বরিশালে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এ্যাডভোকেসি এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:
বরিশালে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে এ্যাডভোকেসি এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কথ্য অফিসের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল ইউনিসেফের চিফ এএইচ তৌফিক আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিরা।
এসময় অতিথিরা বলেন, দেশে করোনা সংক্রমণের প্রভাব মোকাবিলায় সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করেছে। সকল দপ্তরের সমন্বয়ে সমন্বিত কোভিড ব্যবস্থাপনার মাধ্যমে বরিশাল জেলা করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল কমিয়ে আনতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *