বরিশাল সিটি নির্বাচনে সংশ্লিষ্টদের কারো কাছে নতি স্বীকার করা চলবে না- ইসি

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেছেন,বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কাজে জড়িতদের কারে কাছে মাথা নত করা চলবে না।
আমার এ নির্দেশ দেয়া সত্বেও কেউ যদি কাজে গাফেলিতার প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্বে ১৯৯২ সালের নির্বাচনী বিধি বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকালে বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় সৌজন্য বক্তব্য কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ নুরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডি.আই.জি শফিকুল ইসলাম(পিপিএম বিপিএমবার),বরিশাল মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান,বরিশাল র‌্যাব (৮)এর সিইও অতিরিক্ত ডি.আই.জি আতিকা ইসলাম.বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম,বরিশাল স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ বরিশালে কর্মরত সরকারী সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার আরো বলেন, বরিশালের এবারের সিটি নির্বাচনে গুরুত্ব একটু বেশী থাকায় নির্বাচন পর্যবেক্ষনের জন্য আমি অবস্থান করব।
তাই প্রশাসনের সদস্যরা যে যেখানেই দায়ীত্ব পালন করবেন তা সঠিকভাবে পালন করার আহবান জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *