নিভুনিভু করছে রাজাপুরের আলেয়ার জীবনের আলো

রহিম রেজা, ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরের পশ্চিম চর ইন্দ্রপাশা গুচ্ছগ্রামের হতদরিদ্র অসহায় জয়নাল হাওলাদারের স্ত্রী আলেয়া বেগমের (৫০) দু’পাসহ শরীরে চর্ম রোগ ও সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছেন। দীর্ঘ প্রায় চার বছর ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা করালেও কোন উপকারে আসেনি বরং অর্থ-সম্পদ হারিয়ে আজ পথে বসার উপক্রম হয়েছে। বর্তমানে আলেয়ার পরিবারের দিন কাটছে অর্ধাহানে অনাহারে। সর্বশেষ আলেয়ার চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের মেডিকেল এসিষ্ট্যান্ট ডাক্তার আব্দুল হাকিমের কাছে গেলে তিনি জরুরি ভিত্তিতে তাকে ভারতে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু আলোয়ার পরিবারের পক্ষে ভারতে নিয়ে চিকিৎসা করানো কোনভাবেই সম্ভব নয়, তাই দেশের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেছেন আলেয়ার পরিবার। আলেয়ার স্বামী দরিদ্র জয়নাল হাওলাদার জানান, তার তিন ছেলে ও এক মেয়েসহ ৮ সদস্যের পরিবার। নিজের জমি বা অন্য কোন আয়ের উৎস নেই। মাথা গোজার ঠাই হিসাবে উপজেলার পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রামের বাশতলা এলাকার গুচ্ছগ্রামে একটি ঘর পেয়েছেন। সেখানে থেকে তার দিনমজুরের কাজ করে সংসারের খরচ চালোতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও খেয়ে পড়ে ভালোই ছিলেন তার পরিবারটি। কিন্তু ৪ বছর আগে স্ত্রী আলেয়ার শরীরে এলার্জি ও দুই পায়ে দীর্ঘমেয়াদি একজিমা সোরিয়াসিসসহ নানা জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসা শুরু হয় আলেয়ার। দীর্ঘ চার বছর ধরে বরিশাল, ঢাকা, খুলনায় অনেক নামকরা চর্ম বিশেষজ্ঞ ডাক্তারসহ আরো অনেক ডাক্তার দেখিয়েছেন। পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। ডাক্তাররা রোগটির নাম বলেছেন দীর্ঘমেয়াদি একজিমা সোরিয়াসিস। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী অনেক ঔষধ খেয়েছেন। আজ পর্যন্ত কোন উপকার মেলেনি। দিন দিন তার রোগের সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ ৪ বছর চিকিৎসা করাতে গিয়ে স্থানীয় একাধিক লোকের কাছ থেকে ধার ও সুদে টাকা নিয়েছেন এবং একাধিক এনজিও’র কাছ থেকে লোন নিয়ে বর্তমানে জয়নাল পথে বসেছেন। আলেয়ার জন্য নিয়মিত ঔষধ কিনতে পাছেন না তিনি। আলেয়া ঘরে বসে দিনের পর দিন শরীরের অসহ্য যন্ত্রনায় কেঁদে কাটাচ্ছেন। বর্তমানে তার শরীর ফুলে গেছে। খাওয়া-যাওয়াও সঠিকভাবে করতে পারছেন না তিনি। জয়নাল আরো জানান, টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। আলেয়া বেগম জানান, বর্তমানে শরীরে এতো পরিমান জ¦ালা যন্ত্রনা শুরু হয়েছে যা সহ্য করা সম্ভব নয়। শরীর ফুলে উঠেছে, খেতে পারছেন না তিনি। এর চেয়ে মৃত্যু হলেও শান্তি হতো বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। আলেয়া বেগম সমাজের ধনী ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য ও দোয়া কামনা করেছেন। তাতে তিনি ভারত গিয়ে চিকিৎসার করিয়ে সুস্থ্যভাবে জীবন যাপন করতে পারেন। গত জুন মাসে তার শেষ চিকিৎসা করেন ঢাকা সিএমএইচ বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের মেডিকেল এসিষ্ট্যান্ট ডাক্তার আব্দুল হাকিম (অবঃ)। তিনি বলেছেন, আলেয়ার রোগের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র দেখে মনে হয়েছে যে, তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তার দু’পায়ে মারাত্মক ইনফেকশন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ভারত গিয়ে এ রোগের চিকিৎসা করাতে প্রায় ২ লাখ টাকা লাগতে পারে বলে ডাক্তার আব্দুল হাকিম ধারনা করছেন। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। এক সময় এ রোগ তার দুই পা থেকে সমস্ত শরীরে ছড়িয়ে পরবে। দ্রুত তার চিকিৎসা না হলে এক সময় এ রোগে মারাও যেতে পারেন আলেয়া। এমতাবস্থায় অসহায় আলেয়ার ও নিরুপায় সন্তানরা সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আন্তরিক সহযোগীতা ও সাহায্য কামনা করেছেন। অসহায় আলেয়ার চিকিৎসার সাহায্য বা যোগাযোগ করুন, জয়নাল হাওলাদার-০১৮৬০০৫৬৯০৯ (বিকাশ ব্যক্তিগত) ও রাজাপুর সোনালী ব্যাংক শাখার সঞ্চয়ী হিসাব নং-৮৯৭৬।

কোটি টাকার মেগা প্রকল্প থেকে বাদ পড়ল ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজ!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর বাইপাস থেকে কাঁঠালিয়ার আমুয়া ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ ৩১ কিলোমিটার সড়কের ৪টি ব্রীজসহ সড়ক নির্মান কাজ শুরু হলেও রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের মীরের হাটের উত্তর পাশের দাসের তাল্লুক নামক এলাকার খালের ওপরের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজটিবাদ পড়েছে। এ প্রকল্পে কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে এ কাজ সম্পন্ন হবে কিন্তু এ ব্রীজটি তখন এ সড়কের গলার কাটা হয়ে দাড়াবে। জানা গেছে, রাস্তা নির্মানের সময় ওই খালটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। পরে এলাকাবাসী কৃষি কাজের পানির জন্য রাস্তা কেটে পাইপের মাধ্যমে পানি চলাচল ব্যবস্থা করেন। পানির স্রোতে এক সময় সেই পাইপ ভেসে যায়। তড়িঘড়ি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই খালের দুই পাড়ে কোন গাইড ওয়াল না করে শুধু মাটির ওপরে বেইলি ব্রীজের ষ্ট্রাকচার স্থাপন করেন। ওই সড়কের কোথাও গাইড ওয়াল ছাড়া শুধু মাটির ওপরে এরকম কোন ঝুকিপুর্ন ব্রীজ নাই। ৪টি ব্রীজসহ ওই সড়কের কাজ শুরু হলেও ওই ঝুকিপুর্ন ব্রীজটি বাদ পড়ে এ মেগা প্রকল্প থেকে। স্থানীয়রা জানান, বর্তমানে চলমান প্রকল্পটির কাজ বাস্তবায়ন হলে এ সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচল করবে। তখন এ ব্রীজটি যেকোন সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটবে। এরকম ঝুকিপূর্ণ ব্রীজবাদ দিয়ে এ প্রকল্প সম্পন্ন করা সঠিক হয়। তাই দ্রুত এ ব্রীজটি ভেঙে নতুন ঢালাই ব্রীজ নির্মান করার দাবি এলাকাবাসীর। ঝালকাঠির সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ১শ’ কোটি টাকা ব্যয়ে ঝালকাঠির রাজাপুর বাইপাস থেকে কাঁঠালিয়ার আমুয়া ফেরীঘাট পর্যন্ত দীর্ঘ ৩১ কিলোমিটার সড়কের দুই পাশে ৬ ফুট বৃদ্ধি ও ৪টি ব্রীজসহ নির্মান কাজ ৩০ শে জুন ২০১৮ সালে শুরু হয়েছে। ৩০শে জুন ২০১৯সালে শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো লাগতে পারে। এ বরাদ্ধের মধ্যে পুটিয়াখালি গ্রামের সাতানী খালের ওপর একটি ব্রীজ, সেন্টারের হাট খালের ওপর একটি ব্রীজ, কচুয়া খালের ওপর একটি ব্রীজ ও কাঁঠালিয়া খালের ওপর একটি ব্রীজ নির্মান করা হবে। তবে রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের মীরের হাটের উত্তর পাশের দাসের তাল্লুক নামক এলাকার খালের ওপরের ঝুকিপুর্ন বেইলি ব্রীজটি এই বরাদ্ধের মধ্যে নাই। এ ঝুঁকিপূর্ণ ব্রীজটি সম্পর্কে উর্ধ্বতনদের অবহিত করা হবে।

মা ইলিশ রক্ষায় কুয়াকাটায় মতবিনিময় সভা

মোঃ আরিফ বিল্লাহ নাছিম ,কুয়াকাটাঃ আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত (২২দিন) ইলিশ প্রজনন মৌসূম ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জেলে ও মৎসজীবিদের নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে। “মা ইলিশ রক্ষা কর” ইলিশ সম্পদ বৃদ্ধি কর” এ স্লোগানকে সামনে রেখে সোমবার বেলা ১টায় কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, পটুয়াখালী জেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন চৌধূরী, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর আলম, কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন, কুয়াকাটা পৌর প্যানেল মেয়র মোঃ পান্না হাওলাদার, কুয়াকাটা আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি মোঃ নিজাম শেখ প্রমূখ।
সভায় বক্তারা জেলে,মৎস্য আড়ৎদারদের বলেন, চলতি বছর ৭ অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম নির্ধারণ করেছে মৎস্য অধিদপ্তর। ইলিশ প্রজননকালীন সময়ে মৎস আইন অনুযায়ী ইলিশ নিধন, সংরক্ষন, মজুদ ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। প্রজনন মৌসুমে মৎস্য আইন অমান্য করে ইলিশ শিকার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই ইলিশের প্রজনন বৃদ্ধিতে সকল মৎস্য জীবিদের সহযোগিতা কামনা করেন তারা। এর আগে সকাল ১০টায় মৎস্যবন্দর মহিপুর এবং বেলা ১১টায় আলীপুর বন্দরের জেলে ও আড়ৎদারদের নিয়ে জন সচেতনতামুলক সভা করা হয়েছে।

কুয়াকাটার পুজামন্ডপে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

কুয়াকাটা প্রতিনিধি: শরতের আগমনের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা। শারদীয় দূর্গা উৎসবে দেবী আগমনের উপলক্ষে কুয়াকাটায় পুজামন্ডপে এখন চলছে প্রতিমা শিল্পীর শেষ তুলির আচড়। প্রতিমা শিল্পিরা সারাদিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে খড় কুটো আর জল মাটির সমন্বয়ে গড়ে তুলেছেন মা দূর্গার দেবি। দেবি দূর্গা ও তার বাহন কার্তিক,গণেশ,লক্ষি ও সরস্বতিদের এখন শুধু শিল্পির তুিলর নিপুন ছোয়া পাবার পালা। মন্দির ও পূজা মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ । সাজ সজ্জায় বৈচিত্র আনতে মন্ডপে মন্ডপে চলছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এখানকার মন্দির গুলো অনেক টাকা খরচ করে ঝাকঝমকপূর্ন ভাবে তৈরি করেছে। প্রতিমা শিল্পিরা জানিয়েছেন আগে ছোট ছোট মন্ডপে ১-২ লাখ টাকা ব্যয় হতো। মালামালের দাম বৃদ্দি ,শিল্পিদের পারিশ্রমিক বাড়ার কারনে খরচ এখন প্রায় দিগুন। শেষ মূহূর্তে দেবিকে পড়াবেন পোষাক পরিচেছদ সহ অন্যান্য আল্পনা । পঞ্জিকা মতে আগামি ১৪ই অক্টোবর শুরু হবে শারদীয় দূর্গা পূজা। এ দিন হবে ষষ্ঠি পূজা। আর দশমিতে চোখের জলে দেবি বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা এ ছাড়া ও মিশ্রি পাড়া, মম্বি পাড়াসহ অন্যান্য মন্ডপের কাজ শেষ পর্যায় । নীলগঞ্জ ইউনিয়নের শ্রৗ শ্রৗ গেীরগোবিন্দ সেবা আশ্রম পূজা পরিচালনা কমিটির সভাপতি বাবু কমলেশ হাওলাদার দাবি করেছেন সরকারের প্রতি, যাতে পূজায় সরকারি সহায়তা পাওয়া যায়। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইন শৃ্খংলা পরিস্থিতি নিয়ে কথা হয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম তিনি জানান, পূজা সুন্দর ও সার্থক করার জন্য যা যা করার প্রয়োজন তা সবই করা হবে। সব পূজা মন্ডপে পুলিশ মোতায়ন করা হবে।

 

 

দেশে সরকার ও সরকারী দলীয় লোকের বাইরে গনতন্ত্র নেই- জুনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদকঃ পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই। মুক্তিযুদ্বে জনগনের আকাঙ্খা গনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ব হওয়ার আহবান জানিয়ে গন সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আয়োজনে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সদস্য-শভানুধ্যায়ী অনুষ্ঠানের প্রধান আলোচক গন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি,সূচনা বক্তব্যতে বলেছেন, বাংলাদেশে সরকার ও সরকার দলীয় লোকের বাহিরে কারো গনতন্ত্র নেই।
বর্তমানে দেশে রাজিৈতক পরিস্থিতি তীব্র সংকটের মুখে রয়েছে। এই সংকট তীব্র রুপ সংঘাত বার বার ফিরে আসছে।
এই স্বৈরাচারী সরকার সহ যারা ক্ষমতায় আছেন তারাই এই সংকট তৈরী করছেন।
আগামীতে কেউঃ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে তার কোন নিশ্চয়তা নেই রয়েছে সংশয়।
আমরা বার বার সরকারকে সংযত হওয়ার আহবান জানাচ্ছি কিন্তু সরকার সে পথে হাটছে না।

আজ শনিবার বিকালে নগরীর কির্ত্তনখোলা মিলনায়ত সভা কক্ষে গন সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠান আয়োজন করেন।
গন সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি,কেন্দ্রীয় সদস্য আমজাদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন গন সংহতি আন্দোলনে বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুনর রসিদ মাহমুদ।

প্রধান আলোচক জুনায়েদ সাকি আরো বলেন আগামীতে গনতন্ত্র উদ্বারের জন্য সকলকে ঐক্যবদ্ব হওয়ার আহবান জানান তিনি।

 

বরিশালে ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অব্যাহত রয়েছে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিকারপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে সাবেক বরিশাল-ঢাকা মহাসড়কের শিকারপুর বন্দর এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল মাহমুদ আউয়ালসহ সংশ্লিষ্ট ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা। এর আগে শুক্রবার বিকাল ৫ টায় বামরাইল ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার বাসস্ট্যান্ড এলাকায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কারফা বাজারে এলাকাবাসীর ব্যানারে ও বিকেলে গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় কারফা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ হালদার নান্টু।

 

খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরন করায় আনন্দ শোভাযাত্রা

মোঃ আরিফ বিল্লাহ নাছিম: পটুয়াখালী কলাপাড়ার শ্রেষ্ঠত্ব মাধ্যমিক বিদ্যাপীঠ কলাপাড়াবাসীর দীর্ঘদীনের প্রানের দাবি ঐতিহ্যবাহী  খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারী করায় দেশরত্ন,মানবতার মাতা,সফল রাষ্ট্রনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানটি,২৯ শে সেপ্টেম্বর রোজ শনিবার এই আনন্দ শোভাযাত্রা বের করেন।

খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে থেকে শুরু করে কলাপাড়ার প্রধান প্রধান সড়কে এই আনন্দ শোভাযাত্রা প্রদক্ষিন করা হয়। এই সময় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খেপুপাড়া মডেল মাধ্যমিক ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক মেয়র এস,এম রাকিবুল আহসান। এছাড়াও খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকাগন, ছাত্রছাত্রীবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এই শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

বরিশাল বিমানবন্দরে ২ মন্ত্রীর মতবিনিময়

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল বিমানবন্দরে মতবিনিময় সভা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বরিশাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে গতকাল ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর বরিশাল উন্নয়নের বিভিন্ন বিষয়ে নির্ধারিত আলোচনা ছাড়াও উঠে আসে জাতীয় রাজনীতির প্রসঙ্গ। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের সভাপতিত্বে এসময় অতিথিদের মধ্যে বক্তব্য দেন বরিশাল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শেরেবাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আবদুল খালেক, বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, কৃষক সমিতির নেতা এনায়েত করিম ফারুক, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা শাহিন হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। ৭১’র পরাজিত শক্তিরা আজ সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ভূলুণ্ঠিত করতে চায় ওরা দেশদ্রোহী। ওরা দেশ ও জনগণের শত্রু। তাই স্বাধীনতার স্বপক্ষের সকল মানুষকে আজ সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে’।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘জাতীয় ঐক্যের নামে আজ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জোট বেঁধেছে। তারা নির্বাচন বানচাল করে দেশে তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চায়। আবার ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির সৃষ্টি করতে চায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মুক্তিকামী জনতা অতীতের মতো এবারও সব চক্রান্ত প্রতিহত করবে’।

বরিশালে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান

ডেস্ক রিপোর্টঃ বানারীপাড়ার এক প্রত্যন্ত গ্রামে প্রাকৃতিক গ্যাসের আলামত পাওয়া গেছে। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সন্ধ্যা নদীর পশ্চিম তীরবর্তী গ্রাম পশ্চিম জিরারকাঠিতে এ প্রাকৃতিক গ্যাসের আলামত পাওয়া যায়। জানা যায়, প্রায় একমাস পূর্বে ঐ গ্র্রামের খলিফাবাড়িতে আউয়াল খলিফার ঘরের সামনে গভীর নলকূপ বসানোকে কেন্দ্র করে এ গ্যাসের সূত্রপাত। পভীর নলকূপের আশেপাশে যে কোনো যায়গায় সামান্য গর্ত খুঁড়ে পেঁপে গাছের ডাঁটা বা অন্য কোনো পাইপ লাগিয়ে তার মাথায় আগুন ধরালে তা অবিরাম জ্বলতে থাকে। চাঞ্চল্যকর এ দৃশ্য দেখার জন্য প্রতিদিন হাজার হাজার উৎসুক মানুষ পশ্চিম জিরারকাঠি গ্রামের খলিফাবাড়িতে ভীড় জমাচ্ছে। এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাকির হাওলাদার জানান, ‘আমরা বিভিন্নভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু প্রতিকার নেই। আমরা এলাকাবাসী সবসময় আতঙ্কের মধ্যে দিনযাপন করছি। আশা করছি, কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে’।

বরিশালের ইলিশ কেজি মাত্র ৩০০

নিজস্ব প্রতিবেদকঃ  ‘বরিশালের ইলিশ, কেজি মাত্র ৩০০’, ‘বড় বড় ইলিশ, দেইখ্যা-শুইন্যা-বাইছ্যা লন’, ‘শ্যাষ হইলে পস্তাইবেন’, ‘আর মাত্র কয়েক দিন’ এ রকম নানা শ্লোগান দিচ্ছে বরিশালের মাছ বাজারে। গত এক সপ্তাহ ধরে দাম কমায় মৌসুমে টাটকা ইলিশের স্বাদ নিতে পোর্ট রোড মাছ বাজারে আড়তে প্রতিদিন মাছ কিনতে আসছেন ক্রেতারা। মাছ বাজারে ভিতরে ঢুকলেই ক্ষুদ্র মাছ ব্যাবসায়ীরা ঢেকে ঢেকে ক্রেতাদের কাছে ইলিশ মাছ বিক্রি করছে। ইলিশের দামও আগের চেয়ে অনেকটা কমেছে। বাজারের ইলিশ বিক্রেতারা জানিয়েছেন, এ বছর ইলিশের মৌসুম শুরু হওয়ার কয়েক মাস পর্যন্ত নদীতে ইলিশ তেমন পড়েনি। দামও ছিল তুলনামূলক বেশি। এখন শেষ সময়ে এসে ইলিশ পড়ছে, দামও ব্যাপক কমেছে, সবাই ইলিশও কিনছে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির লোকজন ইলিশ কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন। কারন ২৫০ টাকা কেজিতেও ইলিশ পাচ্ছে। এ ছাড়া আগামী ৭ থেকে ২৮ অক্টোবর মোট ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ করায় ক্রেতারা ইলিশ কেনায় ঝুঁকছেন। বিক্রেতারাও দাম কমিয়েছেন। নগরের চৌ-মাথা বাজার, নতুন বাজার,নতুল্লাবাদ বাজারসহ বরিশালের বিভিন্ন বাজারেই শস্তা দামে বিক্রি হচ্ছে ইলিশ। বিভিন্ন মহল্লায় ভ্যানেও মাথায় করেও ইলিশ বিক্রি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ৫০০-৬০০ গ্রামের ইলিশ ৭-৮’শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন সাইজের মাছ। যার দাম তার অধেক। মোটামুটি সাইজের ইলিশ ৩০০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে বেড়ি। পোর্ট রোড বাজারে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢেকে ঢেকে ইলিশ বিক্রির প্রতিযোগিতা চলছে। মাছ বিক্রেতা শাওন বলেন, ১ সপ্তাহ ধরে প্রতিদিন চার-পাঁচ মণ করে ইলিশ বিক্রি করছি। আমার মতো অনেকেই এই বাজারে বিক্রি করছে। সিয়াম মসৎ আড়ৎ’র পাইকারী বিক্রেতা বাবুল জানায়,আমরা আগে কয়েক ধরনের মাছও বিক্রি করতাম। কিন্তু এখন শুধু ইলিশ মাছই বিক্রি করছি। এছাড়াও বেশ কয়েক জন বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশালে যে ইলিশ বিক্রি হয় তার বেশির ভাগ আসে পাথরঘাটা, চরদুয়ানি থেকে। বাজারে ইলিশ কিনতে আসা সুমন বলেন, কয়েক দিন পর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আর দাম আগের চেয়ে অনেক কমেছে। তাই বেশি করে ইলিশ কিনতে এসেছেন। ৩৫০ টাকা হিসাবে ৪ কেজি ইলিশ কিনেছি। কারন আমি ছোট খাটো একটি চাকরি করি তাই বেশি দাম দিয়ে কেনা আমার পক্ষে সম্ভব নয়। তাই দাম কম পেয়ে কিনেছি। ফ্রিজে রেখে রেখে খাবো। বরিশাল মৎস আড়ৎদার সমিতির সাধারন সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, পটুয়াখালীর বিভিন্ন মোকাম থেকে বরিশাল বাজারে প্রচুর ইলিশ আসছে। স্থানীয় নদনদীতেও জেলেরা ইলিশ পাচ্ছেন। তিনি বলেন, মা ইলিশ রক্ষাকালীন নিষেধাজ্ঞা এবং জাটকা ইলিশ শিকারকালীন নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করায় এভাবে ইলিশের ব্যাপক বিস্তার ঘটেছে। সরবরাহ বাড়ায় ক্রেতা আকর্ষণে বিক্রি করা হচ্ছে রূপালি ইলিশ। সস্তায় স্বাদের সে মাছ কিনতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন আমাদের এই বাজারে।