বরিশালে প্রবীণ হিতৈষী দিবস পালন

ডেস্ক রিপোর্টঃ বরিশালে প্রবীণদের স্বরনে ও শ্রদ্বার মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষে আন্তর্জাতিক প্রবীন হিতৈষী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শেষ্ঠ প্রবীণদের ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।

আজ ১লা অক্টোবর সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস উপলক্ষে টাউন হল মঞ্চে বরিশাল হিতৈষী সংঘের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আখতার।
বিশেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজসেবা উপ-পরিচালক আল্ মামুন তালুকদার,বীর মুক্তিযুদ্বা এমজি কবীর ভুলু,শ্রেষ্ঠ প্রবীণ বরিশালের সাদা মনের মানুষ সমাজসেবক বিজয় কৃষ্ণ দে প্রমুখ।
এবারের প্রবীণ দিবস উপলক্ষে সরকারীভাবে বিজয় কৃষ্ণ দে,ফাতেমা বেগম,হাবিবুর রহমান ও বরিশাল সমাজসেবার পক্ষ থেকে মোঃ আতাউল্লাহ ও সামসুন্নাহারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন ও বরিশাল প্রবীন সংঘের নির্বাহী সদস্য আহসান উল্লাহ মইনুল।
এর পূর্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল চত্কবরে সে শেষ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *