বরিশাল বিমানবন্দরে ২ মন্ত্রীর মতবিনিময়

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল বিমানবন্দরে মতবিনিময় সভা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বরিশাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে গতকাল ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর বরিশাল উন্নয়নের বিভিন্ন বিষয়ে নির্ধারিত আলোচনা ছাড়াও উঠে আসে জাতীয় রাজনীতির প্রসঙ্গ। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের সভাপতিত্বে এসময় অতিথিদের মধ্যে বক্তব্য দেন বরিশাল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শেরেবাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আবদুল খালেক, বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, কৃষক সমিতির নেতা এনায়েত করিম ফারুক, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা শাহিন হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। ৭১’র পরাজিত শক্তিরা আজ সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ভূলুণ্ঠিত করতে চায় ওরা দেশদ্রোহী। ওরা দেশ ও জনগণের শত্রু। তাই স্বাধীনতার স্বপক্ষের সকল মানুষকে আজ সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে’।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘জাতীয় ঐক্যের নামে আজ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জোট বেঁধেছে। তারা নির্বাচন বানচাল করে দেশে তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চায়। আবার ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির সৃষ্টি করতে চায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মুক্তিকামী জনতা অতীতের মতো এবারও সব চক্রান্ত প্রতিহত করবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *