দেশে সরকার ও সরকারী দলীয় লোকের বাইরে গনতন্ত্র নেই- জুনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদকঃ পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই। মুক্তিযুদ্বে জনগনের আকাঙ্খা গনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ব হওয়ার আহবান জানিয়ে গন সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আয়োজনে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সদস্য-শভানুধ্যায়ী অনুষ্ঠানের প্রধান আলোচক গন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি,সূচনা বক্তব্যতে বলেছেন, বাংলাদেশে সরকার ও সরকার দলীয় লোকের বাহিরে কারো গনতন্ত্র নেই।
বর্তমানে দেশে রাজিৈতক পরিস্থিতি তীব্র সংকটের মুখে রয়েছে। এই সংকট তীব্র রুপ সংঘাত বার বার ফিরে আসছে।
এই স্বৈরাচারী সরকার সহ যারা ক্ষমতায় আছেন তারাই এই সংকট তৈরী করছেন।
আগামীতে কেউঃ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে তার কোন নিশ্চয়তা নেই রয়েছে সংশয়।
আমরা বার বার সরকারকে সংযত হওয়ার আহবান জানাচ্ছি কিন্তু সরকার সে পথে হাটছে না।

আজ শনিবার বিকালে নগরীর কির্ত্তনখোলা মিলনায়ত সভা কক্ষে গন সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠান আয়োজন করেন।
গন সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি,কেন্দ্রীয় সদস্য আমজাদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন গন সংহতি আন্দোলনে বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুনর রসিদ মাহমুদ।

প্রধান আলোচক জুনায়েদ সাকি আরো বলেন আগামীতে গনতন্ত্র উদ্বারের জন্য সকলকে ঐক্যবদ্ব হওয়ার আহবান জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *