা দেয়া হয়। আবেদনের ব্যাপারে সাদিক আবদুল্লাহ জানান আসন্ন বরিশাল সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বিভিন্ন সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে মিথ্যাচার করে আসছেন। বিগত দিনে সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদা, বরিশাল সিটি মেয়র ও হুইপ থাকা কালীন সময়ে সরোয়ারসহ বিএনপি সমর্থিত মেয়রদের কোন উল্লেখ্য যোগ্য উন্নয়ন বরিশালবাসীর চোখে না পরায় বর্তমানে তারা অনেকটা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারনেই জনবিচ্ছিন্ন এ নেতা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে জনগনকে ভুল ও মিথ্যাচার করে বিভ্রান্ত ছড়াচ্ছেন । কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী জনগনের রায়কেই সর্বোচ্চ বলে বিবেচনা করেন। বরিশালের মানুষের ভালবাসায় তাদের পাশে থেকে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়াই আমার প্রধান কাজ। এ কারনেই বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আমি আমার বাসার কাছের নিজ ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্র ইভিএম এর আওতায় আনার দাবী জানিয়েছি। আমি জনগনের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে বরিশালের মানুষের পাশে থেকে বরিশালকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই।
আজ মঙ্গলবার দিনভর নগরীর বিভিন্নস্থানে গনসংযোগকালে গনমাধ্যমের কাছে এতথ্য তুল ধরেন।সদিক আবদুল্লাহ্ নির্বাচনের দিন সকলকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহবান জানান।
এছাড়া নৌকা প্রতীকের সমর্থনে দুপুরে বরিশাল আইনজীবী সমিতির সম্মিলিত আওয়ামী আইনজীবী পরিষদ ও নগরীর ১৭নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতৃবৃন্দ সাবেক পৌর প্যানেল মেয়র নিজামুল ইসলাম নিজামের নেতৃত্বে ভোট প্রার্থনা করে প্রচার প্রচারনা চালান্
অন্যদিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্যরা নগরী গন সংযোগ করে সাদিক আবদুল্লাহ্’র জন্য ভোট প্রার্থনা করেন ও বরিশালের উন্নয়নের পথ বাধাগ্রস্থ না করার ও আহবান জানান।

ধানের শীষে ভোট চাইতে বরিশালে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদকঃ ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে গনসংযোগ ও প্রচারনায় নেমেই কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল সিটি নির্বাচনের প্রধান সমন্বয়কারী মির্যা আব্বাস বলেছেন, বরিশাল সিটি নির্বাচনে নির্বাচন কমিশন আমাদের ধানের শীষের প্রার্থীর সমর্থকদের সাথে প্রচারনায় বৈষম্যমূলক আচরন করছে। প্রতিপক্ষ ও সরকার দলীয় নৌকা প্রতীকের নির্বাচন আচরন বিধি ভংগ করে প্রচারনা করছে তাতে কোন বাধা নেই আমাদের ধানের শীষের প্রচারনায় বাধা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন খুলনা ও গাজীপুরের যে ইতিহাস সৃষ্টি করেছে তারা এখানেও তাই করার চেষ্টা করবে।

আজ মঙ্গলবার বিকালে সিটি নির্বাচনে বিএনপির ধানের শীষের মনেনিত প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে সাথে নিয়ে গনসংযোগ কালে গনমাধ্যমের কাছে এ অভিযোগ আনেন।

তারা এখনো শহরে গাড়ীতে করে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে আমাদের গাড়ীতে লাগানো পোষ্ঠার খুলে নিচ্ছে।

বরিশাল সিটি নির্বাচনে আমাদের প্রার্থীর সাথে অসহযোগীতামূলক আচরন করা হচ্ছে বন্ধ করার আহবান জানান।

প্রধান নির্বাচন সমন্বয়কারী মির্যা আব্বাস নগরীর জামে কসাই মসজিদে আছর নামাজ আদায় করে গনসংযোগে নামেন।
এরপর তারা নগরীর দক্ষিন চক বাজার, সিটি কর্পোলেশনের মোড়, ফজলুল হক এ্যাভিনিয় সড়ক, কাকলীমোড়, সার্কিট হাউজ মোড়.জিলা স্কুল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গনসংযোগ ও লিফলেট বিতরন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ আবুল হোসেন খান, বরিশাল উত্তর জেলা সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ বরিশাল স্থানীয় বিএনপি, জেলা ও মহানগর যুবদল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল, বরিশাল উত্তর জেলা এিনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গনসংযোগে অংশ নেয়।

 

৪ বছর পর আদালতের নির্দেশে কবর থেকে দেহের অংশ উত্তোলন

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নির্দেশে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র সিনিয়র ক্যামেরা পার্সন আলতাফ হোসেনের মৃত্যুর ৪ বছর ৩ মাস পরে কবর থেকে মাথার খুলি, শরীরের হাড়সহ মৃতদেহের অংশ বিশেষ উত্তোলন করা হয়েছে। আলতাফ হোসেন’র স্ত্রী ছবি আক্তার সাবিনা বাদী হয়ে ‘স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যার’ অভিযোগে নালিশী মামলা দায়ের করলে আদালত ভিশেরা রিপোর্টের নির্দেশ দিলে ১৬জুলাই সোমবার দুপুর ২ টায় রাজাপুর উপজেলার কানুদাসকাঠি পারিবারিক গোরস্থান থেকে এ কঙ্কাল উত্তোলন করেছে। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ আসাদুজ্জামান, অফিসার ইন চার্জ (প্রশাসন) মোঃ শামসুল আরেফিন, ওসি (তদন্ত) হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
রাজাপুর থানার ওসি মোঃ শামসুল আরেফিন জানায়, ২০১৪ সালের ৬মার্চ বিটিভি’র সিনিয়র ক্যামেরা পার্সন আলতাফ হোসেনের মৃত্যু হলে তার দ্বিতীয় স্ত্রী ছবি আক্তার সাবিনা বাদী হয়ে ৩বছর ৭মাস পরে গত ২০১৭ সালের ১২ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশী মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে রাজাপুর থানার ওসিকে এজাহার রেকর্ড করে প্রেক্ষিতে আদালত রাজাপুর থানার ওসিকে এজাহার রেকর্ড পূর্বক মৃতদেহ উত্তোলন করে ফরেনসিক টেষ্টের মাধ্যমে আদালতে ভিশেরা রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী আদালতে নির্দেশের ৪ দিন পর গত ১৬ অক্টোবর নালিশী অভিযোগটি রাজাপুর থানা পুলিশ এজাহার হিসাবে রেকর্ড ( মামলা নং-০৭) করেন।
বাদী নিহতের স্ত্রী ছবি আক্তার সাবিনা মামলার বিবরনে উল্লেখ করেন, ২০১১ সালের ২৭ জুলাই ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের মৃত. তাছেন উদ্দিনের পুত্র বিটিভি ক্যামেরাম্যান আলতাফ হোসেনের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তার একমাত্র সন্তান আবতাব উদ্দিন আলআমিন ৮মাসের গর্ভাবস্থায় স্বামী আলতাফ হোসেনকে জমিজমা সংত্রান্ত স্থানীয় বিরোধী ও তার প্রথম সংসারের স্ত্রী-সন্তানেরা সম্পত্তি আত্মসাতের জন্য পরিকল্পিত ভাবে হত্যা করে।
কারন নিহত স্বামী আলতাফ হোসেনের সাথে কানুদাসকাঠি গ্রামের জাহিদুল ইসলাম লিটন ওরফে সাদু হাওলাদার (৪০), মোঃ রেজোয়ান হাওলাদার (৪২), মোঃ মুজাম্মেল হাওলাদার (৪৫), মোঃ সিদ্দিকুর রহমান (৪৮) সাথে নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিলো। তাছাড়া প্রথম পক্ষের স্ত্রী নাসিমা বেগমের মেয়ে লাইজু আক্তারের সাথে উক্ত প্রতিপক্ষ জাহিদুল ইসলাম লিটনের গোপন সম্পর্ক ছলো। এই সূত্রধরে তারা একত্রিত হয়ে সহায়-সম্পত্তি আত্মসাতের জন্য পরিকল্পিত ভাবে আলতাফ হোসেনকে হত্যা করে। তাদের এ হত্যার ষড়যন্তের বিষয়টি আগেই আঁচ করতে পেরে আলতাফ হোসেন দ্বিতীয় স্ত্রী বাদিনীকে নিয়ে ঢাকার বাসা ছেড়ে রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে পৈত্রিক বাড়ীতে এসে উঠলেও প্রথম পক্ষের স্ত্রী-সন্তানেরা ঢাকাতেই বসবাস করতে থাকে।
মামলার বিবরনে আরো উল্লেখ করেন, গত ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারী সকাল ৮ টার দিকে প্রথম স্ত্রী নাসিমা বেগম ও ছেলে-মেয়েরা একটি সাদা অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামে এসে বাড়ীতে না গিয়ে পার্শ্ববর্তি কাটাখালী বাজারে অবস্থান নেয়। সেখান থেকে তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী লিটন, মুজাম্মেল, সিদ্দিক ও রহমানকে পাঠিয়ে চিকিৎসা করানোর কথা বলে গ্রামের ঘর থেকে আলতাফ হোসেন একটি ভ্যান গাড়ীতে তুলে নিয়ে আসার পর থেকে সে নিখোজ হয়। এ অবস্থার প্রায় একমাস পরে ৬মার্চ উক্ত লিটন নিখোঁজ আলতাফ হোসেনের বাড়ীতে এসে ২য় স্ত্রী ছবি আক্তার সাবিনাকে বলেন ‘আলতাফ বয়স্ক মানুষ, কত দিন আর বাঁচবে ? এরমধ্যে আবার একটি সন্তানও নিয়ে নিলে, এখন তার কি হবে? জমি-জমা সব তো আমাদের লিখে দিছে।
বাদী ২য় স্ত্রী ছবি আক্তার সাবিনা অভিযোগ করেন, এঘটনার পরের দিন ৭ জুলাই সকাল ৮ টার দিকে প্রথম পক্ষের স্ত্রী-সন্তানেরা আলতাফ হোসেনকে মৃতাবস্থায় গ্রামের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে তারা সকলের সাথে আলাপ করে এলাকায় মাইকিং করে বিকেলে জানাজা ও দাফনের কথা ঘোষনা করলেও রহস্যজনক কারনে তাড়াহুড়া করে মাত্র এক ঘন্টা পর সকাল ৯ টার মধ্যেই আলতাফ হোসেনকে জানাজা ও দাফন সম্পন্ন করে। এরপরেই প্রথম পক্ষের নাসিমা বেগম তার ছেলে-মেয়েদের নিয়ে ঢাকায় চলে যায় এবং সেখানে দ্বিতীয় স্ত্রী-সন্তানকে গোপন করে কৌশলে ঢাকার বাড়ী, ব্যাংকে জমানো টাকাসহ সকল অর্থ-সম্পদ আত্মসাত করে।
উক্ত নালিশী অভিযোগটি গত ১৫ জুলাই ২০১৮ইং রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করার পর প্রাথমিক শুনানী শেষে আদালতের বিচারক সেলিম রেজা আলতাফ হোসেন’র মরদেহ কবর থেকে উত্তোলন করে পরীক্ষার জন্য নির্দেশ দেন।
এ ব্যাপারে মামলার বাদী ছবি আক্তার সাবিনা জানায়, আমার স্বামিকে হত্যার পর ঢাকার সব সহায়-সম্পত্তি আত্মসাত করেও তাদের পেট ভরেনি। এখোন গ্রামের সহায়-সম্পত্তি আত্মসাতের জন্য পূর্ব শত্রুদের সাথে হাত করে আমাকে ও আমার একমাত্র পুত্র সন্তানকে হত্যার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। তাঁদের কারণে বর্তমানে আমরা স্বাভাবিক ভাবে জীবনযাপনও করতে পারছি না।
এ বিষয়ে বাদী সাবিনার পিতা বেলায়েত হোসেন জানায়, মেয়ে জামাই আলতাফ হোসেনকে হত্যা করার পর আমাদেরকে স্বপরিবারে উৎখাতের জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। আমাদের জীবন যে কোন সময় আসামীদের হাতে শেষ হয়ে যেতে পারে। আমরা এতোটাই নিরাপত্তাহীনতায় ভুগছি যে তাদের ভয়ে বাড়িতে থাকতে পারি না। কয়েকদনি পূর্বে তারা আমাদের দুটি ছাগলকেও মেরে ফেলেছে।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি মোঃ শামসুল আরেফিন জানায়, আদালতের নির্দেশক্রমে কবর থেকে কঙ্কাল উত্তোলন করা হয়েছে। দাফনের ৪ বছর ৩ মাস পরে শরীরের বিভিন্ন অঙ্গের কিছু হাড্ডি এবং মাথার খুলি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
এ ব্যাপারে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ আসাদুজ্জামান জানান, আদালতের নির্দেশে কবর খুড়ে কিছু হাড্ডি ও মাথার খুলি পাওয়া গেছে। এগুলো পরীক্ষার জন্য মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হবে।

নিজ ওয়ার্ডে ইভিএম চালুর দাবী জানালেন সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ইভিএম চালুর দাবী জানিয়ে আবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার নিজ ওয়ার্ড ১৯ নং এর দুটি কেন্দ্র জগদিস স্বরস্বতী গার্লস স্কুল ও সরকারী বরিশাল কলেজে ইভিএম চালুর দাবী জানান তিনি। বরিশাল নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার বরাবরে সাদিক আবদুল্লাহর পক্ষে আদ্য বিকেল সাড়ে ৪ টায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের স্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা দেয়া হয়। আবেদনের ব্যাপারে সাদিক আবদুল্লাহ জানান আসন্ন বরিশাল সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বিভিন্ন সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে মিথ্যাচার করে আসছেন। বিগত দিনে সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদা, বরিশাল সিটি মেয়র ও হুইপ থাকা কালীন সময়ে সরোয়ারসহ বিএনপি সমর্থিত মেয়রদের কোন উল্লেখ যোগ্য উন্নয়ন বরিশালবাসীর চোখে না পরায় বর্তমানে তারা অনেকটা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারনেই জনবিচ্ছিন্ন এ নেতা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে জনগনকে ভুল ও মিথ্যাচার করে বিভ্রান্ত ছড়াচ্ছেন । কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী জনগনের রায়কেই সর্বোচ্চ বলে বিবেচনা করেন। বরিশালের মানুষের ভালবাসায় তাদের পাশে থেকে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়াই আমার প্রধান কাজ। এ কারনেই বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আমি আমার বাসার কাছের নিজ ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্র ইভিএম এর আওতায় আনার দাবী জানিয়েছি। আমি জনগনের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে বরিশালের মানুষের পাশে থেকে বরিশালকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই।

বিএনপির কাউন্সিলর প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ করলেন সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়র তার নির্বাচনী প্রচারনাকালে গন মাধ্যমকে বলেন, সরকার দলীয় নেতা-কর্মীরা বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনের মাঠ ছেড়ে দেয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি বলেন নির্বাচন কমিশনার প্রার্থীদের কাছ থেকে প্রতিপক্ষের বিরুদ্বে অভিযোগ শুনতে চায় তাহলে তারা কি কাজ করছেন।
আমরা বরিশালে একটি সুষ্ট সুন্দর নির্বাচন দেখতে চাই। কিন্তু আমরা কি দেখছি বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডের মিছিলে বাধা প্রধান,অফিস ভাংচুর করার অভিযোগ করেন তিনি। এভাবে নির্বাচনে প্রতিটি প্রচার-প্রচারনায় বাধা সৃষ্ঠি করা হলে লেভেল-প্লেয়িংভাবে নির্বাচন হবে তা নিয়ে যতেষ্ট সন্দ্রেহ কাজ করছে।
বরিশালে ইসির বলে যাওয়া কথা প্রসঙ্গে মেয়র প্রার্থী সরোয়ার বলেন প্রার্থীদের উপস্থিতিতে যেকথা বলে গিয়েছে তা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়েও শঙ্কা কাজ করছে।
আজ মঙ্গলবার সকালে ধানের শীষ প্রতীক প্রার্থী মজিবর রহমান সরোয়ার নগরীর খাদেম হোসেন ক্লিনিক মোড় থেকে গনসংযোগ ও নির্বাচনী প্রচারনা শুরু করেন।
এসময় তার সাথে ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড.বিলকিস জাহান শিরিন,কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ আবুল হোসেন খান,জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন,বরিশাল মহানগর বিএনপি যুগাম সম্পাদক আনায়রুল হক তারিন সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
বাংলাবাজার সড়ক, আলেকান্দাসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
এছাড়া ধানের শীষের প্রার্থীর পক্ষে নগরীতে গনসংযোগ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিশ দলীয় জোটের নেতৃবৃন্দ।
এছাড়া বিকালে নগরীর গ্রিজ্জামহল্লা চকবাজার এলাকায় গনসংযোগ করেন বরিশাল নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক স্থায়ী কমিটির সদস্য মির্যা আব্বাস।

ব্রিজ ভেঙ্গে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙ্গে বালুভর্তি ট্রাক আটকে পড়ায় সারাদেশের সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এ মহাসড়ক দিয়ে চলাচলকারী বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের গন পরিবহনের হাজার হাজার যাত্রী। বন্ধ হয়ে গেছে পন্য পরিবহনও।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আটকে পড়া ট্রাকের হেলপার জানান, উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর একটি ব্রিজের পূনঃনির্মান কাজ চলছে। ওই স্থান দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঠিকাদারী প্রতিষ্ঠান সম্প্রতি একটি বেইলী ব্রিজ নির্মান করে। ভারী যানবাহনের ওজন বইতে সক্ষম এ রকম কোন মালামাল ওই বেইলী ব্রিজটি নির্মানে ব্যাবহার করা হয়নি। এ ছাড়া ব্রিজটি নির্মানেও অনেক ত্রুটি ছিল। ফলে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বালু ভর্তি একটি ট্রাক ব্রিজটি পার হতে গেলে ব্রিজটির মাঝামাঝি স্থান ভেঙ্গে দেবে যায়। এতে বালু ভর্তি ট্রাকটি ব্রিজের ওপর আটকে পড়ে। এতে ওই সময় থেকে সারাদেশের সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, ব্রিজটি ভেঙ্গে ট্রাক আটকে যাওয়ার পর এক পর্যায়ে এ মহাসড়কে চলাচলকারী সকল যানবাহন গৌরনদী ভায়া পয়সারহার্ট গোপালগঞ্জ সড়ক ধরে মাদারীপুরের রাজৈর ও টেকের হাট হয়ে বিকল্প সড়কে চলাচল শুরু করেছে। এতে জনদুর্ভোগ কিছুটা কমেছে। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা সকাল পৌনে ১০টার দিকে চেইন কপ্পার সাহায্যে আটকে পড়া ট্রাকটি উদ্ধার করে। এরপর ঠিকাদারী প্রতিষ্ঠানটি বেইলী ব্রিজটি মেড়ামতের কাজ শুরু করে দিয়েছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ ব্রিজটি মেড়ামতের কাজ শেষ হবে। এরপর এ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।