সোমবার, ০৫ জুন ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ বানারীপাড়ার এক প্রত্যন্ত গ্রামে প্রাকৃতিক গ্যাসের আলামত পাওয়া গেছে। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সন্ধ্যা নদীর পশ্চিম তীরবর্তী গ্রাম পশ্চিম জিরারকাঠিতে এ প্রাকৃতিক গ্যাসের আলামত পাওয়া যায়। জানা যায়, প্রায় একমাস পূর্বে ঐ গ্র্রামের খলিফাবাড়িতে আউয়াল খলিফার ঘরের সামনে গভীর নলকূপ বসানোকে কেন্দ্র করে এ গ্যাসের সূত্রপাত। পভীর নলকূপের আশেপাশে যে কোনো যায়গায় সামান্য গর্ত খুঁড়ে পেঁপে গাছের ডাঁটা বা অন্য কোনো পাইপ লাগিয়ে তার মাথায় আগুন ধরালে তা অবিরাম জ্বলতে থাকে। চাঞ্চল্যকর এ দৃশ্য দেখার জন্য প্রতিদিন হাজার হাজার উৎসুক মানুষ পশ্চিম জিরারকাঠি গ্রামের খলিফাবাড়িতে ভীড় জমাচ্ছে। এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাকির হাওলাদার জানান, ‘আমরা বিভিন্নভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু প্রতিকার নেই। আমরা এলাকাবাসী সবসময় আতঙ্কের মধ্যে দিনযাপন করছি। আশা করছি, কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে’।
Leave a Reply