বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া চালু

বরিশাল বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া চালু করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক আনুষ্ঠানিক ভাবে ক্যাফেটেরিয়াটি চালু করেছেন।আজ ২ অক্টোবর ২০১৮ তারিখ দুপুর ১২ টায় ফিতা কেটে ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন উপাচার্য । এসময় বিভিন্ন অনুষদের ডিন, বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, প্রক্টর, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, পরিচালকগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তরপ্রধান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, টিএসসির পরিচালক,নির্বাহী প্রকৌশলী এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক(অ.দা), টিএসসির সহকারী পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাফেটেরিয়াটি তোমাদের তাই এটিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্বও তোমাদের। উপাচার্য ক্যাফেটেরিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। উল্লেখ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭ বছর পরে বর্তমান উপাচার্যর আন্তরিকতা ও প্রচেষ্টায় কেন্দ্রিয় ক্যাফেটেরিয়াটি চালু হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে। এদিকে বিকেলে উপাচার্যর উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *