ভোলায় ৬৭ জনের জরিমানা, একজনের কারাদণ্ড

কঠোর বিধি-নিষেদের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা ও বিনা কারণে বাইরে বের হয়ে ঘোরাঘুরি করার দায়ে ভোলায় আরও ৬৭ জনের ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একজনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে এ কারাদণ্ড-জরিমানা করা হয়।

এনিয়ে গত পাঁচ দিনে জেলায় ৮০৬ জনের জরিমানা এবং ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলো। কঠোর বিধিনিষেদের চতুর্থদিনে জেলার ছয় উপজেলায় নয়টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোলা সদরের ৩৮ জনকে ৩০ হাজার ৭০০ টাকা ও এক জনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ছয় উপজেলার মধ্যে দৌলতখানে তিন জনকে ৮০০, বোরহানউদ্দিনে ছয় জনকে দুই হাজার, লালমোহনে ছয় জনকে এক হাজার ৮০০ টাকা, তজুমদ্দিনে ছয় জনকে ২ হাজার ৭০০ ও চরফ্যাশনে নয় জনকে ৩৬ হাজার টাকা জরিমান করা হয়। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান জানান, করোনা মোকাবিলায় জেলার সাত উপজেলা থেকে সর্বমোট নয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে বাইরে ঘোরাফেরার কারণে ৬২ মামলায় ৬৭ জনের জরিমানা এবং এক জনের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। পাঁচ দিনেও সড়কে চলনি কোনো গণপরিবহন। নেই জানজট, ভিড় কিংবা জনসমাগম। সড়কগুলো ফাঁকা দেখা গেছে।

পিরোজপুরে করোনায় ৩ জনের মৃত্যু

পিরোজপুর: করোনা আক্রান্ত হয়ে পিরোজপুরে একদিনে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) জেলার কাউখালী ও ভাণ্ডারিয়া উপজেলায় এ মৃত্যু হয়। এর মধ্যে কাউখালীতে দু’জন ও ভাণ্ডারিয়ায় একজন। মৃত দু’জন হলেন- কাউখালীর কুমিয়ান গ্রামে মো. নজরুল ইসলাম (৪০) ও একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের মো. নজরুল ইসলাম এবং ভাণ্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের
পশারীবনিয়া গ্রামের বৃদ্ধ সুখরঞ্জন (৮০)। এদের মধ্যে কুমিয়ান গ্রামের নজরুল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) কর্মচারী বলে জানা গেছে।

পিরোজপুর জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সকালে নজরুলের মৃত্যু হয়। এদিন দুপুরের দিকে একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নজরুল নামে আরেকজন মৃত্যুবরণ করেন। একই দিন সকালে করোনায় বৃদ্ধ সুখরঞ্জন অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিভিল সার্জন আরও জানান, সোমবার ১৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৮৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। করোনা আক্রান্তের তৃতীয় ধাপে
জেলায় মোট করোনা আক্রান্ত হিসেবে দুই হাজার ৪৯৯ জন শনাক্ত হয়েছেন।

১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

দেশে কঠোর লকডাউনের মেয়াদ বাড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে বিধিনিষেধও ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালু থাকবে। সোমবার (৫ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তবে মেডিকেল সামগ্রী ও ত্রাণ পরিবহন সংক্রান্ত ফ্লাইট চলাচল এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এসব ফ্লাইট পরিচালনার সময় জীবাণুনাশক কার্যক্রম, সামাজিক দূরত্বসহ সব স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনা দিয়েছে বেবিচক।

এর আগে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বেবিচক। এরপর গত বছরের জুলাই মাস থেকে ধীরে ধীরে আকাশপথ খুলতে শুরু করে।

চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করে সে সময় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। ফের ২১ এপ্রিল থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। এখন আবার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৮ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধের বিজ্ঞপ্তি জারি করল বেবিচক।

সেনাবাহিনী প্রধানের সাথে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা। ভারতীয় হাই কমিশনার সেনাসদরে পোঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন।

সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। হাই কমিশনার দোরাইস্বামী সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান। সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাই কমিশনারকে ধন্যবাদ জানান। এছাড়াও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জেনারেল শফিউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

করোনার মধ্যেও রেমিট্যান্সে রেকর্ড

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেও ২০২০-২১ অর্থবছর শেষে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা টাকার হিসাবে দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার বেশি। অর্থবছরের হিসাবে একসঙ্গে এত পরিমাণ রেমিট্যান্স এর আগে দেশে আসেনি।

সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ (২৯ জনু পর্যন্ত) ৪৬ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার বা প্রায় চার হাজার ৬০৮ কোটি ডলার, যা টাকার হিসাবে তিন লাখ ৯১ হাজার ৬৯৭ কোটি টাকা। এ বিপুল বৈদেশিক মুদ্রা দিয়ে দেশের ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে, বিদায়ী (২০২০-২০২১) অর্থবছরের শেষ মাস জুনে ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা পুরো অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি দেশে আসা রেমিট্যান্স।

গত অর্থবছরের রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলারে বা ২ লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকা। অর্থবছরের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে বিদায়ী অর্থবছরে।

রেমিট্যান্স আসা শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে যথাক্রমে-সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, সিঙ্গাপুর এবং ইতালি।

ভারী বর্ষণের আভাস, দুই দিনে আরও বাড়তে পারে

দেশব্যাপী বিরতি দিয়ে দিয়ে ভারী বর্ষণ হচ্ছে। আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে। এ ছাড়া পাঁচদিনে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মােটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

কোভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্সে খাদ্য সহায়তা বিতরণ

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন এসডিসি ও ইউএনডিপি সহায়তায় জাতীয় মানবাধিকার কমিশন বাস্তবায়নে বরিশাল জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে আভাস আয়োজনে বরিশাল জেলার ৬ উপজেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, হিজলা উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকার কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত দিনমজুর, হিজরা, সেক্সওয়ার্কার, নরসুন্দর, মুচি, প্রতিবন্ধি, ডোম, কৃষক, অটোড্রাইভার, গৃহকর্মী, দলিত, মান্তা এবং ফুটপাতের ক্ষুদ্র ব্যাসায়ী (ঝালমুড়ি, বুড, পেজু, সিঙ্গারা, চটা, চা, কাবাব, ফুচকা, চটপটি, হালিম, আচার ও বার্গার বিক্রেতা) মোট ২০০০ জন কে কভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্সে খাদ্য সহায়তা (প্রতি জনকে চাল (মিনিকেট) ১২ কেজি, আটা (ফ্রেস) ২ কেজি প্যাক ৩ পিচ, মুশুরডাল ৩ কেজি, চিনি (ফ্রেস) ১ কেজি প্যাক, লবন (ফ্রেস) ১ কেজি প্যাক, সয়াবিন তৈল (তির) ২ লিটার ১ পিচ, চিরা ১ কেজি, এন্টিস্যাপ্টিক সাবান ১০০ গ্রাম (লাইফবয়) ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম প্যাক (ফ্রেস) ১ পিচ) বিতরণ করা হবে।

ইতিমধ্যে বরিশাল জেলার ৫ উপজেলার বাকেরগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া এবং হিজলা উপজেলায় ৬৪৪ জনকে খাদ্য সহায়তা বিতরণ সম্পন্ন হয়েছে। এরই ধারাবহিকতায় বাকি ১৩৫৬ জনের মধ্যে আজ ০৫ জুলাই ২০২১ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় বরিশাল জেলার বঙ্গবন্ধু উদ্দ্যান সংলগ্ন অফিসার্স ক্লাব সম্মুখে ৩৬০ জন মুচি, দলিত এবং দিনমজুরকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের মানীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের মানীয় জেলা প্রশাসক জনাব জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটসি) জনাব মোঃ সোহেল মারুফ, সহকারী কমিশনার জনাব সুব্রত দাস, বরিশাল জেলা ত্রান ও পুণর্বাসন কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার রয়, আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জনাব কাজী জাহাঙ্গির কবির এবং বরিশাল সদর কোয়ালিশন মেম্বর ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন ইয়থনেট ক্লাইমেট জাস্টিস সংস্থার সমন্বয়কারী জনাব সোহানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন বরিশাল নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ প্লাটফর্ম সদস্য এবং ইয়থ ফোরাম সদস্য বৃন্দ। বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন আভাস এর ওডি এ্যাডভাইজার জনাব জহুরুল হাসান তালুকদার, ডাইরেক্ট অর্থ ও প্রশাসন জনাব মোঃ আতিক হাসান, প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সঞ্জয় বিশ্বাস ও মোঃ সেলিম হাওলাদার, ফিনান্স এন্ড এডমিন জনাব উজ্জল দাস ও উম্মে সাইফুননেছা লাকী, ট্রেনিং সেন্টার ম্যানেজার জনাব আমির হোসেন লাবু, প্রজেক্ট অফিসার জনাব প্রদীপ দাস, মোঃ জাকির হোসেন, নাসরিন খানম, কান্তা দে, মোঃ আলি আহসান এবং অন্যান্য স্টাফ বৃন্দ। বাকিদের পর্যায়ক্রমে বিতরণ করা হবে বরিশাল মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক।

সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন দের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন

বরিশাল প্রতিনিধি:
মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে বরিশাল সদর উপজেলার দ্বিতীয় দফার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন  জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

আজ ৯ জুলাই সোমবার দুপুর ২ টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের  গিলাতলী গ্রামে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি বরিশাল সদর নিশাত তামান্না, আরডিসি বরিশাল মোঃ আলী সুজা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ প্রমুখ।

মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয় এবার দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে। গত ২০ জুন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় এসময় বরিশাল জেলায় ২১৭ টি ঘর হস্তান্তর করা হয়। বাকি ৩৩২ টি গৃহ নির্মাণ কাজ চলছে আজ সেই সকল নির্মাণ কাজ সরজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় তিনি উপকার ভোগীদের সাথে কথা বলেন, তাদের কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কাযক্রম চলমান রয়েছে। গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি গৃহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্টদের  সাথে কথা বলেন। এবং নির্মাণ কাজের বিভিন্ন দিক তুলে ধরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি এই মুজিববর্ষে সকল ভূমিহীন ও গৃহহীন দের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করছেন।

করোনা ভাইরাসে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ

বরিশাল প্রতিনিধি:
দেশে সপ্তাহব্যাপী লকডাউন চলছে তারি ধারাবাহিকতায় আজ ৫ জুলাই সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে অফিসার্স ক্লাব বরিশালের প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৩৬২ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

পর্যায় ক্রমে আরো ১৬৩৮ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা ৩৬২ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন।

লকডাউনে কঠোর অবস্থানে গৌরনদী উপজেলা প্রশাসন নির্দেশনা অমান্য করায় ৮ মামলা, জরিমানা ৪ হাজার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
লকডাউনের পঞ্চম দিনেও কঠোর অবস্থানে রয়েছে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও আইন সৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ভোর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার হাট-বাজার, বিপনী বিতানসহ পথে প্রান্তরে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে তারা।
গতকাল সোমবার সকাল দিনভর থেকে উপজেলার গুরুত্বপূর্ন এলাকাসমুহে অবস্থান নিয়ে লকডাউন কার্যকরে কঠোর ভূমিকা পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করায় উপজেলা ভ্রাম্যমান আদালতে মোট ৮ জনের নামে ৮ টি মামলা দেয়া হয়। ওই মামলায় তাদেরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা আইন সৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসেবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহয়তা করেন।