বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
রাস্তা পারাপারের সময় ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের নাম ফয়সাল গাজী(২৩)। গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের চান্দু গাজীর ছেলে সে। পেশায় ফয়সাল গাজী একজন ইলেক্ট্রিক ম্যান ছিলেন। জানা গেছে, আজ সোমবার সাড়ে বারোটায় গৌরনদী মেদাকুল গ্রামে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় ফয়সাল গুরুতর আহত হয়। এসময় ফয়সালকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলই পৌনে পাচটার দিকে ফয়সাল মারা যায়। এদিকে শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাষ্টার হাফেজ মোঃ আবুল কালাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ফয়সাল গাজীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন করেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ্

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের চার তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল-১ আসনের এম.পি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন তিনি।

কলেজের গভনিংবডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ.এম জয়য়নাল আবেদিন হাওলাদার, পৌর আওয়ামী লীগ সভাপতি মনির হেসেন মিয়া, বি.আর.ডি.বি সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মামুন মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে ফাতেহা ও দুরুদ শরীফ পাঠ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সহ সকল শহীদের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

কারাবন্দি খাদিজার নতুন জীবনের সূচনায় সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

বরিশাল প্রতিনিধি :
বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং জেলা প্রশাসনের আয়োজনে জামিনে মুক্তি পাওয়া একজন কয়েদির নতুন জীবনের সূচনার জীবিকা নির্বাহের জন্য জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর উদ্যোগে এবং অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির পক্ষ থেকে আজ ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।
মোসাঃ খাদিজা বেগম বয়স (৩৭) বাকেরগঞ্জ উপজেলায় কৃষ্ণকাঠী গ্রামের বাসিন্দা, স্বামী মোঃ শহীদুল ইসলাম। তাদের তিন মেয়ে দুই ছেলে নিয়ে ভালো ভাবেই তাদের সংসার জীবন চলছিলো। এবছর ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ হঠাৎ পুলিশ এসে তাকে ওসি সাহেবের ডেকেছে বলে বাকেরগঞ্জ থানায় নিয়ে যায় সেখানে তাকে অপহরণ মামলায় গেরেফতার দেখিয়ে থানা হাজতে আটক করে। পরে তারা যানতে পারেন বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের কাফিলা গ্রামের বাসিন্দা খলিলুর রহমান তার মেয়ে সানজিদার অপহরণের মামলা করেছে তার বিরুদ্ধে।
কিন্তু খাদিজা ও তার পরিবার সানজিদা ও তার পরিবারকে চেনেন না। খাদিজার বিরুদ্ধে মিথ্যা অপহরণের মামলা করা হয়েছে বলে খাদিজার দাবি। পরে খাদিজাকে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা কোর্টে চলমান আছে। এদিকে খাদিজার পরিবার খোঁজ খবর নিয়ে যানতে পারেন গত ১১ ফেব্রুয়ারি সানজিদা একই উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের বাসিন্দা সাইদুল ইসলামের সাথে পালিয়ে বিয়ে করেন সেই ঘটনাকে কেন্দ্র করে সানজিদার পিতা মিথ্যা অপহরণের মামলা করেন খাদিজার বিরুদ্ধে।
 আটকের পর সেখানে ৬ মাস ১৮ দিন কারাভোগ শেষে গত জুন মাসে জামিনে মুক্তি পান খাদিজা। কারাগারে এই ৬ মাসে খাদিজা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির মাধ্যমে সেলাই মেশিন চালানো প্রশিক্ষণ গ্রহণ করেন। কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে নিজে কিছু করবার প্রয়াস নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি সেলাই মেশিন চেয়ে আবেদন করেন। আজ জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার কারাবন্দি খাদিজার নতুন জীবনের সূচনায় খাদিজার হাতে একটি সেলাই মেশিন তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার, ইউনিসেফ চীফ বরিশাল এএইচ তৌফিক আহমেদ, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে। আজ সেলাই মেশিন পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন খাদিজা পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা অপহরণের মামলার দ্রুত সমাধান চেয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

বরিশালে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এ্যাডভোকেসি এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:
বরিশালে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে এ্যাডভোকেসি এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কথ্য অফিসের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল ইউনিসেফের চিফ এএইচ তৌফিক আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিরা।
এসময় অতিথিরা বলেন, দেশে করোনা সংক্রমণের প্রভাব মোকাবিলায় সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করেছে। সকল দপ্তরের সমন্বয়ে সমন্বিত কোভিড ব্যবস্থাপনার মাধ্যমে বরিশাল জেলা করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল কমিয়ে আনতে সক্ষম হয়েছে।

বরিশালে দুস্থ অসহায় মানুষের মাঝে সহায়তার চেক বিতরণ

বরিশাল প্রতিনিধি:
বরিশালে দুস্থ অসহায় ৩০ জন মানুষের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ কলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল ইউনিসেফের চীফ এএইচ তৌফিক আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে দাড়িয়েছে সরকার। এসময় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত অনুদানের ২ লাখ ২৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ৩০ জন দুস্থ অসহায় মানুষের মাঝে তুলে দেয়া হয়।

আমতলী মাছ ও কাচা বাজার আধুনিকায়ন অবকাঠামোর উদ্বোধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
এডিপির অর্থায়নে আমতলী পৌর মাছ ও কাচা বাজারের আধুনিকায়ন অবকাঠামো ও পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এ অবকাঠামোর উদ্বোধন করেন।
জানাগেছে, আমতলী পৌরসভার এডিপির অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পৌর মাছ ও কাচা বাজারের আধুনিকায়ন অবকাঠামো ও পুনঃনির্মানের উদ্যোগ নেয়। এ কাজ গত ১৫ সেপ্টেম্বর শেষ হয়। সোমবার এ অবকাঠামোর উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোঃ কাওসার হোসেন, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম মৃধা, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড, এইচএম মনিরুল ইসলাম মনি, মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান হিমু গাজী, পৌর সচিব মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার, পৌর কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, মোঃ হাবিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আহুরুজ্জামান আলমাস খান, ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হারুন অর রশিদ হাওলাদার, আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার মাষ্টার, জাহিদুল ইসলাম জুয়েল মধা ও আব্দুস সোবাহান লিটন প্রমুখ।

প্রধানমন্ত্রীর জন্মদিনে বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগরের কর্মসূচি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড: ছাদেকুল আরেফিন।শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।

৭ দফা দাবিতে তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন হাজারের অধিক শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ, কর্মবিরতি

আমতলী প্রতিনিধি।
বরগুনার তালতলীতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ৭ দফা দাবিতে পাওয়ার চায়নায় কর্মরত তিন হাজারের অধিক শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। একইসাথে দাবি না মানার কারণে কর্মবিরতির ঘোষণা দেয়।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) ব্যানারে আন্দোলন কর্মসূচি পালন করেন। এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ফটকে থেকে শুরু করে প্রথম ফটকে শ্রমিকরা কয়েক ঘন্টা মানববন্ধন, বিক্ষোভ ও দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি দেয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর প্রযন্ত  শ্রমিকরা ৩ দিনের সময় বেঁধে দিয়ে পাওয়ার চায়না কোম্পানির কাছে ৭ দফা দাবি জানিয়ে আসছিল তারা। সেখানে দাবি গুলো হলো, শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা ডিউটি করতে হবে ও অতিরিক্ত সময় ওভারটাইমের দ্বিগুণ মজুরি দিতে হবে। বিনা কারনে চাকরি থেকে ছাঁটাই ও প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি দিতে হবে এবং কাজ শেষে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। নামাজের স্থান, বিশুদ্ধ খাবার পানিসহ ৭ দফা দাবি ঘোষনা দেন। তিন দিনের মধ্যে দাবী না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে লিখিত দেন।  এই দাবি  মেনে না নেয়ায় সোমবার আন্দোলনে বিক্ষোভ কর্মসূচি করেন। পরে কর্মবিরতির ঘোষণা দেন।

বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) তালতলী শাখার সভাপতি মোঃ জাফর বলেন, গত তিনদিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ দাবি না মানায় কর্মবিরতির চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। তিন দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই শ্রমিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হয়েছে।

স্টিকোল কোম্পানির উৎপাদন ব্যাবস্থাপক মিঃ হাও দায়সারা বক্তব্য দিয়ে বলেন যদি পাওয়ার চায়না কোম্পানি শ্রমিকদের দাবি মানে তাহলে আমরাও দাবি মানবে।

ভোলায় মহানবীকে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

ভোলা প্রতিনিধি ॥ ভোলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি বিষোদগার ও কু-রুচিপূর্ণ আবমাননাকর মন্তব্যকারী গৌরাঙ্গ চন্দ্রদে’র সর্বোচ্চ শাস্তিসহ মহান আল্লাহ, রাসূল (সাঃ) ও ইসলাম নিয়ে কাটক্ষকারী তথা ইসলামধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশসহ ৩ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সংগঠনটির সভাপতি মাওলানা আবদুর রহমান খানের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে স্মারকলিপি তুলে দেন।
৩ দফা দাবিগুলো হলো- অনতিবিলম্বে আল্লাহ, রাসুল ও ইসলাম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে সংসদে আইন পাশ করতে হবে। গৌরাঙ্গ চন্দ্র দে’র বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ভোলাসহ সারাদেশে আল্লাহ, রাসুল ও ইসলাম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, সহ-সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ, মাওলানা মীর বেলায়েত হোসেন, মাওলানা আতাউর রহমান মোমতাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নূরুল আমিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক এইচ এম ইব্রাহীম, কার্যকরী সদস্য মাওলানা মোঃ আব্দুল লতিফ, মাওলানা মোঃ মাকসুদ উল্লাহ, মুহাদ্দিস আমীনুল হক নোমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে কর্তৃক ফেইসবুকের ম্যাসেঞ্জারে মহানবী (সঃ) কে অবমাননা করা হয়। এই ঘটনায় ভোলার তৌহিদি জনতা গৌরাঙ্গের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। এই ঘটনায় পুলিশ গৌরাঙ্গ কে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে ভোলায় নাগরিক সংলাপ

ভোলা প্রতিনিধি ॥ সামাজিক সুরক্ষা কর্মসূচীর সুষ্ঠু বাস্তবায়ন, উপকারভোগী বাছাই ও নির্বাচিত তালিকা-সংক্রান্ত সকল তথ্য সবার জন্য উন্মুক্ত এবং সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে ভোলায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক মোকাম্মেল হক মিলনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোফারেফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন তার বক্তব্যে বলেন, সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে উপজেলা নাগরিক ফোরাম ভোলার প্রত্যেকটি গ্রামে কাজ করে যাচ্ছে, যা একটি মহতি উদ্যোগ। সামাজিক কর্মসূচীর আওতায় উপকারভোগীরা যেন সঠিক সেবা পেতে পারে তার জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং প্রকৃত জেলেদের মাঝে সহায়তা অব্যাহত রেখেছেন।

তিনি আরো বলেন, ভোলা সদর উপজেলায় শতভাগ বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। এ পর্যন্ত ৪৪ হাজার লোককে বয়স্ক ভাতা কর্মসূচীর আওতায় আনা হয়েছে। এ কর্মসূচীতে দু’একটি মিসটেক হয়েছে, সেগুলোকেও আমরা অতি দ্রুত সংশোধন করে উপকারভোগীদের মাঝে ভাতা বিতরণ করবো। উপজেলা নাগরিক ফোরামের এ কার্যক্রমে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। তাদের সুযোগ-সুবিধা এবং সুপারিশগুলো আমরা গুরুত্ব সহকারে দেখবো।

বিশেষ অতিথি’র বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশের ন্যায় ভোলাতেও সামাজিক নিরাপত্তা আওতায় সুবিধাবঞ্চিতদের মাঝে ভাতা’র কার্যক্রম চলমান আছে। তিনি বলেন, আমরা যাচাই-বাছাইয়ের মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ করছি। এমনকি বেদে সম্প্রদায় এবং পালকি বাহকদেরও এ কমসূচীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কিন্তু বেদে সম্প্রদায়ের অনাগ্রহের কারণে আনা সম্ভব হচ্ছে না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে এ কর্মসূচীর আওতায় আনার জন্য। এছাড়া পালকি বাহকদেরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে, তাদেরকেও সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় আনা হবে।

নাগরিক সংলাপে ভোলার বেশ কয়েকটি ইউনিয়নে কোষ্ট ফাউন্ডেশন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের কমিটির সদস্য, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ উপজেলা নাগরিক ফোরামের সদস্য উপস্থিত ছিলেন।