পটুয়াখালীতে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

এম.এ হান্নান, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি-২০১৮ এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
বুধবার (১৮জুলাই), বেলা ১১.৩০ মিনিটের সময় ‘বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ’ এ কমসূচির উদ্ভোধন করেন তিনি।
এসময় নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে প্রতিবেদককে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ্য শহিদের স্মরণে সারাদেশে ৩০ লক্ষ্য বৃক্ষ রোপন কর্মসুচি’র উদ্ভোধন করেন। তারই অংশ হিসাবে বাউফলে ৮১০০টি বৃক্ষ রোপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। বাউফল উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম। বাউফল আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা বেগম।

বাউফল উপজেলা বনবিভাগ কর্মকর্তা বেলায়েত হোসেন জানায়, বাউফলে প্র্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে (বনজ, ফলজ ও ঔষাধি) ৮১০০টি বৃক্ষ রোপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *