জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে সংসদ ভেঙ্গে দিতে হবে- বাম গনতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদকঃ আগামী জাতীয় সংসদের তফসিল ঘোষনার পূর্বে সংসদ ভেঙ্গে দিতে হবে,ধারাবাহিক লুটপাট-দূর্নীতি.কালোটাকার-পেশিশক্তির বিরুদ্বে রুখে দাঁড়ানো সহ ভোটাধিকারসহ গনতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন জোড়দার করার আহবান জানিয়ে সমাবেশ ও নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ।
আজ বুধবার বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গনতান্ত্রিক জোট বরিশালের সমন্বয়ক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রসিদ ফিরোজ,সিপিবি কেন্দ্রেীয় কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য আহসান হাবীব লাবলু,ইউনাইটেড কমিউনিস্টলীগ সাধারন সম্পাদকমোসাররফ হোসেন নান্নু,বাসদ কেন্দ্রীয় মাক্সবাদ সদস্য আলমগীর হোসেন দুলাল,বরিশাল বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,গন সংহতী আন্দোলন বরিশাল সদস্য সচিব হারুনর রসিদ মাহমুদ,কমরেড সাইদুর রহমান,বরিশাল কমিউনিস্ট পাটি জেলা সভাপতি এ্যাড. একে আজাদ।
বক্তরা এসময় বলেন বর্তমান সরকারের মন্ত্রীরা বলেন সুস্ট ধারায় নির্বাচন হলে নাকি দেশে কয়েক লাখ মানুষ মারা যাবে কেন এত দেশের মানুষ মারা যাবে তারাতো দেশে উন্নয়নের মহা সড়কে নিয়ে গেছে।
সরকারের মন্ত্রীরা এসব অপপ্রচার চালিয়ে নতুন করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে পুনরায় ক্ষমতা অবৈধভাবে দখল করতে চায়।
বক্তারা বলেন দেশের মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে চায় তার জন্য নির্বাচন কমিশন ভেঙ্গে দিয়ে নতুন কমিশনের মাধ্যমে নির্বাচন আদায় করার জন্য সকলকে ঐক্যবদ্ব হয়ে প্রতিবাদ করার আহবান জানান।
এর পূর্বে নগরীতে বিভিন্নস্থান থেকে খন্ড খন্ড মিছিল নগরী প্রদক্ষিন করে সমাবেশ স্থলে এসে হাজির হয়।

বরগুনার তালতলীতে কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

মো.মিজানুর রহমান নাদিম,তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার আলীর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নাশক ট্যাবলেট খেয়ে বুধবার বিকেলে অর্ধশাতিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। অসুস্থদের মধ্যে মুমুর্ষ অবস্থায় ১৭ জনকে আমতলী ও তালতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার আলীর বন্ধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বিকেল  সাড়ে ৩ টার সময় স্বাস্থ্য সহকারী মো: শোহেল মিয়া শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য ওই বিদ্যালয়ে উপস্থিত হন। তিনি বিকেল সাড়ে ৩ টার সময় তৃতীয়, চতুর্থ ও ৫ম শ্রেণির শিশুদের মাঝে ট্যাবলেট বিতরন করেন। বিতরন করা এ ট্যাবলেট শিক্ষার্থীরা খাওয়া মাত্র একে একে প্রায় অর্ধশতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। তারা বমি ও পাতলা পায়খানার এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পরেন। এসময় শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে ছুটে আসতে থাকেন। এক পর্যায়ে তারা এ্যাম্বুলেন্সর মাধ্যমে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় আমতলী ও তালতলী হাসপাতালে ভর্তি করেন। তালতলী হাসপাতালে ভর্তিরা হচ্ছে মাফিয়া ৫ম শ্রেণি, সুমাইয়া ৫ম শ্রেণি, লাশিয়া ৪র্থ শ্রেণি, রিয়া মনি ৪র্থ শ্রেণি, রাইসা মনি ৫ম শ্রেণি, শিরিনা ৫ম শ্রেণি,ফাতেমা বেগম ৫ম শ্রেণি, জান্নাতি ৫ শ্রেণি, রাব্বি ৪র্থ শ্রৈণি, সুমাইয়া ৪র্থ শ্রেণি, রাকিব ৪র্থ শ্রেণি, কলি ৩ য় শ্রেণি, আবুবক্কর ৪র্থ শ্রেণি, সুমাইয়া ৩য় শ্রেণি। আমতলী হাসপাতালে ভর্তিরা হচ্ছে তানিয়া বেগম ৫ম শ্রেনি, সুমাইয় বেগম ৫ম শ্রেণি ও ইমা বেগম ৫ম শ্রেণি । অসুস্থ শিক্ষার্থী তানিয়া, জান্নাতী ও আবু বক্কর জানান, কৃমি নাশক ট্যাবলেট খাওয়ার  পরই আমরা বমি ও পাতলা পায়খানা করে মারাত্মক অসুস্থ হয়ে সকলে মাটিতে লুটিয়ে পরি। এসময় স্যারেরা এসে আমাদের উদ্ধার করে। অভিবাবক সুমাইয়ার মা সাদিয়া বেগম জানান, অসুস্থতার খবর পেয়ে স্কুলে উপস্থিত হয়ে প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থীদের মাটিতে লুটিয়ে পরতে দেখি।
আলীর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন মোবারক জানান, খালি পেটে কৃমি নাশক ট্যাবলেট খায়ানোর পর একাধিক শিশুরা বমি ও পাতলা পায়খানা করে মারাত্মক অসুস্থ হয়ে পরে। অসুস্থদের মধ্যে মুমুর্ষ অবস্থায় ১৩ জনকে তালতলী ও ৩ জনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (তালতলীর অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত) ডা: শংকর প্রশাধ অধিকারী জানান, ১-৭ অক্টোবর পর্যন্ত কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ চলছে। এই কৃষি নিয়ন্ত্রন সপ্তাহের আওতায় স্কুল শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। বাচ্চাদের খালি পেটে ট্যাবলেট খাওয়ানোর ফলে তারা অসুস্থ হয়ে পড়েছে। তবে অনেকেই আবার দেখা দেখির কারনে অসুস্থ হয়েছে। চিকিৎসায় এরা সুন্থ হয়ে যাবে। তবে খালি পেটে ট্যাবলেট খাওয়ানো ঠিক হয়নি। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম। হাসপাতাল কর্তপক্ষকে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে।

কলাপাড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

মোঃ আরিফ বিল্লাহ নাছিম: উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমানের নির্দেশনায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসার অষ্টম শ্রেণির ওই ছাত্রী। বুধবার দুপুরে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের দুলাল চৌকিদারের মেয়ে নয়াপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছাবিনার বিয়ের আয়োজন চলছিল। এ খবরটি বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এর সিএএসআর প্রকল্পের স্পন্সরশীপ অফিসার মোঃ আরিফুল ইসলাম জানতে পারেন। তিনি বিষয়টি ইউএনওকে জানান। ইউএনও তাৎক্ষণিক লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপনকে বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেন। তপন বিশ্বাস দুই ইউপি সদস্য ও চৌকিদারসহ ছাবিনার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন। আইনের নির্দেশনা সম্পর্কে অবগত করান। এসময় সাবিনার বাবা দুলাল চৌকিদারের কাছ থেকে মুচলেকা আদায় করে বিয়ে বন্ধ করে দেন।

পর্যটকদের মন কাড়ছে বরিশালের শাপলা বিল

আকিব মাহমুদ, বরিশালঃ “তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন” বিখ্যাত শিল্পী সুবীর নন্দীর কন্ঠে গাওয়া এই গান মন ছুয়ে যায় প্রেমিক প্রেমিকার হৃদয়। ঠিক তেমনি করেই শুধু মন নয় দুচোখ ছুয়ে ছাপিয়ে যায় বরিশালের উজিরপুরের লাল শাপলা। বরিশাল শহর থেকে থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের উজিরপুর উপজেলার সাতলা বিলে দেখা মিলবে চোখজুড়ানো এমন দৃশ্যের। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা। অপরুপ এ সৌন্দর্য উজিরপুরের উত্তর সাতলা গ্রামের প্রায় এক হাজার ছয় শত হেক্টর জমি জুড়ে ছড়িয়ে আছে। আগাছা আর লতা-পাতায়, বিলের কোটি কোটি শাপলা, চোখ জুড়ায় পথচারিদের। বিলের যত ভেতরে যাওয়া যায়, ততই বাড়তে থাকে লালের আধিক্য। এ যেন এক শাপলার রাজ্য। এ বিলে ঠিক কবে থেকে, শাপলা জন্মাতে শুরু করেছে তা নিয়ে নেই সঠিক কোন তথ্য। তবে, স্থানীয় বয়স্কদের কাছ থেকে জানা যায় জন্মের পর থেকেই, এভাবে শাপলা ফুটতে দেখেছেন তারা। স্থানীয় সূত্রে জানা যায়,সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এ বিলে লাল শাপলা ফুল ফোটে। ঐতিহ্যবাহি এ শাপলা বিলের চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে যেন বাংলার এক মুখরিত “শাপলার সাম্রাজ্য”। দূর থেকে সবুজের মধ্যে লাল রং দেখে দুরূহ হয়ে উঠার মতো অবস্থা। দূরত্ব কমার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ফুলের অস্তিত্ব। আগাছা আর লতা পাতায় ভরা বিলের পানিতে ফুটন্ত লাল শাপলা সত্যিই সৌন্দর্যের এক লীলাভূমি। নৈসর্গিক সৌন্দর্যের ফুটন্ত লাল শাপলা দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। মনোমুগ্ধকর সাতলা বিলের শাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ভ্রমন পিপাসু প্রকৃতি প্রেমিরা। শাপলার বিলে ঘুরতে আসা নাদিয়া,নীলিমা,রুপাসহ বেশ কয়েকজন নারী পর্যটক অভিযোগ করে বলেন এখানে এসে মন ভরে গেছে, কিন্তু কোথাও পয়ঃনিষ্কাশন ব্যাবস্থা না থাকায় নারী পর্যটকদের বিপাকে পরতে হয়েছে। সাইফুল নামে আরেক পর্যটক জানান, এখানে পর্যটকদের জন্য ভাল মানের কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই, ফলে আমাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, মূলত এই বিলটি একটি প্রত্যন্ত অঞ্চলের বিল হিসেবেই পরিচিত ছিল এতদিন, কিন্তু বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেলে সংবার প্রকাশের ফলে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে মাত্র কয়েকবছর আগে। ফলে স্থানীয়রা এখনো সেরকমভাবে উদ্যোগ নিতে পারেনি। তবে কেউ কেউ উদ্যোগ নিয়ে এবছর ছোটখাটো রেস্তোরা খুলেছে। তিনি আরো বলেন, ব্যক্তিগত উদ্যোগের চেয়েও শাপলার বিলের ব্যাবস্থাপনার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। এব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, ইতিমধ্যেই উজিরপুরের শাপলা বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষনা করা হয়েছে। শাপলার বিলকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

মডেলঃ সাবরিনা নিশা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া চালু

বরিশাল বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া চালু করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক আনুষ্ঠানিক ভাবে ক্যাফেটেরিয়াটি চালু করেছেন।আজ ২ অক্টোবর ২০১৮ তারিখ দুপুর ১২ টায় ফিতা কেটে ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন উপাচার্য । এসময় বিভিন্ন অনুষদের ডিন, বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, প্রক্টর, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, পরিচালকগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তরপ্রধান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, টিএসসির পরিচালক,নির্বাহী প্রকৌশলী এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক(অ.দা), টিএসসির সহকারী পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাফেটেরিয়াটি তোমাদের তাই এটিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্বও তোমাদের। উপাচার্য ক্যাফেটেরিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। উল্লেখ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭ বছর পরে বর্তমান উপাচার্যর আন্তরিকতা ও প্রচেষ্টায় কেন্দ্রিয় ক্যাফেটেরিয়াটি চালু হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে। এদিকে বিকেলে উপাচার্যর উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালিত হয়।

মহীপুরের সড়কে নরক যন্ত্রনা

মোঃ আরিফ বিল্লাহ নাছিমঃ পটুয়াখালীর মহিপুরের সদর ইউনিয়নের মহিপুর বাজার হতে নজিবপুর এবং কাটাভারানী পর্যন্ত প্রায় ১০কি.মি. সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকায় প্রায় ১৫টি গ্রামের মানুষের দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের চলমান এ ভোগান্তি নিরসনে এলকাবাসী দাবী জানিয়ে সমস্যার সমাধানে উদাসীন সংশ্লিস্ট কর্তৃপক্ষ। এমন দাবী ভূক্তোভোগী মানুষের।

সরজমিনে দেখা যায়, মহিপুর বাজার হতে কাটাভারানি পর্যন্ত ৫কি.মি বেবিবাধ সড়ক দিয়ে মহিপুর, বিপিনপুর, সেরাজপুর, লতিফপুর, নিজ শিববাড়িয়া, কাটাভারানি ও পার্শ্ববর্তী ডাবলুগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ মহিপুর থানা সদরে যাতায়াত করে থাকে। সড়কটির বিভিন্ন অংশে মাটি ক্ষয়ে সৃস্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। এ সড়কের মহিপুর বাজার হতে প্রায় ২কি.মি. ইট বিছানো ছিল। বর্তমানে তার চিহ্ন পর্যন্ত নেই। সামান্য বৃষ্টিতে কাদামাটিতে একাকার হয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একই অবস্থা মহিপুর বাজার হতে নজিবপুর পর্যন্ত প্রায় ৫কি.মি. সড়কের। বন্যা নিয়ন্ত্রণ বেবিবাধ এ সড়কের অধিকাংশ জায়গায় মাটি ক্ষয়ের ফলে বাধঁ হয়ে পড়েছে অপ্রশস্থ। স্থানীয়রা জানায়, বেড়িবাঁধের স্লোপে বসবাসকারী মানুষ তাদের প্রয়োজনে বেড়িবাঁধ থেকে মাটি কেটে নেয়ার ফলে এ দশায় পরিনত হয়েছে। এছাড়াও বেড়িবাঁধ নির্মাণের পর থেকে কোন সংস্কার কাজ না হওয়ায় চলাচলের উপযোগীতা হারানোসহ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে এ বেড়িবাঁধ সড়ক। বর্ষা হলে রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যায়।রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন হবে এমন প্রত্যাশায় এলাকাবাসী জানান, জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণের কথা বললেও তা এখনো কার্যকর হয়নি। মহিপুর ইউপি চেয়ারম্যান আ. সালাম আকন বলেন, এসব সড়ক সংস্কারের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু হবে।স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কলাপাড়া উপজেলা প্রকৌশলী আ. মন্নান জানান, বেড়িবাঁধগুলো পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। পানি উন্নয় বোর্ডের আওতায় এসব বেরিবাধ উচুকরণের কাজ চলমান রয়েছে।

বরিশালে দেড় বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ

নিজস্ব প্রতিবেদকঃ ঠিকাদারের গাফিলতি, খামখেয়ালীপনা আর নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে শুরু করা বরিশালের আগৈলঝাড়ার গৈলা বাজার থেকে চাঁদশী সংযোগ সড়ক পর্যন্ত জনগুরুত্বপূর্ন এক কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের কাজ দেড় বছরেও শেষ হয়নি। উন্নয়নের নামে সড়কের বেড খুড়ে যত্রতত্র খোয়া ফেলে রাখায় এলাকার লোকজনের চলাচলে চরম ভোগান্তি হলেও এলজিইডি বিভাগের কোন মাথা ব্যথা নেই। এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা মডেল ইউনিয়নের গৈলা বাজার থেকে চাঁদশী সংযোগ সড়ক পর্যন্ত পাঁকা করণের জন্য ১কোটি ২৪লাখ ৫৩হাজার ৬শ ৭২টাকা ব্যায়ে ২০১৭ সালের মার্চ মাসে টেন্ডার আহ্বান করে এলজিইডি বিভাগ। টেন্ডারে সেরনিয়াবাত ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে এলজিইডি বিভাগ থেকে কার্যাদেশ প্রদানের পর ওই বছর এপ্রিল মাসে কাজ শুরু করে ঠিকাদার। ঠিকাদার কাজটি নিজে না করে মধ্যশিহিপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য ঠিকাদার হানিফ সরদারের কাছে বিক্রি করে দেয়। ক্রয়কারী ঠিকাদার হানিফ সরদার কাজের শুরুতেই স্থানীয়দের আপত্তির মুখেও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেন। সড়কের বেড খুড়ে মাঝে মাঝে খোয়া দিয়ে দেড় বছর পর্যন্ত নির্মান কাজ ফেলে রাখেন তিনি। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজের শুরুতেই ঠিকাদার সড়কটি কার্পেটিংয়ের জন্য বিভিন্ন অংশে নিন্মমানের নির্মান সামগ্রী স্তুপ করে রাখে। কাজের তদারকির দ্বায়িত্বে থাকা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, নিম্ন মানের নির্মান সামগ্রী সাইট থেকে সরিয়ে নিতে ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে। ওই চিঠিতে ঠিকাদারকে দ্রুত কাজ সমাপ্ত করতেও নির্দেশ দেয়া হয়েছে। খুব শিঘ্রই ভাল মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ শুরু করা হবে বলেও জানান ওই উপ-সহকারী প্রকৌশলী।

বরিশালে প্রবীণ হিতৈষী দিবস পালন

ডেস্ক রিপোর্টঃ বরিশালে প্রবীণদের স্বরনে ও শ্রদ্বার মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষে আন্তর্জাতিক প্রবীন হিতৈষী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শেষ্ঠ প্রবীণদের ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।

আজ ১লা অক্টোবর সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস উপলক্ষে টাউন হল মঞ্চে বরিশাল হিতৈষী সংঘের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আখতার।
বিশেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজসেবা উপ-পরিচালক আল্ মামুন তালুকদার,বীর মুক্তিযুদ্বা এমজি কবীর ভুলু,শ্রেষ্ঠ প্রবীণ বরিশালের সাদা মনের মানুষ সমাজসেবক বিজয় কৃষ্ণ দে প্রমুখ।
এবারের প্রবীণ দিবস উপলক্ষে সরকারীভাবে বিজয় কৃষ্ণ দে,ফাতেমা বেগম,হাবিবুর রহমান ও বরিশাল সমাজসেবার পক্ষ থেকে মোঃ আতাউল্লাহ ও সামসুন্নাহারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন ও বরিশাল প্রবীন সংঘের নির্বাহী সদস্য আহসান উল্লাহ মইনুল।
এর পূর্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল চত্কবরে সে শেষ করে।

বরিশালে পুস্তক প্রকাশক ও বিক্রিতা সমিতির বিভাগীয় সম্মেলন

ডেস্ক রিপোর্টঃ বরিশালে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রিতা সিমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনব্যাপি নগরীর বগুড়ারোডস্থ রংধনু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুস্তক প্রকাশক ও বিক্রিতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি মো. আরিফ হোসেন (ছোটন)।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান সরকার জামাল,নেছার উদ্দিন হাওলাদার,নিরুপ সাহা নিরু,রতন চন্দ্র পাল,মো. এনায়েত করিম,কায়সার-ই-আলম প্রধান,শ্যামল পাল,মির্জা আলী আশরাফ কাসেম,কামরুল হাসান শায়ক,এম.শরিফ উল আলম,কাজী জহিরুল ইসলাম বুলবুল,কাজী শাহ আলম,এম আনায়ারুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চলনা করেন খন্দকার আমিনুল ইসলাম লিমন।

নিভুনিভু করছে রাজাপুরের আলেয়ার জীবনের আলো

রহিম রেজা, ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরের পশ্চিম চর ইন্দ্রপাশা গুচ্ছগ্রামের হতদরিদ্র অসহায় জয়নাল হাওলাদারের স্ত্রী আলেয়া বেগমের (৫০) দু’পাসহ শরীরে চর্ম রোগ ও সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছেন। দীর্ঘ প্রায় চার বছর ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা করালেও কোন উপকারে আসেনি বরং অর্থ-সম্পদ হারিয়ে আজ পথে বসার উপক্রম হয়েছে। বর্তমানে আলেয়ার পরিবারের দিন কাটছে অর্ধাহানে অনাহারে। সর্বশেষ আলেয়ার চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের মেডিকেল এসিষ্ট্যান্ট ডাক্তার আব্দুল হাকিমের কাছে গেলে তিনি জরুরি ভিত্তিতে তাকে ভারতে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু আলোয়ার পরিবারের পক্ষে ভারতে নিয়ে চিকিৎসা করানো কোনভাবেই সম্ভব নয়, তাই দেশের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেছেন আলেয়ার পরিবার। আলেয়ার স্বামী দরিদ্র জয়নাল হাওলাদার জানান, তার তিন ছেলে ও এক মেয়েসহ ৮ সদস্যের পরিবার। নিজের জমি বা অন্য কোন আয়ের উৎস নেই। মাথা গোজার ঠাই হিসাবে উপজেলার পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রামের বাশতলা এলাকার গুচ্ছগ্রামে একটি ঘর পেয়েছেন। সেখানে থেকে তার দিনমজুরের কাজ করে সংসারের খরচ চালোতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও খেয়ে পড়ে ভালোই ছিলেন তার পরিবারটি। কিন্তু ৪ বছর আগে স্ত্রী আলেয়ার শরীরে এলার্জি ও দুই পায়ে দীর্ঘমেয়াদি একজিমা সোরিয়াসিসসহ নানা জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসা শুরু হয় আলেয়ার। দীর্ঘ চার বছর ধরে বরিশাল, ঢাকা, খুলনায় অনেক নামকরা চর্ম বিশেষজ্ঞ ডাক্তারসহ আরো অনেক ডাক্তার দেখিয়েছেন। পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। ডাক্তাররা রোগটির নাম বলেছেন দীর্ঘমেয়াদি একজিমা সোরিয়াসিস। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী অনেক ঔষধ খেয়েছেন। আজ পর্যন্ত কোন উপকার মেলেনি। দিন দিন তার রোগের সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ ৪ বছর চিকিৎসা করাতে গিয়ে স্থানীয় একাধিক লোকের কাছ থেকে ধার ও সুদে টাকা নিয়েছেন এবং একাধিক এনজিও’র কাছ থেকে লোন নিয়ে বর্তমানে জয়নাল পথে বসেছেন। আলেয়ার জন্য নিয়মিত ঔষধ কিনতে পাছেন না তিনি। আলেয়া ঘরে বসে দিনের পর দিন শরীরের অসহ্য যন্ত্রনায় কেঁদে কাটাচ্ছেন। বর্তমানে তার শরীর ফুলে গেছে। খাওয়া-যাওয়াও সঠিকভাবে করতে পারছেন না তিনি। জয়নাল আরো জানান, টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। আলেয়া বেগম জানান, বর্তমানে শরীরে এতো পরিমান জ¦ালা যন্ত্রনা শুরু হয়েছে যা সহ্য করা সম্ভব নয়। শরীর ফুলে উঠেছে, খেতে পারছেন না তিনি। এর চেয়ে মৃত্যু হলেও শান্তি হতো বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। আলেয়া বেগম সমাজের ধনী ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য ও দোয়া কামনা করেছেন। তাতে তিনি ভারত গিয়ে চিকিৎসার করিয়ে সুস্থ্যভাবে জীবন যাপন করতে পারেন। গত জুন মাসে তার শেষ চিকিৎসা করেন ঢাকা সিএমএইচ বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের মেডিকেল এসিষ্ট্যান্ট ডাক্তার আব্দুল হাকিম (অবঃ)। তিনি বলেছেন, আলেয়ার রোগের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র দেখে মনে হয়েছে যে, তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তার দু’পায়ে মারাত্মক ইনফেকশন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ভারত গিয়ে এ রোগের চিকিৎসা করাতে প্রায় ২ লাখ টাকা লাগতে পারে বলে ডাক্তার আব্দুল হাকিম ধারনা করছেন। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। এক সময় এ রোগ তার দুই পা থেকে সমস্ত শরীরে ছড়িয়ে পরবে। দ্রুত তার চিকিৎসা না হলে এক সময় এ রোগে মারাও যেতে পারেন আলেয়া। এমতাবস্থায় অসহায় আলেয়ার ও নিরুপায় সন্তানরা সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আন্তরিক সহযোগীতা ও সাহায্য কামনা করেছেন। অসহায় আলেয়ার চিকিৎসার সাহায্য বা যোগাযোগ করুন, জয়নাল হাওলাদার-০১৮৬০০৫৬৯০৯ (বিকাশ ব্যক্তিগত) ও রাজাপুর সোনালী ব্যাংক শাখার সঞ্চয়ী হিসাব নং-৮৯৭৬।