বরিশালে ধর্ষন চেষ্টা মামলা থেকে রেহাই পেতে বাল্য বিয়ে!

শামীম আহমেদঃ বরিশাল জেলার হিজলা থানাধীন চরদূর্গাপুরে ধর্ষন চেষ্টার মামলা থেকে বাঁচতে বাল্য বিয়ে সম্পন্ন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,হিজলা উপজেলার চরদূর্গাপুরের বাসিন্দা ইউসুফ বেপারীর কন্যা সুরমা (১৬) চলতি বছর জুলাই মাসের ২৪ তারিখ নানা মৃতঃ আব্দুর মন্নার তালুকদারের বাড়িতে বেড়াতে যায়। ঐ দিন রাত আনুমানিক ১০ টায় সুরমা তার নানির সাথে প্রকৃতিক ঢাকে সাড়া দিতে দরজা খুলে ঘরের বাহিরে গেলে এই সুযোগে একই এলাকার সহিদ দেওয়ানের পুত্র রহমতউল্লাহ দেওয়ান সকলের অগচরে খোলা দরজা দিয়ে সুরমার রুমে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরবর্তীতে ঘরে ফিরে সুরমার নানি ঘুমিয়ে পড়লে রহমতউল্লাহ খাটে শায়িত সুরমাকে জড়িয়ে ধরে এবং ধর্ষনের চেস্টা চালায়। এসময় সুরমা নিজেকে বাঁচাতে ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসার সুযোগে রহমতউল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে সুরমার বাবা ইউসুফ ব্যাপারী রহমতউল্লাহ পরিবারকে জানালে তারা কোন কর্নপাত না করায় গত ২৬ জুলাই সুরমার বাবা রহমতউল্লাহকে আসামী করে হিজলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। এদিকে নিজেকে ধর্ষন চেষ্টা মামলা থেকে বাঁচাতে অভিযুক্ত রহমতউল্লাহ দেওয়ান মাত্র দু’দিন পর ২৮ জুলাই বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা তথ্য প্রদান করে এ্যাড.মো: মাইনুদ্দিন ডিপটির মাধ্যমে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে দূর্গাপুর নিবাসী শফিক শিকদারের মেয়ে লামিয়া আক্তারকে বিয়ে করে যেখানে লামিয়া আক্তারের বয়স উল্লেখ করা হয়েছে ১৯ বছর। কিন্তু ২ নং মেমানিয়া ইউনিয়ন পরিষদ থেকে গত ২৬/৪/১৬ তারিখ ইস্যুকৃত জন্ম নিবন্ধন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ পত্রে দেখা যায় যে লামিয়ার জন্ম ২ হাজার ৬ সালের ১২ জুন। সেই হিসেবে বর্তমানে লামিয়ার বয়স মাত্র ১২ বছর। এঘটনায় ইউনিয়ন জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার এক জন প্রতিনিধি জানান,নিজেদের বাঁচাতে লম্পট রহমতউল্লার পরিবার একের পর এক অন্যায় কাজ করে চলছে। এমনকি তারা আদালতে মিথ্যা তথ্য সরবরাহ করে বাল্য বিয়ের মত একটি জঘন্য অপরাদ সম্পন্ন করেছে। ভুক্তভোগী সুরমার পরিবার ন্যায় বিচার পেতে আদালত থেকে শুরু করে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বঙ্গবন্ধুর খুনিদের বিএনপি চাকরি দিয়ে পুরস্কৃত করেছে-আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে বাউফল উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত দোয়া মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তিতায় জাতীয় সংসদের চীফ হুইপ, পটুয়াখালী -২ (বাউফল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ.স.ম ফিরোজ বলেন যার নির্দেশে ৩০ লক্ষ লোক যুদ্ধে জিবন দিয়েছেন, ২ লক্ষ্য মা-বোনের ইজ্জ্বত দিয়েছেন সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে কিছু সংখ্যক কুলাঙ্গার যারা পাকিস্তানের ভাব ধারায় যারা বাংলাদেশে অবস্থান করেছিল তারা ৭৫এর এই দিনে হত্যা করেছে। শুধু বঙ্গবন্ধুকে নয় তার পরিবারের সবাইকে নির্মম ভাবে হত্যা করেছে।
এসময় তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, যারা আত্মস্বীকৃত খুনি তাদের বিএনপি চাকরি দিয়ে পুরস্কৃত করেছেন।
বিএনপি আইন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করে দিয়েছেন।
উক্ত দোয়া মিলাদ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। বাউফল উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন। বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। বাঊফল উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম ফারুক। চীফ হুইপের এপিএস আনিসুর রহমান। বাউফল পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

 

বঙ্গবন্ধুর সমাধিতে জাকশিপের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্টঃ ২৭১ কলেজ জাতীয়করণ করায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে জাতীয়কৃত শিক্ষক পরিষদ গতকাল শ্রদ্ধা জানান। এসময় জাকশিপ আহবায়ক মো:ফারুক হোসেন মৃধার বলেন ২৭১ টি কলেজ একত্রে সরকারিকরণ করে একটি যুগান্তকারী দৃষ্টান্ত স্হাপন করলেন যার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক ইতিহাস রচিত হলো ।এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আকাঙ্খা পুরন হয়েছে। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় উপস্হিত ছিলেন যুগ্ম আহবায়ক, টি আই এম কামরুল আলম মিঞা, যুগ্ম আহবায়ক মো: ইসমাইল হোসেন যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক মো: ফজলুল হক যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল আলিম বিশ্বনাথ দাস,আবু তালেব হাওলাদার,কে এম মাজহারুল হক, এস এম মোশারফ হোসেন, আবুল কালাম আজাদ, আতিকুর রহমান,মিজানু রহমান, এছাড়াও অনেকে উপস্হিত ছিলেন।

‘কোনো পোলিং এজেন্টকে বাধা দেয়ার সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদকঃ জানিয়েছেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার বেলা সাড়ে তিনটা থেকে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় । আজ রবিবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। রিটার্নিং কর্মকর্তা বলেন, ঢাকা থেকে আমাদের নিজস্ব পর্যবেক্ষক আসছেন। তারা সার্বিক পরিস্থিতি কিছুক্ষণ পর পর্যবেক্ষণ করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা জানান, শনিবার পর্যন্ত যেসব অভিযোগ পাওয়া গেছে সেসবের কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিছু পাওয়া যায়নি। যেগুলোর সত্যতা পাওয়া গেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পোলিং এজেন্টের বিষয়ে তিনি বলেন, ‘কোনো পোলিং এজেন্টকে বাধা দেওয়ার সুযোগ নেই। বিষয় হচ্ছে অনেক প্রার্থী পোলিং এজেন্টই দেন না। সে বিষয়টাও আমরা খেয়াল করছি। এদিকে সকাল থেকেই বরিশাল নগরের এলাকাগুলোতে টহল দিচ্ছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। এছাড়া নগরের পয়েন্ট থেকে বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

বরিশাল সিটি নির্বাচন: ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জামদী

নিজস্ব প্রতিবেদকঃ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আজ সোমবার ৩০ জুলাই বরিশাল সিটি করর্পোরেশন (বিসিসি) ভোট। এখন শুধু ভোট দেওয়ার অপেক্ষা ভোটররা। প্রার্থীরা বলেন শঙ্কা-উৎসবের ভোট কাল ৩০ জুলাই। রোববার সকাল থেকেই বরিশালে সুনসান নীরবতা বিরাজ করছে। টানা কদিনের জমজমাট প্রচারণা শেষে সবই যেন থমকে আছে আজ ৩০ জুলাই নির্বাচনের জন্য। তবে রবিবার দিবাগত রাতে কৌশলী প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। বরিশাল সিটিতে মোট ৬ জন মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার তাদের ভোট দিয়ে আজ নগর পিতা নির্বাচিত করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। এরমধ্যে ৪টি ওয়ার্ডের ১টি কেন্দ্রে ৭৮টি বুথে ভোট গ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে। ১২৩টি কেন্দ্রের মধ্যে ৫০টি অধিক গুরুত্বপূর্ন (ঝুঁকিপূর্ণ) ও ৬২টি গুরুত্বপূর্ণ এবং ১১টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশের বিশেষ শাখা। অধিক গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে পুলিশ, এপিবিএন এবং আনসার মিলিয়ে ১৪ জন সশস্ত্রসহ মোট ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রে ১২ জন সশস্ত্র পুলিশ, এপিবিএন ও আনসারসহ মোট ২২ জন সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন। কেন্দ্রে দায়িত্ব পালন ছাড়ও পুলিশের একাধিক দলকে টহল দায়িত্ব পালনের পাশাপাশি রিজার্ভ এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর ও অনাকাঙ্খিত ঘটনার বিচারের জন্য ১০ জন নির্বাহী এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া ১৯ প্লাটুন বিজিবি ছাড়াও র‌্যাবের ৩৫টি টহল দল ও সাদা পোশাকধারীসহ প্রায় সাড়ে ৩শ সদস্য কেন্দ্রের বাইরে নির্বাচনী এলাকায় দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এছাড়া সকালে বরিশাল জেলা পুলিশ লাইন থেকে দুর-দুরান্ত থেকে আসা আনসার সদস্যদেরকে অস্ত্র(হাতিয়ার) সরবরাহ করা হয়।
অন্যদিকে নগরীর নথুল্লাবাদ প্রধান নির্বাচন কার্যলয় থেকে ১২৩টি ভোট কেন্দ্রের জন্য দেয়া হয়েছে ভোটের বক্স,অমোচনীয় কালি,ব্যালট পেপার সহ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ব্যবহিত যাবতীয় সরঞ্জামদী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার সহ নিরাপত্তা থাকা পুলিশ ও আনসার সদস্যদের হাতে এসব তুলে দেন।

বরিশাল সিটি নির্বাচনে বিজিবির টহল শুরু

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশেন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিজিবি সদস্যরা নগরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। এরপাশাপাশি র‌্যাব-পুলিশের সদস্যরাও তাদের টহল অব্যাহত রাখার পাশাপশি তাদের যেসব ভোট কেন্দ্রে দায়ীত্ব পালন করার জন্য দেয়া হয়েছে তারা সেসব বুঝে নিতে শুরু করেছে বলে জানিয়েছেন বিসিসি রিটানিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান তালুকদার।
এছাড়া শনিবার শ্রাবনের বৃষ্টি মাথায় বহন করে নগরীর বিভিন্ন সড়কে বিজিবি ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব মোটর সাইকেল নিয়ে মহড়া প্রদর্শন করতে দেখা গেছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৯ জন বিচার বিভাগীয় (জুডিশিয়াল) হাকিম ও ৫৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি নির্বাচনে অপ্রিতীকর যেকোন ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশালে ৪ শত সদস্যের ১৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। এরমধ্যে ১৫ প্লাটুন মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্ব প্লাটুন করবেন। পাশাপাশি ৪ প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হবে, যারা বিশেষ প্রয়োজনে বের হবেন। অপরদিকে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান,তাদের প্রায় ৩ শত সদস্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে কাজ করবেন। যার মধ্যে ৩০ টি টিম স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ৪ টি টিম রিজার্ভ রাখা হবে। এরইমধ্যে র‌্যাবের টহল নগরজুড়ে অব্যাহত রয়েছে পাশাপাশি নগরের প্রবেশদ্বারে ৩ টি চেকপোষ্ট বসানো হয়েছে। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানাগেছে, নির্বাচনে পুলিশের ২ হাজারের ওপর সদস্য দায়িত্ব পালন করবেন। মোট সদস্যের মধ্যে ২ হাজার ১৩ জন পুলিশ ও ১৫৬ জন আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্য রয়েছে। এছাড়াও আনসারের ২হাজার ১৫৯ সদস্য কাজ করবে। যাদের মধ্যে ৪৩৭ জন ব্যাটেলিয়ান আনসার রয়েছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দুই লাখ ৪২ হাজার ১৬৬ ভোটার১২৩টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। যারমধ্যে ১১২টিকেই ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ন) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে।

বরিশাল সিটি নির্বাচনে সংশ্লিষ্টদের কারো কাছে নতি স্বীকার করা চলবে না- ইসি

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেছেন,বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কাজে জড়িতদের কারে কাছে মাথা নত করা চলবে না।
আমার এ নির্দেশ দেয়া সত্বেও কেউ যদি কাজে গাফেলিতার প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্বে ১৯৯২ সালের নির্বাচনী বিধি বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকালে বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় সৌজন্য বক্তব্য কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ নুরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডি.আই.জি শফিকুল ইসলাম(পিপিএম বিপিএমবার),বরিশাল মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান,বরিশাল র‌্যাব (৮)এর সিইও অতিরিক্ত ডি.আই.জি আতিকা ইসলাম.বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম,বরিশাল স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ বরিশালে কর্মরত সরকারী সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার আরো বলেন, বরিশালের এবারের সিটি নির্বাচনে গুরুত্ব একটু বেশী থাকায় নির্বাচন পর্যবেক্ষনের জন্য আমি অবস্থান করব।
তাই প্রশাসনের সদস্যরা যে যেখানেই দায়ীত্ব পালন করবেন তা সঠিকভাবে পালন করার আহবান জানান তিনি।

 

কোন বাহিনীর নিয়ন্ত্রনে ভোট নয়- আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান , বাউফল: নির্বাচন আসবে , নিবার্চন হবে, এই নিবার্চনে জনগণ ভোট দিয়ে নেতা নিবার্চন করবে। কোন বাহিনীর নিয়ন্ত্রনে বা কোন বাহিনীর ইঙ্গিতে আমরা নিবার্চিত হতে চাই না। অমি রাজনীতিবিদ , আমি চাই- যদি আমি ভাল কাজ করে থাকি তাহলে জনগণ আমাকে ভোট দিবে এবং আওয়ামীলীগকে ভোট দিবে।
‘কোন বাহিনীর নিয়ন্ত্রনে ভোট নয়, জনগনই আমাদের বাহিনী ’।
জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৮ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুলাই) , সকাল ১১টার দিকে বাউফল উপজেলা চত্ত্বরে র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত করন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন জাতীয় সংসদের চীফ হুইপ ও স্থানীয় সংসদ আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি)।
এসময় তিনি জেলেদের অবরোধ চলাকালীন সময় মাছ শিকারের জন্য নিষেধ করেন।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ রেহেনা মোতালেব। সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। বাউফল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম । চীফ হুইপ’র এপিএস আনিসুর রহমান। নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও বাউফল উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ইব্যাহিম ফারুক। বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষায়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া ।

আলোচনা সভায় নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক তার বক্তাব্যে বলেন, অবরোধের সময় আমাদের জেলেরা মাছ ধরার জন্য উম্মাদ হয়ে যায। যার জন্য আজ নদীতে মাছ নেই, ইলিশের জন্য হাহাকার। এর সাথে কিছু উসৃংখল মৎস্য ব্যবসায়ীরা জড়িত।
মহিলা ভাইস- চেয়ারম্যান রেহনো মোতালেব বলেন, নেতা ( আ.স.ম ফিরোজ) আপনি নেত্রীর আস্থাভাজন, আপনি নেত্রীকে বলবেন কারেন্ট জাল না পুড়িয়ে কারখানা যেনো বন্ধ করে দেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন , উপজেলার কালাইয়া ইনিয়নের সফল মৎস্য চাষী মোঃ শহিদুল ইসলাম ও মদনপুরা ইউনিয়নের নারী মৎস্য চাষী নাইমা ইসলাম । তারা তাদের সফলতার কথা সকলের সামনে তুলে ধরেন এবং সকলকে মাছ চাষে উদ্বুদ্ধ করেন ।