বরিশালে দেড় বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ

নিজস্ব প্রতিবেদকঃ ঠিকাদারের গাফিলতি, খামখেয়ালীপনা আর নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে শুরু করা বরিশালের আগৈলঝাড়ার গৈলা বাজার থেকে চাঁদশী সংযোগ সড়ক পর্যন্ত জনগুরুত্বপূর্ন এক কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের কাজ দেড় বছরেও শেষ হয়নি। উন্নয়নের নামে সড়কের বেড খুড়ে যত্রতত্র খোয়া ফেলে রাখায় এলাকার লোকজনের চলাচলে চরম ভোগান্তি হলেও এলজিইডি বিভাগের কোন মাথা ব্যথা নেই। এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা মডেল ইউনিয়নের গৈলা বাজার থেকে চাঁদশী সংযোগ সড়ক পর্যন্ত পাঁকা করণের জন্য ১কোটি ২৪লাখ ৫৩হাজার ৬শ ৭২টাকা ব্যায়ে ২০১৭ সালের মার্চ মাসে টেন্ডার আহ্বান করে এলজিইডি বিভাগ। টেন্ডারে সেরনিয়াবাত ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে এলজিইডি বিভাগ থেকে কার্যাদেশ প্রদানের পর ওই বছর এপ্রিল মাসে কাজ শুরু করে ঠিকাদার। ঠিকাদার কাজটি নিজে না করে মধ্যশিহিপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য ঠিকাদার হানিফ সরদারের কাছে বিক্রি করে দেয়। ক্রয়কারী ঠিকাদার হানিফ সরদার কাজের শুরুতেই স্থানীয়দের আপত্তির মুখেও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেন। সড়কের বেড খুড়ে মাঝে মাঝে খোয়া দিয়ে দেড় বছর পর্যন্ত নির্মান কাজ ফেলে রাখেন তিনি। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজের শুরুতেই ঠিকাদার সড়কটি কার্পেটিংয়ের জন্য বিভিন্ন অংশে নিন্মমানের নির্মান সামগ্রী স্তুপ করে রাখে। কাজের তদারকির দ্বায়িত্বে থাকা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, নিম্ন মানের নির্মান সামগ্রী সাইট থেকে সরিয়ে নিতে ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে। ওই চিঠিতে ঠিকাদারকে দ্রুত কাজ সমাপ্ত করতেও নির্দেশ দেয়া হয়েছে। খুব শিঘ্রই ভাল মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ শুরু করা হবে বলেও জানান ওই উপ-সহকারী প্রকৌশলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *