পিরোজপুরে করোনায় ৩ জনের মৃত্যু

পিরোজপুর: করোনা আক্রান্ত হয়ে পিরোজপুরে একদিনে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) জেলার কাউখালী ও ভাণ্ডারিয়া উপজেলায় এ মৃত্যু হয়। এর মধ্যে কাউখালীতে দু’জন ও ভাণ্ডারিয়ায় একজন। মৃত দু’জন হলেন- কাউখালীর কুমিয়ান গ্রামে মো. নজরুল ইসলাম (৪০) ও একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের মো. নজরুল ইসলাম এবং ভাণ্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের
পশারীবনিয়া গ্রামের বৃদ্ধ সুখরঞ্জন (৮০)। এদের মধ্যে কুমিয়ান গ্রামের নজরুল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) কর্মচারী বলে জানা গেছে।

পিরোজপুর জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সকালে নজরুলের মৃত্যু হয়। এদিন দুপুরের দিকে একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নজরুল নামে আরেকজন মৃত্যুবরণ করেন। একই দিন সকালে করোনায় বৃদ্ধ সুখরঞ্জন অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিভিল সার্জন আরও জানান, সোমবার ১৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৮৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। করোনা আক্রান্তের তৃতীয় ধাপে
জেলায় মোট করোনা আক্রান্ত হিসেবে দুই হাজার ৪৯৯ জন শনাক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *